পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

及C8 কেননা ইহারাও দায়ুদের সাহায্য করে, এবং তাহার পলায়নের কথা জানিয়াও আমার কর্ণগোচর করে নাই। কিন্তু সদাপ্রভুর যাজকদিগকে আক্রমণ করি- বার জন্ত হস্ত বিস্তার করিতে রাজার দাসগণ সন্মত ১৮ হইল না। পরে রাজা দোয়েগকে কহিলেন, তুমি ফিরিয়া এই যাজকগণকে আক্রমণ কর । তখন ইদোমীয় দোয়েগ ফিরিয়৷ দাড়াইল, ও যাজকগণকে আক্রমণ করিয়া সেই দিবসে মদীন-হুত্রের এফোদ পরিধায়ী ১৯ পচাশী জনকে বধ করিল। পরে সে খড়গধারে যাজকদের নেব নগরে আঘাত করিল ; সে স্ত্রী, পুরুষ, বালকবালিকা ও স্তম্ভপায়ী শিশু এবং গোরু, গর্দভ ও মেষ সকল খড়গধারে বধ করিল। ঐ সময়ে অহাঁটুবের পুত্র অহীমেলকের একটা মাত্র পুত্র রক্ষা পাইলেন ; তাহার নাম অবিয়াথর ; তিনি ২১ দফুদের কাছে পলাইয়া গেলেন। অবিয়াথর দাযুদকে এই সংবাদ দিলেন যে, শোল সদাপ্রভুর যাজকগণকে ২২ বধ করিয়াছেন। দায়ুদ আবিয়াথরকে কহিলেন, ইদোমীয় দোয়েগ সে স্থানে থাকাতে আমি সেই দিনই বুঝিয়াছিলাম যে, সে নিশ্চয়ই শেলকে সংবাদ দিবে। আমিই তোমার পিতৃকুলের সমস্ত প্রাণীর বধের কারণ। ২৩ তুমি আমার সহিত থাক, ভীত হইও না ; কেননা যে আমার প্রাণনাশের চেষ্টা করে, সেই তোমার প্রাণনাশের চেষ্টা করিতেছে ; কিন্তু আমার সঙ্গে তুমি স্বরক্ষিত থাকিবে। দায়ুদের প্রতি শৌলের তাড়না ও শোলের প্রতি দায়ুদের দয়া । ২৩ আর লোকের দায়ুদকে এই সংবাদ দিল, দেখ, পলেষ্টয়ের কিয়ালার বিরুদ্ধে যুদ্ধ করি২ তেছে, আর খামার সকলের শস্ত লুটিতেছে । তখন দায়ুদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, আমি কি গিয়া ঐ পলেষ্টয়দিগকে আঘাত করিব ? সদাপ্রভু দায়ুদকে কহিলেন, যাও, সেই পলেষ্টয়দিগকে আঘাত ৩ কর, ও কিয়াল রক্ষা কর। দায়ুদের লোকের তাহাকে কহিল, দেখুন, আমাদের এই যিহদা দেশে থাকাই ভয়ের বিষয় ; তবে কিয়ালাতে পলেষ্টীয়দের সৈন্তাগণের বিরুদ্ধে যাওয়া আরও কত না ভয়ের বিষয় ? ৪ তখন দায়ুদ পুনবার সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন ; আর সদাপ্রভু উত্তর করিলেন, উঠ, কিয়ালাতে যাও, কেননা আমি পলেষ্টীয়দিগকে তোমার হস্তে ও সমর্পণ করব। তখন দায়ুদ ও তাহার লোকের কিয়ীলাতে গেলেন, এবং পলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিয়া তাহদের পশুগণকে লইয়। আসিলেন, আর তাহা ২০ দিগকে মহাসংহারে সংহার করিলেন ; এইরূপে দায়ুদ কিয়াল-নিবাসীiদগকে রক্ষা করিলেন । ৬ আহমেলকের পুত্র আবিয়াথর যখন কিয়লাতে দ্বায়ুদের নিকটে পলায়ন করেন, তখন তিনি এক এফেদ হন্তে করিয়৷ আসিয়াছিলেন। 2 ১ শমুয়েল । [ ২২ : ১৮ – ২৩ ; ২১ । ৭ পরে দায়ুদ কিয়লাতে আসিয়াছে, এই সংবাদ পাইয়। শৌল কহিলেন, ঈশ্বর তাহাকে আমার হস্তে সমর্পণ করিয়াছেন, কেননা দ্বার ও অর্গলযুক্ত নগরে ৮ প্রবেশ করাতে সে আবদ্ধ হইয়াছে। পরে দায়ুদকে ও তাহার লোকদিগকে অবরোধ করিবার জন্ত শৌল যুদ্ধাথে কিয়ালাতে যাইবার নিমিত্ত সমস্ত লোককে ৯ ডাকিলেন । দায়ুদ জানিতে পারিলেন যে,শোল তাহার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিতেছেন, তাই তিনি অবিয়াথর যাজককে কহিলেন, এই স্থানে এফোদ আন । ১০ পরে দাযুদ্ৰ কহিলেন, হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, শেীল কিয়লাতে আসিয়া আমার নিমিত্তে এই নগর উচ্ছিন্ন করিবার চেষ্টা করিতেছেন, তোমার দাস আমি ইহা শুনিলাম। কিয়লার গৃহস্থের কি তাহার হস্তে আমাকে সমর্পণ করিবে ? তোমার দাস আমি যেরূপ শুনিলাম, সেইরূপ শোল কি আসিবেন ? হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, বিনয় করি, তোমার ১২ দাসকে তাহ বল। সদাপ্রভু কহিলেন, সে আদিবে। দায়ুদ জিজ্ঞাসিলেন, কিয়লার গৃহস্থের কি আমাকে ও আমার লোকদিগকে শোলের হস্তে সমপণ করিবে ? সদাপ্রভু কহিলেন, সমর্পণ করবে। তখন দায়ুদ ও তাহার লোকেরা, অনুমান ছয় শত লোক, উঠিয়৷ কিয়ল। হইতে বাহির হইয়। যে কোন স্থানে যাইতে পারিলেন, গেলেন ; আর শৌলকে যখন বলা হইল যে, দায়ুদ কিয়াল হইতে পলাইয়া ১৪ গিয়াছে, তখন তিনি যাইতে ক্ষান্ত হইলেন ; পরে দায়ুদ প্রান্তরে নান। দুরাক্রম স্থানে বাস করিলেন, সাফ প্রান্তরে পাহাড় অঞ্চলে রহিলেন । আর শৌল প্রতিদিন তাহার অন্বেষণ করিলেন, কিন্তু ঈশ্বর ১৫ তাহার হস্তে তাহাকে সমর্পণ করিলেন না। আর দায়ুদ দেখিলেন যে, শৌল আমার প্রাণনাশের চেষ্টায় বাহির হইয়া আসিয়াছেন। তৎকালে দ্বায়ুদ সাফ ১৬ প্রান্তরে বনে ছিলেন। আর শেলের পুত্ৰ যোনাথন উঠিয়া বনে দাযুদের নিকটে গিয়া ঈশ্বরেতে তাহার ১৭ হস্ত সবল করিলেন । আর তিনি তাহাকে কহিলেন, ভয় করিও না, আমার পিতা শৌলের হস্ত তোমাকে পাইবে না, আর তুমি ইস্রায়েলের উপরে রাজা হুইবে, এবং আমি তোমার দ্বিতীয় হহব, ইহ। আমার পিত। ১৮ শৌলও জানেন। পরে তাহারা দুই জন সদাপ্রভুর সাক্ষাতে নিয়ম স্থির করিলেন। আর দায়ুদ বনে থাকিলেন ; কিন্তু যোনাথন গৃহে গেলেন । ১৯ পরে সাফায়ের গিবিয়াতে শৌলের নিকটে গিয়৷ কহিল, দায়ুদ কি আমাদের নিকটে মরুভূমির দক্ষিণে হখীল। পাহাড়ের বনে কোন দুরাক্রম স্থানে লুকাইয়া ২০ নাই ? অতএব হে রাজন! নামিয়া আসিবার জন্ত আপনার প্রাণে যত ইচ্ছ, তদনুসারে নামিয়। আইমুন : রাজার হস্তে তাহাকে সমর্পণ করা আমাদের ২১ কাজ। শৌল কহিলেন, তোমরা সদাপ্রভুর আশীৰ্ব্ববাদ প্রাপ্ত হও,কেননা তোমরা আমার প্রতি কৃপা করিল। S X & ○ 54