পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&》8 ২২ পরে ইস্রায়েলের লোকের গিদিয়েনকে কহিল, আপনি পুত্রপৌত্রাদিক্ৰমে আমাদের উপরে কর্তৃত্ব করুন, কেনন। আপনি আমাদিগকে মিদিয়নের হস্ত ২৩ হইতে নিস্তার করিয়াছেন। তখন গিদিয়োন কহিলেন, আমি তোমাদের উপরে কর্তৃত্ব করিব না, এবং আমার পুত্ৰও তোমাদের উপরে কত্ত্বত্ব করিবে না ; সদাপ্রভুই ২৪ তোমাদের উপরে কর্তৃত্ব করিবেন। আর গিদিয়ান তাহাদিগকে কহিলন, আমি তোমাদের কাছে একটা নিবেদন করি, তোমরা প্রত্যেক জন আপন আপন লুটিত কর্ণকুণ্ডল আমাকে দেও ; কেনন। শত্রুর ইশ্মায়েলীয়, এই জন্ত তাহদের হুবর্ণ কর্ণকুণ্ডল ছিল । ২৫ তাহার উত্তর করিল, অবশ্য দিব ; পরে তাহার। একখানি বস্ত্র পাতিয়া প্রত্যেকে তাহাত আপন আপন ২৬ লুটিত কর্ণকুণ্ডল ফেলল ; তাহাতে তাহার যাচিত কর্ণকুণ্ডলের পরিমাণ এক সহস্ৰ সাত শত শেকল] সুবর্ণ হইল। ইহা ছাড়া চন্দ্রহার, ঝুমক ও মিদিয়নীয় রাজাদের পরিধেয় বেগুনে রঙ্গের বস্ত্র ও তাহদের উঞ্জের ২৭ গলার হার ছিল । পরে গিদিয়োন তাহ দিয়া এক এফোদ প্রস্তুত করিয়া আপন বসতি-নগর আক্রাতে রাখিলেন : তাহাতে সমস্ত ইস্রায়েল সে স্থানে সেই এফোদের অনুগমনে ব্যভিচার হইল ; আর তাহ গিদি২৮ য়োনের ও তাহার কুলের ফাদস্বরূপ হইল। এইরূপে মিদিয়ন ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে নত হইল, আর মাথা তুলিতে পারিল না। আর গিদিয়োনের সময়ে চল্লিশ বৎসর দেশ নিষ্কণ্টকে রহিল। ২৯ পরে যোয়ীশের পুত্র ফিরুব্বাল অপেন বাটীতে গিয়া ৩• বাস করিলেন। গিদিয়োনের ঔরসজাত সত্তরট পুত্ৰ ৩১ ছিল, কেননা তাহার অনেক স্ত্রী ছিল। আর শিখিমে তাহার যে এক উপপত্নী ছিল, সেও তাহার জন্ত এক পুত্র প্রসব করিল, আর তিনি তাহার নাম অব মেলক রাখিলেন । পরে যেtয়াশের পুত্র গিদিয়োন শুভ বুদ্ধাবস্থায় প্রাণত্যাগ করিলেন, আর অবৗয়েমীয়দের আক্রাতে তাহার পিতা যোয়ীশের কবরে তাহার কবর হইল । ৩৩ গিদিয়েনের মৃত্যুর পরেই ইস্রায়েল-সন্তানগণ পুনকবার বল দেবগণর অনুগমনে ব্যভিচারী হইল, আর বাল৩৪ বরাৎকে আপনাদের ইষ্ট দেবতা করিল। আর যিনি চারিদিকের সমস্ত শক্রর হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণ আপনাদের ঈশ্বর ৩৫ সেই সদাপ্রভুকে ভুলিয়া গেল। আর ফিরুব্বাল গিদিয়োন ইএায়েলের যেরূপ মঙ্গল করিয়tiছলেন, তাহার তদনুসারে তাহার কুলের প্রতি সদয় ব্যবহার করিল না । অবীমেলকের বিবরণ। > পরে ফিরুকালের পুত্ৰ অবীমেলক শিখিমে আপন মাতার আত্মীয়দের নিকটে গিয় তাহাদ্বিগকে এবং নিজ মাতার পিতৃকুলের সমস্তগোষ্ঠীকে এই ৩২ বিচারকর্তৃগণের বিবরণ। [ b~ ; २२-> ; ২ কথা কহিল ; নিবেদন করি, তোমরা শিথিমের সমস্ত গৃহস্থের কর্ণগোচরে এই কথা বল,তোমাদের পক্ষে ভাল কি ? তোমাদের উপরে যিয়ববালের সমুদয় পুত্রের অর্থাৎ সত্তর জনের কর্তৃত্ব ভাল, না এক জনের কত্ত্ব ভাল ? অার ইহাও স্মরণ কর,আমি তোমাদের অস্থি ও ৩ তোমাদের মাংস। আর তাহার মাতার অজুীয়ের তাহার পক্ষে শিখিমের সকল গৃহস্থের কর্ণগোচরে ঐ সমস্ত কথা কহিলে অবামেলকের অনুগামী হইতে তাঁহাদের মনে প্রবৃত্তি হইল : কেনন। তাহার। বলিল, উনি ৪ আমাদের আত্মীয়। আর তাহার বাল-বরীতের মন্দির হইতে তাহাকে সত্তর [থান] রৌপ্য দিল : তাহাতে অবীমেলক আসার ও চপলমতি লোকদিগকে ঐ রৌপ্য ও বেতন দিলে তাহার। তাহার অনুগামী হইল। পরে সে অফ্রায় পিতার বাটীতে গিয় আপন ভ্রাতৃগণকে অর্থাৎ যিক্লকবালের সত্তর জন পুত্রকে এক প্রস্তরের উপরে বধ করিল ; কেবল যিব্রুব্বালের কনিষ্ঠ পুত্র যোথম লুকাইয় থাকাতে অবশিষ্ট রহিল। ৬ পরে শিখিমের সমস্ত গৃহস্থ এবং মিল্লোর সমস্ত লোক একত্র হইয়। শিখিমস্থ স্তম্ভের এলোন বৃক্ষের ৭ কাছে গিয় অবামেলককে রাজা করিল। আর লোকেরা যৌথমকে এই সংবাদ দিলে সে গিয়৷ গরিষ্টীম পৰ্ব্বতের চুড়াতে দাড়াইয়৷ উচ্চৈঃস্বরে ডাকিয়। তাহাদিগকে কহিল, হে শিখিমের গৃহস্থ সকল, আমার কথায় কর্ণপাত কর, করিলে ঈশ্বর তোমাদের কথায় ৮ কৰ্ণপাত করবেন। একদা বৃক্ষগণ আপনাদের উপরে অভিষেক করণার্থে রাজার অন্বেষণে গমন করিল। তাহারা জিতবৃক্ষকে কহিল, তুমি আমাদের উপরে ৯ রাজত্ব কর । জিতবৃক্ষ তাহাদিগকে কহিল, আমার যে তৈলের নিমিত্তে ঈশ্বর ও মনুষ্যগণ আমার গৌরব করেন, তাহ ত্যাগ করিয়৷ আমি কি বুক্ষ১• গণের উপরে দুলিতে থাকিব ? পরে বৃক্ষগণ ডুমুরবৃক্ষকে বলিল, তুমি আসিয়া আমাদের উপরে রাজত্ব ১১ কর। ডুমুরবৃক্ষ তাহাদিগকে কহিল, আমি কি আপন মিষ্টত ও উত্তম ফল ত্যাগ করিয়৷ বৃক্ষগণের ১২ উপরে দুলিতে থাকিব ? পরে বৃক্ষগণ দ্রাক্ষলতাকে বলিল, তুমি আসিয়া আমাদের উপরে রাজত্ব কর । ১৩ দ্রাক্ষালতা তাহাদিগকে কহিল, আমার যে রস ঈশ্বর ও মনুষ্যগণকে প্রসন্ন করে, তাহ ত্যাগ করিয়া ১৪ আমি কি বৃক্ষগণের উপরে দুলিতে থাকিব ? পরে সমস্ত বৃক্ষ কণ্টক বৃক্ষ-ক বলল, তুমি আসিয়া আমা১৪ দের উপরে রাজত্ব কর । কণ্টকর্তৃক্ষ সেই বৃক্ষগণকে কহিল, তেমর। যদি আপনাদের উপরে বাস্তবিক আমাকে রাজ বলিয়৷ অভিষেক কর, তবে আসিয়া অমর ছায়ার শরণ লও ; যদি না লও, তবে এই কণ্টকবুক্ষ হইতে অগ্নি নির্গত হইয়। লিবানোনের ১৬ এরস বৃক্ষগণকে গ্রাস করুক। এখন আবীমেলককে রাজ করাতে তোমরা যদি সত্য ও যথাথ আচরণ করিয়া থাক, এবং যদি যিব্রুব্বালের ও উহার কুলের ఆ 214.