পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> R ত্বকৃছেদের নিয়ম স্থাপন । $% অব্রামের নিরানব্বই বৎসর বয়সে সদাপ্রভু তাহাকে দর্শন দিলেন ও কহিলেন, আমি সৰ্ব্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনা২ গমন করিয়া সিদ্ধ হও । আর আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিব, ও তোমার আতিশয় বংশ৩ বৃদ্ধি করিব। তখন অব্রাম উবুড় হইয়া পড়িলেন, এবং ঈশ্বর তাহার সহিত আলাপ করিয়া কহিলেন, ৪ দেখ, আমিই তোমার সহিত আপন নিয়ম স্থির করিতেছি, তুমি বহুজাতির আদিপিত হইবে। ৫ তোমার নাম অব্রাম [মহাপিত ] আর থাকিবে না, কিন্তু তোমার নাম অব্রাহাম [ বহুলোকের পিতা] হইবে ; কেননা আমি তোমাকে বহুজাতির আদি৬ পিতা করিলাম। আমি তোমাকে অতিশয় ফলবান করিব, এবং তোমা হইতে বহুজাতি জন্মাইব ; আর ৭ রাজার তোম৷ হইতে উৎপন্ন হইবে । আমি তোমার সহিত ও পুরুষানুক্রমে তোমার ভাবী বংশের সহিত যে নিয়ম স্থাপন করিব, তাহ চিরকালের নিয়ম হইবে ; ফলতঃ আমি তোমার ঈশ্বর ও তোমার ৮ ভাবী ৰংশের ঈশ্বর হইব । আর তুমি এই যে কনান দেশে প্রবাস করিতেছ, ইহার সমুদয় আমি তোমাকে ও তোমার ভাবী বংশকে চিরস্থায়ী অধিকারার্থে দিব, আর আমি তাহদের ঈশ্বর হইব । ৯ ঈশ্বর অব্রাহামকে আরও কহিলেন, তুমিও আমার নিয়ম পালন করিবে ; তুমি ও তোমার ভাবী বংশ ১০ পুরুষানুক্রমে তাহ পালন করিবে । তোমাদের সহিত ও তোমার ভাবী বংশের সহিত কুত আমার যে নিয়ম তোমরা পালন করিবে, তাহ এই, তোমা১১ দের প্রত্যেক পুরুষের ত্বকৃছেদ হইবে। তোমরা আপন আপন লিঙ্গাগ্রচর্ম ছেদন করিবে ; তাহাই তোমাদের সহিত আমার নিয়মের চিহ্ন হইবে । ১২ পুরুষানুক্রমে তোমাদের প্রত্যেক পুত্রসন্তানের আট দিন বয়সে ত্বক্ছেদ হইবে, এবং যাহার তোমার বংশ নয়, এমন পরজাতীয়দের মধ্যে তোমাদের গৃহে জাত কিম্বা মূল্য দ্বারা ক্রীত লোকেরও ত্বকৃছেদ হইবে। ১৩ তোমার গৃহজাত কিম্বা মূল্য দ্বারা ক্রীত লোকের ত্বক্ছেদ অবশ্য কৰ্ত্তব্য ; আর তোমাদের মাংসে বিদ্যমান আমার নিয়ম চিরকালের নিয়ম হইবে । ১৪ কিন্তু যাহার লিঙ্গীগ্রচন্ম ছেদন না হইবে, এমন অচ্ছিন্নত্বক পুরুষ আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে ; সে আমার নিয়ম ভঙ্গ করিয়াছে। আর ঈশ্বর অব্রাহীমকে কহিলেন, তুমি তোমার স্ত্রী সারীকে আর সারী বলিয়া ডাকিও না ; তাহার ১৬ নাম সারা [ রাণী ] হইল। আর আমি তাহাকে আশীৰ্ব্বাদ করিব, এবং তাহ হইতে এক পুত্রও তোমাকে দিব ; আমি তাহাকে আশীৰ্ব্বাদ করিব, তাহাতে সে জাতিগণের [আদিমাতা] হইবে, X 6. আদিপুস্তক। [ > ? ; >ー>レ; c l তাহা হইতে লোকবৃন্দের রাজগণ উৎপন্ন হইবে । তখন অব্রাহাম উবুড় হইয়া পড়িয়া হাসিলেন, মনে মনে কহিলেন, শতবর্ষবয়স্ক পুরুষের কি সন্তান হইবে ? আর নব্বই বৎসর বয়স্ক সারা কি প্রসব করিবে ? ১৮ পরে অব্রাহীম ঈশ্বরকে কহিলেন, ইশ্মায়েলই ১৯ তোমার গোচরে বাচিয়া থাকুক। তখন ঈশ্বর কহিলেন, তোমার স্ত্রী সারা অবশ্য তোমার নিমিত্তে পুত্র প্রসব করিবে, এবং তুমি তাহার নাম ইসহাক [ হাস্য] রাখিবে, আর আমি তাহর সহিত আমার নিয়ম স্থাপন করিব, তাহ তাহার ভাধী বংশের পক্ষে চিরস্থায়ী নিয়ম হইবে । আর ইশ্মায়েলের বিষয়েও তোমার প্রার্থনা শুনিলাম ; দেখ, আমি তাহাকে আশীৰ্ব্বাদ করিলাম, এবং তাহাকে ফলবান করিয়া তাহার অতিশয় বংশবৃদ্ধি করিব ; তাহ হইতে দ্বাদশ রাজা উৎপন্ন হইবে, ও আমি তাহাকে বড় জাতি করিব। কিন্তু আগামী বৎসরের এই ঋতুতে সারা তোমার নিমিত্তে যাহাকে প্রসব করিবে, সেই ইস্হকের সহিত আমি আপন নিয়ম স্থাপন করিব। ২২ পরে কথোপকথন সাঙ্গ করিয়া ঈশ্বর অব্রা হামের নিকট হইতে উৰ্দ্ধগমন করিলেন । পরে অব্রাহাম আপন পুত্র ইশ্মায়েলকে ও আপন গৃহজাত ও মূল্য দ্বারা ক্রীত সকল লোককে, অব্রাহামের গৃহে যত পুরুষ ছিল, সেই সকলকে লইয়া ঈশ্বরের আজ্ঞানুসারে সেই দিনে তাহাদের লিঙ্গাগ্রচন্ম ছেদন ২৪ করিলেন। অব্রাহামের লিঙ্গাগ্রের ত্বকৃছেদন কালে ২৫ তাহার বয়স নিরানব্বই বৎসর। আর তাহার পুত্ৰ ইশ্মায়েলের লিঙ্গাগ্রের ত্বকৃছেদন কালে তাহার বয়স ২৬ তের বৎসর। সেই দিনেই অব্রাহাম ও তাহার পুত্ৰ ২৭ ইশ্মায়েল, উভয়ের ত্বকৃছেদ হইল। আর তাহার গৃহজাত এবং পরজাতীয়দের নিকটে মূল্য দ্বারা ক্রীত তাহার গৃহের সকল পুরুষেরও ত্বকছেদ সেই সময়ে হইল । So ૨ ૦ ミ> ఫి లి অব্রাহীমের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞ । সদোমের জন্ত অব্রাহীমের প্রার্থনা । পরে সদাপ্রভু মম্রির এলেন বনের নিকটে Sbア তাহাকে দর্শন দিলেন । তিনি দিনের উত্তাপ ২ সময়ে তাম্বুদ্ধারে বসিয়াছিলেন ; আর চক্ষু তুলিয়৷ দৃষ্টি করিলেন, আর দেখ, তিনটা পুরুষ সম্মুখে দণ্ডায়মান । দেখিবামাত্র তিনি তাম্বুদ্বার হইতে তাহাদের নিকট দৌড়িয়া গিয়া ভূমিতে প্ৰণিপাত করিয়া কহি৩ লেন, হে প্রভো, বিনয় করি, যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হইয়া থাকি, তবে আপনার ৪ এই দাসের নিকট হইতে অগ্রসর হইবেন না। বিনয় করি, কিঞ্চিৎ জল আনাইয়া দিই, আপনার প। ৫ ধুইয়৷ এই বৃক্ষতলে বিশ্রাম করুন, এবং কিছু খাদ্য আনিয়া দিই, তাহ দ্বারা প্রাণ আপ্যায়িত 12