পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9 ; రిe – రి & ; & ! ) আর উত্তরকালে তোমাদের অমঙ্গল ঘটিবে, কারণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহা করিয়া তোমরা আপনাদের হস্তকৃত কাৰ্য্য দ্বার। তাঁহাকে অসন্তুষ্ট করিবে । পরে মোশি সমাপ্তি পৰ্য্যন্ত ইস্রায়েলের সমস্ত সমাজের কর্ণগোচরে এই গীতের কথাগুলি বলিতে লাগিলেন। মোশির গীত । 3)૨ আকাশমণ্ডল । কৰ্ণ দেও, আমি বলি : পৃথিবীও আমার মুখের কথা শুনুক । ২ আমার উপদেশ বৃষ্টির দ্যায় বৰ্ষিবে, আমার কথা শিশিরের হ্যায় ক্ষরিবে, তুণের উপরে পতিত বিন্দু বিন্দু বৃষ্টির হ্যায়, শাকের উপরে পতিত জলধারার দ্যায় । ৩ কেননা আমি সদাপ্রভুর নাম প্রচার করিব : তোমরা আমাদের ঈশ্বরের মহিম। কীৰ্ত্তন কর । ৪ তিনি শৈল, তাহার কৰ্ম্ম সিদ্ধ, কেনন। তাহার সমস্ত পথ দ্যায্য : তিনি বিশ্বাস্ত ঈশ্বর, তাহাতে অন্তীয় নাই ; তিনিই ধৰ্ম্মময় ও সরল । ৫ ইহার। তাহীর সম্বন্ধে ভ্ৰষ্টাচারী, তাহীর সন্তান নয়, এই ইহাদের কলঙ্ক : ইহার বিপথগামী ও কুটিল বংশ। ও তোমরা কি সদাপ্রভুকে এই প্রতিশোধ দিতেছ ? হে মূঢ় ও অজ্ঞান জাতি । - তিনি কি তোমার পিতা নহেন, যিনি তোমাকে লাভ করিলেন ? তিনিই তোমার নিৰ্ম্মাতা ও স্থিতিকর্ড। ৭ পুরাকালের দিন সকল স্মরণ কর, বহুপুরুষের বৎসর সকল আলোচনা কর ; তোমার পিতাকে জিজ্ঞাস কর, সে জানাইবে : তোমার প্রাচীনদিগকে জিজ্ঞস কর, তাহার বলিবে । ৮ পরাৎপর যখন জাতিগণকে অধিকার প্রদান করিলেন, যখন মনুষ্য-সন্তানগণকে পৃথক্ করিলেন, তখন ইস্রায়েল-সন্তানগণের সংখ্যানুসারেই সেই লোকবৃন্দের সীমা নিরূপণ করিলেন। ৯ কেননা সদাপ্রভুর প্রজাই তাহীর দায়াংশ ; • যাকেবিই তাহার রিক্থ অধিকার । ১• তিনি তাহাকে পাইলেন প্রান্তর-দেশে, পশুগজ্জনময় ঘোর মরুভূমিতে ; তিনি তাহাকে বেষ্টন করিলেন, তাহার তত্ত্ব লইলেন, নয়ন-তারার ছায় তাহাকে রক্ষা করিলেন । ১১ ঈগল যেমন আপন বাস জাগাইয়া তুলে, আপন শাবকগণের উপরে পাখী দোলায়, পক্ষ বিস্তার করিয় তাহাদিগকে তুলে, পালথের উপরে তাহাদিগকে বহন করে : ১২ ত দ্রুপ সদাপ্রভু একাকী তাহকে লইয়া গেলেন ; তাহার সহিত কোন বিজাতীয় দেবত ছিল না । 3. கு দ্বিতীয় বিবরণ । 2 * > ১৩ তিনি পুথিবীর উচ্চস্থলী সকলের উপর দিয়া তাঁহাকে আরোহণ করাঈলেন, সে ক্ষেত্রের শস্য ভোজন করিল : তিনি তাহাকে পাষাণ হইতে মধু পান করাইলেন, চক্ৰমকি প্রস্তরময় শৈল হইতে তৈল [দিলেন] : ১৪ তিন গোরুর নবনীত, মেষীর দুগ্ধ, মেষশাবকের মেদ সহ, বাশন দেশজাত মেষ, ও ছাগ, এবং উত্তম গেমের সার তাহকে দিলেন : তুমি দ্রাক্ষর রক্ত দ্রীক্ষারস পান করিলে। ১৫ কিন্তু যিশুরূণ হৃষ্টপুষ্ট হইয় পদাঘাত করিল। তুমি হৃষ্টপুষ্ট, স্থল ও তৃপ্ত হইলে ; অমনি সে আপন নিৰ্ম্মত ঈশ্বরকে ছাড়িল, আপন পরিত্রাণের শৈলকে লঘু জ্ঞান করিল। ১৬ তাহার বিজাতীয় দেবগণ দ্বারা তাহার অন্তর্জাল জন্মাইল, ঘৃণাৰ্ছ বস্তু দ্বীর। তাহাকে অসন্তুষ্ট করিল। ১৭ তাহার বলিদান করিল ভূতগণের উদ্দেশে, যাহার। ঈশ্বর নয়, দেবগণের উদেশে, যাহাদিগকে তাহারা জানিত না, নূতন, নবজাত দেবগণের উদ্দেশে, যাহাদিগকে তোমাদের পিতৃগণ ভয় করিত না। ১৮ তুমি আপন জন্মদাতা শৈলের প্রতি উদাসীন, আপন জনক ঈশ্বরকে বিস্মৃত হইলে । ১৯ সদাপ্রভু দেখিলেন, ঘৃণা করিলেন, নিজ পুত্ৰকস্তাদের কৃত অসন্তোষজনক কাৰ্য্য প্রযুক্ত । ২• তিনি কহিলেন, আমি উহাদের হইতে আপন মুখ আচ্ছাদন করিব : উহাদের শেষদশী কি হইবে, দেখিব : কেননা উহার বিপরীতাচারী বংশ, উহারা বিশ্বাসঘাতক সন্তান । ২১ উহার অনীশ্বর দ্বারা আমার অন্তর্জালী জন্মইল, স্ব স্ব অসার বস্তু দ্বারা আমাকে অসন্তুষ্ট করিল : আমিও নজাতি দ্বারা উহাদের অন্তর্জালী জন্মাইব, মূঢ় জাতি দ্বারা উহাদিগকে অসন্তুষ্ট করিব। ২২ কেননা আমার ক্রোধে অগ্নি প্রজ্বলিত হইল, তাহ অধঃস্থ পাতাল পর্য্যন্ত দগ্ধ করে, পৃথিবী ও তণ্ডুৎপন্ন বস্তু গ্রাস করে, পৰ্ব্বত সকলের মূলে আগুন লাগায় । ২৩ আমি তাহদের উপরে অমঙ্গল রাশি করিব, তাহীদের প্রতি আমার বাণ সকল ছুড়িব । ২৪ তাহার ক্ষুধাতে ক্ষীণ হইবে, জ্বলন্ত অঙ্গারে ও উগ্ৰ সংহারে কবলিত হইবে : আমি তাহীদের কাছে জন্তুদের দন্ত পাঠাইব, ধূলিস্থ উরোগামীদের বিষ সহকারে । ২৫ বাহিরে খড়গ, গৃহমধ্যে ত্রাস বিনাশ করিবে ; যুবক ও কুমারীকে, দুগ্ধপোষ্য শিশু ও শুক্লকেশ বৃদ্ধকে মারিবে । 179