পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*、* ; も一* レ; >> 1] করিব : আপনকার এই দাস আপনকার সহিত রাজ৬ ধানীতে কেন বসতি করিবে? তখন আখীশ সেই দিন সিক্লগ নগর তাহাকে দিলেন ; এই কারণ অদ্যাপি সিক্লগ যিহুদার রাজাদের অধিকারে আছে। ৭ পলেষ্টীয়দের জনপদে দায়ুদের অবস্থিতি-দিনের সংখ্যা ৮ এক বৎসর চারি মাস। ঐ সময়ে দায়ুদ ও তাহার লোকেরা যাইয় গঙ্গুরীয়, গির্ষীয় ও অমলেকীয়দিগকে আক্রমণ করিতেন, কেননা শূরের সন্নিকট ও মিসর পৰ্য্যন্ত যে দেশ, তথায় পুরাকাল হইতে সেই জাতির ৯ বাস করিত। আর দায়ুদ সেই দেশবাসীদিগকে আঘাত করিতেন, পুরুষ কি স্ত্রী কাহাকেও জীবিত রাখিতেন না : মেষ, গোরু, গর্দভ, উঃ ও বস্ত্র লুট করিতেন, ১০ পরে আর্থীশের কাছে ফিরিয়া আসিতেন । আর অদ্য তোমরা কোথায় চড়tউ হইলে ? অার্থীশ ইহা জিজ্ঞাসিলে দায়ুদ বলিতেন, যিহুদার দক্ষিণাঞ্চলে, কিম্বা যিরহমেলীয়দের দক্ষিণাঞ্চলে, অথবা কেনীয়দের ১১ দক্ষিণাঞ্চলে । কিন্তু দায়ুদ কোন পুরুষ কিম্বা স্ত্রীকে গাতে আনিবার জষ্ঠ জীবিত রাখিতেন না, বলিতেন, পাছে কেহ আমাদের বিপক্ষে এমন সংবাদ দেয়, দায়ুদ এই প্রকার কৰ্ম্ম করিয়াছেন, আর তিনি যত দিন পলেষ্টীয়দের জনপদে বাস করিতেছেন, তত দিন ১২ ঐ প্রকার ব্যবহার করিয়া অসিতেছেন । তার আর্থীশ দায়ুদকে বিশ্বাস করিয়া বলিতেন, দায়ুদ নিজ জাতি ইস্রায়েলের নিকটে আপনাকে নিতান্ত ঘূণাস্পদ করিয়াছে ; অতএব সে চিরকাল আমার দাস থাকিবে। শৌলের নৈরাশ্য । २b~ সেই সময়ে পলেষ্টীয়ের ইস্রায়েলের সহিত সংগ্রাম করিবার অভিপ্রায়ে যুদ্ধের নিমিত্ত আপনাদের সৈন্ত্যদল সংগ্ৰহ করিল। আর আখীশ দায়ুদকে কহিলেন, নিশ্চয় জানিবে, তোমাকে ও তোমার লোকদিগকে সৈন্যদলভুক্ত হইয়া আমার ২ সহিত যাইতে হইবে। দায়ুদ আখীশকে কহিলেন, ভাল, আপনকার এই দাস কি করিতে পারে, তাহ আপনি জানিতে পারিবেন। আর্থীশ দায়ুদকে কহিলেন, ভাল, আমি তোমাকে যাবজ্জীবন আমার মস্তকরক্ষক করিয়া নিযুক্ত করিব। ৩ তখন শমুয়েল মরিয়া গিয়াছিলেন, এবং সমস্ত ইস্রায়েল তাহার জন্য শোক করিয়াছিল, এবং রামায়, তাহার নিজ নগরে, তাহীকে কবর দিয়ছিল। আর শেীল ভূতড়িয়া ও গুণীদিগকে দেশ হইতে দূর করিয়া দিয়াছিলেন । ৪ পরে পলেষ্টয়ের একত্র হইল, এবং আসিয়া শূনেমে শিবির স্থাপন করিল, আর শৌল সমস্ত ইস্রায়েলকে একত্র করিয়া গিলবোয়ে শিবির স্থাপন কবিলেন। কিন্তু শৌল পলেষ্টীয়দের সৈন্ত দেখিয় ভীত হইলেন, ৬ তাহার অতিশয় হৃৎকম্প হইল। তখন শোল সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন, কিন্তু সদাপ্রভু উহাকে ১ শমুয়েল ।

  • G -)

উত্তর দিলেন না ; স্বপ্ন দ্বারাও নয়, উরাম দ্বারাও নয়, ৭ ভাববাদিগণ দ্বারাও নয়। তখন শোল আপন দাসগণকে কহিলেন, আমার জন্ত একটা ভুতড়িয়া স্ত্রীলোকের অন্বেষণ কর ; আমি তাহার কাছে গিয়া জিজ্ঞাসা করিব। তাহার দাসগণ কহিল, দেখুন, ঐন৮ দোরে একটা ভূতড়িয়া স্ত্রীলোক আছে । তখন শৌল ছদ্মবেশ ধরিলেন, অন্ত বস্ত্র পরিলেন ও দুই জন পুরুষকে সঙ্গে লইয়৷ যাত্রা করিলেন, এবং রাত্রিতে সেই স্ত্রীলোকটার কাছে আসিয়া কহিলেন, বিনয় করি, তুমি আমার জন্ত ভূতের দ্বারা মন্ত্র পড়িয়া, বাহার নাম ৯ আমি তোমাকে বলিব, তাহাকে উঠাইয়। আন । সে স্ত্রীলোক তাহাকে কহিল, দেখ, শৌল যাহা করিয়াছেন, তিনি যে ভূতড়িয়াদিগকে ও গুণীদিগকে দেশের মধ্য হইতে উচ্ছিন্ন করিয়াছেন, তাহা তুমি জ্ঞাত আছে ; অতএব আমাকে বধ করিতে আমার প্রাণের ১০ বিরুদ্ধে কেন ফাদ পাতিতেছ ? তখন শোল তাহার কাছে সদাপ্রভুর দিব্য করিয়া কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, এজষ্ঠ তোমার উপরে দোষ অশিবে না। ১১ তখন সেই স্ত্রীলোক জিজ্ঞাসিল, আমি তোমার কাছে কাহাকে উঠাইয়া আনিব ? তিনি কহিলেন, শমু১২ য়েলকে উঠাইয়া আন। পরে সেই স্ত্রীলোক শমুয়েলকে দেখিতে পাইয়া উচ্চৈঃস্বরে ক্ৰন্দন করিয়া উঠিল : আর সেই স্ত্রীলোক শৌলকে কহিল, আপনি কেন ১৩ আমাকে প্রতারণা করিলেন ? আপনি শেীল। রাজ৷ তাহাকে কহিলেন, ভয় নাই ; তুমি কি দেখিতেছ? স্ত্রীলোকটা শৌলকে কহিল, আমি দেখিতেছি, দেবতা ১৪ ভূমি হইতে উঠিয়া আসিতেছেন। শোল জিজ্ঞাসিলেন, তাহার আকার কেমন ? সে কহিল, এক জন বৃদ্ধ উঠিতেছেন, তিনি পরিচ্ছদে আবৃত। তাহাতে শেল বুঝিতে পারিলেন, তিনি শমূয়েল, আর মস্তক নমনপূর্বক ভূমিতে অধোমুখ হইয়া প্ৰণিপাত করিলেন। ১৫ পরে শমুয়েল শেলকে বলিলেন, কি জন্ত আমাকে উঠাইয়। কষ্ট দিলে ? শেীল বলিলেন, আমি মহাসঙ্কটে পড়িয়াছি, পলেষ্টীয়ের আমার বিরুদ্ধে যুদ্ধ করিতেছে, ঈশ্বরও আমাকে ত্যাগ করিয়াছেন, আমাকে আর উত্তর দেন না, ভাববাদিগণ দ্বারাও নয়, স্বপ্ন দ্বারাও নয়। অতএব আমার যাহা কৰ্ত্তব্য, তাহ। আমাকে জানাইবার নিমিত্তে আপনাকে ডাকাইলাম। " ১৬ শমুয়েল কহিলেন, যখন সদাপ্রভু তোমাকে ত্যাগ করিয়া তোমার বিপক্ষ হইয়াছেন, তখন আমাকে কেন ১৭ জিজ্ঞাসা কর ? সদাপ্রভু আমা দ্বারা যেরূপ বলিয়াছিলেন, সেইরূপ আপনার জন্ত করিলেন ; ফলতঃ সদাপ্রভু তোমার হস্ত হইতে রাজ্য টানিয়া চিরিয়াছেন ও তোমার প্রতিবাসীকে, দায়ুদকে দিয়াছেন। ১৮ যেহেতুক তুমি সদাপ্রভুর রবে কর্ণপাত কর নাই, এবং অমালেকের প্রতি তাহার প্রচণ্ড কোপ সফল কর নাই, এই হেতু অদ্য সদাপ্রভু তোমার প্রতি এই১৯ রূপ করিলেন। আর সদাপ্ৰভু তোমার সহিত ইস্রা 259