পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫ ; ২৫ – ২ ৬ ; ৬ । ] আপনার কর্ণগোচরে কথা কহিবার অনুমতি দিউন ; আর আপনি আপনার দাসীর কথ। শ্রবণ করুন । ২৫ বিনয় করি, আমার প্রভু সেই পাষণ্ডকে অথাৎ নাবলকে গণনার মধ্যে ধরিবেন না ; তাহার যেমন নাম, সেও তেমনি । তাহার নাম নাবল [মূৰ্খ , তাহার অন্তরে মূখতা। কিন্তু আপনকার এই দাসী আমি ২৬ আমার প্রভুর প্রেরিত যুবকদিগকে দেখি নাই । অতএব হে আমার প্রভু, জীবন্ত সদাপ্রভুর দিব্য, ও আপনকার জীবৎ প্রাণের দিব্য, সদাপ্রভুই আপনাকে রক্তপাতে লিপ্ত হইতে ও আপন হস্তে প্রতিশোধ লইতে বারণ করিয়াছেন, কিন্তু আপনকার শক্রগণ ও যাহার আমার প্রভুর অনিষ্ট চেষ্টা করে, তাহার নাবলের ২৭ তুল্য হউক। এখন আপনকার দাসী এই যে উপহার প্রভুর নিমিত্তে আনিয়াছে, ইহা প্রভুর পশ্চাদগামী ২৮ যুবকদিগকে প্রদান করিতে আজ্ঞা হউক । বিনয় করি, আপনকার দাসীর অপরাধ ক্ষমা করুন, কেননা সদাপ্রভু নিশ্চয়ই আমার প্রভুর কুল স্থির করিবেন : কারণ সদাপ্রভুরই জন্ত আমার প্রভু যুদ্ধ করিতেছেন, যাবজ্জীবন আপনাতে কোন অনিষ্ট দেখা যাইবে ২৯ না । মনুষ্য উঠিয় আপনকার তাড়ন ও প্রাণনাশের চেষ্টা করিলেও আপনকার ঈশ্বর সদাপ্রভুর কাছে আমার প্রভুর প্রাণ জীবন-বোচকাতে বদ্ধ থাকিবে, কিন্তু আপনকার শক্রদর প্রাণ তিনি ফিঙ্গার জালে ৩০ দিয়া নিক্ষেপ করবেন। সদাপ্রভু আমার প্রভুর বিষয়ে যে সমস্ত মঙ্গলের কথা কহিয়াছেন, তাহ যখন সফল করিবেন, আপনাকে ইস্রায়েলের উপরে অধ্যক্ষ৩১ পদে নিযুক্ত করিবেন, তখন অকারণে রক্তপাত করাতে কিম্ব। আপনি প্রতিশোধ লওয়া হেতু আমার প্রভুর শোক বা হৃদয়ে বিন্ন জন্মিবে না। আর যখন সদাপ্রভু আমার প্রভুর মঙ্গল করবেন, তপন আপনকার ৩২। এই দাসীকে স্মরণ করবেন । পরে দায়ুদ অবগলকে কহিলেন, ধন্য ইস্রায়েলর ঈশ্বর সদাপ্রভু, যিনি অদ্য আমার সহিত সাক্ষাৎ করাইতে তোমাকে প্রেরণ করি৩৩ লেন । আর ধন্ত তোমার স্থবিচার, এবং ধষ্ঠ তুমি, কারণ অদ্য তুমি রক্তপাত ও স্বহস্তে প্রতিশোধ লইতে ৩৪ আমাকে নিবৃত্ত করিলে। কারণ তোমার হিংসা করিতে যিনি আমাকে বারণ করিয়াছেন, ইস্রায়েলের ঈশ্বর সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমার সঙ্গে সাক্ষাৎ করিতে যদি তুমি শীঘ্ৰ ন আসতে, তবে নাবলের সম্পকীয় পুরুষদের মধ্যে এক জন ও প্রভাত পৰ্য্যন্ত ৩৫ অবশিষ্ট থাকিত না। পরে দায়ুদ আপনার জন্ত আনীত ঐ সকল দ্রব্য তাহার হস্ত হইতে গ্রহণ করিয়। তাহাকে কহিলেন, তুমি কুশলে ঘরে যাও ; দেখ, আমি তোমার রবে কর্ণপাত করিয়া তোমাকে গ্রাহ করিলাম । পরে অবৗগল নাবলের নিকটে ত্যাসিল ; আর দেখ, রাজভোজের মত তাহার গৃহে ভোজ হইতেছিল, এবং নাবল প্রফুল্লচিত্ত ছিল, সে অতিশয় মত্ত হইয়াছিল ; এই জন্ত অবৗগল রাত্রি প্রভাতের পূৰ্ব্বে ঐ বিষয়ের о т. 17 ] "విశ్రి ১ শমূয়েল । ९ & १ ৩৭ অল্প কি অধিক কিছুই তাহকে কহিল না। কিন্তু প্রাতঃকালে নাবলের মত্তত দূর হইলে তাহার স্ত্রী তাহাকে ঐ সমস্ত বৃত্তান্ত জ্ঞাত করিল ; তখন তাহার অন্তর মধ্যে হৃদয় ম্রিয়মাণ হইল, এবং সে প্রস্তরবং ৩৮ হইয় পড়িল । তার দিন দশেক পরে সদাপ্ৰভু নাবলকে আঘাত করাতে সে মরিয়৷ গেল । পরে নাবল মরিয়াছে, এই কথা শুনিয়া দায়ুদ কহিলেন, ধন্ত সদাপ্রভু, তিনি নাবলের হস্তে আমার দুনাম-বিষয়ক বিবাদ নিম্পত্তি করিলেন, এবং আপন দাসকে অনিষ্ট কার্য্য হইতে রক্ষা করিলেন ; আর নাবলের হিংস সদাপ্রভু তাহারই মস্তকে বৰ্ত্তাইলেন। পরে দায়ুদ লোক পাঠাইয়া অবগলকে বিবাহ করি৪০ বার প্রস্তাব তাহাকে জানাইলেন। দয়ুদের দাসগণ কৰ্ম্মিলে অবগলের নিকটে গিয় তাহাকে কহিল, দায়ুদ আপনাকে বিবাহের জন্য লইয়। যাইতে আপ৪১ নরে নিকটে তামাদিগকে পাঠাইয়াছেন। তখন সে উঠিয়া উবুড় হইয়া ভূমিতে প্ৰণিপাত করিয়া কহিল, দেখুন, আপনার এই দাসী আমার প্রভুর দাসদের প৷ ৪২ ধোয়াইবার দাসী । পরে অবৗগল শীঘ্ৰ উঠিয়৷ গৰ্লিভে চড়িয় আপনার পাঁচ জন অনুচরী যুবতীর সহিত দায়ুদের দূতগণের পশ্চাৎ গেল, গিয়া দায়ুদের স্ত্রী ৪৩ হইল। আর দাযুদ যিৰিয়েলীয় তাহীনেয়মকেও বিবাহ করিলেন ; তাহাতে তাহারী উভয়েই তাহার ৪৪ ন্ত্রী হইল। কিন্তু শেল মীথল নামে আপল কস্তা দায়ুদের স্ত্রীকে লইয়া গল্লাম-নিবাসী লয়িশের পুত্ৰ পলুটিকে দিয়াছিলেন। শৌলের দৌরাত্ম্য । তাহার প্রতি দায়ুদের দয়া । ২৬ পরে সীফীয়ের গিবিয়াতে শেলের নিকটে গিয়া কহিল, দায়ুদ কি মরুভূমির সন্মুখস্থ হর্থীলা ২ পাহাড়ে লুকাইয়া নাই ? তখন শেীল উঠলেন ও সীফ প্রান্তরে দায়ুদের অন্বেষণার্থে ইস্রায়েলের তিন সহস্ৰ মনোনীত লোককে সঙ্গে লইয়। সীফ প্রান্তরে ৩ নামিয় গেলেন। আর শেল মরুভূমির সন্মুখস্থ হখীল পাহাড়ে পথের পার্থে শিবির স্থাপন করি লন । কিন্তু দায়ুদ প্রান্তর মধ্যে অবস্থিতি করিতেছিলেন ; আর তিনি দেখিতে পাইলেন, শোল তাহার পশ্চাৎ প্রান্তরে ৪ আসিতেছেন। তখন দায়ুদ চর পাঠাইয়া,শোল নিশ্চয় ৫ আসিয়াছেন, ইহা জ্ঞাত হইলেন। পরে দায়ুদ উঠিয় শোলের শিবির স্থানের নিকটে গেলেন, এবং দায়ুদ শৌলের ও তাহার সেনাপতি, নেরের পুত্র, অবৃনেরের শয়ন-স্থান দেখিলেন; শেল শকটমণ্ডলের মধ্যে শুইয়াছিলেন, এবং লোকের তাহার চারিদিকে ছাউনি ৬ করিয়াছিল। পরে দায়ুদ হিক্তয় অইমেলককে ও সরূয়ার পুত্ৰ যোয়াবের ভ্রাতা অবশয়কে বললেন, ঐ শিবিরে শৌলের নিকটে আমার সঙ্গে কে নামিয়া ඵ්කු 257