পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&为之 না হউক, আমি কেবল আর একটী বার কথা কহি ; বিনয় করি, লোম দ্বারা আমাকে আর একটী বার পরীক্ষা লইতে দিউন ; এখন কেবল লোমের উপরে শুষ্কত হউক, আর সকল ভূমির উপরে শিশির পড়ুক। ৪০ পরে ঈশ্বর সেই রাত্রিতে তদ্রুপ করিলেন ; তাহাতে কেবল লোমের উপর শুষ্কৃত হইল, আর সকল ভুমিতে শিশির পড়িল । মিদিয়নীয়দের উপরে গিদিয়োনের জয়লাভ | ‘. পরে ফিরুবরাল অর্থাৎ গিদিয়েন ও তাঁহার সঙ্গী সমস্ত লোক প্রত্যুষে উঠিয় হারোদ নামক উনুইর নিকটে শিবির স্থাপন করিলেন ; তখন মিদিয়নের শিবির তাহীদের উত্তরদিকে মোরি পর্বতের ২ নিকটে তলভূমিতে ছিল। পরে সদাপ্রভু গিদিয়েনকে কহিলেন, তোমার সঙ্গী লোকদের সংখ্য। এত অধিক যে, আমি মিনিয়নীয়দিগকে তাহদের হস্তে সমর্পণ করিব না ; পাছে ইস্রায়েল আমার প্রতিকূলে গৰ্ব্ব করিয়া বলে, আমি আপন বাহুবলে নিস্তার ৩ পাইলাম। অতএব তুমি এক্ষণে লোকদের কর্ণগোচরে এই কথা ঘোষণা কর, যে কেহ ভীত ও ত্ৰাসযুক্ত, সে ফিরিয়া গিলিয়দ পৰ্ব্বত হইতে প্রস্থান করুক । তাহাতে লোকদের মধ্য হইতে বাইশ সহস্ৰ লোক ৪ ফিরিয়া গেল, দশ সহস্র অবশিষ্ট থাকিল। পরে সদtপ্রভু গিদিয়ানকে কহিলেন, লোক এখনও অধিক আছে ; তুমি তাহাদিগকে লইয়া ঐ জলের কাছে নামিয় যাও ; সেখানে আমি তোমার জন্ত তাহীদের পরীক্ষা লইব ; তাঁহাতে যাহার বিষয়ে তোমাকে বলি, এ তোমার সহিত যাইবে, সেই তোমার সহিত যাইবে ; এবং যাহার বিষয়ে তোমাকে বলি, এ ৫ তোমার সহিত যাইবে না, সে যাইবে না। পরে তিনি লোকদিগকে জলের নিকটে লইয়া গেলে সদাপ্রভু গিদিয়োনকে কহিলেন, যে কেহ কুকুরের হ্যায় জিহবা দ্বারা জল চটিয়া খায়, তাহাকে, ও যে কেহু পান করিবার জন্ত হাটুর উপরে উবুড় হয়, ৬ তাহাকে পৃথক্ করিয়া রাখ। তাহাতে সংখ্যায় তিন শত লোক মুখে অঞ্জলি তুলিয়া জল চটিয়৷ থাইল, কিন্তু অন্ত সমস্ত লোক পান করিবার জন্ত হাটুর ৭ উপরে উবুড় হইল। তখন সদাপ্রভু গিদিয়ানকে কহিলেন, এই যে তিন শত লোক জল চটিয়া খাইল, ইহাদের দ্বার। আমি তোমাদিগকে নিস্তার করিব, ও মিদিয়নীয়দিগকে তোমার হস্তে সমপণ করিব ; অন্ত ৮ সমস্ত লোক স্ব স্ব স্থানে গমন করুক। পরে লোকেরা আপন আপন হস্তে খাদ্য দ্রব্য ও তুরী গ্রহণ করিল, আর তিনি ইস্রায়েলের লোকসমূহকে স্ব স্ব তাম্বুতে বিদায় করিয়। ঐ তিন শত লোককে রাখিলেন : তৎকালে মিদিয়নের শিবির তাহার নীচে তলভূমিতে ছিল। বিচারকর্তৃগণের বিবরণ। [ ७ ; 8० – १ ; २४ ॥ ৯ আর সেই রীত্রিতে সদাপ্রভু তাহাকে কহিলেন, উঠ, তুমি নামিয়া শিবিরের মধ্যে যাও ; কেননা আমি ১ e তোমার হস্তে তাহ সমৰ্পণ করিয়াছি । আর যদি তুমি যাইতে ভীত হও, তবে তোমার চাকর ফুরকে ১১ সঙ্গে লইয়৷ নামিয়। শিবিরে যাও, এবং উহারা যাহ। বলে, তাহ শুন ; তাহার পরে তোমার হস্ত বলবান হইবে, তাহাতে তুমি ঐ শিবিরের বিরুদ্ধে নামিয়া যাইবে । তখন তিনি আপন চাকর ফুরকে সঙ্গে করিয়া শিবিরস্থ সসজ্জ লোকদের প্রান্তভাগ পর্য্যন্ত ১২ নমিয়া গেলেন। তখন মিদিয়নীয়, আমালেকীয় ও পূৰ্ব্বদেশের সমস্ত লোক বাহুল্য প্রযুক্ত পঙ্গপালের হয় তলভূমিতে পড়িয়াছিল, এবং তাহীদের উষ্ট্রও বাহুল্য প্রযুক্ত সমুদ্রতীরস্থ বালুকার স্তায় অসংখ্য ১৩ ছিল। পরে গিদিয়োন আসিলেন, আর দেখ, তাহীদের মধ্যে এক জন আপন বন্ধুকে এই স্বপ্নকথা বলিল, দেখ, আমি একটা স্বপ্ন দেখিয়ছি, আর দেখ, যেন যবের একথান রুট মিদিয়নের শিবিরের মধ্য দিয়৷ গড়াইয়া গেল, এবং তাম্বুর নিকটে উপস্থিত হইয়া আঘাত করিল ; তাহাতে তাম্বুখানি উন্টিয়া লম্বমান ১৪ হইয় পড়িল। তখন তাহার বন্ধু উত্তর করিল, উহ তার কিছু নয়, ইস্রায়েলীয় যোয়ীশের পুত্র গিদিয়োনের খড়গ ; ঈশ্বর মিদিয়নকে ও সমস্ত শিবিরকে তাহার হস্তে সমর্পণ করিয়াছেন। তখন গিদিয়োন ঐ স্বপ্নের কথা ও তাহার অর্থ শুনিয়া প্ৰণিপাত করিলেন ; পরে ইস্রায়েলের শিবিরে ফিরিয়া আসিয়া কহিলেন, উঠ, কেননা সদাপ্রভু তোমাদের হস্তে মিদিয়নের শিবির সমপণ করিয়া১৬ ছেন । পরে তিনি ঐ তিন শত লোককে তিন দলে বিভাগ করিয়া প্রত্যেকের হস্তে এক এক তুরী, এবং এক এক শূন্ত ঘট, ও ঘটের মধ্যে মশাল দিলেন। ১৭ তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা আমার প্রতি দৃষ্টি রাখিয়া আমার মত কৰ্ম্ম কর ; দেখ, আমি শিবিরের প্রান্তভাগে উপস্থিত হইলে যেরূপ করিব, ১৮ তোমরাও সেইরূপ করিবে । আমি ও আমার সঙ্গীরা সকলে তুরী বাজাইলে তোমরাও সমস্ত শিবিরের চারিদিকে থাকিয় তুরী বাজাইবে, আর বলিবে, “সদtপ্রভুর জষ্ঠ ও গিদিয়োনের জন্ত ।” পরে মধ্যপ্রহরের প্রথমে নুতন প্রহরী স্থাপিত হইবামাত্র গিদিয়েন ও তাহার সঙ্গী এক শত লোক শিবিরের প্রান্তভাগে উপস্থিত হইয়া তুরী বাজাইলেন, এবং আপন অপেন হস্তস্থিত ঘট ভাঙ্গিয়া ফেলিলেন । ২০ এইরূপে তিন দলেই তুরী বাজাইল ও ঘট ভাঙ্গিয় ফেলিল, এবং বাম হস্তে মশাল ও দক্ষিণ হস্তে বাজাইবার তুরী ধরিয়া উচ্চৈঃস্বরে বলতে লাগিল, “সদt২১ প্রভুর ও গিদিয়েনের খড়গ।” আর শিবিরের চারিদিকে প্রত্যেকে আপন আপন স্থানে দাড়াইয়া রহিল ; তাহাতে শিবিরের সমস্ত লোক দৌড়াদৌড়ি করিয়৷ চীৎকার শব্দ করিতে করিতে পলায়ন করিতে লাগিল । > 2. >。 212