পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8 পদার্পণ করিয়া রীত্রি বাস করুন ও পা ধুউন , পরে প্রত্যুষে উঠিয়া স্বযাত্রায় অগ্রসর হইবেন । তাহার কহিলেন, না, আমরা চকেই রাত্রি যাপন করিব । কিন্তু লোট অতিশয় আগ্রহ দেখাইলে তাহার তাহার সঙ্গে গেলেন, ও তাহার বাটীতে প্রবেশ করিলেন ; তাহাতে তিনি তাহাদের জন্য ভোজ প্রস্তুত করিলেন, ও তাড়ীশূন্ত রুট পাক করিলেন, আর তাহারা ভোজন করিলেন। পরে তাহদের শয়নের পূৰ্ব্বে ঐ নগরের পুরুষেরা, সদোমের আবাল বৃদ্ধ সমস্ত লোক চতুর্দিক হইতে আসিয় তাহার ৰাট ঘেরিল, এবং লোটকে ডাকিয়া কহিল, আদ্য রাত্রিতে যে দুই ব্যক্তি তোমার বাটীতে আসিল, তাহার কোথায় ? তাহাদিগকে বাহির করিয়া আমাদের নিকটে আনি, আমরা তাহদের পরিচয় লইব । তখন লোট গৃহদ্বারের বহিরে তাহাদের নিকটে ত্যাসিয় আপনার পশ্চাৎ কবাট বন্ধ করিয়া কহিলেন, ভাই সকল, বিনয় করি, এমন কুব্যবহার করি ও না । দেখ, পুরুষের পরিচয় অপ্রাপ্ত। আমার দুইটী কন্যা আছে,তাহাদিগকে তোমাদের নিকটে আনি, তোমাদের দৃষ্টিতে যাহা ভাল, তাহা কর, কিন্তু সেই ব্যক্তিদের প্রতি কিছুই করিও না, কেননা এই নিমিত্তে তাহার। আমার গৃহের ছায়। আশ্রয় করিলেন। তখন তাহার কহিল, সরিয়া যা । আরও কহিল, এ একাকী প্রবাস করিতে আসিয়া আমাদের বিচারকর্তী হইল ; এখন তাহদের অপেক্ষ তোর প্রতি আরও কুব্যবহার করিব । ইহা বলিয়। তাহার লোটের উপরে ভারী চড়াউ হইয়। কবাট ভাঙ্গিতে গেল । তখন সেই দুই ব্যক্তি হস্ত বাড়াইয়। লোটকে গৃহের মধ্যে আপনাদের নিকটে টানিয়া লইয়া কবাট বন্ধ করিলেন; এবং গৃহদ্বারের নিকটবৰ্ত্তা ক্ষুদ্র ও মহান সকল লোককে অন্ধতায় আহত করিলেন ; তাহাতে তাহার। দ্বার খুঁজিতে খুজিতে পারশ্রান্ত হইল। পরে সেই ব্যক্তির লোটকে কহিলেন, এই স্থানে তোমার আর কে কে তাছে ? তোমার জামাত ও পুত্র কন্য। যত জন এই নগরে আছে, সে সকলকে এই স্থান হইতে লইয়া যাও । কেনন। আমরা এই স্থান উচ্ছিন্ন করিব ; কারণ সদাপ্রভুর সাক্ষাতে এই লোকদের বিপরীতে মহাক্ৰন্দন উঠিয়াছে, তাই সদাপ্রভু ইহা উচ্ছিন্ন করিতে আমাদিগকে পাঠাইয়াছেন। তখন লোট বাহিরে গিয়া, যাহার তাহার কন্যাদিগকে বিবাহ করিয়াছিল, আপনার সেই জামাতাদিগকে কহিলেন, উঠ, এ স্থান হইতে বাহির হও, কেননা সদাপ্রভু এই নগর উচ্ছিন্ন করিবেন । কিন্তু তাহার জামাতার তাহাকে উপহাসকারী বলিয়। জ্ঞান করিল। - পরে প্রভাত হইলে সেই দূতের লোটকে সত্বর করিলেন, কহিলেন, উঠ, তোমার স্ত্রীকে ও এই যে কন্যা দুইটী এখানে আছে, ইহাদিগকে লইয়া যাও, পাছে ১৬ তোমরা নগরের অপরাধে বিনষ্ট হও । কিন্তু তিনি

Y > X 2 Y 8 > & আদিপুস্তক । [ ১ ৯ ; ৩- ৩২ ৷ ইতস্ততঃ করিতে লাগিলেন ; তাহাতে তাহার প্রতি সদাপ্রভুর স্নেহ প্রযুক্ত সেই ব্যক্তিরা তাহার ও তাহার স্ত্রীর ও কন্যা দুইটীর হস্ত ধরিয়া নগরের বাহিরে লইয়। ১৭ রাখিলেন । এইরূপে তাহাদিগকে বাহির করিয়া তিনি লোটকে কহিলেন, প্রাণরক্ষার্থ পলায়ন কর, পশ্চাৎ দিকে দৃষ্টি করিও না ; এই সমস্ত অঞ্চলের মধ্যেও দাড়াহয় থাকিও না ; পৰ্ব্বতে পলায়ন কর, পাছে ১৮ বিনষ্ট হও । তাহাতে লোট তাহাদিগকে কহিলেন, ১৯ হে আমার প্রভো, এমন না হউক । দেখুন, আপনার দাস আপনার কাছে অনুগ্রহ প্রাপ্ত হইয়াছে ; আমার প্রাণরক্ষা করাতে আপনি আমার প্রতি আপনার মহাদয় প্রকাশ করিয়াছেন ; কিন্তু আমি পৰ্ব্বতে পলায়ন করিতে পারি না ; কি জানি, সেই বিপদ ২• আসিয়া পড়িলে আমিও মরিব । দেখুন, পলায়ন জন্ত ঐ নগর নিকটবৰ্ত্ত, উহ। ক্ষুদ্র ; ওখানে পলাইবার অনুমতি দিউন, তাহ হইলে আমার প্রাণ ২১ বাচিবে ; উহা কি ক্ষুদ্র নয় । তিনি কহিলেন, ভাল, আমি এ বিষয়েও তোমার প্রতি অনুগ্রহ করিয়া, ঐ যে নগরের কথা কহিলে, উহা উৎপাটন করিব ২২ ন । শীঘ্রই ঐ স্থানে পলায়ন কর, কেননা তুমি ঐ স্থানে না পহুছিলে আমি কিছু করিতে পারি না। এই হেতু সেই স্থানের নাম সোয়র ক্ষুদ্র ৷ হইল । ২৩ দেশের উপরে সূর্য উদিত হইলে লোট সোয়রে ২৪ প্রবেশ করিলেন, এমন সময়ে সদাপ্রভু আপনার নিকট হইতে, গগন হইতে, সদোমের ও ঘমোরার ২৫ উপরে গন্ধক ও অগ্নি বর্ষাইয়। সেই সমুদয় নগর, সমস্ত অঞ্চল. নগরনিবাসী সকল লোক ও সেহ ২৬ ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাটন করিলেন । আর লোটের স্ত্রী তাহার পিছন হইতে পশ্চাৎ দিকে দৃষ্টি করিল, আর লবণস্তম্ভ হইয়া গেল । আর অব্রাহাম প্রত্যুষে উঠিয়া, পূৰ্ব্বে যে স্থানে সদাপ্রভুর সাক্ষাতে দাড়াইয়াছিলেন, তথায় গমন করি ২৮ লেন ; এবং সদোম ও ঘমোরার দিকে ও সেই অঞ্চলের সমস্ত ভূমির দিকে চাহিয়া দেখিলেন, আর দেখ, ভাটীর ধুমের স্থায় সেই দেশের ধূম উঠিতেছে। ২৯ এইরূপে সেই অঞ্চলে স্থিত সমস্ত নগরের বিনাশকালে ঈশ্বর অব্রাহামকে স্মরণ করিয়া, যে যে নগরে লোট বাস করিতেন, সেই সেই নগরের উৎপাটনকালে উৎপাটনের মধ্য হইতে লোটকে প্রেরণ করিলেন । পরে লোট ও র্তাহার দুইটী কন্যা সোয়র হইতে পৰ্ব্বতে উঠিয়া গিয়া তথায় থাকিলেন ; কেননা তিনি সোয়রে বাস করিতে ভয় করিলেন আর তিনি ও ৩১ তাহার সেই দুই কন্যা গুহামধ্যে বসতি করিলেন। পরে তাহার জ্যেষ্ঠ কন্য। কনিষ্ঠীকে কহিল, আমাদের পিতা বুদ্ধ, এবং জগৎসংসারের ব্যবহার অনুসারে আমাদিগেতে উপগত হইতে এ দেশে কোন পুরুষ ৩২ নাই , আইস, আমরা পিতাকে দ্রাক্ষারস পান করা ২৭ లి 14