পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8 ९ ২১ সরিয়া যাইও না, গেলে সেই সকল অবস্তুর অনুগামী হইবে, যাহারা অবস্তু বলিয়া উপকার ও ২২ উদ্ধার করিতে পারে না। কারণ সদাপ্রভু আপন মহানামের গুণে তাপন প্রজাদিগকে ত্যাগ করবেন না ; কেননা তোমাদিগকে আপন প্রজা করিতে সদা ২৩ প্রভুর অভিমত হইয়াছে । আর আমিই যে তোমাদের জন্ত প্রার্থনা করিতে বিরত হইয়া সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিব, তাহ দূরে থাকুক ; আমি তোমাদিগকে ২৪ উত্তম ও সরল পথ শিক্ষা দিব ; তোমরা কেবল সদাপ্রভুকে ভয় কর, ও সমস্ত অন্তঃকরণের সহিত সত্যে তাহার সেবা কর ; কেননা দেখ, তিনি তোমাদের ২৫ জন্ত কেমন মহৎ মহৎ কৰ্ম্ম করিলেন । কিন্তু তোমরা যদি মন্দ আচরণ কর, তবে তোমরা ও তোমাদের রাজা উভয়ে বিনষ্ট হইবে । পলেষ্টীয়দের দৌরাত্ম্য । শৌলের অনাত্তাবহতা । S○ শেল । ত্রিশ বৎসর বয়সে রাজা হন। দুই বৎসর হস্রায়েলের উপরে রাজত্ব করিলে পর ২ শেলি আপনার জন্ত ইস্রায়েলের মধ্যে তিন সহস্ৰ লোক মনোনীত করিলেন ; তাহার দুই সহস্ৰ মিকৃমসে ও বৈথেল পৰ্ব্বতে শৌলের সহিত থাকিল; এবং এক সহস্র বিদ্যমীন প্রদেশস্থ গিবিয়াতে যোনাথনের সহিত থাকিল ; আর অস্ত্য সকল লোককে তিনি আপন ৩ আপন তাম্বুতে বিদায় করিলেন। পরে যোনাথন গেবাতে স্থিত পলেষ্টীয়দের প্রহরী সৈন্ত্যদলকে আঘাত করিলেন, ও পলেষ্টয়ের তাহ শুনিল ; তখন শোল দেশের সর্বত্র তুরী বাজাইয়া কহিলেন, ইত্ৰীয়ের ৪ শুনুক । তখন সমস্ত ইস্রায়েল এই কথা শুনিল যে, শেীল পলেষ্টীয়দের সেই প্রহরী সৈন্তদলকে আঘাত করিয়াছেন, আর ইস্রায়েল পলেষ্টীয়দের নিকটে ঘূণাস্পদ হইয়াছে। পরে লোকের শেলের পশ্চাতে গিল্গলে সমাহুত হইল । ৫ পরে পলেষ্টীয়ের ইস্রায়েলের সহিত যুদ্ধ করিতে একত্র হইল ; ত্রিশ সহস্র রথ, ছয় সহস্ৰ অশ্বারোহী ও সমুদ্রতীরস্থ বালুকার স্তায় অসংখ্য লোক আসিল ; তাহারা আসিয়া বৈৎ-আবনের পূর্বদিকে মিকমসে ৬ শিবির স্থাপন করিল। তখন ইস্রায়েল লোকের আপনাদিগকে বিপদগ্ৰস্ত দেখিল, কেননা লোকেরা উপদ্রুত হইতেছিল ; তখন লোকের গুহাতে, ঝোপে, ৭ শৈলে, দৃঢ় গৃহে ও গৰ্ত্তে লুকাইল । আর কতকগুলি ইব্রীয় যদন পার হইয়া গাদ ও গিলিয়দ দেশে গেল । কিন্তু তৎকালেও শোল গিল্গলে ছিলেন ; এবং তাহার পশ্চাদগামী লোক সকল কম্পান্বিত হইতে লাগিল । ৮ পরে শেল শমূয়েলের নিরূপিত সময়ানুসারে সাত দিন অপেক্ষা করিলেন ; কিন্তু শমূয়েল গিল্গলে আগমন করিলেন না, এবং লোকেরা উহার নিকট হইতে S শমূয়েল | [ » R ; ২১ – ১৩ ; ২৩ ৷ ৯ ছিন্নভিন্ন হইতে লাগিল। তাহাতে শৌল কহিলেন, এই স্থানে আমার নিকটে হোমবলি ও মঙ্গলার্থক বলি আন। পরে তিনি হোমবলি উৎসর্গ করিলেন । ১• হোমবলির উৎসর্গ সমাপ্ত করিবামাত্র দেখ, শমুয়েল উপস্থিত হইলেন ; তাহাতে শৌল তাহাকে মঙ্গলবাদ করণার্থে তাহার সহিত সাক্ষাৎ করিতে গেলেন । ১১ পরে শমূয়েল কহিলেন, তুমি কি করিলে ? শৌল কহিলেন, আমি দেখিলাম, লোকেরা আমার নিকট হইতে ছিন্নভিন্ন হইতেছে, এবং নিরূপিত দিনের মধ্যে আপনিও আইসেন নাই, আর পলেষ্টয়ের মিকৃমসে ১২ একত্র হইয়াছে ; তাই আমি মনে মনে কহিলাম, পলেষ্টীয়ের এখনই আমার বিরুদ্ধে গিল্গলে নামিয়৷ আসিবে, আর তামি সদা প্রভুর অনুগ্রহ যাজ্ঞা করি নাই ; এই জন্ত ইচছা না থাকলেও আমি হোমবলি ১৩ উৎসর্গ করিলাম। শমুয়েল শেলকে কহিলেন, তুমি অজ্ঞানের কৰ্ম্ম করিয়াছ ; তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে অজ্ঞ দিয়াছেন, তাহ পালন কর নাই ; করিলে সদাপ্রভু এখন ইস্রায়েলের উপরে তোমার ১৪ রাজত্ব চিরকাল স্থায়ী করতেন । কিন্তু এখন তোমার রাজত্ব স্থির থাকিবে না ; সদাপ্রভু আপন মনের মত এক জনের অন্বেষণ করিয়া তাহাকেই আপন প্রজ লোকদের অধ্যক্ষপদে নিযুক্ত করিয়াছেন ; কেননা সদাপ্রভু তোমাকে যাহা অজ্ঞ করিয়াছিলেন, তুমি তাহ পালন কর নাই । ১৫ পরে শমুয়েল উঠিয়া গিল্গল হইতে বিদ্যামনের গিবিয়াতে প্রস্থান করিলেন ; তখন শৌল আপনার নিকটে বর্তমান লোকদিগকে গণনা করিলেন, তাহার ১৬ অনুমান ছয় শত । শেীল, তাহার পুত্ৰ যোনাথন ও তাহাদের নিকটে বর্তমান লোকেরা বিদ্যমীনের গেবাতে থাকিলেন, এবং পলেষ্টীয়ের মিক্‌মসে শিবির ১৭ স্থাপন করিয়া রহিল। পরে পলেষ্টয় দর শিবির হইতে তিন দল বিনাশক সৈন্ত বাহির হইল, তাহার এক দল ১৮ অফ্রার পথে গমন করিয়া শুয়াল প্রদেশে গেল। আর এক দল বৈৎ-হোরোণের পথের দিকে ফিরিল ; এবং আর এক দল প্রান্তরের দিকে সিবোয়িম উপত্যকার অভিমুখী সীমার পথ দিয়া গমন করিল। ১৯ ঐ সময়ে সমস্ত ইস্রায়েল দেশে কৰ্ম্মকার পাওয়া যাইত না ; কারণ পলেষ্টয়ের কহিত, পাছে ইত্ৰীয়ের ২• আপনাদের জন্য খড়গ কি বড়শা নিৰ্ম্মাণ করে। এই জন্ত আপন আপন হলমুখ বা ফাল বা কুড়ালি বা কুদাল শাণ দিবার জন্ত হস্রায়েলের সমস্ত লোককে পলেষ্টয়দের ২১ কাছে নামিয়া যাইতে হইত। সুতরাং সকলের কুদাল, ফাল, বিদ, কুড়ালির ধার এবং শস্ত্রের কাটা ভোত ২২ ছিল ; আর যুদ্ধের দিনে শৌলের ও যোনাথনের সঙ্গী লোকদের কাহারও হস্তে খড়গ বা বড়শা পাওয়া গেল ন, কেবল শোলের ও তাহার পুত্ৰ যোনাথনের হস্তে ২৩ পাওয়া গেল। পরে পলেষ্টীয়দের প্রহরী সৈন্তদল বাহির হইয়। মিকৃমসের গিরিপথে আসিল । 242