পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У Q o সময়ে তাহার পথে অন্ন জল লইয়া তোমাদের সহিত সাক্ষাৎ করে নাই ; আবার তোমাকে শাপ দিবার জন্ত তোমার বিরুদ্ধে আরম-নহরয়িমস্থ পথেরিনিবাসী ও বিয়োরের পুত্র বিলিয়মকে উৎকোচ দিয়াছিল। তথাপি তোমার ঈশ্বর সদাপ্রভু বিলিয়মের কথায় কর্ণপাত করিতে সন্মত হন নাই ; বরং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার পক্ষে সেই অভিশাপ আশীৰ্ব্বাদে পরিণত করিলেন ; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে প্রেম ৬ করেন । তুমি যাবজ্জীবন কখনও তাহদের শান্তি কি মঙ্গল অন্বেষণ করিবে না । তুমি ইদোমীয়কে ঘৃণা করিবে না, কেননা সে তোমার ভ্রাত ; মিশ্রীয়কে ঘৃণা করিবে না, কেনন। ৮ তুমি তাহার দেশে প্রবাসী ছিলে। তাহদের হইতে যে সন্তানগণ উৎপন্ন হইবে, তাহার তৃতীয় পুরুষে সদাপ্রভুর সমাজে প্রবেশ করিতে পাইবে। ৯ তোমার শক্রগণের বিরুদ্ধে শিবিরে যাত্রীকালে যাব১০ তীয় মন্দ বিষয়ে সাবধান থাকিবে । তোমার মধ্যে যদি কোন ব্যক্তি রাত্রিঘটিত কোন অশুচিতায় অশুচি হয়, তবে সে শিবির হইতে বাহিরে যাইবে, শিবিরের মধ্যে ১১ প্রবেশ করিবে না । পরে বেলা অবসান হইলে সে জলে স্নান করিবে, ও সূর্য্যের অস্তগমন সময়ে শিবিরের ১২ মধ্যে প্রবেশ করবে। তুমি শিবিরের বাহিরে এক স্থান নিরূপণ করিয়া বহির্দেশ বলিয়৷ সেই স্থানে ও যাইবে ; আর তোমার অস্ত্রশস্ত্র মধ্যে একখানি খুন্তি থাকিবে ; বহির্দেশে গমন সময়ে তুমি তদ্বারা গৰ্ত্ত করিয়া ফিরিয়া আপনার নির্গত মল ঢাকিয় ফেলিবে । ১৪ কেননা তোমাকে রক্ষা করিতে ও তোমার শক্রগণকে তোমার সম্মুখে সমৰ্পণ করিতে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার শিবিরের মধ্যে গমনাগমন করেন ; অতএব তোমার শিবির পবিত্র হউক ; পাছে তোমাতে কোন অশুচি বিষয় দেখিয় তিনি তোমা হইতে বিমুখ হন। যে দাস আপন স্বামীর নিকট হইতে পলাইয় তোমার নিকটে আইসে, তুমি তাহাকে সেই স্বামীর ১৬ হস্তে সমর্পণ করিবে না। সে তোমার কোন এক নগরদ্বারের ভিতরে, যেখানে তাহার ভাল লাগে, সেই মনোনীত স্থানে তোমার সঙ্গে তোমার মধ্যে বাস করিবে ; তুমি তাহার উপরে দৌরাত্ম্য করবে না। ইস্রায়েল-বংশীয় কোন কন্যা যেন বেশ্য না হয়, আর ইস্রায়েল-বংশীয় কোন পুরুষ যেন পুংগামী ন৷ ১৮ হয়। কোন মানতের জন্য বেশ্যার বেতন কিম্ব। কুকুরের মূল্য তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহে আনিবে না, কেননা সে উভয়ই তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে ঘৃণাৰ্ছ । o Y & 일 দ্বিতীয় বিবরণ । ১৯ তুমি স্বদের জন্য, রৌপ্যের স্বদ, খাদ্য সামগ্রীর মুদ, কোন দ্রব্যের সুদ পাইবার জন্ত, আপন ভ্রাতাকে ঋণ । ২• দিবে না। স্বদের জন্ত বিদেশীকে ঋণ দিতে পার, কিন্তু স্বদের জন্য আপন ভ্রাতাকে ঋণ দিবে না ; যেন তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, সে দেশে । [ R○ ; cー*、8; セl তোমার হস্তকৃত সমস্ত কৰ্ম্মে তোমার ঈশ্বর সদা ভু তোমাকে আশীৰ্ব্বাদ করেন । তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে কিছু মানত করিলে তাহ দিতে বিলম্ব করিও না ; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু অবশ্য তাহা তোমা হইতে আদায় করি২২ বেন : না দিলে তোমার পাপ হইবে । কিন্তু যদি মনত ২৩ না কর, তবে তাহাতে তোমার পাপ হইবে না। তোমার ওষ্ঠনিগত বাক্য সযত্বে পালন করিবে ; তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে তোমার মুখ হইতে যেমন স্ব-ইচ্ছায় দত্ত মানতের কথা নির্গত হয়, তদনুসারে করিবে । প্রতিবাসীর দ্রাক্ষাক্ষেত্রে গেলে তুমি আপন ইচ্ছানুসারে তৃপ্তি পর্য্যন্ত দ্রীক্ষাফল ভোজন করিতে পারবে, কিন্তু পাত্রে করিয়৷ কিছু লইবে না। প্রতিবাসীর শস্তক্ষেত্রে গেলে তুমি আপন হস্তে শীষ ছিড়িতে পারিবে, কিন্তু আপন প্রতিবাসীর শস্তক্ষেত্রে কাস্ত্যা দিবে না। ૨8 কোন পুরুষ কোন স্ত্রীকে গ্রহণ করিয়া বিবাহ করিবার পর যদি তাঁহাতে কোন প্রকার অনুপযুক্ত ব্যবহার দেখিতে পায়, আর সেই জষ্ঠ সে স্ত্রী তাহার দৃষ্টিতে প্রীতিপাত্র না হয়, তবে সেই পুরুষ তাহার জন্ত এক ত্যাগপত্র লিখিয় তাহার হস্তে দিয়া আপল বাট হইতে তাহাকে বিদায় করিতে পরিবে। আর সে স্ত্রী তাহার বাট হইতে বাহির হইবার পর গিয় অন্ত পুরুষের ভাৰ্য্য হইতে পারে। আর ঐ পশ্চাতের স্বামীও যদি তাহকে ঘৃণা করে, এবং তাহার জন্ত ত্যাগপত্র লিখিয়া তাহার হস্তে দিয়া আপন বাটী হইতে তাহাকে বিদায় করে, কিম্বা বিবাহকারী ঐ পশ্চাতের স্বামী যদি মরিয়া যায় ; তবে যে প্রথম স্বামী তাহাকে বিদায় করিয়াছিল, সে তাহার অশুচি হইবার পরে তাহাকে পুনকবার বিবাহ করিতে পরিবে নী ; কেননা তাহ সদাপ্রভুর সাক্ষাতে ঘৃণাই কৰ্ম্ম : তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে যে দেশ তোমাকে দিতেছেন, তুমি তাহ পাপলিপ্ত করিবে না। কোন ব্যক্তি নুতন বিবাহ করিলে সৈন্যদলে গমন করিবে না, এবং তাহাকে কোন কৰ্ম্মের ভার দেওয়া যাইবে না ; সে এক বৎসর পর্য্যন্ত আপন গৃহে নিষ্কৰ্ম্ম থাকিয়, যে স্ত্রীকে সে গ্রহণ করিয়াছে, তাহার চিত্তরঞ্জন করিবে । কেহ কাহারও যাতা কিম্বা তাহার উপরের পাট বন্ধক রাখিবে না; তাহা করিলে প্রাণ বন্ধক রাখা হয়। ৭ কোন মনুষ্য যদি আপন ভ্রাতৃগণের— ইস্রায়েলসন্তানদের—মধ্যে কোন প্রাণীকে চুরি করে, এবং তাহার প্রতি দাসবৎ ব্যবহার করে, বা বিক্রয় করে, এবং ধরা পড়ে, তবে সেই চোর হত হইবে ; এইরূপে তুমি আপনার মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে। ৮ তুমি কুণ্ঠরোগের ঘায়ের বিষয়ে সাবধান হইয়া, লেবীয় যাজ-করা যে সকল উপদেশ দিবে, অতিশয় যত্বপূর্বক তদনুসারে কৰ্ম্ম করিও ; আমি তাহাদিগকে

  • >

ミ8 ૨ ? 8 g Vo 17()