পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ० ; 8 - २४ । ] রাজা হোহমের, যমৃতের রাজা পিরামের, লার্থীশের রাজা যাফিয়ের ও ইয়োনের রাজ। দবারের নিকটে দূত ও পাঠাইয়। এই কথা কহিলেন ; আমার কাছে উঠিয়া আই হন, আমার সাহায্য করুন, চলুন আমরা গিবিয়েনায়দিগকে আঘাত করি ; কেননা তাহার। যিহোশুয়র ও ইস্রায়েল-সন্তানগণের সহিত সন্ধি করিয়াছে। ৫ অতএব ইমেরীয়দের ঐ পাচ রাজা, অর্থাৎ যিরশালমের রাজ, হিব্রাণের রাজা, যমুতের রাজা, লার্থীশের রাজা ও ইগ্রোনের রাজ। আপন আপন সমস্ত সৈন্তের সহিত একত্র হইলেন, এবং উঠিয়া গিয়া গিবিয়োনের সম্মুখে শিবির স্থাপনপূর্বক তাহার বিরুদ্ধে ও যুদ্ধ করিলেন । তাহাতে গিবিয়োনীয়ের গিল্গলস্থিত শিবিরে যিহেশুয়র নিকটে লোক পঠাইয়া কহিল, আপনকার এই দাসদের প্রতি হস্ত শিথিল করিবেন না, ত্বরায় আসিয়া আমাদের নিস্তার ও সাহায্য করুন, কেনন। পর্বতময় প্রদেশনিবাসী ইমোরীয়দের সমস্ত ৭ রাজা আমাদের বিরুদ্ধে একত্র হইয়াছেন । তখন যিহোশূয় সমস্ত যোদ্ধা ও সমস্ত বলবান বীর সঙ্গে লইয়। গিল্গল হইতে যাত্রা করিলেন। ৮ তখন সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, তুমি তাহাঁদিগকে ভয় করিও না ; কেননা আমি তোমার হস্তে তাহাদিগকে সমর্পণ করিয়াছি, তাহীদের কেহ তোমার ৯ সম্মুখে দাড়াইতে পরিবে না। পরে যিহোশূয় হঠাৎ তাহাদর নিকটে উপস্থিত হইলেন ; তিনি সমস্ত রাত্রি গিল্গল হইতে উপরের দিকে উঠিতেছিলেন । ১• তখন সদাপ্রভু ইস্রায়েলের সাক্ষাতে তাহাদিগকে ক্ষুব্ধ করিলেন, তাহাতে তিনি গিবিয়োনে মহাসংহারে তাহtদিগকে সংহার করিয়া বৈৎ-হোরোণের আরোহণ-পথ দিয়া তাহাদিগকে তাড়না করিলেন, এবং অসেক ও ১১ মক্কদ পৰ্য্যন্ত তাহাদিগকে আঘাত করিলেন । আর ইস্রায়েলের সম্মুখ হইতে গলায়নকালে যখন তাহার বৈৎ-হোরোণের অবরোহণ-পথে ছিল, তখন সদাপ্রভু অসক পৰ্য্যন্ত আকাশ হইতে তাহাদের উপরে মহাশিলা বর্ধাইলেন, তাহাতে তাহারা মারা পড়িল ; ইস্রায়েল-সন্তানগণ যাহাদিগকে খড়গ দ্বার বধ করিল, তদুপক্ষ। অধিক লোক শিলাপতে মরিল । তৎকালে যে দিন সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের সম্মুখ ইমারীয়দিগকে সমর্পণ করেন,সেই দিন যিহোশুয় সদাপ্রভুর কাছে নিবেদন করিলেন ; আর তিনি ইস্ত্ৰtয়লর সাক্ষাতে কহিলেন, স্বৰ্য্য, তুমি স্থগিত হও গিবিয়োনে, আর চন্দ্র, তুমি অয়ালোন তলভূমিতে। তখন সূৰ্য্য স্থগিত হইল, ও চন্দ্র স্থির থাকিল, যাবৎ সেই জাতি শত্রুদিগের প্রতিশোধ না লইল । এই কথা কি যাশের গ্রন্থ লিখিত নাই ? আর আকশের মধ্যস্থানে স্থায্য স্থির থাকিল, অস্তগমন করিতে ১s প্রয় সম্পূর্ণ এক দিবস ত্বর করিল না। তাহার পূর্বে কি পরে সদাপ্ৰভু যে মনুষ্যের রবে এইরূপ কৰ্ণপাত

  • R

39 যিহোশূয়ের পুস্তক ।

  • > *

করিলেন, এমন আর কোন দিন হয় নাই ; কেননা সদা প্ৰভু ইস্রায়েলের পক্ষে যুদ্ধ করিতেছিলেন । ১৫ পরে যিহেশুয় সমস্ত ইস্রায়েলকে সঙ্গে লইয়। গিল্ গলস্থ শিবিরে ফিরিয়া আসিলেন । ১৬ তার ঐ পাচ রাজ পলায়ন করিয়া মক্কদীর গুহাতে ১৭ লুকাইয়াছিলেন। পরে সেই পাচ রাজকে মক্কেদার গুহাতে লুক্কায়িত পাওয়া গিয়াছে, এই সংবাদ যিহো১৮ শুয়কে দেওয়া হইল। যিহেশুয় কহিলেন, তোমরা সেই গুহার মুখে কয়েকখান বড় বড় পাথর গড়াইয়া দিয়া সেগুলি রক্ষা করিবার জন্ত তথায় লোক নিযুক্ত কর, ১৯ কিন্তু আপনার বিলম্ব করিও না, শক্রগণের পশ্চাৎ ধাবমান হও, ও তাহীদের সৈন্তের পশ্চাদ্ভাগে আঘাত কর, তাহাদিগকে আপন আপন নগরে প্রবেশ করিতে দিও না ; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাহ২• দিগকে তোমাদের হস্তে সমপণ করিয়াছেন। পরে যিহেশুয় ও ইস্রায়েল-সন্তানগণ তাহীদের সর্বনাশ পৰ্য্যন্ত মহাসংহারে তাহাদিগকে সংহার করিলেন, উহাদের কতিপয় মাত্র অবশিষ্ট লোক পলাইয়া প্রাচীর২১ বেষ্টিত কোন কোন নগরে প্রবেশ করিল। পরে সমস্ত লোক মক্কেদায় যিহোশূয়ের নিকটে শিবিরে কুশলে ফিরিয়া আসিল ; ইস্রায়েল-সন্তানগণের মধ্যে কাহারও বিরুদ্ধে কেহ জিহবা দোলাইল না । পরে যিহোশূয় বলিলেন, তোমরা ঐ গুহার মুখ খুল, এবং তথ৷ হইতে সেই পাঁচ জন রাজাকে বাহির করিয়া ২৩ আমার নিকটে আনে। তাহারা সেইরূপ করিল, ফলতঃ যিরশালেমের রাজা, হিত্ৰোণের রাজা, যমূতের রাজা, লার্থীশের রাজা ও ইগ্লোনের রাজা, এই পাঁচ জন রাজাকে সেই গুহা হইতে বাহির করিয়া তাহার নিকটে ২৪ আনিল। এইরূপে তাহার। ঐ রাজগণকে যিহোশূয়ের নিকটে আনিলে পর যিহোশূয় ইস্রায়েলের সমস্ত পুরুযকে ডাকিলেন, এবং যাহার। তাহার সঙ্গে যুদ্ধে গিয়াছিল, তাহদের অধ্যক্ষদিগকে বলিলেন, তোমরা কাছে আইস, এই রাজগণের ঘাড়ে পা দেও , তাহাতে তাহার নিকটে আসিয় তাহদের ঘাড়ে পা দিল । ২৫ আর যিহোশূয় তাহাদিগকে কহিলেন, ভীত ও নিরাশ হইও না, বলবান হও, ও সাহস কর ; কেননী তোমরা যে শক্রগণের সহিত যুদ্ধ করিবে, তাহদের সকলের ২৬ প্রতি সদাপ্রভু এইরূপ করিবেন। তৎপরে যিহোশূয় আঘাত করিয়৷ সেই পাচ জন রাজাকে বধ করিলেন, ও পাঁচটা গাছে টাঙ্গাইয়া দিলেন : তাহীতে র্তাহার। ২৭ সন্ধ্যকাল পর্য্যন্ত গাছে টাঙ্গান রহিলেন । পরে স্থৰ্য্যস্ত সময়ে লোকের যিহেশুয়র আজ্ঞাতে তাহাদিগকে গাছ হইতে নামাইয়া, যে গুহাতে তাহারা লুকাইয়াছিলেন, সেই গুহায় নিক্ষেপ করিল, ও গুহার মুখে কয়েকখান বড় বড় পাথর দিয়া রাখিল ; তাহ অদ্যাপি রহিয়াছে। আর সেই দিবসে যিহেশুয় মক্কেদ হস্তগত করিলেন, এবং মক্কদ ও তথ। কার রাজাকে খড়গধীরে আঘাত করিলেন ; তথাকার সমস্ত প্রাণীকে নিঃশেষে ー & ー&b" 191