পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 - G , , ) 8 এইরূপে সমস্ত লোক নিঃশেষে যদিন পার হইলে পর সদাপ্রভু যিহেশুয়কে কহিলেন, ২ তোমরা এক এক বংশের মধ্য হইতে এক এক জন, ৩ এই রূপে লোকদের বার জনকে গ্রহণ কর, আর তাহাদিগকে এই আজ্ঞা কর, তোমরা যাদনের মধ্যবৰ্ত্তী ঐ স্থান হইতে, যে স্থানে যাজকদের চরণ স্থির ছিল, তথা হইতে বারখানি প্রস্তর গ্রহণ করিয়া আপনাদের সঙ্গে পারে লইয়া যাও, অদ্য যে স্থানে রাত্রি যাপন ৪ করিবে, সেই স্থানে সেগুলি রাখিও । তাহাতে যিহোশূয় ইস্রায়েল-সন্তানগণের প্রত্যেক বংশ হইতে এক এক জন করিয়া যে বার জনকে নিরূপণ করিয়াছিলেন, তাহাদিগকে ডাকিলেন ; আর যিহেশুয় তাহাদিগকে কহিলেন, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকের সম্মুখে যদিন-মধ্যে গিয়া ইস্রায়েলসন্তানগণের বংশ-সংখ্যানুসারে প্রত্যেক জন এক এক৬ খানি প্রস্তর তুলিয়া স্কন্ধে কর ; যেন তাহা চিহ্নরূপে তোমাদের মধ্যে থাকিতে পারে ; ভাবী কালে যখন তোমাদের সন্তানগণ জিজ্ঞাসা করিবে, এই প্রস্তর৭ গুলির তাৎপৰ্য্য কি ? তোমরা তাহাদিগকে বলিবে, সদাপ্রভুর নিয়ম-সিন্দুকের সম্মুখে যাদনের জল ছিন্ন হইয়াছিল, সিন্দুক যখন যদিন পার হয়, সেই সময়ে যর্দনের জল ছিন্ন হইয়াছিল ; তাই এই প্রস্তরগুলি চিরকাল ইস্রায়েল-সন্তানগণের স্মরণার্থে থাকিবে । ৮ আর ইস্রায়েল-সন্তানগণ যিহোশূয়ের আজ্ঞানুসারে কৰ্ম্ম করিল, সদাপ্রভু যিহোশূয়কে যেমন বলিয়াছিলেন, তেমনি ইস্রায়েল-সন্তানগণের বংশ-সংখ্যানুসারে যদিনের মধ্য হইতে বারখানি প্রস্তর তুলিয়া লইল ; এবং আপনাদের সঙ্গে পারে রাত্রি যাপনের স্থানে লইয়া ৯ গিয়া সেখানে রাখিল । আর যে স্থানে নিয়ম-সিন্দুকবাহক যাজকগণের চরণ স্থির ছিল, সেই স্থানে যদ্দনমধ্যে যিহোশূয় বারখানি প্রস্তর স্থাপন করিলেন ; সে ১০ সকল অদ্যপি সে স্থানে আছে। যিহোশূয়ের প্রতি মোশির আদেশানুযায়ী যে সমস্ত কথা লোকদিগকে বলিবার আজ্ঞ সদাপ্রভু যিহোশূয়কে দিয়াছিলেন,তাহ। সমাপ্ত না হওয়া পৰ্য্যন্ত সিন্দুক-বাহক যাজকগণ যদিনমধ্যে দাড়াইয়া থাকিল, এবং লোকের ত্বর করিয়া ১১ পার হইয় গেল। এইরূপে সমস্ত লোক নিঃশেষে পার হইলে পর সদাপ্রভুর সিন্দুক ও যাজকগণ লোক১২ দের সাক্ষাতে পার হইয়া গেল। আর রূবেণ-সন্তানগণ, গদ-সন্তানগণ ও মনঃশির অৰ্দ্ধ বংশ তাহীদের প্রতি মোশির বাক্যানুসারে সসজ্জ হইয়া ইস্রায়েল-সন্তান১৩ গণের সম্মুখে পার হইয় গেল ; যুদ্ধার্থে প্রস্তুত অনুমান চল্লিশ সহস্ৰ লোক যুদ্ধের জন্ত সদাপ্রভুর সম্মুখে ১৪ পার হইয়। যিরাহের তলভূমিতে গেল । সেই দিবসে সদাপ্রভু সমস্ত ইস্রায়েলের সাক্ষাতে যিহেশুয়কে মহিমান্বিত করিলেন ; তাহীতে লোকেরা যেমন মেশিকে ভয় করিত, তদ্রুপ যিহোশূয়ের জীবন কালে তাহাকেও ভয় করিতে লাগিল । যিহোশূয়ের পুস্তক। ○ レ@ ১৫,১৬ সদাপ্রভু যিহোশূয়কে বলিয়াছিলেন, তুমি সাক্ষ্যসিন্দুকবাহক যাজকগণকে যদ্দন হইতে উঠিয়। আসিতে ১৭ আজ্ঞা কর। তাহাতে যিহোশূয় যাজকগণকে এই আজ্ঞা করিলেন, তোমরা যদিন হইতে উঠিয়া আইস । ১৮ পরে যদিনের মধ্য হইতে সদাপ্রভুর নিয়ম সিন্দুকবাহুক যাজকগণের উঠিয়া আসিবার সময়ে যখন যাজকদের পদতল শুষ্কভূমি স্পর্শ করিল, তখনই যদনের জল স্বস্থানে ফিরিয়া আসিয়া পূর্বেবর দ্যায় সমস্ত তীরের উপরে ১৯ উঠিল। এইরূপে লোকের প্রথম মাসের দশম দিবসে যর্দন হইতে উঠিয়া আসিয়া যিরাহের পূর্ব-সীমায়, ২০ গিল্গলে শিবির স্থাপন করিল। আর তাহারা যে বারখানি প্রস্তর যদ্দন হইতে তানিয়াছিল, সে সকল যিহো২১ শুয় গিলুগলে স্থাপন করিলেন। আর তিনি ইস্রায়েলসন্তানগণকে কহিলেন, ভাবী কালে যখন তোমাদের সন্তানগণ আপন আপন পিতৃগণকে জিজ্ঞাসা করবে, ২২ এই প্রস্তরগুলির তাৎপৰ্য্য কি ? তখন তোমরা আপন আপন সন্তানগণকে জ্ঞাত করিবে, বলিবে, ইস্রায়েল শুস্কভূমি দিয়া এই যদিন পার হইয়া আসিয়াছিল। ২৩ কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু স্বফসাগরের প্রতি যেমন করিয়াছিলেন, আমাদের পার না হওয়া পয্যন্ত যেমন তাহ শুষ্ক করিয়াছিলেন, তেমনি তোমাদের পার না হওয়৷ পয্যন্ত তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমা ২৪ দের সম্মুখে যদিনের জল শুষ্ক করিলেন ; যেন পৃথিবীর সমস্ত জাতি জানিতে পায় যে, সদাপ্রভুর হস্ত বলবান, এবং তাহারা যেন সববদ। তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে । ইস্রায়েলীয়দের ত্বকছেদ ও নিস্তারপৰ্ব্ব পালন । & আর যখন যদিনের পশ্চিম পারস্থ ইমোরীয়দের সকল রাজা ও সমুদ্রের নিকটস্থ কনানীয়দের সকল রাজা শুনিতে পাহলেন যে, আমরা যাবৎ পার ন হইলাম, তাবৎ সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে যদ্দনের জল শুষ্ক করিলেন, তখন তাহদের হৃদয় গলিয়া গেল, ও ইস্রায়েল-সন্তানগণের হেতু তাহীদের আর সাহস রহিল না। ২ সেই সময়ে সদাপ্রভু যিহেশুয়কে কহিলেন, তুমি চকমকি পাথরের কতকগুলি ছুরী প্রস্তুত করিয়া দ্বিতীয় ৩ বার ইস্রায়েল-সন্তানগণের ত্বকছেদ করাও । তাহাতে যিহেশুয় চকমকি পাথরের ছুরী প্রস্তুত করিয়া ত্বকপৰ্ব্বতের সমীপে ইস্রায়েল-সন্ত।নগণের ত্বক ছদ করাই৪ লেন । যিহোশূয় যে ত্বক ছদ করাইলন, তাহার কারণ এই ; মিসর হইতে যে সমস্ত পুরুষ লোক, যত যোদ্ধ। বাহির হইয়া আসিয়াছিল, তাহার। মিসর হইতে বাহির ৫ হইবার পর পথের মধ্যে প্রান্তরে মরিয়াছিল। যাহার। বাহির হইয়া আসিয়াছিল, তাহার। সকলে ছিন্নত্বক ছিল বটে, কিন্তু মিসর হইতে বাহির হইবার পর যে সকল লোক পথের মধ্যে প্রান্তরে জন্সিয়াছিল, তাহদের ত্বক 185