পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

' Str সদাপ্রভুর সাক্ষাতে তোমাদের নিমিত্তে গুলিবাট ৭ করিব। কারণ তোমাদের মধ্যে লেবীয়দের কোন ংশ নাই, কেননা সদাপ্রভুর যাজকত্বপদ তাহীদের অধিকার ; আর গাদ ও রূবেণ, এবং মনঃশির অৰ্দ্ধ ংশ যাদনের পূর্বপারে সদাপ্রভুর দাস মোশির দত্ত আপনাদের অধিকার পাইয়াছে । ৮ পরে সেই লোকেরা উঠিয়া যাত্রা করিল ; আর যাহারা সেই দেশের বর্ণনা লিখিতে গেল, যিহোশূয় তাহাদিগকে এই আজ্ঞা দিলেন, তোমরা গিয়া দেশের সর্বত্র ভ্রমণ করিয়া দেশের বর্ণনা লিখিয়া লইয়া আমার নিকটে ফিরিয়া আইস ; তাহাতে আমি এই শীলোতে সদাপ্রভুর সাক্ষাতে তোমাদের জন্ত ৯ গুলিবাট করিব। পরে ঐ লোকের গিয়া দেশের সকবত্র ভ্রমণ করিল, এবং নগরানুসারে সাত তাংশ করিয়া পুস্তকে তাহার বর্ণনা লিখিল ; পরে শীলোস্থিত ১• শিবিরে যিহোশুয়র নিকটে ফিরিয়া আসিল । আর যিহোশূয় শীলোতে সদাপ্রভুর সাক্ষাতে তাহাদের জন্ত গুলিবাট করিলেন ; যিহোশূয় সেই স্থানে ইস্রায়েলসন্তানগণের বিভাগানুসারে দেশ তাহাদিগকে অংশ করিয়া দিলেন । আর গুলিবাটক্রমে এক অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে বিস্তামীন-সন্তানগণের বংশের নামে উঠিল । গুলিবাটে নিদিষ্ট তাহাদের সীমা যিহ্ৰদ-সন্তানগণের ১২ ও ঘোষেফ-সন্তানগণের মধ্যে হইল। তাহদের উত্তর পার্থের সীম। যদিন হইতে বিরহের উত্তর পার্শ্ব দিয়৷ গেল, পরে পর্বতময় প্রদেশের মধ্য দিয়। পশ্চিমদিকে ১৩ বৈৎ-আবনের প্রান্তর পর্য্যন্ত গেল। তথা হইতে ঐ সীম। লুসে, দক্ষিণদিকে লুসের অর্থাৎ বৈথেলের পাশ্ব পৰ্য্যন্ত গেল ; এবং নিম্নতর বৈৎ-হোরোণের দক্ষিণে স্থিত পৰ্ব্বত দিয়া তাটারোৎ-অদ্রর দিকে নামিয়া ১৪ গেল। তথা হইতে ঐ সীমা ফিরিয়৷ পশ্চিম পার্থে, বৈৎ-হোরণের দক্ষিণে স্থিত পৰ্ববত হইতে দক্ষিণদিকে গেল : আর যিহদা-সন্তানগণের কিরিয়ৎ বাল অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারম নামক নগর পয্যন্ত গেল ; ইহা ১৫ পশ্চিম পার্শ্ব । আর দক্ষিণ পাশ্ব কিরিয়ৎ-বিয়রামের প্রান্ত হইতে আরম্ভ হইল, এবং সে সীমা পশ্চিমদিকে নির্গত হইয়া নিপ্তোহের জলের উলুই পর্যান্ত গমন ১৬ করিল। আর ঐ সীমা হিম্নোম সন্তানের উপত্যকার সম্মুখস্থ ও রফায়াম তলভূমির উত্তরদিকস্থ পৰ্ব্বতের প্রান্ত পর্যান্ত নামিয়া গেল, এবং হিমোমের উপত্যকায়, যিবুষের দক্ষিণ পার্থে নামিয়া আসয় এন্‌-রোগেলে ১৭ গেল। আর উত্তরদিকে ফিরিয়া ঐন-শেমশে গমন করিল, এবং অদুৰ্ম্মমি আরোহণ-পথের সম্মুখস্থ গলাঁলোতের দিকে নির্গত হইয়। রূবেণ-সন্তান বেহনের ১৮ প্রস্তর পর্য্যন্ত নামিয়া গেল । আর উত্তর দক অরবি তলভূমির সন্মুখস্থ পাশ্বে গিয়া আরাব তলভূমিত ১৯ নামিয়। গেল। আর ঐ সীমা উত্তরদিকে বৈং হগ্লার পাখ পৰ্য্যন্ত গেল ; যদ্দনের দক্ষিণ প্রান্তস্থ লবণ-সমুদ্রের > * যিহোশূয়ের পুস্তক। [ >レ; - డి ఫె ; ఆ উত্তর খাড়ী সেই সীমার প্রান্ত ছিল ; ইছ দক্ষিণ সীমা । ২• তার পূর্ব পার্শ্বে যর্দন তাহার সীমা ছিল । চারিদিকে আপন সীমা অনুসারে, আপন আপন গোষ্ঠী অনুসারে, ২১ বিদ্যমীন-সন্তানগণের এই অধিকার ছিল । আপন আপন গোষ্ঠী অনুসারে বিস্তামীন-সন্তানগণের বংশের ২২ নগর যিরীহে, বৈৎ-হয়, এমক-কশিশ, বৈৎ-অরাবা, ২৩ সমারফ্লিম, বৈথেল, অববাম,পারা, অফ্রা, কফুর-অন্মোনী, ২৪ তাফনি ও গেব ; স্ব স্ব গ্রামের সহিত বারট নগর। ২৪,২৬ গিবিয়োন, রামা, বেরোৎ, মিস্পী, কফীর, মোৎসা, ২৭,২৮ রেকম, যিপেল, তরল, সেল, এলফ, যিৰূষ অর্থাৎ যিরশালেম, গিবিয়াৎ ও কিরিয়ৎ , স্ব স্ব গ্রামের সহিত চৌদটী নগর । আপন আপন গোষ্ঠী অনুসারে বিদ্যমীন-সন্তানগণের এই অধিকার । SS আর গুলিবাটক্রমে দ্বিতীয় অংশ শিমিয়োনের নামে, তাপন আপন গোষ্ঠী অনুসারে শিমিয়োনসন্তানগণের বংশের নামে উঠিল । তাহদের অধিকার ২ যিহুদী-সন্তানগণের অধিকারের মধ্যে হইল। তাহাদের অধিকার হইল বের-শেব, ( বা শেবা), মোলাদ, ৩.৪ হৎসর শুয়াল, বালা, এৎসম, ইলুতোলদ, বথুল, হর্ম, ৫.৬ সিক্লগ, বৈৎ-মকাবোৎ, হৎসর-স্বয, বৈৎ লবায়োৎ ও ৭ শারহণ ; স্ব স্ব গ্রামের সহিত তেরট নগর । ঐন, রিন্মোণ, এখর ও আশন : স্ব স্ব গ্রামের সহিত চারিটী ৮ নগর ; আর বালৎ-বের, [অর্থাৎ] দক্ষিণ দেশস্থ রাম পৰ্য্যন্ত ঐ ঐ নগরের চারিদিকের সমস্ত গ্রাম। আপন আপন গোষ্ঠী অনুসারে শিমিয়োন-সন্তানগণের বংশের ৯ এই অধিকার । শিমিয়োন-সন্তানগণের অধিকার যিহুদী-সন্তানগণের অধিকারের এক ভাগ ছিল, কেননা বিহদা-সন্তনগণের অংশ তাহদের প্রয়োজন অপেক্ষা অধিক ছিল ; অতএব শিমিয়োন-সন্তানগণ তাহদের অধিকারের মধ্যে অধিকার পাইল । ১• পরে গুলিবাটক্রমে তৃতীয় অংশ আপন তাপন গোষ্ঠী অনুসারে সবুলুন-সন্তানদের নামে উঠিল ; সারদ পর্যন্ত ১১ তাহীদের আধকারের সীমা হহল । তাহাদের সীমা পশ্চিমদিকে অর্থাৎ মারালায় উঠিয়া গেল, এবং দবেবশৎ পয্যন্ত গেল, যক্লিয়ামের সম্মুখস্থ স্রোত পৰ্য্যন্ত ১২ গেল। আর সারদ হইতে পূর্ববদিকে, স্তযোদয় দিকে, ফিরিয়া কিশলোৎ-তাবোরের সীম৷ পয্যন্ত গেল ; পরে দাবরৎ পয্যন্ত লিগত হইয়৷ ঘাফিয়ে উঠয় গেল । ১৩ আর তথা হইতে পুর্ববদিক, স্থয্যোদয়ের দিক্‌, হইয়৷ গাৎ-হেফর দিয়া এৎ-কাৎসীন পৰ্য্যও গেল ; এবং ১৪ নেয়ের দিকে বিস্তৃত রিম্মোণে গেল। আর ঐ সীম!. হন্নাথানের উত্তরদিকে উহা বেষ্টন করিল, আর ১৫ fযপ্ত হল উপত্যক। পয্যন্ত গেল। আর কটৎ, নহলাল, শিঘ্ৰোণ, যিদাল ও বৈৎ-লেহম ; স্ব স্ব গ্রামের সহিত ১৬ বারট নগর। আপন আপন গোষ্ঠী অনুসারে সবুলুলসন্তানদের এই অধিকার ; স্ব স্ব গ্রামের সািহত এই সকল নগর। 198