পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*、*、; >ビー*○ ; 9 ] ১৮ আমাকে উদ্ধার করিলেন, আমার বলবান শক্র হইতে, আমার বিদ্বেষিগণ হইতে, কারণ তাহারা আম অপেক্ষ শক্তিমান । ১৯ আমার বিপদের দিনে তাহারা আমার কাছে আসিল, কিন্তু সদাপ্রভু আমার অবলম্বন হইলেন। ২• তিনি আমাকে বাহিরে প্রশস্ত স্থানে আনিলেন, আমাকে উদ্ধার করিলেন, কেননা তিনি অমাতে मद्भुछे छ्एिलन । ২১ সদাপ্রভু আমার ধাৰ্ম্মিকতা অনুযায়ী পুরস্কার দিলেন, আমার হস্তের শুচিতনুযায়ী ফল দিলেন। ২২ কেননা আমি সদাপ্রভুর পথে চলিয়াছি, দুষ্টতাপূর্বক আমার ঈশ্বরকে ছাড়ি নাই । ২৩ কারণ র্তাহার সমস্ত শাসন আমার সম্মুখে ছিল, আমি তাহার বিধিপথ হইতে দূরে যাই নাই। ২৪ আর আমি তাহার উদ্দেশে সিদ্ধ ছিলাম, নিজ অপরাধ হইতে আপনাকে রক্ষা করিতাম । ২৪ তাই সদাপ্রভু আমাকে আমার ধাৰ্ম্মিকতা অনুসারে, তাহার সাক্ষাতে আমার শুfচতানুসারে ফল দিলেন। ২৬ তুমি দয়াবানের সহিত সদয় ব্যবহার কারবে, সিদ্ধের সহিত সিদ্ধ ব্যবহার করিবে । ২৭ তুমি শুচির সহিত শুচি ব্যবহার করিবে, কুটিলের সাহত চতুরের ব্যবহার করিবে। ২৮ তুমি দুঃখদিগকে নিস্তার করিবে, কিন্তু গৰ্ব্বীদের উপরে তোমার দৃষ্টি আছে, তুমি তাহা দিগকে অবনত করিবে। ২৯ হে সদাপ্রভু, তুমি আমার প্রদীপ ; সদাপ্রভুই আমার অন্ধকার আলোকময় করেন। ৩• কেননা তোম। দ্বার। আমি সৈন্তদলের বিরুদ্ধে দেীড়ি, আমার ঈশ্বর দ্বারা প্রাচীর উল্লঙ্ঘন করি । ৩১ তিনিই ঈশ্বর, তাহার পথ সিদ্ধ ; সদাপ্রভুর বাক্য পরীক্ষসিদ্ধ, তিনি নিজ শরণাগত সকলের ঢাল । ৩২ কারণ সদাপ্রভু ব্যতীত আর ঈশ্বর কে আছে ? আমাদের ঈশ্বর ব্যতীত আর শৈল কে আছে ? ৩৩ ঈশ্বর আমার দৃঢ় দুর্গ ; তিনি সিদ্ধকে আপন পথে চালান ; ৩৪ তিনি তাহার চরণ হরিণীর চরণবৎ করেন : আমার উচ্চস্থলীতে আমাকে সংস্থাপন করেন। ৩৫ তিনি আমার হস্তকে যুদ্ধ করিতে শিক্ষা দেন, তাই আমার বাহু তাম্রময় ধনুকে চাড়া দেয় । ৩৬ তুমি আমাকে নিজ পরিত্রাণ ঢাল দিয়াছ, তব কোমলতা আমাকে মহান করিয়াছে। ৩৭ তুমি আমার নীচে পদসঞ্চারের স্থান প্রশস্ত করিয়াছ, আর আমার গুল্ফ বিচলিত হয় নাই । ৩৮ আমি আপন শক্রগণের পশ্চাৎ দৌড়িয়া তাহাদিগকে বিনষ্ট করিয়াছ, ংহার না করিয়৷ ফিরিয়া আসি নাই। ২ শমুয়েল। ९ b~ ॐ ৩৯ অামি তাহাদিগকে সংহার করিয়৷ চুর্ণ করিয়াছি, তাই তাহার। উঠিতে পারে না, তাহারা আমার পদতলে পতিত হইয়াছে। ৪• কারণ তুমি যুদ্ধার্থে বল দিয়া আমার কটিবন্ধন করিয়াছ, যাহারা আমার বিরুদ্ধে উঠিয়াছিল, তাহাদিগকে তুমি আমার অধীনে নত করিয়াছ । ৪১ তুমি আমার শক্রগণকে আম হইতে ফিরাইয়া দিয়াছ; আমি আপন বিদ্বেষীদিগকে সংহার করিয়াছি । ৪২ তাহারা চাহিয়া রহিল, কিন্তু ত্ৰাণকৰ্ত্ত কেহ নাই ; তাহার' সদাপ্রভুর দিকে চাহিল, কিন্তু তিনি তাহী দিগকে উত্তর দিলেন না। ৪৩ তখন আমি পৃথিবীর ধূলির ন্তায় তাহাদিগকে চূর্ণ করিলাম, পথের কর্দমের দ্যায় তাহাদিগকে দলিত করিলাম. এবং ছড়াইয়া ফেলিলাম। ৪৪ তুমিও আমাকে প্রজাদের দ্রোহ হইতে উদ্ধার করিয়াছ: জাতিগণের মস্তক হইবার জন্ত রাখিয়াছ, আমার অপরিচিত জাতি আমার দাস হইবে । ৪৫ বিজাতি-সন্তানেরা আমার কর্তৃত্ব স্বীকার করিবে, শ্রবণমাত্র তাহারা আমার আজ্ঞাকারী হইবে । ৪৬ বিজাতি-সন্তানের স্নান হইবে, সকম্পে স্ব স্ব গোপনীয় স্থান হইতে আসিবে । ৪৭ সদাপ্রভু জীবৎ, মম শৈল ধন্য হউন ; আমার ত্ৰাণ-শৈল ঈশ্বর উন্নত হউন । ৪৮ সেই ঈশ্বর আমার পক্ষে প্রতিশোধ দেন, জাতিগণকে আমার অধীনে নত করেন : ৪৯ আমার শক্রগণ হইতে আমাকে উদ্ধার করেন : যাহারা আমার বিরুদ্ধে উঠে, তুমি তাহদের উপরেও আমাকে উন্নত করিতেছ : তুমি দুৰ্বত্তলোক হইতে আমাকে উদ্ধার করিয়া থাক। ৫• এই কারণ, হে সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, তব নামের উদ্দেশে স্তোত্র গান করিব । ৫১ তিনি আপন রাজাকে মহাপরিত্রাণ দেন, আপন অভিবিক্তের প্রতি দয়া করেন, যুগে যুগে দায়ুদের ও তাহার বংশের প্রতি দয়া করেন? দায়ুদের অন্তিমকালের বাক্য। ২৩ দায়ুদের শেষ বাক্য এই। যিশয়ের পুত্র দায়ুদ কহিতেছে, সেই উচ্চীকৃত পুরুষ কহিতেছে, যে যাকোবের ঈশ্বর কত্ত্বক অভিষিক্ত, যে ইস্রায়েলের মধুর গায়ক, সে কহিতেছে, ২ আমা দ্বারা সদাপ্রভুর আত্মা বলিয়াছেন, তাহার বাণী আমার জিহবাগ্রে রহিয়াছে। ৩ ইস্রায়েলের ঈশ্বর কহিয়াছেন, ইস্রায়েলের শৈল আমাকে বলিয়াছেন, যিনি মনুষ্যদের উপরে ধাৰ্ম্মিকতায় কর্তৃত্ব করেন, 285