পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ ; ৬ – ২ 8 : ১১ ৷ ] তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপনি তোমাদের সন্মুখ হইতে তাহাদিগকে ঠেলিয়া ফেলিয়া দিবেন, তোমাদের দৃষ্টিগোচর হইতে তাড়াইয়া দিবেন, তাহাতে তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্যানুসারে তাহদের ৬ দেশ অধিকার করিবে । অতএব তোমরা মোশির ব্যবস্থাগ্রন্থে লিখিত সমস্ত বাক্য পালন ও রক্ষণ করিবার জষ্ঠ সাহস কর : তাহার দক্ষিণে কিম্বা বামে ৭ ফিরিও না। আর এই জাতিগণের যে অবশিষ্ট লোক তোমাদের মধ্যে রহিল, তাহাদের মধ্যে প্রবেশ করিও না, তাহদের দেবতাদের নাম লইও না, তাহদের নামে দিব্য করিও না, এবং তাহদের সেবা ও তাহীদের ৮ কাছে প্ৰণিপাত করিও না ; কিন্তু অদ্য পৰ্য্যন্ত যেমন করিয়া আসিতেছ, তদ্রুপ তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে ৯ আসক্ত থাক। কেননা সদাপ্রভু তোমাদের সন্মুখ হইতে বৃহৎ ও বলবান জাতিদিগকে তাড়াইয়া দিয়াছেন ; কিন্তু তোমাদের সম্মুখে অদ্য পৰ্য্যন্ত কেহ দাড়াইতে ১ ও পারে নাই । তোমাদের এক জন সহস্ৰ জনকে তাড়াইয়া দেয় ; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যেমন বলিয়াছেন, তদনুসারে তিনি আপনি ১১ তোমাদের পক্ষে যুদ্ধ করিতে-ছন। অতএব তোমরা আপন আপন প্রাণের বিষয়ে অতি সাবধান হইয়া ১২ আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিও । নতুবা যদি কোন প্রকারে পশ্চাতে ফিরিয়া যাও, এবং এই জাতিগণের শেষ যে লোকেরা তোমাদের মধ্যে অবশিষ্ট আছে, তাহাদিগেতে আসক্ত হও, তাহীদের সঙ্গে বিবাহ সম্বন্ধ স্থাপন কর, এবং তাহদের নিকটে তোমাদের ১৩ ও তোমাদের নিকটে তাহদের সমাগম হয় ; তবে নিশ্চয় জানিবে, তোমাদের ঈশ্বর সদাপ্ৰভু তোমাদের দৃষ্টিগোচর হইতে এই জাতিদিগকে আর তাড়াইয়৷ দিবেন না, কিন্তু তাহার তোমাদের ফাদ ও পাশ এবং তোমাদের কক্ষে কশাঘাত ও তোমাদের চক্ষুর কণ্টকস্বরূপ হইয়৷ থাকিবে, যে পৰ্য্যন্ত তোমরা এই উত্তম ভূমি হইতে বিনষ্ট না হও, যে ভুমি তোমাদের ঈশ্বর ১৪ সদাপ্রভু তোমা দগকে দিয়াছেন। আর দেখ, সমস্ত জগ-তর যে পথ, আদ্য আমি সেই পথে যাইতেছে ; আর তোমরা সমস্ত অন্তঃকরণে ও সমস্ত প্রাণে ইহা জ্ঞা ত হও যে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের বিষয়ে যত মঙ্গলবাক্য বলিয়াছিলেন, তাহার মধ্যে একটাও বিফল হয় নাই ; তোমাদের পক্ষে সকলই সফল হইয়াছে, ১৫ তাহার একটাও বিফল হয় নাই। কিন্তু তোমাদের ঈশ্বর সদাও ভু তোমাদের কাছে যে সকল মঙ্গলবাক্য বলিয়াছিলেন, তাহ যেমন তোমাদের পক্ষে সফল হঠল, সেইরূপ সদাপ্রভু তোমাদের প্রতি সমস্ত অমঙ্গলবাকও সফল করিবেন, যে পৰ্য্যন্ত ন৷ তিনি তেম।iদগকে এই উত্তম ভূমি হইতে বিনষ্ট করেন, যে ভুমি তোমা১৬ দের ঈশ্বর সদ(প্ৰভু তেমদিগকে দিয়াছেন। তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আদিষ্ট নিয়ম লঙ্ঘন কর, গিয়৷ অন্ত দেবগণের সেবা কর ও তাহাদের যিহোশূয়ের পুস্তক । 3. ෆO কাছে প্ৰণিপাত কর, তবে তোমাদের প্রতি সদাপ্রভুর ক্রোধ ও জ্বলিত হইবে, এবং তাহার দত্ত এই উত্তম দেশ হইতে তোমরা ত্বরায় বিনষ্ট হইবে । રે 8 যিহোশূয় ইস্রায়েলের সকল বংশকে শিখিমে একত্র করিলেন, ও ইস্রায়েলের প্রাচীনবর্গ, অধ্যক্ষগণ, বিচারকত্ত্বগণ ও শাসকগণকে ডাকাইলেন, তাহাতে তাহারা ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইলেন । ২ তখন যিহোশূয় সকল লোককে কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহন, পুরাকালে তোমাদের পিতৃপুরুষের, অব্রাহীমের পিতা ও নাহোরের পিত তেরহ। ফরৎ নদীর ওপারে বাস করিত ; আর তাহার ৩ অন্ত দেবগণের সেবা করিত। পরে তামি তোমাদের পিতা অব্রাহামকে সেই নদীর ওপার হইতে আনিয়া কনান দেশের সর্বত্র ভ্রমণ করাইলাম, এবং তাহার বংশ বৃদ্ধি করিলাম, আর তাহাকে ইসহাককে দিলাম। ৪ আর ইসহাককে যাকোব ও এষেকে দিলাম ; আর আমি এষোকে অধিকারার্থে সেয়ীর পর্ববত দিলাম : কিন্তু যাকোব ও তাহার সন্তানগণ মিসরে নামিয় ৫ গেল । পরে আমি মোশি ও হারোণকে প্রেরণ করিলাম, এবং মিসরের মধ্যে যে কার্য্য করিলাম, তদ্বারা সেই দেশকে দণ্ড দিলাম : তৎপরে তোমাও দিগকে বাহির করিয়া আনিলাম। আমি মিসর হইতে তোমাদের পিতৃপুরুষগণক বাহির করিলে পর তোমরা সমুদ্রের কাছে উপস্থিত হইলে , তখন মিশ্রীয়গণ অনেক রথ ও অশ্বারোহী সৈন্ত লইয়। হফসাগর পৰ্য্যন্ত তোমাদের পিতৃপুরুষগণের পশ্চাৎ পশ্চাৎ ধাব৭ মান হইয় আসিল । তাহাতে তাহার। সদাপ্রভুর উদেশে ক্ৰন্দন করিল, ও তিনি সিস্ত্রীয়দের ও তোমাদের মধ্যে অন্ধকার স্থাপন করিলেন, এবং তাহদের উপরে সমুদ্রকে আনিয়া তাহাদিগকে আচ্ছন্ন করিলেন ; আমি মিসরে কি করিয়াছি, তাহা তোমরা স্বচক্ষে দেখিয়াছ ; পরে বহুকাল প্রান্তরে বাস করিলে । ৮ তাহার পর আমি তোমাদিগকে যদনের পরপারনিবাসী ইমরীয়দের দেশে আনিলাম ; তাহার তোমাদের সহিত যুদ্ধ করিল ; আর আমি তোমাদের হস্তে তাহাদিগকে সমর্পণ করিলাম, তাহাতে তোমরা তাহাদের দেশ অধিকার করিলে ; এইরূপে আমি তোমাদের ৯ সন্মখ হইতে তাহাদিগকে বিনষ্ট করিলাম। পরে সিপোরের পুত্র মোয়াবরাজ বালাক উঠিয় ইস্রায়েলের সহিত যুদ্ধ করিল, এবং লোক পাঠ হয়। তোমাদিগকে শাপ দিবার জন্ত বিয়োরের পুত্র বিলিয়মকে ১০ ডাকাইয়া আনিল । কিন্তু আমি বিলিয়মের কথার কর্ণপাত করিতে অসম্মত হইলাম, তাহাতে সে তোমাদিগকে কেবল আশীৰ্ব্ববাদই করিল ; এইরূপে আমি তাহার হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিলাম । ১১ পরে তোমরা যদ্দন পার ইহয়া যির হাতে উপস্থিত হহ’লে , আর যিরাঁহোর লোকের, ইমারীয়, পরিষীয়, কনানীয়, খিত্তীয়, গির্গশীর, হিববীয় ও যিখুষয়ের 203