পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* G ७ তোমার হস্তে সমর্পণ করিলেও তুমি আমাকে বধ ১৯ করিলে না । মনুষ। আপন শক্রকে পাইলে কি তাহাকে মঙ্গলের পথে ছাড়িয়া দেয় ? অদা তুমি আমার প্রতি যাহা করিলে, তাহার প্রতিশোধে সদাপ্রভু তোমার ২• মঙ্গল করুন । এগন দেখ, আমি জানি, তুমি অবশ্যই রাজা হইবে, আর হস্রায়েলের রাজ্য তোমার হস্তে স্থির ২১ থাকবে । অতএব এখন সদাপ্রভুর নামে আমার কাছে দিব্য কর যে, তুমি আমার পরে তামার বংশ উচ্ছিন্ন করিবে না, ও আমার পিতৃকুল হইতে আমার নাম ২২ লোপ কfরবে না। তখন দায়ুদ শেলের নিকটে দিব্য করিলেন। পরে শীল বট চলয় গেলেন, কিন্তু দায়ুদ ও তাহার লোকেরা দুরাক্রম স্থানে উঠিয় গেলেন । শমুয়েলের মৃত্যু । নাবলের বিবরণ। રહ পরে শমু য়লের স্বল হইল, এবং সমস্ত ইত্ৰীয়েল একত্র হইয় তাহার জন্ত শোক করিল, আর রামায় তাহার বটী .ত তাহার কবর দিল । পরে দায়ুদ উঠিয়া পারণ প্রান্তরে গমন করিলেন। ২ তৎক।লে মায়েনে এক ব্যক্তি ছিল, কস্মিলে তাহার বিষয় আশয় ছিল ; সে অতি বড় মানুষ - তাহার তিন সহস্ৰ মেষ ও এক সহস্র ছাগী ছিল । সেই ব্যক্তি কম্মিলে আপন মেষদিগের লোম ছেদন করিতেছিল । ৩ সেই পুরুষের নাম নাবল ও তাহার স্ত্রীর নাম অবৗগল ; ঐ স্ত্রী হবুদ্ধ ও হবদন, কিন্তু ঐ পুরুষ কঠিন ও দুৰ্ব্বত্ত ছিল : সে কালবের বংশজাত । ৪ আর নাবল আপন মেষগণের লোম ছেদন করি৫ তেছে, দায়ুদ প্রান্তরে এই কথা শুনিলন। পরে দায়ুদ দশ জন যুবকে পাঠাইলেন ; দায়ুদ সেই যুবকদিগকে কহিলেন, তোমরা কম্মিল উঠয়। নবলের কাছে যাও, এবং আমার নামে তাহকে মঙ্গলবাদ কর : ৬ আর তাহাকে এই কথ। বল, চিরজীবী হউন , আপনার কুশল আপনার বাটীর কুশল, ও আপনার সব্বশ্বের ৭ কুশল হউক । সম্প্রতি আমি শুনিলাম, আপনার কাছে লোম চছদকগণ আছে ; ইতিমধ্যে আপনার মেষপালকগণ আমাদের সহিত ছিল, আমরা তাঁহাদের অপকার করি নাই ; এবং যাবৎ তাহারা কম্মিলে ৮ ছিল, তাবৎ তাহদের কিছুই হারায়ও নাই । আপনার যুবকদিগকে জিজ্ঞাসা করুন, তাহার। আপনাকে বলিবে । অতএব এই যুবকগণের প্রতি আপনার অনুগ্রহ দৃষ্টি হউক, কেনন। আমরা শুভ দিনে আসিলাম । বিনয় করি, আপন দাসদিগকে ও আপন পুত্র দায়ুদক, যাহ। আপনার হাতে উঠে, দান করুন । ৯ তখন দখুন্দর যুবকগণ গিয়া দায়ুদের নাম করিয়া নবলক সেই সকল কথা কইল, পরে তাহার। চুপ ১• ক্রয় রইল। নবল উত্তর করিয়া দাংদের দাসদিগকে কহিল, দার্বুদ কে ? যিশয়ের পুত্ৰ ক ? এই সময় অনেক দাস আপন আপন প্ৰভু ইচ.ত পৃথক ১১ হইয়৷ বেড়। হতেছে । আমি কি আপনার রুট, জল ও ১ শামুয়েল । [ ९ 8 : २३० - ९ G ; २8 ॥ আপন মেষ-লেমিচেছদকদের জন্য যে সকল পশু মারিয়াছি, তাহদের মাংস লইয়। অজ্ঞাত কোথাকার লোক১২ দিগকে দিব ? তখন দায়ুদের যুবকগণ মুখ ফিরাইয়৷ আপনাদের পথে চলিয়া আসিল, এবং তাহার নিকটে ফিরিয়া আসিয়া ঐ সমস্ত কথা তাহাকে বলিল । ১৩ তখন দায়ুদ আপন লোকদিগকে কহিলেন, তোমরা প্রত্যেক জন খড়গ বাধ । তাহাতে তাহার প্রত্যেকে আপন আপন খড়গ বাধিল, এবং দায়ুদও আপন খড়গ বধিলেন। পরে দাযুদের পশ্চাৎ অনুমান চারি শত লোক গেল, এবং দ্রব্যসামগ্রী রক্ষাথে দুই শত লোক রহিল । ১৪ ইতিমধ্যে যুবকদের এক জন নবলের স্ত্রী অবৗগলকে সংবাদ দিয়া কহিল, দেখুন, দায়ুদ আমাদের কৰ্ত্তাকে মঙ্গলবাদ করিতে প্রান্তর হইতে দূতগণকে পাঠাইয়াছিলেন, আর তিনি তাহাদিগকে লাঞ্ছন। ১৫ করিলেন । কিন্তু সেই লোকেরা তামাদের পক্ষে বড় ভালই ছিল ; যখন আমরা মাঠে ছিলাম, তখন যাবৎ তাহাদের সঙ্গে ছিলাম, তাবৎ আমাদের অপকার হয় ১৬ নাই, কিছুই হারায়ও নাই। আমরা যত দিন তাহীদের কাছে থাকিয় মেষ রক্ষা করিতেছিলাম, তাহার দিবারাত্র আমাদের চারিদিকে প্রাচীরস্বরূপ ছিল । ১৭ অতএব এখন আপনার কি কৰ্ত্তব্য, তাহা বিবেচন৷ করিয়া বুকুন, কেননা আমাদের কৰ্ত্তার ও তাহার সমস্ত কুলের বিরুদ্ধে অমঙ্গল স্থির হইয়াছে ; কিন্তু তিনি এমন পাষণ্ড যে, তাহাকে কোন কথা কহিতে পরিা যায় না । তখন অবগল শীঘ্র দুই শত রুট, দুই কুপা দ্রীক্ষারস, পাচটা প্রস্তুত মেষ, পাচ কাঠা ভাঁজ শস্ত, এক শত গুচ্ছ শুষ্ক দ্রাক্ষাফল ও দুই শত ডুমুর-চাক লইয়৷ ১৯ গর্দভদের উপরে চাপাইল । তার সে আপন চাকরদিগকে কহিল, তোমরা আমার অগ্ৰে অগ্রে চল, দেখ, আমি তোমাদের পশ্চাৎ পশ্চাৎ যাইতেছি । কিন্তু সে ২• আপন স্বামী নাবলকে তাহী জানাইল না । পরে সে গদভে চড়িয়া পৰ্ব্বতের অন্তরাল দিয়া নামিয়া যাইতেছিল, ইতিমধ্যে দেখ, দায়ুদ আপন লোকদের সহিত তাহার সম্মখে নামিয়া আসিলেন, তাহাতে সে তাহাদের ২১ সহিত মিলিল। দায়ুদ বলিয়াছিলেন. প্রান্তরস্থিত উহার সমস্ত বস্তু আমি বুখাই রক্ষা করিয়াছি, উহার সমস্ত দ্রব্যের কিছুই হারায় নাই ; আর সে উপকারের ২২ পরিবর্তে আমার অপকার করিয়াছে। ষদি আমি উহার সম্পকীয় পুরুষদের মধ্যে এক জনকেও রাত্রি প্রভাত পৰ্য্যন্ত অবশিষ্ট রাখি, তবে ঈশ্বর দায়ুদের শত্রু২৩ দের প্রতি অমুক ও ততোধিক দণ্ড দিউন। পরে অবৗগল দায়ুদকে দেখিবামাত্র তাড়াতাড়ি গর্দভ হইতে নামিয়া দায়ুদের সম্মুখে উবুড় ইহয়া পড়য়া ভূমিতে ২৪ প্ৰণিপাত করিলেন । আর তাহার চরণে পড়িয়া কহিলেন, হে আমার প্রভু, তামার উপরে, আমারই উপরে এই অপরাধ বর্ভূক। বিনয় করি আপনার দ্বাসীকে ○。 256