পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* * ; >> - ४ ९ ; २० । ] করিলেন, কেননা পূৰ্ব্বাবধি হাতসোর সেই সকল ১১ রাজ্যের মস্তক ছিল । তার লোকের তথাকার সমস্ত প্রাণীকে খড়গধীরে আঘাত করিয়া নিঃশেষে বিনষ্ট করিল, তাহার মধ্যে শ্বাসবিশিষ্ট কাহাকেও অবশিষ্ট রাখিল না ; এবং তিনি হাৎসের আগুনে পোড়াইয়। ১২ দিলেন। আর যিহেীশূয় ঐ রাজগণের সমস্ত নগর ও সেই সকল নগরের সমস্ত রাজাকে হস্তগত করিলেন, এবং সদাপ্রভুর দাস মোশির আজ্ঞানুসারে খড়গধারে তাহাদিগকে আঘাত করিয়া নিঃশেষে বিনষ্ট করি১৩ লেন । কিন্তু যে সকল নগর আপন আপন টিকরের উপরে স্থাপিত ছিল, ইস্রায়েল সেগুলির একটাও পোড়াইল না ; কেবল যিহোশূয় হাৎসের পোড়াইয় দিলেন। ১৪ আর ইস্রায়েল-সন্তানগণ সেই সকল নগরের সমস্ত দ্রব্য ও পশুগণকে আপনাদের নিমিত্তে লুট করিয়া লইল, কিন্তু প্রত্যেক মনুষ্যকে খড়গধারে আঘাত করিয়া সংহার করিল ; তাহদের মধ্যে শ্বাসবিশিষ্ট কাহাকেও ১৫ অবশিষ্ট রাখিল না। সদাপ্রভু আপন দাস মেশিকে যেরূপ আজ্ঞ করিয়াছিলেন, মোশি যিহোশূয়কে সেইরূপ আজ্ঞা করিয়াছিলেন, আর যিহোশূয় সেইরূপ কৰ্ম্ম করিলেন ; তিনি মোশির প্রতি উক্ত সদাপ্রভুর সমস্ত আদেশের একটী কথাও অন্ত্যথা করিলেন না । এইরূপে যিহোশূয় সেই সমস্ত প্রদেশ, পর্বতময় প্রদেশ, সমস্ত দক্ষিণ অঞ্চল, সমস্ত গোশন দেশ, নিম্নভূমি, অরবি তলভূমি, ইস্রায়েলের পর্বতময় প্রদেশ ও ১৭ তাহার নিম্নভূমি, সেয়ীরগামী হালক পৰ্ব্বত হইতে হর্মোণ পৰ্ব্বতের তলস্থ লিবানোনের তলভূমিতে স্থিত বাল্গাদ পৰ্য্যন্ত হস্তগত করিলেন, এবং তাহদের সমস্ত ১৮ রাজাকে ধরিয়া আঘাতপূর্বক বধ করিলেন। যিহোশূয় বহুকাল পর্যন্ত সেই রাজগণের সহিত যুদ্ধ ১৯ করিলেন। গিৰিয়োন-নিবাসী হিব্ৰবীয়ের ব্যতিরেকে আর কোন নগরের লোক ইস্রায়েল-সন্তানগণের সহিত সন্ধি করিল না ; ইহার সমস্তকেই যুদ্ধে হস্তগত ২০ করিল। কারণ তাহদের হৃদয়ের কঠিনীকরণ সদাপ্রভু হইতে হইয়াছিল, যেন তাহারা ইস্রায়েলের সহিত যুদ্ধ করে, আর তিনি তাহাদিগকে নিঃশেষে বিনষ্ট করেন, তাহদের প্রতি দয়া না করেন, কিন্তু তাহাদিগকে সংহার করেন ; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা করিয়াছিলেন । আর সেই সময়ে যিহোশূয় আসিয়া পৰ্ব্বতময় প্রদেশ হইতে— হিত্ৰোণ, দবীর ও অনাব হইতে, যিহুদার সমস্ত পৰ্বতময় প্রদেশ হইতে, আর ইস্রায়েলের সমস্ত পৰ্ব্বতময় প্রদেশ হইতে – অনাকীয়দিগকে উচ্ছেদ করিলেন ; যিহোশূয় তাহদের নগরগুলির সহিত তাহ২২ দিগকে নিঃশেষে বিনষ্ট করিলেন। ইস্রায়েল-সন্তানগণের দেশে অনাকীয়দের কেহ অবশিষ্ট থাকিল না ; কেবল ঘসাতে, গাতে ও অস্দোদে কতকগুলি অব২৩ শিষ্ট থাকিল। এইরূপে মোশির প্রতি সদাপ্রভুর সমস্ত বাক্যানুসারে যিহেশুয় সমস্ত দেশ হস্তগত করিলেন ; о. т. 13) X \}

  • 3

যিহোশূয়ের পুস্তক।

  • > ○

আর যিহেশুয় প্রত্যেক বংশানুযায়ী বিভাগানুসারে তাহা অধিকার জন্ত ইস্রায়েলকে দিলেন। পরে দেশে যুদ্ধবিরাম হুইল । পরাভূত রাজগণের তালিকা। Sર যর্দনের পারে সুর্য্যোদয়ের দিকে ইস্রায়েলসন্তানগণ দেশের যে দুই রাজাকে আঘাত করিয়া তাহীদের দেশ, অর্থাৎ অর্ণেন উপত্যক অবধি হর্মোণ পৰ্ব্বত পৰ্য্যন্ত, এবং পূর্বদিক্‌স্থিত সমস্ত আরাবী তলভূমি, এই দেশ অধিকার করিয়াছিল, সেই দুই রাজা ২ এই । হিন্থবোন নিবাসী ইমোরীয়দের সহোন রাজ : তিনি অর্ণেন উপত্যকার সীমাস্থ অরোয়ের উপত্যকার মধ্যস্থিত নগর অবধি, এবং অৰ্দ্ধ গিলিয়দ, ৩ অন্মোন-সন্তানদের সীম। যবেবাক নদী পর্য্যন্ত, এবং কিন্নেরৎ হ্ৰদ পৰ্য্যন্ত অরাব৷ তলভূমিতে, পূর্বদিকে, ও বৈৎ বিণীমাতের পথে অরবি তলভূমিস্থ লবণসমুদ্র পৰ্য্যন্ত, পূৰ্ব্ব দিকে, এবং পিস্গ পাশ্বের নিম্নস্থিত ৪ দক্ষিণ দেশে কর্তৃত্ব করিতেছিলেন। আর বাশনের রাজ ওগের অঞ্চল ; তিনি অবশিষ্ট রফায়ীয় বংশোদ্ভব ছিলেন, এবং অষ্টারোতে ও ইদ্রিয়াতে বাস করি৫ তেন ; আর হর্মোণ পৰ্ব্বতে, সল্খাতে এবং গঙ্গুরীয়দের ও মাখার্থীয়দের সীম পর্যান্ত সমুদয় বাশন দেশে, এবং হিবোনের সহোন রাজার সীম পর্যন্ত অৰ্দ্ধ গিলিয়দ ৬ দেশে কর্তৃত্ব করিতেছিলেন। সদাপ্রভুর দাস মোশি ও ইস্রায়েল-সন্তানগণ ইহাদিগকে আঘাত করিয়াছিলেন, এবং সদাপ্রভুর দাস মোশি সেই দেশ অধিকারার্থে রূবেণীয় ও গাদীয়দিগকে এবং মনঃশির অৰ্দ্ধ বংশকে দিয়াছিলেন । ৭ যদিনের এপারে পশ্চিমদিকে লিবালোনের তলভূমিতে স্থিত বাগাদ হইতে সেয়ারগামী হালক পৰ্ব্বত পৰ্য্যন্ত যিহেশূয় ও ইস্রায়েল-সন্তানগণ দেশের যে যে রাজাকে আঘাত করিলেন, ও যিহেশূয় যাহাঁদের দেশ অধিকারার্থে স্ব স্ব বিভাগনুসারে হস্রায়েলের বংশ৮ সমূহকে দিলেন, সেই সকল রাজা, অর্থাৎ পৰ্ব্বতময় দেশ, নিম্নভূমি, আরাবী তলভূমি, পৰ্ব্বত-পার্শ্ব, প্রান্তর ও দক্ষিণাঞ্চল-নিবাসী হিন্তীয়, ইমেরীয়, কনানীয়, পরীষীয়, হিববীয় ও যিবুর্ষীয় সকল রাজী ] এই এই ৷ ৯ যিরীহোর এক রাজা, বৈথেলের নিকটস্থ অয়ের এক ১• রাজা, যিরশালেমের এক রাজা, হিত্ৰোণের এক রাজা, ১১ যমূতের এক রাজা, লার্থীশের এক রাজ, ইগ্রোনের ১২ এক রাজা, গেষরের এক রাজা, দবীরের এক রাজা, ১৩.১৪ গেদরের এক রাজা, হর্মার এক রাজা, অরীদের এক ১৫ রাজা, লিবৃনার এক রাজ, তদুল্লমের এক রাজা, মস্কে১৬ দীর এক রাজা, বৈথেলের এক রাজা, তপূহের এক ১৭ রাজা, হেফরের এক রাজা, অফেকের এক রাজা, ১৮ লশারোণের এক রাজা, মাদেীনের এক রাজী, হাৎ১৯ সোরের এক রাজা, শিস্ত্ৰোণ-মরোণের এক রাজা, ২• অক্ষফের এক রাজা, তানকের এক রাজা, মগিদোর 193