পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ * b~ আমার প্রতি অন্যায় করিতেছেন ; বিচারকর্ড সদাপ্ৰভু অদ্য ইস্রায়েল-সন্তানগণের ও অন্মোন-সন্তানগণের মধ্যে ২৮ বিচার করুন। কিন্তু যিগুহের প্রেরিত এই সকল কথায় অন্মোন-সন্তানগণের রাজা কাণ দিলেন না। পরে সদাপ্রভুর আত্মা যিগুহের উপরে আসিলেন, আর তিনি গিলিয়দ ও মনঃশি প্রদেশ দিয়া গিলিযদের মিল্পীতে গমন করিলেন ; এবং গিলিয়দের গল্পী ৩• হইতে অন্মোন সন্তানগণের নিকটে গেলেন। আর যিগুহ সদাপ্রভুর উদশে মানত করিয়া কহিলেন, তুমি যদি অন্মোন-সন্তানগণকে নিশ্চয় আমার হস্তে সমপণ ৩১ কর, তবে অম্মোন সন্তানগণের নিকট হইতে যখন আমি কুশলে ফিরিয়৷ আসিব, তখন যে কিছু আমার গৃহের কবাট হইতে নির্গত হইয়। আমার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিবে, তাহ নিশ্চয় সদাপ্রভুরই হইবে, আর আমি তাহ হোমবলিরূপে উৎসর্গ করিব । পরে যিপ্তহু অন্মোন-সন্তানগণের সহিত যুদ্ধ করণার্থে তাহদের নিকটে পার হইয় গেলে সদাপ্ৰভু ৩৩ তাহাদিগকে তাহার হন্তে সমপণ করিলেন । তাহাতে তিনি অরোয়ের অবধি মিল্লীতের নিকট পয্যন্ত বিংশতি নগরে এবং আবেল-করামীম পর্য্যন্ত অতি মহাসংহারে তাহাদিগকে সংহার করিলেন । এইরূপে অন্মোনসন্তানগণ ইস্রায়েল-সন্তানগণের সাক্ষাতে নত হইল । পরে যিগুহ মিসৃপায় আপন বাটীত আসিলেন, আর দেখ, তাহার সঙ্গে সাক্ষাৎ করিবার জন্ত তাহার কষ্ঠা তবল হস্তে করিয়া নৃত্য করিতে করিতে বাহিরে আসিতেছিল। সে তাহার একমাত্র সন্ততি, সে ছাড়া ৩৫ তাহার পুত্র কি কস্ত ছিল না। তখন তাহাকে দেখিবামাত্র তিনি বস্ত্র চিরিয়া কহিলেন, হায় হায়, আমার বৎসে, তুমি আমাকে বড় ব্যাকুল করিলে ; আমার কষ্টদায়কদের মধ্যে তুমি এক জন হইলে ; কিন্তু আমি সদাপ্রভুর কাছে মুখ খুলিয়াছি, আর অন্যথা করিতে ৩৬ পারিব না । সে তাহাকে কহিল, হে আমার পিতঃ, তুমি সদাপ্রভুর কাছে মুখ খুলিয়াছ, তোমার মুখ দিয়া যে কথা বাহির হইয়াছে, তদনুসারে আমার প্রতি কর, কেননা সদাপ্রভু তোমার জন্ত তোমার শক্রগণের ৩৭ অন্মোন-সন্তানগণের, কাছে প্রতিশোধ লইয়াছেন। পরে সে আপন পিতাকে কহিল, আমার জন্ত একটী কাজ করা হউক ; দুই মাসের জন্য আমাকে বিদায় দেও : আমি যাই, পৰ্ব্বতে গমন করি, এবং আমার কুমারী৩৮ ত্বের বিষয়ে সর্থীগণকে লইয়। বিলাপ করি । তিনি কহিলেন, যাও ; আর তাহাকে দুই মাসের জন্ত পাঠাইয়া দিলেন ; তখন সে আপন সখীগণের সহিত গিয়া পৰ্ব্বতের উপরে আপন কুমারীত্ব বিষয়ে বিলাপ করিল। ৩৯ পরে দুই মাস গত হইলে সে পিতার নিকটে ফিরিয়া আসিল ; পিত। যে মানত করিয়াছিলেন, তদনুসারে তাহার প্রতি করিলেন ; সে পুরুষের পরিচয় পায় নাই । আর ইস্রায়েলের মধ্যে এই রীতি প্রচলিত ৪• হইল যে, বৎসর বৎসর গিলিয়দীয় যিগুহের কন্যার ఇ3 ৩২ రి বিচারকত্ত্বগণের বিবরণ। [ > > お ミレー >* ; >8 যশংকীৰ্ত্তন করিতে ইস্রায়েলীয় কস্তাগণ বৎসরের মধ্যে চারি দিবস গমন করে । S & পরে ইস্ক্রয়িমের লোকেরা সমাহত হইয়৷ সাফোনে গমন করিল , তাহার। যিগুহকে কহিল, তোমার সহিত গমন করিতে আমাদিগকে না ডাকিয়া তুমি অম্মোন-সন্তানগণের সহিত যুদ্ধ করিতে কেন পার হইয়া গিয়াছিলে ? আমরা তোমাকে শুদ্ধ তোমার ২ বাট আগুন দিয়া পোড়াইয়া দিব। যিগুহ তাহাদিগকে কহিলেন, অন্মোন-সন্তানগণের সহিত আমার ও আমার লোকদের বড় বিরোধ ছিল, তাই আমি তোমাদিগকে ডাকিয়াছিলাম, কিন্তু তোমরা তাহদের হস্ত হইতে ৩ আমাকে নিস্তার কর নাই । তোমরা আমাকে নিস্তার করিলে না দেখিয়া আমি প্রাণ হাতে করিয়া অন্মোনসন্তানগণের বিরুদ্ধে পার হইয়। গিয়াছিলাম, আর সদাপ্রভু আমার হন্তে তাহাদিগকে সমর্পণ করিলেন, অতএব তোমরা আমার সহিত যুদ্ধ করিতে অদ্য কেন ৪ আমার নিকটে আসিলে ? পরে ঘিগুহ গিলিয়দের সমস্ত লোককে একত্র করিয়৷ ইফুয়িমের সহিত যুদ্ধ করিলেন, তাহাতে গিলিয়দের লোকের ইস্ক্রয়িমের লোকদিগকে আঘাত করিল ; কেননা তাহীর বলিয়াছিল, রে গিলিয়দীয়ের, তোরা ইক্রয়িমের মধ্যে ও ও মনঃশির মধ্যে ইক্রয়িমের পলাতক । পরে গিলিয়দীয়ের ইক্রয়িমীয়দের বিরুদ্ধে যদিনের পার ঘাট সকল হস্তগত করিল ; তাহাতে হফ্রয়িমের কোন পলাতক যখন বলিত, আমাকে পার হইতে দেও, তখন গিলিয়দের লোকের তাহাকে জিজ্ঞাসা করিত, তুমি কি ও ইক্রয়িমীয় ? সে যদি বলিত, ন, তবে তাহারা বলিত, “শিব্বোলেৎ” বল দেখি ; সে বলিত, “সিকেবালেৎ,” কারণ সে শুদ্ধরূপে তাহ উচ্চারণ করিতে পারিত না: তখন তাহার। তাহাকে ধরিয়া লইয়। যদিনের পার ঘাটে বধ করিত । সেই সময়ে ইক্রয়িমের বেয়াল্লিশ সহস্ৰ লোক হত হইল । ৭ যিগুহ ছয় বৎসর পর্য্যন্ত ইস্রায়েলের বিচার করিলেন। পরে গিলিয়দীয় যিগুহ মরিয়া গেলেন, এবং গিলিয়দের এক নগরে তাহার কবর হইল । ৮ তাহার পরে বৈৎলেহমীয় ইক্সন ইস্রায়েলের বিচার৯ কৰ্ত্ত হইলেন। তাহার ত্রিশ পুত্র ছিল, এবং তিনি ত্রিশ কন্ত। বাহিরে দিলেন, ও নিজ পুত্ৰগণের জন্ত বাহির হইতে ত্রিশ কস্তা আনিলেন ; তিনি সাত ১০ বৎসর ইস্রায়েলের বিচার করিলেন । পরে ইবৃসন মরিয়া গেলেন, এবং বৈৎলেহুমে তাহার কবর হইল । তাহার পরে সবুলুনীয় এলোন ইস্রায়েলের বিচারকৰ্ত্ত হইলেন ; তিনি দশ বৎসর ইস্রায়েলের বিচার ১২ করিলেন। পরে সবুলুনীয় এলোন মরিয়া গেলেন, এবং সবুলুন দেশস্থ অয়ালানে তাহার কবর হইল । ১৩ তাহার পরে পিরিয়াথোনীয় হিল্লেলের পুত্র অব্দোন ১৪ ইস্রায়েলের বিচারকর্ড হইলেন । তাহার চল্লিশ পুত্ৰ ও ত্রিশ পৌত্র সত্তর গর্দভে চড়িয়া বেড়াহত ; তিনি 3 × 218