পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ob’ র্তাহার নিকট হইতে বাহিরে গেল। তার এহুদ তাহার নিকটে আসিলেন ; তখন রাজা একাকী আপনার উপর তালার শীতল বাটিকাতে বসিয়াছিলেন ; এহ্রদ কহিলেন, আপনকার কাছে ঈশ্বরের একটা বাক্য আমার বক্তব্য আছে : তাহাতে তিনি আপন ২১ আসন হইতে উঠিলেন। তখন এহুদ আপন বাম হস্ত বাড়াইয়৷ দক্ষিণ উরু হইতে ঐ খড়গ লইয়৷ ২২ তাহার উদর বিদ্ধ করিলেন, আর খড়েগর সহিত বাটও উদরে প্রবিষ্ট হইল, এবং খড়গ মেদে রুদ্ধ হইল, কেননা তিনি উদর হইতে তাহ বাহির করিলেন না ; ২৩ আর তাহী পশ্চাদেশে বাহির হইল। পরে এহুদ বাহির হইয় বারাণ্ডায় আসিলেন ; এবং পশ্চাতে শীতল বাটিকার কবাট বন্ধ করিয়া কুলুপ লাগাইয়া দিলেন। ২৪ তিনি বাহির হইয়া গেলে রাজার দাসগণ উপস্থিত হইল, ও চাহিয়৷ দেখিল, আর দেখ, ঐ শীতল বাটিকার কবাট বন্ধ। তাহারা বলিল, রাজা অবঙ্গ শীতল বাটিকার ২৫ কুঠরীতে গা ঢাকিতেছেন। পরে তাহার লজ্জিত হওয়৷ পৰ্য্যন্ত বিলম্ব করিল ; আর দেখ, তিনি শীতল বাটিকার কবাট খুলিলেন না ; অতএব তাহার। চাবি লইয়া দ্বার খুলিল, আর দেখ, তাহদের প্রভু মরিয়া ২৬ ভূতলে পতিত রহিয়াছেন। তাহার। যখন বিলম্ব করিতেছিল, তখন এহুদ পলাহয়৷ সেই প্রস্তরকের পশ্চাৎ ফেলিয়। সিয়ীরাতে উপস্থিত হইয়াছিলেন। ২৭ তিনি উপস্থিত হইয়া পর্বতময় ইক্ৰয়ম প্রদেশে তুরী বাজাইলেন ; আর ইস্রায়েল-সন্তানগণ তাহার সহিত পৰ্ব্বতময় দেশ হইতে নামিয়া গেল, তিনি তাহদের ২৮ অগ্রগামী হইয়৷ চলিলেন । তিনি তাহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ পশ্চাৎ আইস, কেননা সদাপ্রভু তোমাদের শক্র মোয়াবীয়দিগকে তোমাদের হস্তে সমর্পণ করিয়াছেন। তখন তাহার। তাহার পশ্চাৎ পশ্চাৎ নামিয়া মেয়াবের বিরুদ্ধে যদিনের পারঘাট সকল হস্তগত করিল, এক প্রাণীকেও পার হইতে ২৯ দিল না । তার ঐ সময়ে তাহার মোয়াবের অনুমান দশ সহস্ৰ লোককে আঘাত করল ; তাহার। সকলে বৃহৎকায় ও বলবান বীর, কিন্তু তাহদের কেহ নিস্তার ৩০ পাইল না। এই প্রকারে মোয়াব সেই দিন ইস্রায়েলের । হস্তের বশীভুত হইল। আর আশী বৎসর দেশ নিষ্ক টকে থাকিল । তাহার পরে আনাতের পুত্র শমৃগর গোচরণের পাচনী দ্বার। পলেষ্টীয়দের ছয় শত লোককে আঘাত করিলেন : ইনিও হস্রায়েলকে নিস্তার করিলেন। যাবান রাজার উপৃদ্ভব হইতে ইস্রায়েলের উদ্ধার । § _್ಲಿ ಇತ್ತೆ! ইস্রায়েল-সন্তুনিগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, পুনৰ্ব্বার তাঁহাই করিল। ২ তাহতে সদাপ্রভু হাৎসোরে রাজত্বকারী কনানরাজ যাবনের হস্তে তাহাদিগকে বিক্রয় করিলেন। ご> বিচারকর্তৃগণের বিবরণ। [ ७ ; २० - 8 ; २७ ।। জাতিগণের হরোশৎ-নিবাসী সীষর। তাহার সেনাপতি ৩ ছিলেন। আর ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর কাছে ক্ৰন্দন করিল, কেনন। তাহার নয় শত লৌহরথ ছিল : এবং তিনি বিংশতি বৎসর পর্য্যন্ত ইস্রায়েলের প্রতি কঠোর দৌরাত্ম্য করিয়াছিলেন । তৎকালে লগল্পীদোতের স্ত্রী দবেীর, এক জন ভাববাদিনী, ইস্রায়েলের বিচার করিতেন। তিনি পৰ্ব্বতময় ইফ্রায়ম প্রদেশে রামার ও বৈথেলের মধ্যে স্থিত দলোরার থর্জর বৃক্ষ তলে অবস্থিতি করিতেন, এবং ইস্রায়েলসন্তানগণ বিচারার্থে তাহার নিকটে উঠিয়া আসিত । ৬ পরে তিনি লোক পঠাইয়া কেদশ-নগুলি হইতে অবীনোয়মের পুত্র বারককে ডাকাইয়া কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু কি এই আজ্ঞা করেন নাই, তাবোর পর্বতে লোক লইয়া যাও, নস্তালি-সন্তানগণের ও সবুলুন-সন্তানগণের দশ সহস্ৰ লোক সঙ্গে ৭ করিয়া লও , তাহাতে আমি যাবীনের সেনাপতি সীষরীকে এবং তাহার রথ সকল ও লোকসমূহকে কীশেন নদীর সমীপে তোমার নিকটে আকর্ষণ করিব ; এবং তাহীকে তোমার হস্তে সমর্পণ করিব ? ৮ তখন বারক তাহাকে কহিলেন, তুমি যদি আমার সঙ্গে যাও, তবে আমি যাইব ; কিন্তু তুমি আমার ৯ সঙ্গে না গেলে আমি যাইব না। দবের কহিলেন, আমি অবশ্য তোমার সঙ্গে যাইব, কিন্তু তোমার এই যাত্রায় তোমার যশ হুইবে না ; কেননা সদাপ্রভু সীষরীকে একটী স্ত্রীলোকের হস্তে বিক্রয় করবেন। পরে দবের উঠিয় বারকের সহিত কেদশে গমন করিলেন । পরে বারক কেদশে সবুলুন ও নপ্তালিকে ডাকাইলেন ; আর দশ সহস্ৰ লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ যাত্রা করিল, এবং দবোরাও তাহার সহিত গেলেন । ঐ সময়ে কেনীয় হেবর কেনীয়দের হইতে, মোশির সম্বন্ধী হোববের সন্তানদের হইতে, পৃথক্ হইয়া কেদশের নিকটবৰ্ত্তী সানন্নমস্থ এলোন বৃক্ষ পর্য্যন্ত তাম্বু ১২ স্থাপন করিয়াছিলেন। পরে সীষর। এই সংবাদ পাইলেন যে, অবনোয়মের পুত্র বারক তাবোর পর্ববতে ১৩ উঠিয়াছে । তখন সীষর। আপন সমস্ত রথ অর্থাৎ নয় শত লৌহরথ এবং আপন সঙ্গী লোক সকলকে একত্র ডাকাইয়া জাতিগণের হরোশৎ হইতে কীশোন নদীর সমীপে গমন করিলেন। তখন দবোরা যারককে কহিলেন, উঠ, কেননা অদ্যই সদাপ্রভু তোমার হস্তে সীষরাকে সমর্পণ করিয়াছেন ; সদাপ্রভু কি তোমার অগ্ৰে অগ্রে যান নাই ? তখন বারক ও তাহার অনুগামী দশ সহস্ৰ লোক তাবের পর্বত ১৫ হইতে নামিলেন। পরে সদাপ্রভু বারকের সম্মুখে সীষরাকে এবং তাহার সমস্ত রথ ও সমস্ত সৈন্তাকে খড়গধীরে ছিন্ন ভিন্ন করিলেন ; আর সীষর রথ হইতে ১৬ নামিয়া পদব্রজে পলায়ন করিলেন। এবং বারক জাতিগণের হরোশৎ পৰ্য্যন্ত তাহার রথসমূহের ও সৈন্তগণের . > y > 8 208