পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ; : 0 - లిరి | ] ১• রাজ ও তাহার সিংহাসন নির্দোষ হউন । রাজা কহিলেন, যে কেহ তোমাকে কিছু বলে, তাহাকে আমার নিকটে আন, সে তোমাকে আর স্পশ করিবে না । ১১ পরে সে স্ত্রী কহিল, নিবেদন করি, মহারাজ আপনি ঈশ্বর সদা প্রভুকে স্মরণ করুন, যেন রক্তের প্রতিশোধদাতা আর বিনাশ না করে ; নতুবা তাহারা আমার পুত্রকে বিনষ্ট করবে। রাজা কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, তোমার পুত্রের একটী কেশও ভূমিতে ১২ পড়িবে না। তখন সে স্ত্রী কহিল, নিবেদন করি, আপনকার দাসীকে আমার প্রভু মহারাজের কাছে একটী কথা বলিতে দিউন । রাজা কহিলেন, বল । ১৩ সে স্ত্রী কহিল, তবে ঈশ্বরের প্রজার বিপক্ষে আপনি কেন সেইরূপ সঙ্কল্প করিতেছেন ? ফলে এই কথ। বলীতে মহারাজ এক প্রকার দোষী হইয়া পড়িলেন, যেহেতুক মহারাজ আপনার নিববাসিত [সন্তানটী ] ১৪ ফিরাইয়া আনিতেছেন না। আমরা ত নিশ্চয়ই মারব, এবং যাহা একবার ভূমিতে ঢালিয়া ফেলিলে পরে তুলিয়া লওয়া যায় না, এমন জলের স্থায় হইব ; পরস্তু ঈশ্বরও প্রাণ হরণ করেন না, কিন্তু নিৰ্ব্বাসিত লোক যাহাতে তাহ হইতে নিববাসিত না থাকে, ১৫ তাহার উপায় চিন্তা করেন। এখন আমি যে তাপন প্রভু মহারাজের কাছে নিবেদন করিতে আসিলাম, তাহার কারণ এই ; লোকের অামার ভয় জন্মাইয়াছিল , তাই আপনকার দাসী কহিল, আমি মহারাজের কাছে নিবেদন করিব : হইতে পারে, মহারাজ আপনি দাসীর নিবেদনানুসারে কার্য্য করবেন। ১৬ আমার পুত্রশুদ্ধ আমাকে ঈশ্বরের অধিকার হইতে উচ্ছিন্ন করিতে যে চেষ্টা করে, তাহার হস্ত হইতে অীপনকার দাসীকে উদ্ধার করিতে মহারাজ অবঙ্গ ১৭ মনোযোগ করবেন। আপনকার দাসী কহিল, আমার প্রভু মহারাজের বাক্য শান্তিকর হউক, কেননা ভাল মন্দ বিবেচনা করিতে আমার প্রভু মহারাজ ঈশ্বরের দুতের তুল্য ; আর আপনকার ঈশ্বর সদাপ্রভু আপনকার সহবত্তী থাকুন। তখন রাজা উত্তর করিয়া স্ত্রীলোকটকে কহিলেন, বিনয় করি, তোমাকে যাহা জিজ্ঞাসা করিব, তাহ। আম৷ হইতে গোপন করিও না । সে স্ত্রী কহিল, আমার ১৯ প্রভু মহারাজ বলুন । রাজা কহিলেন, এই সমস্ত ব্যাপারে তোমার সহিত কি যোয়াবের হাত আছে ? সে স্ত্রী উত্তর করিয়া কহিল, হে আমার প্রভু, মহারাজ, আপনকার জীবৎ প্রাণের দিব্য, আমার প্রভু মহারাজ যাহা বলিয়াছেন, তাহার দক্ষিণে কি বামে ফিরিবার যো নাই ; আপনকার দাস যোয়াবই তামাকে আদেশ করিয়াছেন, এই সমস্ত কথা তাপনকার দাসীকে শিখা২• ইয়া দিয়াছেন। এই বিষয়ের নূতন আকার দেখাইবার জন্য আপনকার দাস যোয়াব এই কৰ্ম্ম করিয়াছেন : যাহা হউক, আমার প্রভু পৃথিবীন্থ সমস্ত বিষয় জানিতে ঈশ্বরের দূতের স্থায় বুদ্ধিমান । by ২ শমুয়েল । 3 e, Qo ২১ পরে রাজা যেয়াবকে কহিলেন, এখন দেখ, আমিই এ কার্য্য করিয়াছি ; অতএব যাও, সেই যুবা অব২২ শালোমকে আবার আন । তাহাতে যোয়াব উবুড় হইয়৷ ভূমিতে পড়িয়া প্ৰণিপাত করিলেন, এবং রাজার ধন্যবাদ করিলেন, আর যোয়াব কহিলেন, হে আমার প্রভু, মহারাজ, আপনি আপনকার দাসের নিবেদন সিদ্ধ করিলেন, ইহাতে আমি যে আপনকার দৃষ্টিতে অনুগ্রহ পাইলাম, তাহ অদ্য আপনকার এই দাস ২৩ জ্ঞাত হইল। পরে যোয়াব উঠিয়া গপুরে গিয়া অব২৪ শালোমকে যিরশালেমে আনিলেন। পরে রাজা কহিলেন, সে ফিরিয়া আপন বাটীতে যাউক, সে তামার মুখ না দেখুক । তাহাতে অবশালোম আপন বাটীতে ফিরিয়া গেল, রাজার মুখ দেখিতে পাইল না। সমস্ত ইস্রায়েলের মধ্যে অবশালোমের তুল্য সৌন্দর্যো অতি প্রশংসনীয় কেহ ছিল না ; তাহার পায়ের তালু ২৬ হইতে মাথার তালু পৰ্য্যন্ত নির্দোষ ছিল । তার তাহার মস্তকের কেশ ভারী বোধ হইলে সে তাহ ছেদন করিত ; বৎসরাস্তর ছেদন করিত ; মস্তক মুণ্ডন-সময়ে মস্তকের কেশ তেল করিত ; তাহাতে রাজপরিমাণ ২৭ অনুসারে তাহ দুই শত শেকল পরিমিত হইত। অবশীলোমের তিন পুত্র ও এক কন্ত জন্মিয়াছিল, কস্তাটীর নাম তামর ; সে দেখিতে সুন্দরী ছিল। আর অবশালোম সম্পূর্ণ দুই বৎসর যিরশালেমে বাস করিল, কিন্তু রাজার মুখ দেখিতে পাইল না। ২৯ পরে অবশালোম রাজার নিকটে পাঠাইবার জন্ত যেtয়াবকে ডকাইল, কিন্তু তিনি তাহার নিকটে আসিতে সন্মত হইলেন না ; পরে দ্বিতীয় বার লোক পঠাইল, তখনও তিনি আসিতে সম্মত হইলেন না। ৩০ অতএব সে আপন দাসদিগকে কহিল, দেখ, আমার ভূমির পার্শ্বে যোয়াবের ক্ষেত্র আছে ; সে স্থানে তাহার যে যব অাছে, তোময়া গিয়া তাহাতে আগুন লাগাইয়া দেও। তাহাতে অবশালোমের দাসগণ সেই ৩১ ক্ষেত্রে আগুন লাগাইয়া দিল । তখন যোয়াব উঠিয়৷ অবশালোমের নিকটে তাহার গৃহে আসিয়া তাহাকে কহিলেন, তোমার দাসগণ আমার ক্ষেত্রে কেন আগুন ৩২ দিয়াছে ? অবশালোম যোয়াবকে কহিল, দেখ, আমি তোমার কাছে লোক পাঠাইয়া এখানে তাসিতে বলিয়াছিলাম, ফলতঃ রাজার কাছে এই কথা নিবেদন করিবার জন্ত তোমাকে পাঠাইব বলিয়াছিলাম যে, ‘ আমি গশূর হইতে কেন আসিলাম ? সেই স্থানে থাকিলে আমার আরও ভাল হইত। এখন আমাকে রাজার মুখ দেখিতে দিউন, আর যদি আমাতে অপরাধ থাকে, ৩৩ তবে তিনি আমাকে বধ করুন । * পরে যোয়াব রাজার নিকটে গিয় তাহাকে সেই কথা জ্ঞাত করিলে রাজ৷ অবশালোমকে ডাকাইলেন ; তাহাতে সে রাজার নিকটে গিয়ী রাজার সম্মুখে উবুড় হইয়া ভূমিতে পড়িয়া প্ৰণিপাত করিল, আর রাজ। অবশালোমকে চুম্বন করিলেন । (: ૨tr 275