পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ ; २४ - ९ ; २> । ] যদি আমাকে ও তোমাকে পৃথক করিতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমুক ও ততোধিক দও দিউন । ১৮ যখন সে দেখিল, তাহার সহিত যাইতে রূতের দৃঢ় মনস্থ আছে, তখন সে তাহাকে আর কিছু বলিল না । পরে তাছার দুই জন চলিতে চলিতে শেষে বৈৎলেহুমে উপস্থিত হইল। যখন বৈৎলেহমে উপস্থিত হইল, তখন তাহীদের বিষয়ে সমস্ত নগরে জনরব ২০ হইল ; স্ত্রীলোকের কহিল, এ কি নয়ম ? সে তাহাদিগকে কহিল, আমাকে নয়মী { মনোরম। ] বলিও না, বরং মার। [ তিক্ত] বলিয়া ডাক, কেননা সৰ্ব্বশক্তিমান আমার প্রতি আতিশয় তিক্ত ব্যবহার করিয়াছেন । ২১ আমি পরিপূর্ণ হইয়। যাত্রা করিয়াছিলাম, এখন সদাপ্রভু আমাকে শুষ্ঠা করিয়া ফিরাইয়া আনিলেন। তোমরা কেন আমাকে নয়মী বলিয়৷ ডাকিতেছ ? সদাপ্রভু ত আমার বিপক্ষে প্রমাণ দিয়াছেন, সৰ্ব্বশক্তিমান আমাকে নিগ্ৰহ করিয়াছেন । এইরূপে নয়মী ফিরিয়া আসিল, তাহার সঙ্গে তাহার পুত্রবধু মোয়াবীয় রূৎ মোয়াব দেশ হইতে আসিল ; যব কাটা আরম্ভ হইলেই তাহার। বৈৎলেইমে উপস্থিত श्व्त । রূতের প্রতি বোয়সের সদয় ব্যবহার। নয়মীর স্বামী ইলীমেলকের গোষ্ঠীর এক 3. জন ভদ্র ধনবান জ্ঞাতি ছিলেন ; তাহার নাম বেয়স । ২ পরে মোয়াবীয় রূৎ নয়মীকে কহিল, নিবেদন করি, আমি ক্ষেত্রে গিয়া যাহার দৃষ্টিতে অনুগ্রহ পাই, তাহার পিছে পিছে শস্তের পতিত শীষ কুড়াই । ৩ নরমী কহিল, বৎসে, যাও । পরে সে গিয়া এক ক্ষেত্রে উপস্থিত হইয়া ছেদকদের পশ্চাৎ পশ্চাৎ পতিত শীষ কুড়াইতে লাগিল ; আর ঘটনাক্রমে সে ইলামেলকের গোষ্ঠীর ঐ বোয়সের ভূমিখণ্ডেই গিয়া ৪ পড়িল। আর দেখ, বেয়স বৈৎলেইম হইতে আসিয়া ছেদকদিগকে কহিলেন, সদাপ্রভু তোমাদের সহবৰ্ত্তী ইউন। তাহার। উত্তর করিল, সদাও ভু আপনাকে ৫ আশীৰ্ব্বাদ করুন। পরে বোয়স ছেদকদের উপরে নিযুক্ত আপন চাকরকে জিজ্ঞাসা করিলেন, এ যুবতী ও কাহার ? তখন ছেদকদের উপরে নিযুক্ত চাকর কহিল, এ সেই মোয়াবীয় যুবতী, যে নয়মীর সহিত মোয়াব ৭ দেশ হইতে আসিয়াছে ; সে বলিল, অনুগ্রহ করিয়া আমাকে ছেদকদের পশ্চাৎ পশ্চাৎ অটির মধ্যে মধ্যে শীষ কুড়াইয়া সংগ্ৰহ করিতে দেও ; অতএব সে আসিয়া প্রাতঃকাল অবধি এখন পর্যন্ত রহিয়াছে : কেবল ঘরে ৮ অল্পক্ষণ ছিল। পরে বোয়স রূৎকে কহিলেন, বৎসে, বলি শুন ; তুমি কুড়াইতে অন্ত ক্ষেত্রে যাইও না, এখান হইতে চলিয়। যাইও না, কিন্তু এখানে আমার ৯ যুবতী দাসীদের সঙ্গে সঙ্গে থাক। ছেদকের যে ক্ষেত্রের শস্ত কাটিবে, তাহার প্রতি দৃষ্টি রাখিয়া তুমি సి ー、R 2. রূতের বিবরণ। ९ ९ व्b দাসীদের পশ্চাৎ যাইও ; তোমাকে স্পর্শ করিতে আমি কি যুবাদিগকে নিষেধ করি নাই ? আর পিপাস। হইলে তুমি পাত্রের নিকটে গিয়া, যুবকগণ যে জল ১• তুলিয়াছে, তাহ হইতে পান করিও । তাহাতে সে উবুড় হইয়া ভূমিতে প্ৰণিপাত করিয়া তাহাকে কহিল, আমি বিদেশিনী, আপনি আমার তত্ত্ব লইতেছেন, আপনার দৃষ্টিতে এ অনুগ্রহ আমি কিসে পাইলাম ? ১১ বোয়স উত্তর করিলেন, তোমার স্বামীর মৃত্যুর পরে তুমি তোমার শাশুড়ীর সহিত যেরূপ ব্যবহার করিয়াছ, এবং আপন পিতামাতা ও জন্মদেশ ছাড়িয়া, পূৰ্ব্বে যাহাদিগকে জানিতে না, এমন লোকদের নিকটে ১২ আসিয়াছ, এ সকল কথা আমার শুনা হইয়াছে। সদাপ্ৰভু তোমার কৰ্ম্মের উপযোগী ফল দিউন ; তুমি ইস্রায়েলের ঈশ্বর যে সদাপ্রভুর পক্ষের নীচে শরণ লইতে আসিয়াছ, তিনি তোমাকে সম্পূর্ণ পুরস্কার ১৩ দিউন । সে কহিল, হে আমার ও ভু, আপনার দৃষ্টিতে যেন আমি অনুগ্রহ প্রাপ্ত হই ; আপনি আমাকে সান্তন করিলেন, এবং আপনার এই দাসীর কাছে চিত্ত বোধক কথা কহিলেন ; আমি ত আপনার ১৪ একটী দাসীর তুল্যাও নহি । পরে ভোজন সময় বোয়স তাহাকে কহিলেন, তুমি এই স্থানে আসিয়া রুটা ভোজন কর, এবং তোমার রুটীগণ্ড সিরকায় ডুবাইয়া লও। তখন সে ছেদকদের পার্শ্বে বসিলে তাহারা তাহাকে ভাজা শস্ত দিল ; তাহাতে সে ভোজন ১৫ করিয়া তৃপ্ত হইল, এবং কিছু অবশিষ্ট রাখিল । পরে সে কুড়াইতে উঠিলে বোয়স আপন চাকরদিগকে আজ্ঞা করিলেন, উহাকে অটির মধ্যেও কুড়াইতে দেও, এবং ১৬ উহাকে তিরস্কার করিও না ; আবার উহার জন্ত বাধা আটি হইতে কতক টানিয়া রাখিয় দেও, উহাকে কুড়া১৭ ইতে দেও, ধমকাইও না। আর সে সন্ধ্য। পয্যন্ত সেই ক্ষেত্রে কুড়াইল ; পরে সে আপনার কুড়ান শস্ত মাড়িলে প্রায় এক ঐফী যব হইল । পরে সে তাহ তুলিয়া লইয়া নগরে গেল, এবং তাহার শাশুড়ী তাহার কুড়ান শস্ত দেখিল ; আর সে আহার করিয়া তৃপ্ত হইলে পর যাহ। রাখিয়াছিল, ১৯ তাহ বাহির করিয়। তাহাকে দিল । তখন তাহার শাশুড় তাহাকে কহিল, তুমি অদ্য কোথায় কুড়াইয়াছ ? কোথায় কৰ্ম্ম করিয়াছ ? যে ব্যক্তি তোমার তত্ত্ব লই য়াছেন, তিনি ধষ্ঠ ইউন । তখন সে কাহার নিকটে কৰ্ম্ম করিয়াছিল, তাহ শাশুড়ীকে জানাইয়া কহিল, যে ব্যক্তির নিকটে আদ্য কৰ্ম্ম করিয়াছি, তাহার নাম ২০ বোয়স। তাহাতে নয়ম আপন পুত্রবধূকে কহিল, তিনি সেই সদাপ্রভুর আশীৰ্ব্বাদ লাভ করুন, যিনি জীবিত ও মৃতদের প্রতি দয়া নিবৃত্ত করেন নাই । নয়মী আরও কহিল, সেই ব্যক্তি আমাদের নিকটসম্বন্ধীয়, তিনি আমাদের মুক্তিকৰ্ত্ত জ্ঞাতিদের মধ্যে ২১ এক জন । আর মোয়াবীয় রূৎ কহিল, তিনি আমাকে ইহাও কহিলেন, আমার সমস্ত ফসল কাট। সাঙ্গ না >b" 9