পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> や シ তোমাদিগকেও শিখায়, আর পাছে তোমরা তোমাদের ঈশ্বর সদাগ্রভুর বিরুদ্ধে পাপ কর। ১৯ যখন তুম কোন নগর হস্তগত করণার্থে যুদ্ধ করিয়া বহুকাল পৰ্য্যন্ত তাহ অবরোধ কর, তখন কুড়ালি দিয়া তথাকার বৃক্ষ ছেদন করিবে না ; তুমি তাহার ফল থাইতে পার, কিন্তু তাই কাটিবে না ; কেননা ক্ষেত্রের বৃক্ষ কি মানুষ যে, তাহাও তোমার অবরোধের যোগ্য ২• হইবে ? কিন্তু এই এই বৃক্ষ হইতে খাদ্য জন্মে না, ইহা যে সকল বৃক্ষের বিষয়ে জ্ঞাত আছ, সে সকল তুমি নষ্ট করিত ও কাটিতে পরিবে ; এবং তোমার সহিত যুদ্ধকারী নগর যাবৎ পতিত না হয়, তাবৎ সেই নগরের বিরুদ্ধে জঙ্গাল বধিতে পরিবে । নানা বিষয়ে আদেশ । ミS তোমার ঈশ্বর সদাপ্ৰভু অধিকারার্থে যে দেশ তোমাকে দিতেছেন, তাহার মধ্যে যদি ক্ষেত্রে পতিত কোন হত লোকক পাওয়া যায়, এবং তাহাকে ২ কে বধ করিল, তাহ! জান না যায় ; তবে তোমার প্রাচীনবর্গ ও বিচারকর্তৃগণ বাহিরে গিয়া সেই শবের চারিদিকে কোন নগর কত দূর, তাহ মাfপৰে । ৩ তাহীতে যে নগর ঐ হত লোকের নিকটস্থ হইবে, তথাকার প্রাচীনবর্গ পাল হইতে এমন একটী গোবৎসা লইবে, যাহা দ্বার। কেন কার্য হয় নাই, যে s যেয়ালি বহন করে নাই । পরে সেই নগরের প্রাচীনবগ সেই গোবৎসকে এমন কোন একটা উপত্যকায় তlনবে, যেখানে জলস্রোত নিত্য বহে, এবং চাস বা বীজ বপন হয় না, ও সেই উপত্যকায় তাহার গ্রীব। ৫ ভঙ্গিয় ফেলিবে । পরে লেবির সন্তান যাজকের নিকটে আসিবে, কেননা তাহাদিগকেই তোমার ঈশ্বর সদা প্ৰভু আপনার পরিচর্য্যাথ ও সদাপ্রভুর নামে আশীৰ্ব্বাদ করণাথে ম নানীত করিয়াছেন ; এবং তাহাদের বাক্যানুসারে প্রত্যেক বিবাদের ও আঘাতের ৬ বিচার হইবে । পরে শবের নিকটস্থ ঐ নগরের সমস্ত প্রাচীন উপত্যকাতে ভগ্নগ্ৰীবা গোবৎসার উপরে ৭ আপন আপন হস্ত ধুইয়া দিবে। আর তাহার উত্তর করিয়া বলিবে, আমাদের হস্ত এই রক্তপাত করে নাই, ৮ আমাদের চক্ষু ইহা দেখে নাই ; হে সদাপ্রভু, তুমি আপনার প্রজ। যে ইস্রায়েলকে মুক্ত করিয়াছ, তাহাকে ক্ষমা কর । আপনার প্রজ। ইস্রা-য়লর মধ্যে নিরপরাধের রক্তপাতজন্ত দোষ থাকিতে দিও না । তাহাতে তাহাঁদের পক্ষে সেই রক্তপাতের দোষ ক্ষম হইবে । ৯ এইরূপে তুমি আপনার মধ্য হইতে নিরপরাধের রক্ত পাতের দোষ দূর করবে ; কেননা সদাপ্রভুর সাক্ষাতে যাহা যথাৰ্থ, তাহাঁই তুমি করিবে । ১• তুমি আপন শক্রগণের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিলে যদি তোমার ঈশ্বর সদা ভু তাহাদিগকে তোমার ইস্তে সমর্পণ করেন, ও তুমি তাহ দগ-ক বন্দ করল। লইয়া যাও ; ১১ এবং সেই বন্দিদের মধ্যে কোন স্বনারী স্ত্রী দেখিয়া দ্বিতীয় বিবরণ । | 8. o ; >> - ९ ९ : २ ।। প্রেমাসক্ত হইয়। যদি তুমি তাহাকে বিবাহ করিতে ১২ চাও ; তবে তাহাকে আপন গৃহমধ্যে আনিবে, এবং ১৩ সে আপন মস্তক মুণ্ডন করিবে, ও নখ কাটিবে ; আর আপনার বন্দিত্ব-দশার বস্ত্র ত্যাগ করিবে ; পরে তোমার গৃহে থাকিয় আপন পিতামাতার জন্ত সম্পূর্ণ এক মাস বিলাপ করিবে ; তাহার পরে তুমি তাহার কাছে গমন করিতে পরিবে, তুমি তাহার স্বামী হইবে ও সে ১৪ তোমার স্ত্রী হইবে । আর যদি তাহাতে তোমার প্রীতি না হয়, তবে যে স্থানে তাহার ইচ্ছ, সেই স্থানে তাহাকে যাইতে দিবে ; কিন্তু কোন প্রকারে টাকা লইয়। তাহাক বিক্রয় করিবে না : তাহার প্রতি দাসবৎ ব্যবহার করিবে না, কেননা তুমি তাহাকে মানভ্রষ্টা করিয়াছ । ১৫ যদি কোন পুরুষের প্রিয় অপ্রিয় দুই স্ত্রী থাকে, এবং প্রিয়া ও অf রী উভয়ে তাহার জন্ত পুত্র প্রসব ১৬ করে, আর জ্যেষ্ঠ পুত্র অপ্রিয়ার সন্তান হয় ; তবে আপন পুত্রদিগকে সর্ববস্বের তাধিকার দিবার সময়ে অঙি য়াজাত জ্যেষ্ঠ পুত্ৰ থাকিতে সে ড্ৰি য়াজাত পুত্রকে ১৭ জ্যেষ্ঠাধিকার দিতে পরিবে না । কিন্তু সে অপ্রিয়ার পুত্রকে জ্যেষ্ঠরূপে স্বীকার করিয়া আপন সর্ববশ্বের দুই অংশ তাহাuক দিবে ; কারণ সে তাহার শক্তির প্রথম ফল, জোঙাধিকার তাহারই । যদি কাহারও পুত্র অবাধ্য ও বিরোধী হয়, পিতামতার কথা না শুনে, এবং শাসন করিলেও তাহা১৯ দিগকে অমান্ত করে ; তবে তাহার পিতামাত। তাঁহাকে ধরিয়া নগরের ও চীনবর্গের নিকটে ও তাঁহার নিবাস২• স্থানের নগর-দ্বারে লইয়া যাইবে ; আর তাহারা নগরের প্রাচীনবগcক বলিবে, আমাদের এই পুত্র অবাধ ও বিরোধী, আমাদের কথা মানে না, সে অপব্যয়ী ও ২১ মদ্যপায়ী । তাহাতে সেই নগরের সমস্ত পুরুষ তাহাকে প্রস্তরাঘাতে বধ করিবে ; এইরূপে তুমি আপনার মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে, আর সমস্ত ইস্রায়েল শুনিয়। ভয় পাইবে । যদি কোন মনুষ্য প্রাণদণ্ডের যোগ্য পাপ করে, আর তাহার প্রাণদণ্ড হয়, এবং তুমি তাহাকে গাছে ২৩ টাঙ্গাইয়৷ দেও, তবে তাহার শব রাত্রিতে গাছের উপরে থাকিতে দিবে না, কিন্তু নিশ্চয় সেই দিনই তাহাকে কবর দিবে ; কেননা যে ব্যক্তিকে টাঙ্গান ঘায়, সে ঈশ্বরের শাপগ্ৰস্ত ; তোমার ঈশ্বর সদ প্ৰভু অধিকারাথে যে ভুমি তোমাক দিতেছেন, তুমি তোমার সেই ভূমি অশুচি করিবে না। མ་མ་། তোমার কেন ভ্রাতার বলদ কিম্বা মেষকে পথহারা হইতে দেখিলে তুমি তাহদের হইতে গা ঢাকা দিও না ; অবশ্য আপন ভ্রাতার নিকট ২ তাহাদিগকে ফিরাইয়া আনিবে। যদি তোমার সেই ভ্ৰাত তোমার নিকটস্থ কিম্বা পরিচিত না হয়, তবে তুমি সেই পশুক আপন বাটতে আনিয়া যাবৎ সেই ভ্রাতা তাহার অন্বেষণ না করে, তাবৎ আপনার নিকটে 3 * ミネ 168