পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ ; ২২ – ২ ৪ , ১৮ । ] ২২ তোমরা যাও, অীরও সন্ধান কর, জ্ঞাত হও, দেখিয়৷ লও, তাহার পা রাখিবার স্থান কোথায় ? আর সেখানে তাহাকে কে দেখিয়াছে ? কেননা দেখ, লোকে আমাকে বলিয়াছে, সে অতিশয় চাতুরীর সহিত চলে । ২৩ অতএব যে সমস্ত গুপ্ত স্থানে সে লুকাইয় থাকে, তাহার কোন স্থানে সে আছে, তাহ দেখ, লক্ষ্য কর, পরে আমার নিকটে আবার নিশ্চয় সমাচার লইয়৷ আইস, অসিলে আমি তোমাদের সহিত যাইব ; সে যদি দেশে থাকে, তবে আমি যিহদার সমস্ত সহ২৪ স্ত্রের মধ্যে তাহার সন্ধান করিব । তাহতে তাহার। উঠিয়া শৌলের অগ্রে সীফে গেল ; কিন্তু দায়ুদ ও তাহার লোকের মরুভূমির দক্ষিণে তারাবায়, মায়োন প্রান্তরে, ছিলেন। পরে শৌল ও তাহার লোকের তাহার অন্বেষণে গেলেন, আর লোকের দায়ুদকে তাহার সংবাদ দিলে তিনি শৈলে নামিয়া আসিলেন, এবং মায়েন প্রান্তরে রহিলেন । তাহ শুনিয়া শেীল মায়েন প্রান্তরে দাযুদের পশ্চাৎ পশ্চাৎ তাড়া করিয়া ২৬ গেলেন। আর শেল পৰ্ব্বতের এক পার্শ্বে গেলেন, এবং দারুদ ও তাহার লোকের পর্বতের অন্ত পাশ্বে গেলেন। আর দায়ুদ শেলের ভয়ে স্থানান্তরে যাইবার জন্ত ত্বরান্বিত হইলেন ; কেনন। তাহাকে ও তাহার লোকদিগকে ধরিবার জন্ত শোল আপন লোকদের সহিত তাহাকে বেষ্টন করিয়াছিলেন । কিন্তু এক জন দূত শোলের নিকটে আসিয়া কাহল, আপনি শীঘ্র তাইস্কন, কেনন। পলেষ্টয়ের দেশ আক্রমণ করি২৮ মাছে । তখন শেল দায়ুদের পশ্চাৎ ধাবন হইতে ফিরিয়৷ পলেষ্টয়দের বিরুদ্ধে যাত্রা করিলেন । এই নিমিত্তে সেই স্থানের নাম সেল-হষ্কলকোৎ [ রক্ষা২৯ শৈল] হইল। পরে দায়ুদ তথা হইতে উঠিয়া গিয়া ঐন্‌-গদস্থ নানা দুরাক্রম স্থানে বাস করিলেন। & 8 পরে শেল পলেষ্টীয়দের পশ্চাদগমন হইতে ফিরিয়া ত্যাসিলে লোকে তঁহাকে এই সংবাদ ২ দিল, দেখুন, দায়ুদ ঐন গর্দীর প্রান্তরে আছে। তাঁহাতে শেল সমস্ত ইস্রায়েল হইতে মনোনীত তিন সহস্ৰ লোক লইয়া বনচ্ছাগের শৈল সকলের উপরে দায়ুদের ৩ ও তাহার লোকদের অন্বেষণে গমন করিলেন । পথের মধ্যে তিনি মেষবাখানে উপস্থিত হইলেন ; তথায় এক গুহ ছিল ; আর শেীল পী ঢাকিবার জন্ত তন্মধ্যে প্রবেশ করিলেন ; কিন্তু দায়ুদ ও তাহার লোকের ৪ সেই গুহার অন্তঃপ্রদেশে বসিয়াছিলেন। তখন দাযুদের লোকের তাহকে কহিল, দেখুন, এ সেই দিন, যে দিনের বিষয়ে সদাপ্রভু আপনাকে বলিয়াছেন, দেখ, আমিই তোমার শক্রকে তোমার হস্তে সমর্পণ করিব, তখন তুমি তাহার প্রতি যাহা ভাল বুঝিবে, তাহাই করিবে । তাহাতে দায়ুদ উঠিয় গুপ্তরূপে শেলের ৫ বস্ত্রের অগ্রভাগ কটিয়া লইলেন। তৎপরে, শৌলের বস্ত্রের অঞ্চল ছেদন করাতে দায়ুদের অন্তঃকরণ ধুক্‌ ৬ ধুক্‌ করিতে লাগিল ; আর তিনি আপন লোকদিগকে ২৫ 할 ১ শমুয়েল । R. G. G. কহিলেন, আমার প্রভুর প্রতি, সদাপ্রভুর অভিষিক্তের প্রতি এমন কৰ্ম্ম করিতে, তাহার বিরুদ্ধে আমার হস্ত বিস্তার করিতে সদাপ্রভু আমাকে না দিউন ; কেননা তিনি সদাপ্রভুর অভিষিক্ত। এইরূপ কথা দ্বার দাযুদ্ধ আপন লোকদিগকে শাসিত করিলেন, শৌলের বিরুদ্ধে উঠিতে দিলেন না। পরে শেল উঠিয়া গুহ হইতে বাহির হইয়া আপন পথে গমন করিলেন । ৮ তৎপরে দায়ুদও উঠিয়া গুহা হইতে বাহির হইলেন, এবং শৌলের পশ্চাৎ হইতে ডাকিয়া কহিলেন, হে আমার প্রভু মহারাজ ; আর শেীল পশ্চাৎ দৃষ্টি করিলে দায়ুদ ভূমিতে মস্তক নমনপূর্বক প্ৰণিপাত ৯ করিলেন। আর দায়ুদ শেলকে কহিলেন, মানুষের এমন কথা আপনি কেন শুনেন যে, দেখুন, দায়ুদ ১• আপনকার অনিষ্ট চেষ্টা করিতেছে ? দেখুন, আপনি অদ্য চক্ষুষ দেখিতেছেন, আদ্য এই গুহাঁর মধ্যে সদাপ্রভু আপনাকে তামার হস্তে সমর্পণ করিয়াছিলেন, এবং কেহ আপনাকে বধ করিবার পরামর্শ দিয়াছিল, কিন্তু আপনকার উপরে আমার মমতা হইল, আমি কহিলাম, আমার প্রভুর বিরুদ্ধে হস্ত বিস্তার করিব ১১ না, কেনন। তিনি সদাপ্রভুর অভিষিক্ত। আর হে আমার পিতঃ, দেখুন ; হুঁ, আমার হস্তে আপনকার বস্ত্রের এই অঞ্চল দেখুন ; কেননা আমি আপনকার বস্ত্রের অগ্রভাগ কটিয়া লইয়াছি, তথাপি আপনাকে বধ করি নাই, ইহাতে আপনি বিবেচনা করিয়া দেখিবেন, আমি হিংসায় কি অধৰ্ম্ম হস্তক্ষেপ করি নাই, এবং আপনকার বিরুদ্ধ পাপ করি নাই ; তথাপি আপনি আমার প্রাণ হরণ করবার জন্ত মৃগয়া ১২ করিতেছেন। সদাপ্রভু আমার ও আপনকার মধ্যে বিচার করবেন, আপনকার কৃত অন্তায় হইতে তামাকে উদ্ধার করিবেন, কিন্তু তামীর হস্ত আপনকার ১৩ বিরুদ্ধ হইবে না। প্রাচীনদের প্রবাদে বলে, “ তুষ্টদেরই হইতে দুষ্টতা জন্মে, ” কিন্তু আমার হস্ত আপনকার ১৪ বিরুদ্ধ হইবে না। ইস্রায়েলের রাজা কাহার পশ্চাৎ বাহির হইয় আসিয়াছেন ? আপনি কাহার পশ্চাৎ পশ্চাৎ তড়িা করিয়৷ আসিতেছেন ? একট। মৃত কুকুরের ১ৎ পশ্চাৎ, একটা পিশুর পশ্চাৎ । কিন্তু সদাপ্রভু বিচারকর্তী হউন, তিনি আমার ও আপনকার মধ্যে বিচার করুন ; আর তিনি দৃষ্টিপাতপূৰ্ব্বক আমার বিবাদ নিষ্পত্তি করুন, এবং আপনকার হস্ত হইতে আমাকে রক্ষা করুন। দাযুদ্ধ শেলের কাছে এই সকল কথা সাঙ্গ করিলে শোল জিজ্ঞাসা করিলেন, হে আমার বৎস দায়ুদ, এ কি তোমার স্বর ? অার শেীল উচ্চৈঃস্বরে রোদন ১৭ করিলেন। পরে তিনি দায়ুদকে কহিলেন, আমা অপেক্ষ তুমি ধাৰ্ম্মিক, কেননা তুমি আমার মঙ্গল করিয়াছ, কিন্তু আমি তোমার অমঙ্গল করিয়াছি । ১৮ তুমি আমার প্রতি কেমন মঙ্গল ব্যবহার করিয়া আসিতেছ, তাহ অদ্য দেখাইলে ; সদাপ্রভু আমাকে >W。 255