পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ ১ ; ৩৬ – ২ ই ; ১৮ । ] ৩৬ এই চারিট নগর দিল। অীর রূবেণ বংশের অধিকার হইতে পরিসরের সহিত বেৎসর, পরিসরের সহিত যহস, ৩৭ পরিসরের সহিত কদেমোৎ ও পরিসরের সহিত মেফাৎ, ৩৮ এই চারিট নগর দিল। আর গাদ বংশের অধিকার হইতে পরিসরের সহিত নরহন্তার আশ্রয়-নগর গিলি৩৯ য়দস্থ রামোৎ, এবং পরিসরের সহিত মহনয়িম, পরিসরের সহিত হিষ্ণুবোণ ও পরিসরের সহিত যাসের, ৪০ সাকল্যে এই চারিট নগর দিল। এইরূপে লেবীয়দের অবশিষ্ট গোষ্ঠী সকল, অর্থাৎ মরারি-সন্তানগণ আপন আপন গোষ্ঠী অনুসারে গুলিবাট দ্বারা সৰ্ব্বশুদ্ধ বারটী নগর পাইল । ইস্রায়েল-সন্তানগণের অধিকারের মধ্যে পরিসরের সহিত সৰ্ব্বশুদ্ধ আটচল্লিশট নগর লেৰীয়দের হইল । ৪২ সেই সকল নগরের মধ্যে প্রত্যেক নগরের চারিদিকে পরিসর ছিল ; সেই সমস্ত নগরেরই এইরূপ ছিল । সদা ভু লোকদের পিতৃপুরুষদের কাছে যে দেশের বিযয় দিব্য করিয়াছিলেন, সেই সমগ্র দেশ তিনি ইস্রায়েলকে দিলেন, এবং তাহারা তাহ অধিকার ৪৪ করিয়া তথায় বাস করিল। সদাপ্রভু তাহদের পিতৃপুরুষদের কাছে কৃত আপনার সমস্ত দিব্যানুসারে চারিদিকে তাহাদিগকে বিশ্রাম দিলেন : তাহদের সমস্ত শক্রর মধ্যে কেহই তাহদের সম্মুখে দাড়াইতে পারিল না ; সদাপ্রভু তাহদের সমস্ত শক্রকে তাহা৪৫ দের হস্তে সমর্পণ করিলেন। সদাপ্রভু ইস্রায়েল-কুলের কাছে যে সকল মঙ্গলবাক্য বলিয়ছিলেন, তাহার মধ্যে একটী বাক্যও নিষ্ফল হইল না ; সকলই সফল হইল । যর্দনের পূর্ব পারস্থ গোষ্ঠীদের স্বদেশ যাত্রা । མ་མ་། তৎকালে যিহোশূয় রূবেণীয় ও গার্দীয়দিগকে এবং মনঃশির অৰ্দ্ধ বংশকে ডাকিয় কহিলেন : সদাপ্রভুর দাস মোশি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিয়াছিলেন, সে সমস্তই তোমরা পালন করিয়াছ : এবং আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিয়াছি, ৩ তাহাতে আমার কথায়ও কর্ণপাত করিয়াছ। বহুদিন হইতে অদ্য পর্য্যন্ত তোমরা আপন আপন ভ্রাতৃগণকে ছাড়িয় যাও নাই, কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ৪ আজ্ঞা পালন করিয়া আসিয়াছ। সম্প্রতি তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপন প্রতিজ্ঞানুসারে তোমাদের ভ্রাতৃগণকে বিশ্রাম দিয়াছেন ; অতএব এখন তোমরা আপন আপন তাম্বুতে, অর্থাৎ সদা ভুর দাস মোশি যর্দনের পরপারে যে দেশ তোমাদিগকে দিয়াছেন, ৫ আপনাদের সেই অধিকার-দশে ফিরিয়া যাও । কেবল এই এই বিষয়ে খুব যত্নবান থাকিও, সদাপ্রভুর দাস মোশি তোমাদিগকে যে আজ্ঞা ও ব্যবস্থা দিয়াছেন, তাহা পালন করিও, তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিও, তাহার সমস্ত পথে চলিও, তাহার আজ্ঞ সকল 8 × 35 যিহোশূয়ের পুস্তক ।

  • о у

পালন করিও, তাহাতে আসক্ত থাকিও, এবং সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সহিত তাহার সেবা করিও । ৬ পরে যিহোশূয় তাহাদিগকে আশীৰ্ব্বাদ করিয়া বিদায় করিলেন ; তাহার। আপন আপন তাম্বুতে প্রস্থান ৭ করিল। মেশি মনঃশির অৰ্দ্ধ বংশকে বাশনে অধিকার দিয়াছিলেন, এবং যিহেশুয় তাহার অন্ত অৰ্দ্ধ ংশকে যাদনের পশ্চিম পারে তাহদের ভ্রাতৃগণের মধ্যে অধিকার দিয়াছিলেন। আর আপন আপন তাম্বুতে বিদায় করিবার সময়ে যিহোশূয় তাহাদিগকে ৮ আশীৰ্ব্বাদ করিলেন, আর কহিলেন, তোমরা প্রচুর সম্পত্তি, পাল পাল পশু এবং রৌপ্য, স্বর্ণ, পিত্তল,লোহ ও অনেক বস্ত্র সঙ্গে লইয়া আপন আপন তাম্বুতে ফিরিয়া যাও, তোমাদের শত্ৰগণ হইতে লুটিত দ্রব্য তোমাদের ভ্রাতাদের সহিত বিভাগ করিয়া লও। ৯ পরে রূবেণ-সন্তানগণ, গাদ-সন্তানগণ ও মনঃশির অৰ্দ্ধ বংশ কনান দেশস্থ শীলোতে ইস্রায়েল-সন্তানগণের নিকট হইতে ফিরিয়া গেল, মোশি দ্বার। কথিত সদাপ্রভুর বাক্যনুসারে প্রাপ্ত গিলিয়দ দেশের, তাহদের অধিকার-দেশের দিকে যাইবার জন্য যাত্রা করিল। ১০ তার কনান দেশস্থ যদিন অঞ্চলে উপস্থিত হইলে রূবেণ-সন্তানগণ, গাদ-সন্তানগণ ও সনঃশির অৰ্দ্ধ বংশ সেই স্থানে যদিনের ধারে এক যজ্ঞবেদি নির্মাণ করিল, সেই বেদি দেখিতে বৃহৎ। তখন ইস্রায়েল-সন্তানগণ শুনিতে পাইল, দেখ, রূবেণ-সন্তানগণ, গাদ-সন্তানগণ ও মনঃশির অৰ্দ্ধ বংশ কনান দেশের সম্মুখে যদ্দন অঞ্চলে, ইস্রায়েল-সন্তান১২ গণের পারে, এক যজ্ঞবেদি নিৰ্ম্মাণ করিয়াছে। ইস্রায়েল-সন্তানগণ যখন এই কথা শুনিল, তখন ইস্রায়েলসন্তানগণের সমস্ত মণ্ডলী তাহদের বিরুদ্ধে যুদ্ধে গমন করিতে শীলোতে একত্র হইল। পরে ইস্রায়েল-সন্তানগণ রূবেণ-সন্তানগণের, গাদসন্তানগণের ও মনঃশির অৰ্দ্ধ বংশের নিকটে গিলিয়দ ১৪ দেশে ইলিয়াসর যাজকের পুত্ৰ পীনহসকে, এবং তাহার সঙ্গে দশ জন অধ্যক্ষকে, ইস্রায়েলের প্রত্যেক বংশ হইতে এক এক জন পিতৃকুলাধ্যক্ষকে, প্রেরণ করিল: তাহার এক এক জন ইস্রায়েলের সহস্ৰগণের মধ্যে ১৫ আপন আপন পিতৃকুলের পতি ছিলেন। তাহার গিলিয়দ দেশে রূবেণ-সন্তানগণের, গাদ-সন্তানগণের ও মনঃশির অৰ্দ্ধ বংশের নিকটে আসিয়া তাহাদিগকে ১৬ এই কথা কহিলেন, সদাপ্রভুর সমস্ত মণ্ডলী এই কথা বলিতেছে, অদ্য সদাপ্রভুর বিপরীতে বিদ্রোহী হইবার জন্ত্য আপনাদের নিমিত্তে এক যজ্ঞবেদি নিৰ্ম্মাণ করাতে তোমরা অদ্য সদাপ্রভুর অনুগমন হইতে ফিরিবার জন্ত ইস্রায়েলের ঈশ্বরের বিরুদ্ধে এই যে সত্যলজঘন ১৭ করিলে, এ কি ? যে অপরাধ প্রযুক্ত সদাপ্রভুর মণ্ডলীর মধ্যে মহামারী হইয়াছিল, এবং যাহা হইতে আমরা অদ্যপি শুচীকৃত হই নাই, পিয়োর-বিষয়ক সেই > * S 3 ১৮ অপরাধ কি আমাদের পক্ষে ক্ষুদ্র ? এই কারণ কি অদ্য 201