পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* “, о পিতামাতাকে সংবাদ দিয়া কহিলেন, আমি তিম্নায় পলেষ্টীয়দের কষ্ঠাদের মধ্যে এক রমণীকে দেখিয়াছি ; তোমরা তাহাকে তানিয়া আমার সহিত বিবাহ দেও। ৩ তখন তাহীর পিতামত তাহকে কহিলেন, তোমার জ্ঞাতিগণের মধ্যে ও আমার সমস্ত স্বজাতির মধ্যে কি কম্ভ নাই যে, তুমি তাচ্ছিন্নত্বক পলেষ্টীয়দের কন্য। বিবাহ করিতে যাইতেছ? শিমৃশোন পিতাকে কহিলেন, তুমি আমার জন্য তাহাকেই আনাও, কেনন। ৪ আমার দৃষ্টিতে সে মনোহরা। কিন্তু তাহার পিতামাত। জানিতেন না যে, উহা সদাপ্রভু হইতে হইয়াছে, কারণ তিনি পলেষ্টীয়দের বিরুদ্ধে সুযোগ অন্বেষণ করিতেছিলেন। তৎকালে পলেষ্টীয়ের ইস্রায়েলের উপরে কর্তৃত্ব করিত । ৫ পরে শিম্শোন ও তাহাঁর পিতামাতা তিম্নায় নামিয়৷ গেলেন, তিম্নস্থ দ্রীক্ষাক্ষেত্রে উপস্থিত হইলে দেখ, এক যুব সিংহ শিমৃশোনের সন্মুখবত্তী হইয় গজ্জিয়৷ প্ত উঠিল। তখন সদাপ্রভুর আত্মা তাহার উপরে সবলে আসিলেন, তাহাতে তাহার হস্তে কিছু না থাকিলেও তিনি ছাগবৎস ছিড়িবার মত ঐ সিংহকে ছিড়িয়া ফেলিলেন, কিন্তু কি করিয়াছেন, তাহ পিতামাতাকে ৭ কহিলেন না। পরে তিনি গিয়া সেই কন্যার সহিত আলাপ করিলেন ; আর সে শিমূশোনের দৃষ্টিতে মনোহর হইল । ৮ কিছু কাল পরে তিনি তাহকে বিবাহ করিতে সেই স্থানে ফিরিয়া গেলেন, এবং সেই সিংহের শব দেখিবার জন্ত পথ ছাড়িয়া গেলেন ; আর দেখ, সিংহের দেহে এক ঝাক মধুমক্ষিক ও মধুর চাক রহিয়াছে। ৯ তখন তিনি তাহ হস্তে লইয়৷ চলিলেন, ভোজন করিতে করিতে চলিলেন, এবং পিতামাতার নিকটে গিয় তাহাদিগকেও কিছু দিলে তাহারাও ভোজন করিলেন ; কিন্তু সেই মধু যে সিংহের দেহ হইতে আনিয়াছেন, ইহা তিনি তাহাদিগকে কহিলেন না। পরে তাহার পিত। সেই রমণীর নিকটে গেলে শিমৃশোন সে স্থানে ভোজ প্রস্তুত করিলেন, কেননা যুব১১ লোকদের তদ্রুপ ব্যবহার ছিল । আর তাঁহাকে দেখিয়া পলেষ্টীয়ের তাহার নিকটে থাকিতে ত্ৰিশ জন সহa২ চরকে আনিল। শিম্শোন তাহাদিগকে কহিলেন, আমি তোমাদের কাছে একটী প্রহেলিকা বলি, তোমর যদি এই উৎসবের সাত দিনের মধ্যে তাহীর অর্থ বুঝিয়া আমাকে বলিয়া দিতে পার, তবে আমি তোমা১৩ দিগকে ত্ৰিশটা জাম ও ত্রিশ যোড়া বস্ত্র দিব। কিন্তু যদি আমাকে তাহার অর্থ বলিতে না পীর, তবে তোমরা আমাকে ত্রিশটী জাম ও ত্রিশ যোড় বস্ত্র দিবে। তাহার কহিল, তোমার প্রহেলিকট বল, ১৪ আমরা শুনি । তিনি তাহাদিগকে কহিলেন, “ খাদক হইতে নির্গত হইল খাদ্য, বলবান হইতে নির্গত হইল মিষ্ট দ্রব্য। ” তাহার। তিন দিনে সেই প্রহেলিকার অর্থ করিতে రి বিচারকর্তৃগণের বিবরণ। [ >8; 9ー? G ; や l ১৫ পারিল না। পরে সপ্তম দিবস হইলে তাহার শিমৃশোনের স্ত্রীকে কহিল, তুমি আপনার স্বামীকে ফুস্লাও, যাহতে তিনি প্রহেলিকার অর্থ আমাদিগকে বলেন ; নতুব। আমরা তোমাকে ও তোমার পিতৃকুলকে আগুনে পোড়াইয়৷ মারিব। তোমরা কি আমাদিগকে দরিদ্র করণার্থেই এ স্থানে নিমন্ত্রণ করিয়াছ ? ১৬ ইহাই কি নয় ? তখন শিমৃশোনের স্ত্রী স্বামীর কাছে রোদন করিয়া কহিল, তুমি আমাকে কেবল ঘৃণা করিতেছ, ভাল বাস না ; আমার স্বজাতীয়দিগকে একটা প্রহেলিকা বলিলে, কিন্তু আমাকে তাহা বুঝাইয়া দিলে ন। তিনি তাহাকে কহিলেন, দেখ, আমার পিতামাতাকেও তাই বুঝাইয় দিই নাই, তবে তোমাকে ১৭ কি বুঝাইব ? তাহার স্ত্রী উৎসব-সপ্তাহের শেষ পর্য্যন্ত তাহার কাছে রোদন করিল ; পরে তিনি সপ্তম দিবসে তাহাকে বলিয়া দিলেন ; কেননা সে তাহাকে পীড়াপীড়ি করিয়াছিল। পরে ঐ স্ত্রী স্বজাতীয়দিগকে প্রহে১৮ লিকার অর্থ বলিয়। দিল । পরে সপ্তম দিবসে সূৰ্য্য অস্তগত হইবার পূৰ্ব্বে ঐ নগরস্থ লোকের তাহাকে কহিল, মধু অপেক্ষ মিষ্ট কি ? অার সিংহ অপেক্ষ। বলবন কি ? তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা যদি আমার গাভী দ্বারা চাস না করিতে, আমার প্রহেলিকার অর্থ খুঁজিয়া পাইতে না। ১৯ পরে সদাপ্রভুর আত্মা তাহার উপরে সবলে আসিলেন, আর তিনি অস্কিলোনে নামিয়া গিয়া তথাকার ত্ৰিশ জনকে আঘাত করিয়া তাহীদের বস্ত্র খুলিয়। লইয়া প্রহেলিকার অর্থকারাদিগকে যোড়া যোড়া বস্ত্র দিলেন। আর তাহার ক্রোধ প্রজ্বলিত হইল ; তিনি ২০ পিতার বাটীতে উঠিয়া গেলেন। পরে শিম্শোনের যে সখ। তাহার মিত্র ছিল, তাহাকে তাহার স্ত্রী দত্ত হইল । S(。 কিছু কাল পরে গেম কাটার সময়ে শিম্শোন এক ছাগবৎস সঙ্গে লইয়া আপন স্ত্রীর সহিত সাক্ষাৎ করিতে গেলেন ; তিনি কহিলেন, আমি আপন স্ত্রীর নিকটে অন্তঃপুরে যাইব ; কিন্তু সেই ২ স্ত্রীর পিতা তাহাকে ভিতরে যাইতে দিল না। তাহার পিত কহিল, আমি নিশ্চয় মনে করিয়াছিলাম, তুমি তাহাকে নিতান্তই ঘৃণা করিলে, তাই আমি তাহাকে তোমার সখীকে দিয়াছি ; তাহার কনিষ্ঠ ভগিনী কি তাহা হইতে সুন্দরী নয় ? বিনয় করি, ইহার পরি৩ বর্তে তাহাকেই গ্রহণ কর । শিমৃশোন তাহাদিগকে কহিলেন, এ বার আমি পলেষ্টীয়দের অনিষ্ট করিলেও ৪ তাহদের সম্বন্ধে নির্দোষ হইব। পরে শিম্শোন গিয়৷ তিন শত শৃগাল ধরিয়া মশাল লইয়া তাহদের লেজে লেজে যোগ করিয়া দুই দুই লেজে এক এক মশাল ৫ বধিলেন। পরে সেই মশালে অগ্নি দিয়া পলেষ্টীয়দের শস্তক্ষেত্রে ছাড়িয়া দিলেন ; তাহতে বাধা আটি, ক্ষেত্রের শস্ত ও জিতবৃক্ষের উদ্যান সকলই পুড়িয়া গেল। ৬ তখন পলেষ্টীয়ের জিজ্ঞাসা করিল, এ কাজ কে করিল ? লোকের কহিল, তিস্নায়ীয়ের জামাত শিম্শোন করি 220