পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ レ8 তাহাদিগকে কহিল, যাহার পশ্চাৎ দৌড়িয়া গিয়াছে, তাহারা যেন তোমাদের সঙ্গ না ধরে, এই জন্ত তোমরা পৰ্ব্বতে যাও, তিন দিন সে স্থানে লুকাইয় থাক, তাহার পর যাহার। পশ্চাৎ দৌড়িয়া গিয়াছে, তাহার। ফিরিয়া আসিলে তোমরা আপন পথে চলিয়া যাইও । ১৭ সেই লোকেরা তাহাকে কহিল, তুমি আমাদিগকে যে দিব্য করাইয়াছ, সে বিষয়ে আমরা নির্দাষ হইব। ১৮ দেখ, তুমি যে বাতায়ন দিয়া আমাদিগকে নামাইয়া দিলে, আমাদের এই দেশে আসিবার সময়ে সেই বাতায়নে এই সিন্দুরবর্ণ স্বত্রনিৰ্ম্মিত রজ্জ বাধিয়া রাখিবে, এবং তোমার পিতামাতা ও ভ্রাতৃগণ এবং তোমার ১৯ সমস্ত পিতৃকুলকে তোমার গৃহে একত্র করবে। তখন এইরূপ হইবে, যে কেহ তোমার গৃহদ্বার হইতে বাহির হইয়। পথে যাইবে, তাহার রক্তপাতের অপরাধ তাহার মস্তকে বৰ্ত্তিবে, এবং আমরা নির্দোষ হইব ; কিন্তু যে কেহ তোমার সহিত গৃহমধ্যে থাকে, তাহার উপরে যদি কেহ হস্তপণ করে, তবে তাহার রক্তপাতের অপ২০ রাধ আমাদের মস্তকে বৰ্ত্তিবে । কিন্তু তুমি যদি আমা. দের এই কাৰ্য্য প্রকাশ কর, তবে তুমি আমাদিগকে যে দিব্য করাইয়াছ, তাহ হইতে আমরা নির্দোষ ২১ হইব। তখন সে কহিল, তোমরা যেমন বলিলে, তেমনি হউক। পরে সে তাহাদিগকে বিদায় করিলে তাহার প্রস্থান করিল, এবং সে ঐ সিন্দুরবর্ণ রজজু বাতায়নে ২২ বাধিয়া রাখিল । আর তাহারা গিয়া পৰ্ব্বতে উপস্থিত হইল, যাহার। পশ্চাৎ দৌড়িয়া গিয়াছিল, তাহদের ফিরিয়া আসা পৰ্য্যন্ত তিন দিন তথায় রহিল ; তাহাতে যাহারা পশ্চাৎ দৌড়িয়া গিয়াছিল, তাহারা সমস্ত পথে অন্বেষণ করিলেও তাহদের উদ্দেশ পাইল না । পরে ঐ দুই ব্যক্তি ফিরিয়া পৰ্ব্বত হইতে নামিয়া আসিল, ও পার হইয়া নুনের পুত্ৰ যিহোশূয়ের নিকটে আসিল, এবং আপনাদের প্রতি যাহা যাহা ঘটিয়াছিল, ২৪ তাহার সমস্ত বৃত্তান্ত তাহাকে কহিল । তাহার। যিহেtশুকে কহিল, সত্যই সদাপ্রভু এই সমস্ত দেশ আমীদের হস্তে সমর্পণ করিয়াছেন, আবার দেশের সমস্ত লোক আমাদের সম্মুখে গলিয়া গিয়াছে। ইস্রায়েলীয়ের যদিন নদী পার হয়। උ ’’ যিহেশুয় প্রত্যুষে উঠিয়া সমস্ত ইস্রায়েলসন্তানের সহিত শিটাম হইতে যাত্রা করিয়া যদানসমীপে উপস্থিত হইলেন, কিন্তু তখন পার না হইয়। ২ সে স্থানে রাত্রি যাপন করিলেন । তিন দিনের পর ৩ অধ্যক্ষগণ শিবিরের মধ্য দিয়া গেলেন ; তাহার লোকদিগকে এই অজ্ঞা করিলেন ; তোমরা যে সময়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম সিন্দুক, ও লেবীয় যাজক গণকে তাহ বহন করিতে দেখিবে, তৎকালে আপন আপন স্থান হইতে যাত্রা করিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ ৪ গমন করিবে । তথাপি তাহার ও তোমাদের মধ্যে অনুমান দুই সহস্র হস্ত পরিমিত ভূমি ব্যবধান ー&ご যিহোশূয়ের পুস্তক । [ *、* >aー○ ; > I থাকিবে ; তাহার আর নিকটবৰ্ত্তী হইবে না ; যেন তোমরা আপনাদের গন্তব্য পথ জানিতে পার, কেননা ৫ ইতিপূৰ্ব্বে তোমরা এই পথ দিয়া যাও নাই। পরে যিহেশুয় লোকদিগকে কহিলেন, তোমরা আপনাদিগকে পবিত্র কর, কেননা কল্য সদাপ্রভু তোমাদের ৬ মধ্যে আশ্চৰ্য্য ক্রিয়া করিবেন। পরে যিহোশূয় যাজকদিগকে বলিলেন, তোমরা নিয়ম-সিন্দুক তুলিয়া লইয়৷ লোকদের অগ্রে অগ্ৰে চল ; তাহাতে তাহারা নিয়মসিন্দুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্ৰে গমন ৭ করিতে লাগিল। তখন সদাপ্রভু যিহেশূয়কে কহিলেন, অদ্য আমি সমস্ত ইস্রায়েলের সাক্ষতে তোমাকে মহিমান্বিত করিতে আরম্ভ করিব, যেন তাহার জানিতে পারে যে আমি যেমন মোশির সহবর্তী ছিলাম, ৮ তেমনি তোমার সহবত্তী থাকিব । তুমি নিয়ম সিন্দুকবাহক যাজকগণকে এই আজ্ঞা কর, যদ্দনের জলের ধারে উপস্থিত হইলে তোমরা যদিনে দাড়াইয়া থাকিবে। ৯ তখন যিহোশূয় ইস্রায়েল-সন্তানগণকে কহিলেন, তোমরা এখানে আইস, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ১• বাক্য শুন । আর যিহোশূয় কহিলেন, জীবন্ত ঈশ্বর যে তোমাদের মধ্যে বিদ্যমান, এবং কনানীয়, হিৰ্ত্তীয়, হিববীয়, পরিষীয়, গির্গাশীয়, ইমোরীয় ও বিবুৰীয়দিগকে তোমাদের সম্মুখ হইতে নিশ্চয়ই অধিকারচু্যত করিবেন, তাহা তোমরা ইহা দ্বারা জানিতে ১১ পরিবে । দেখ, সমস্ত ভূমণ্ডলের প্রভুর নিয়ম-সিন্দুক ১২ তোমাদের অগ্ৰে অগ্ৰে যদনে যাইতেছে । এখন তোমরা ইস্রায়েলের এক এক বংশ হইতে এক এক জন, এইরূপে বার বংশ হইতে বার জনকে গ্রহণ কর । ১৩ পরে এইরূপ হইবে, সমস্ত ভূমণ্ডলের প্রভু সদা প্রভুর নিয়ম-সিন্দুকবাহক যাজকদের পদতল যদিনের জলে প্রবিষ্ট হইবামাত্র যদিনের জল, অর্থাৎ উপর হইতে যে জল বহিয়া আসিতেছে, তাহী ছিন্ন হইবে, এবং ১৪ এক রাশি হইয়া দাড়াইয়া থাকিবে । তখন লোকের যর্দন পার হইবার জন্ত আপন আপন তাম্বু হইতে যাত্রা করিল, আর যাজকগণ নিয়ম সিন্দুক বহন করতঃ ১৫ লোকদের অগ্রবত্তী হইল। তার সিন্দুক-বাহকের যখন যদিন সমীপে উপস্থিত হইল, এবং জলের ধীরে দিন্দুকবাহক যাজকগণের চরণ জলমগ্ন হইল,— বাস্তবিক ফসল কাটার সমস্ত সময় যদিনের জল সমস্ত ১৬ তীরের উপরে থাকে,—তখন উপর হইতে আগত সমস্ত জল দাড়াইল, অতিদূরে সর্জনের নিকটবৰ্ত্তী আদম নগরের কাছে এক রাশি হইয়া উঠিয়া রহিল, এবং আরাব৷ তলভূমির সমুদ্র অর্থাৎ লবণ সমুদ্রে যে জল নামিয়া যাইতেছিল, তাহ সম্পূর্ণ ছিন্ন হইল ; তাহাতে ১৭ লোকের ফিরাহের সম্মুখেই পার হইল। আর যে পয্যন্ত সমস্ত লোক নিঃশেষে যদিন পার না হইল, সেই পৰ্য্যন্ত সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবাহক যাজকগণ যদিনমধ্যে শুদ্ধভূমিতে দাড়াইয়া থাকিল ; এবং সমস্ত ইস্রায়েল ক্ৰমশঃ শুস্ক ভুমি দিয়া পার হইয়া গেল। 184