পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯ ; ১৩– ২ ও ; ৯ । ] দের নগরে আমরা প্রবেশ করিব না; আমরা বরং অগ্র১৩ সর হইয়া গিলিয়াতে যাইব । সে চাকরটীক আরও কহিল, আইস, আমরা এই অঞ্চলের কোন স্থানে যাই, ১৪ গিবিয়াতে কিম্ব রামাতে রাত্রি যাপন করি । এইরূপে তাহারা অগ্রসর হইয়। চলিল , পরে বিদ্যমীনের অধিকারস্থ গিলিয়ার নিকটে উপস্থিত হইলে সূৰ্য্য ১৫ অস্তগত হইল । তখন তাহার। গিবিয়াতে প্রবেশ ও রাত্রিবাস করপথে পথ ছাড়িয়া তথায় গেল : সে প্রবেশ করিয়া ঐ নগরের চকে বসিয়া রহিল : কোন ব্যক্তি তাহাদিগকে আপন বটাতে রাত্রিবাসার্থে গ্রহণ করিল না । আর দেখ, এক জন বৃদ্ধ সন্ধ্যাকালে ক্ষেত্র হইতে কৰ্ম্ম করিয়া আসিতেছিলেন ; সেই ব্যক্তি পৰ্ব্বতময় ইফ্রয়িম দেশের লোক : তার তিনি গিবিয়াতে প্রবাস করিতেছিলেন, কিন্তু নগরের লোকেরা বিদ্যামীনীয় ১৭ ছিল । সেই ব্যক্তি চক্ষু তুলিয়। নগরের চকে ঐ পথিককে দেখিলেন ; আর বৃদ্ধ জিজ্ঞাসিলেন, তুমি কোথায় ১৮ যাইতেছ ? কোথা হইতে আসিতেছ ? সে তাহাকে কহিল, আমরা বৈংলেহম-যিহুদী হইতে পৰ্ব্বতময় ইফ্রয়িম প্রদেশের প্রান্তভাগে যাইতেছি । আমি সেই স্থানের লোক : বৈৎলহম-বিহ্রদ। পৰ্য্যন্ত গিয়াছিলাম : আমি সদাপ্রভুর গৃহে যাইতেছি । আর আমাকে কোন ১৯ ব্যক্তি বাটী.ত গ্রহণ করে না । আমাদের সঙ্গে গর্দভদের জন্ত পোয়াল ও কলাই, এবং আমার জন্য, আপনার এই দাসীর জন্ত এবং আপনার দাসদাসীর সঙ্গী এই যুবার জন্য রুট ও দ্রীক্ষারস আছে, কোন দ্রব্যের ২০ অভাব নাই। বৃদ্ধ কহিলেন, তোমার শান্তি হউক, তোমার যাহা কিছু প্রয়োজনীয়, তাহার ভার আমার উপরে থাকুক ; তুমি কোন ক্রমে এই চকে রাত্রি ২১ যাপন করিও না। পরে বৃদ্ধ তাহাকে আপন বাটীতে আনিয়। গর্দভদিগকে তৃণ দিলেন, এবং তাহার প৷ ২২ ধুইয়া ভোজন পান করিল। তাহার। আপন আপন তান্তঃকরণ আপ্যায়িত করিতেছে, এমন সময়ে, দেখ, নগরের লোকেরা, কতকগুলি পাষণ্ড, সেই বাটীর চরিদিকে ঘেরিয়া কবাটে আঘাত করিতে লাগিল, এবং বাটীর কৰ্ত্তাকে, ঐ বুদ্ধকে, কহিল, তোমার বাটীতে যে পুরুষ আসিয়াছে, তাহাকে বাহির করিয়৷ আন ; ২৩ আমরা তাহার পরিচয় লইব । তাঁহাতে সেই ব্যক্তি, বাটীর কৰ্ত্ত, বাহির হইয় তাহদের নিকটে গিয়া কহিলেন, হে আমার ভ্রাতৃগণ, ন, না ; বিনয় করি, এমন দুষ্কৰ্ম্ম করিও না ; ঐ পুরুষ আমার বাটত আসিয়াছে, অতএব এমন মূঢ়তার কৰ্ম্ম করিও না। ২৪ দেখ, আমার অনুঢ়। কন্য। এবং তাহার উপপত্নী ; ইহাদিগকে বাহির করিয়া আনি ; তোমরা তাহাদিগকে মানভ্রষ্ট কর, ও তাহদের প্রতি তোমাদের যাহ। ভাল বোধ হয়, তাহাই কর ; কিন্তু সেই পুরুষের প্রতি ২৫ এমন মুঢ়তার কৰ্ম্ম করিও না। তথাপি তাহার। তাহার কথা শুনিতে অস্বীকার করিল ; তখন ঐ পুরুষ তাপন о. т. 15 ) & বিচারকর্তৃগণের বিবরণ। 及文@ উপপত্নীকে ধরিয়া তাহীদের নিকটে বাহির করিয়া আনিল ; আর তাহার। তাহার পরিচয় লইল, এবং প্রভাত পর্যন্ত সমস্ত রাত্রি তাহার প্রতি অত্যাচার করিল ; পরে আলো হইয়া আসিলে তাহাকে ছাডিয়া ২৬ দিল । তখন রাত্রি পোহাইলে ঐ স্ত্রী পতির আতিথ্যকারী বৃদ্ধের বাটীর দ্বারে আসিয়া স্থায্যাদয় পৰ্য্যন্ত ২৭ পড়িয়া রহিল । প্রাতঃকাল হইলে তাহার পতি উঠিয়৷ পথে যাইবার জন্য গৃহের কবাট খুলিয়। বাহির হইল, আর দেখ, সেই স্ত্রীলোক, তাহার উপপত্নী, গৃহের দ্বারে গোবরাটের উপরে হস্ত রাখিয়া পড়িয়া রহিয়াছে । ২৮ তাহাতে সে তাহাকে কহিল, গা তুল, চল, আমরা যাই ; কিন্তু সে কিছুই উত্তর দিল না। পরে ঐ পুরুষ গর্দভের উপরে তাহাকে তুলিয়া লইল, এবং উঠিয়া স্বস্থানে প্রস্থান করিল। পরে সে আপন বাটীতে আসিয়া একখান ছুবী লইয়া আপনার উপপত্নীকে ধরিয়া অস্থি অনুসারে দ্বাদশ খণ্ড করিয়া ইস্রায়েলের সমস্ত অঞ্চলে পাঠ৩০ ইয়। দিল । যাহারা তাহ দেখিল, সকলে কহিল, ইস্রারেল-সন্তানগণের মিসর দেশ হইতে বাহির হইয়৷ আসিবার দিন হইতে অদ্য পর্য্যন্ত এমন কৰ্ম্ম কখনও হয় নাই, দেখাও যায় নাই ; এ বিষয়ে বিবেচনা কর, মন্ত্রণ কর, কি কৰ্ত্তব্য বল । ২০ পরে ইস্রায়েল-সন্তানগণ সকলে বাহির হইল, দীন অবধি বেরূ-শেবা পৰ্য্যন্ত ও গিলিয়দ দেশ সমেত সমস্ত মণ্ডলী এক মানুষের স্তায় মিসৃপাতে ২ সদাপ্রভুর কাছে সমবেত হইল। ঈশ্বরের প্রজাদের সেই সমাজে ইস্রায়েলের সমস্ত বংশের সমস্ত জনসমাজের অধ্যক্ষ ও চারি লক্ষ খড়গধারী পদাতিক উপস্থিত ৩ হইল। আর ইস্রায়েল-সন্তানগণ মিস্পাতে উঠিয়া গিয়াছে, এই কথা বিদ্যমীন-সন্তানগণ শুনিতে পাইল । পরে ইস্রায়েল সন্তানগণ কহিল, বল দেখি, এই দুষ্কৰ্ম্ম ৪ কি প্রকারে হইল ? সেই লেবায়, নিহত স্ত্রীর পুরুষ উত্তর করিয়া কহিল, আমি ও তামার উপপত্নী রাত্রি যাপন করিবার জন্য বিদ্যমীনের অধিকারস্থ গিবিও য়াতে প্রবেশ করিয়ছিলাম। আর গিবিয়ার গৃহস্থের আমার বিরুদ্ধে উঠিয়। রাত্রিকালে তামার জন্ত গৃহের চারিদিক্ বেষ্টন করিল। তাহার। আমাকে বধ করিবার কল্পনা করিয়াছিল, আর আমার উপ৬ পত্নীকে বলাৎকার করায় সে মরিয়া গেল । পরে তাtiম নিজ উপপত্নীকে লইয়া খণ্ড খণ্ড করিয়া ইস্রায়েলের অধিকারস্থ প্রদেশের সববত্র পাঠাইলাম, কেননা তাহার। ইস্রায়েলের মধ্যে কুকৰ্ম্ম ও মূঢ়তার কার্য্য ৭ করিয়াছে। দেখ, তোমরা সকলেই ইস্রায়েল সন্তান ; তাতএব এ বিষয়ে আপন আপন মত বলিয়া মন্ত্রণ। স্থির কর । ৮ তখন সকল লোক এক মানুষের ন্তীয় উঠিয়া কহিল, আমরা কেহ তাপন তাম্বুতে যাইব না, কেহ অপেন ৯ বাটীতে ফিরিয়৷ যাইব না ; কিন্তু এখন গিবিয়ার રજે 225