পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》;>心一&;>a1] ১৬ করিলে সে মরিল। আর দায়ুদ তাহাকে কহিলেন, তোমার রক্তপাতের অপরাধ তোমার মস্তকে বর্ভুক ; কেননা তোমারই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়াছে, তুমিই বলিয়াছ, আমিই সদাপ্রভুর অভিষিক্তকে বধ করিয়াছি । ১৭ পরে দায়ুদ শৌলের ও তাহার পুত্ৰ যোনাথনের ১৮ বিষয়ে এই বিলাপ-গাথায় বিলাপ করিলেন ; এবং যিহদার সন্তানদিগকে এই ধনুগীত শিথাইতে অজ্ঞ। দিলেন ; দেখ, তাহ। যাশের গ্রন্থে লিখিত আছে । ১৯ হে ইস্রায়েল, তোমার উচ্চস্থলীতে তব তেজ নিহত হহল ! হয়। বীরগণ নিপতিত হইলেন। ২• গাতে সংবাদ দিও নী, অস্কিলোনের পথে প্রকাশ করিও না : পাছে পলেষ্টীয়দের কন্ত্যাগণ আনন্দ করে, পাছে অচ্ছিন্নত্বকদের কন্যাগণ উল্লাস করে। ২১ হে গিল্বোয়ের পর্বতমালা, তোমাদের উপরে শিশির কি বৃষ্টি না পড়ক, উপহারের ক্ষেত্র না থাকুক ; কেননা তথায় বীরদের ঢাল অশুদ্ধ হইল, শৌলের ঢাল তৈলে অভিষিক্ত হইল না। ২২ নিহতগণের রক্ত ও বীরদের মেদ না পাইলে যোনাথনের ধনুক পরাখুখ হইত না, শৌলের খড়গও অমনি ফিরিয়া আসিত না । ২৩ শোল ও যোনাথন জীবনকালে প্রিয় ও মনোহর ছিলেন, তাহারা মরণেও বিচ্ছিন্ন হইলেন না : তাহার ঈগল অপেক্ষা বেগবান ছিলেন, সিংহ অপেক্ষ বলবান ছিলেন। ২৪ ইস্রায়েল-কন্তাগণ । শৌলের জন্ত রোদন কর, তিনি কৃমিজ বর্ণের রমণীয় পরিচ্ছদে তোমাদিগকে ভূষিত করিতেন, তোমাদের পরিচ্ছদের উপরে স্বর্ণালঙ্কার পরিধান করাইতেন । ২৫ হয়। সংগ্রামের মধ্যে বীরগণ পতিত হইলেন । যোনাথন তব উচ্চস্থলীতে হত হইলেন । ২৬ হা, ভ্রাতঃ যোনাথন । তোমার জন্ত আমি ব্যাকুল। তুমি আমার কাছে অতিশয় মনোহর ছিলে ; তোমার ভালবাসা আমার পক্ষে চমৎকার ছিল, রমণীগণের ভালবাসা অপেক্ষাও অধিক ছিল । ২৭ হয় । বীরগণ নিপতিত হইলেন, যুদ্ধের অস্ত্র সকল বিনষ্ট হইল । দায়ুদ যিহুদা কুলের উপরে রাজ্যাভিষিক্ত হন । তৎপরে দায়ুদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করি ९ ২ শমুয়েল । লেন, আমি কি যিহদার কোন এক নগরে উঠিয়া ! যাইব ? সদাপ্রভু কহিলেন, যাও। পরে দায়ুদ জিজ্ঞা २. ७७ সিলেন, কোথায় যাইব ? তিনি কহিলেন, হিত্ৰোণে । ২ অতএব দায়ুদ আর তাহার দুই স্ত্রী, যিন্ত্রিয়েলীয়। অহীনোয়ম ও কম্মিলীয় নাবলের বিধবা অবীগল, সেই ও স্থানে গমন করিলেন। আর দায়ুদ প্রত্যেকের গরিবরিশুদ্ধ আপন সঙ্গিগণকেও লইয়৷ গেলেন, তাহাতে ৪ তাহার হিত্ৰোণের নগর সমুহে বাস করিল। পরে যিহদার লোকের আসিয়৷ সেই স্থানে দায়ুদকে যিহদীর কুলের উপরে রাজপদে অভিষেক করিল। পরে যাবেশ-গিলিয়দের লোকের শৌলের কবর ৫ দিয়াছে, লোকে দায়ুদকে এই সংবাদ দিল। তখন দায়ুদ যাবেশ-গিলিয়দের লোকদের নিকটে দূতগণকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা সদাপ্রভুর আশীববাদের পাত্র, কেননা তোমরা আপন প্রভুর প্রতি, শোলের প্রতি, এই দয়া করিয়াছ, তাহার কবর দিয়াছ। ৬ অতএব সদাপ্রভু তোমাদের প্রতি দয়া ও সত্য ব্যবহার করুন ; এবং তোমরা এই কৰ্ম্ম করিয়াছ, এই জন্ত ৭ আমিও তোমাদের প্রতি সদয়াচরণ করিব । অতএব এখন তোমাদের হস্ত সবল হউক, ও তোমরা বিক্রমশালী হও, কেননা তোমাদের প্রভু শৌল মরিয়াছেন, আর যিহদার কুল আপনাদের উপরে আমাকে রাজপদে অভিষেক করিয়াছে । ৮ ইতিমধ্যে নেরের পুত্র অবৃনের, শৌলের সেনাপতি, শৌলের পুত্র ঈশ্ববোশৎকে ওপারে মহনয়িমে লইয়া ৯ গেলেন ; আর গিলিয়দের, অশূরীয়দের, যিন্ত্রিয়েলের, ইফ্রয়িমের ও বিদ্যমীনের এবং সমস্ত ইস্রায়েলের ১০ উপরে রাজা করিলেন —শৌলের পুত্র ঈশ্ববোশৎ চল্লিশ বৎসর বয়সে ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং দুই বৎসর রাজত্ব করেন।–কিন্তু ১১ যিহুদী-কুল দায়ুদের পশ্চাদগামী ছিল । আর দায়ুদ সাত বৎসর ছয় মাস হিত্ৰোণে যিহুদী-কুলের উপরে রাজত্ব করিলেন । ১২ একদা নেরের পুত্র অবনের, এবং শৌলের পুত্র ঈশ্ববোশতের দাসগণ মহনয়ম হইতে গিবিয়োনে ১৩ গমন করিলেন। তখন সরূয়ার পুত্র যোয়বি ও দায়ু দের দাসগণও বাহির হইলেন, আর গিবিয়োনের পুষ্করিণীর নিকটে তাহারা পরস্পর সম্মুখবত্তী হইলেন, এক দল পুষ্করিণীর এপারে, অন্ত দল পুষ্করিণীর ১৪ ওপারে বসিল । পরে অবনের যোয়াবকে কহিলেন, বিনয় করি যুবকগণ উঠিয়া আমাদের সম্মুখে যুদ্ধক্রীড়া করুক। যোয়াব কহিলেন, উহার উঠুক। ১৫ অতএব লোকের সংখ্যানুসারে উঠিয়া অগ্রসর হইল : শৌলের পুত্র ঈশবেশতের ও বিদ্যামনের পক্ষে বার ১৬ জন, এবং দায়ুদের দাসগণের মধ্যে বার জন। আর তাহার প্রত্যেকে আপন আপন প্রতিযোদ্ধার মাথা ধরিয়া কোকে খড়গ বিদ্ধ করতঃ সকলে একত্র পতিত হইল । এই জন্ত সেই স্থানের নাম হিল্‌কৎ-হৎস্থরীম ১৭ [ছুরিকা-ভূমি ] হইল ; তাহ গিবিয়োনে আছে। আর সেই দিবসে অতি ঘোরতর সংগ্রাম হইল ; এবং অব 263