পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ૭ যিনি ঈশ্বর-ভয়ে কর্তৃত্ব করেন, ৪ তিনি প্রাতঃকালের, সূর্য্যোদয় কালের, মেঘরহিত প্রাতঃকালের দীপ্তির ন্তায় হইবেন : যখন বৃষ্টির পরবত্তী তেজঃপ্রযুক্ত ভূতল হইতে নবীন তৃণ বহির্গত হয়। ও ঈশ্বরের নিকটে আমার কুল কি তাদৃশ নয় ? ই, তিনি আমার সহিত এক চিরস্থায়ী নিয়ম করিয়াছেন; তাহা সৰ্ব্ববিষয়ে সুসম্পন্ন ও সুরক্ষিত : ইহাত আমার সম্পূর্ণ ত্রাণ ও সম্পূর্ণ অভীষ্ট; তিনি কি তাহ অঙ্কুরিত করাইবেন না ? শু কিন্তু পাষণ্ডের সকলে উৎপাটনীয় কণ্টক ; কণ্টক ত হস্তে ধরা যায় না। ৭ যে পুরুষ তাহাদিগকে স্পর্শ করিবেন, তিনি প্রেক ও বড়শাদণ্ডে পূর্ণ হইবেন : পরে তাহার স্বস্থানে অগ্নিতে ভস্মীভূত হইবে। দায়দের প্রধান প্রধান বীরের তালিক। ৮ দায়ুদের বীরগণের নামাবলি। তথমেনীিয় যোশেববশেবৎ সেনানীবৰ্গের অধ্যক্ষ ছিলেন ; ইস্নায় আiদীনে, তিনি এককালে নিহত আট শত লোকের ৯ বিরুদ্ধে যুদ্ধ করিতেছিলেন। তাহার পরে এক জন অহোঁইয়ের সন্তান দোদয়ের পুত্র ইলিয়াসর ; তিনি দায়ুদের সঙ্গী বীরত্রয়ের এক জন ; তাহারা পলেষ্টীয়দিগকে টিটুকারি দিলে পলেষ্টয়ের যুদ্ধার্থে তথায় একত্র হইল, এবং ইস্রায়েল লোকের নিকটে ১০ তাসিতেছিল, ইতিমধ্যে তিনি দাড়াইয়। যে পৰ্য্যন্ত তাহার হস্ত শ্রান্ত না হইল, তাবৎ পলেষ্টীয়দিগকে আঘাত করিলেন ; শেষে খড়েগ তাহার হস্ত ঘোড়া লাগিয়া গেল ; আর সদাপ্রভু সেই দিনে মহানিস্তার করিলেন, এবং লোকের কেবল লুট করিবার ১১ জন্ত তাহার পশ্চাৎ পশ্চাৎ গেল । তাহার পরে হরারীয় তাগির পুত্ৰ শৰ্ম্ম ; পলেষ্টয়ের এক মসুরক্ষেত্রের নিকটে একত্র হইয়। দল বধিলে যখন ১২ লোকের পলেষ্টীয়দের হইতে পলায়ন করিল, তখন শৰ্ম্ম সেই ক্ষেত্রমধ্যে দাড়াইয় তাহ উদ্ধার করিলেন, এবং পলেষ্টীয়দিগকে বধ করিলেন ; আর সদাপ্রভু ১৩ মহানিস্তারে তাহাদিগকে নিস্তার করিলেন । আর ত্ৰিশ জন প্রধানের মধ্যে তিন জন ফসল কাটার সময়ে অদুল্লম গুহাতে দায়ুদের নিকটে আসিলেন ; তখন পলেষ্টীয়দের সৈন্ত রফায়াম তলভূমিতে শিবির ১৪ স্থাপন করিয়াছিল। আর দায়ুদ দুৰ্গম স্থানে ছিলেন, এবং পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদল বৈৎrলহমে ছিল । ১৫ পরে দায়ুদ পিপাসাতুর হইয়া কহিলেন, হায় । কে আমাকে বৈৎলেহমের দ্বারনিকটস্থ কুপের জল আনিয় ১৬ পান করিতে দিবে ? তাহাতে ঐ বীরত্রয় পলেষ্টীয়দের সৈন্তমধ্য দিয়া গিয়া বৈৎলহমের দ্বারনিকটস্থ কুপের জল তুলিয়া লইয়া দাযুদের নিকটে আসিলেন , কিন্তু তিনি তাহ পান করিতে সন্মত হইলেন না, সদাপ্রভুর ২ শমুয়েল । [ ९ ७ ; 8 - ९ 8 ; २ ॥ ১৭ উদ্দেশে ঢালিয়। ফেলিলেন ; তিনি কহিলেন, হে সদাপ্রভু, এমন কৰ্ম্ম যেন আমি না করি . ইহা কি সেই মনুষ্যদের রক্ত নয়, যাহার প্রাণপণে গিয়াছিল ; অতএব তিনি তাহ পান করিতে সন্মত হইলেন না । ঐ বীরত্রয় এই সকল কাৰ্য্য করিয়াছিলেন । আর সরূয়ার পুত্র বোয়াবের ভ্রাতা অবীশয় সেই তিন জনের মধ্যে প্রধান ছিলেন । তিনি তিন শত লোকের উপরে আপন বড়শী চালাইয় তাহাদিগকে বধ করিলেন ও নরত্রয়ের মধ্যে খ্যাতনাম হইলেন । ১৯ তিনি কি সেই তিন জনের মধ্যে অধিক মৰ্য্যদাপন্ন ছিলেন না ? এই জন্ত তাহাদের সেনাপতি হইলেন, ২• তথাচ [প্রথম ] নরত্রয়ের তুল্য ছিলেন না। তার অনেক বিক্রমের কার্য্যকারী কবৃসেলীয় এক বীরের সন্তান যিহোয়াদার পুত্র যে বনায়, তিনি মোয়াবীয় অরয়েলের দুই পুত্রকে বধ করিলেন : তদ্ভিন্ন তিনি হিমানীর সময়ে গিয়া গর্তের মধ্যে একটা সিংহকে মারিলেন । ২১-তার তিনি এক জন স্বপুরুষ মিশ্রীয়কে বধ করিলেন। সেই মিশ্ৰীয়ের হস্তে এক বড়শা, এবং ইহঁর হস্তে এক দণ্ড ছিল ; পরে ইনি গিয়া সেই মিশ্ৰীয়ের হস্ত হইতে বড়শাটী কাড়িয়া লইয়। তাহারই বড়শা দ্বার ২২ তাহাকে বধ করিলেন । যিহোয়দার পুত্র বনায় এই সকল কাৰ্য্য করিলেন, তাহাতে তিনি বীরত্রয়ের মধ্যে ২৩ নামলব্ধ হইলেন। তিনি ঐ ত্ৰিশ জন অপেক্ষা মৰ্য্যদাপন্ন, কিন্তু [প্রথম নরত্রয়ের তুল্য ছিলেন না ; দায়ুদ তাহাকে আপন রক্ষিসেনার অধ্যক্ষ করিলেন । যোয়াবের ভ্রাত অসাহেল ঐ ত্রিশের মধ্যে এক জন ছিলেন ; বৈৎলেহমস্থ দোদয়ের পুত্র ইলুহানন, ২৫.২৬ হরোদীয় শম্ম, হরোদীয় ইলকা, পণ্টীয় হেলস, ২৭ তকোয়ীয় ইকেশের পুত্র ঈর, তানাখোতীয় অবৗ২৮ য়েষর, হ্রশাতীয় মবুন্নয়, অহোহীয় সলুমেন, নটো২৯ ফাতীয় মহরয়, নটোফাতীয় বানার পুত্র হেলব, বিদ্যামীন-সন্তানদের গিবিয়া-নিবাসী রাবয়ের পুত্ৰ ৩০ ইত্তয়, পিরিয়াথোনীয় বনায়, গাশ উপত্যক নিবাসী ৩১ হিদয়, অর্বতীয় অবি-য়লবোন, বরহ্মীয় অস্মাবৎ, ৩২ শালুবোনীয় ইলিয়হবা, যাশেনের পুত্র যোনাথন, ৩৩ হুরারীয় শম্ম, অরারীয় সাররের পুত্র অহীয়াম, ৩৪ মাথার্থীয়ের পৌত্র অহস্বয়ের পুত্র ইলীফেলট, গীলেt৩৫ নীয় অহীথোফলের পুত্র ইলয়াম, কর্মিলীয় হিষয়, ৩৬ তাববীয় পারয়, সেবা-নিবাসী নাথনের পুত্ৰ যিগাল, ৩৭ গাদীয় বানী, অন্মোনীয় সেলক, সরূয়ার পুত্র যোয়াবের ৩৮ অস্ত্রবাহক বেরোতীয় নহরয়, যিত্রীয় স্বর, যিত্রীয় ৩৯ গরেব, হিৰ্ত্তীয় উরিয় ; সৰ্ব্বশুদ্ধ সাহত্রিশ জন । দায়ুদের প্রজাগণনা ও তাহার ফল । ૨8 আর ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর ক্রোধ পুনববার প্রজ্বলিত হইল, তিনি তাহদের বিরুদ্ধে দায়ুদকে প্রবৃত্তি দিলেন, কহিলেন, যাও, ইস্রায়েল ও ২ বিহুনাকে গণনা কর। তখন রাজা আপন সৈন্যদলের >bア 8 286