পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ 8 ; ७- २¢ । ] সেনাপতি যোয়াব, যিনি তাহীর সঙ্গে ছিলেন, তাহীকে আজ্ঞা করিলেন, তুমি দান অবধি বের-শেবা পৰ্য্যন্ত ইস্রায়েলের যাবতীয় বংশ-মধ্যে পৰ্য্যটন কর, তোমরা লোকদিগকে গণনা কর, আমি প্রজাগণের সংখ্যা ও জানিব । যোয়াব রাজাকে কহিলেন, এখন যত লোক আছে, আপনকার ঈশ্বর সদাপ্রভু তাহার শত গুণ বৃদ্ধি করুন, এবং আমার প্রভু মহারাজ তাহ স্বচক্ষে দেখুন ; কিন্তু এই কৰ্ম্মে আমার প্রভু মহারাজের ৪ অভিরুচি কেন হুইল ? তথাপি যোয়াবের উপরে ও সেনাপতিদের উপরে রাজার কথাই প্রবল হইল । পরে যোয়াব ও সেনাপতিগণ ইস্রায়েল লোকদিগকে গণনা করিবার জন্ত রাজার সম্মুখ হইতে গমন করেও লেন । তাহার যদ্দন পার হইয়া, গাদ দেশস্থ উপত্যকার মধ্যস্থিত নগরের দক্ষিণ পার্শ্বে আরোয়েরে এবং ও যাসেরে শিবির স্থাপন করিলেন। পরে তাহারা গিলিয়দে ও তহতীম-হদশি দেশে আসিলেন : তাহার পর দান-যানে গিয়া ঘূরিয়া সীদোনে উপস্থিত হইলেন। * পরে সোরদুর্গে এবং হিববীয়দের ও কনানীয়দের সমস্ত নগরে গমন করিলেন, তার শেষে যিহুদার দক্ষিণা৮ ঋলে বের শেবাতে উপস্থিত হইলেন। এই প্রকারে সমস্ত দেশ পৰ্য্যটন করিবার পর তাহার। নয় মাস বিশ দিনের শেষে ফিরশালেমে ফিরিয়া আসিলেন । ৯ পরে যোয়াব গণিত লোকদের সংখ্যা রাজার কাছে দিলেন ; ইস্রায়েলে খড়গধারী আট লক্ষ বলবান লোক ছিল ; আর যিহুদার পাচ লক্ষ লোক ছিল। ১• দায়ুদ লোকদিগকে গণনা করাইলে পর তাহার হৃদয় ধুক্ত ধুক্‌ করিতে লাগিল। দায়ুদ সদাপ্রভুকে কহিলেন, এই কাৰ্য্য করিয়| আমি মহাপাপ করেয়াছি ; এখন, হে সদাপ্রভু, বিনয় করি, নিজ দাসের অপরাধ ক্ষমা কর, কেনন। আমি বড়ই অজ্ঞানের ১১ কৰ্ম্ম করিয়াছি। পরে যখন দাযুদ্র প্রত্যুষে উঠিলেন, তখন দায়ুদের দর্শক গদ ভাববাদীর নিকটে সদা১২ প্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি গিয়া দায়ুদকে বল, সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার সম্মুখে তিন [দও ] রাখি, তাহার মধ্যে তুমি একটা মনোনীত ১৩ কর, আমি তাহাই তোমার প্রতি করিব । পরে গাদ দায়ুদের নিকটে আসিয় তাহাকে জ্ঞাত করিলেন, কহিলেন, আপনকার দেশে সাত বৎসর ব্যাপিয়া কি দুর্ভিক্ষ হইবে ? না তাপনকার বিপক্ষগণ যাবৎ আপনকার পশ্চাৎ পশ্চাৎ তাড় করে, তাবৎ আপনি তিন মাস পর্য্যন্ত তাহীদের অগ্ৰে অগ্ৰে পলায়ন করিবেন ? ন। তিন দিবস পৰ্য্যন্ত আপনকার দেশে মহামারী হইবে ? যিনি আমাকে পাঠাইলেন, তাহাকে কি উত্তর দিব, তাহ এখন বিবেচনা করিয়া দেখুন। ১৪ দায়ুদ গাদকে কহিলেন, আমি বড়ই বিপদগ্ৰস্ত হইলাম : আইজন, আমরা সদাপ্রভুর হস্তে পড়ি, কেননা ২ শমুয়েল । 3 boo তাহার করুণ প্রচুর ; কিন্তু আমি মনুষ্যের হস্তে ১৫ পড়িতে চাহি না। পরে প্রাতঃকাল অবধি নিরূপিত সময় পৰ্য্যন্ত সদাপ্রভু ইস্রায়েলের উপরে মহামারী পাঠাইলেন ; আর দান অবধি বের-শেবা পৰ্য্যন্ত লোকদের মধ্যে সত্তর সহস্ৰ লোক মরিল । আর যখন দূত যিরশালেম বিনষ্ট করিতে তৎপ্রতি হস্ত বিস্তার করিলেন, তখন সদাপ্রভু সেই বিপদের জন্য অনুশোচনা করিয়া সেই লোকবিনাশক দূতকে কহিলেন, যথেষ্ট হইয়াছে, এখন তোমার হস্ত সঙ্কুচিত কর । তখন সদাপ্রভুর দূত যিবুৰীয় অরোণার খামারের ১৭ নিকটে ছিলেন। পরে দায়ুদ সেই লোকঘাতী দূতকে দেখিয়া সদাপ্রভুকে কহিলেন, দেখ, আমিই পাপ করিয়াছি, আমিই অপরাধ করিয়াছি, কিন্তু এই মেষগণ কি করিল ? বিনয় করি, অামারই বিরুদ্ধে ও আমার পিতৃকুলের বিরুদ্ধে হস্ত বিস্তার কর । সেই দিন গাদ দায়ুদের কাছে আসিয়া ভাহাকে কহিলেন, আপনি উঠিয়া গিয়া যিবুৰীয় অরেীণর খামারে সদাপ্রভুর দেশে এক যজ্ঞবেদ স্থাপন করুন। ১৯ অতএব দায়ুদ স ভুর আজ্ঞামতে গাদের বাক্যামু২০ সারে উঠিয়া গেলেন , নি অরেীণ দৃষ্টিপাত করিয়া দেখিতে পাইল, রাজা ও তাহার দাসগণ তাহার কাছে তালিতেছেন ; তাহাতে অরেীণ বাহিরে আসিয়া রাজার সম্মুখে ভূমিতে উবুড় হুইয়া প্ৰণিপাত করিল। ২১ আর অরেীণ কহিল, আমার প্রভু মহারাজ আপন দাসের নিকটে কি জন্ত আসিয়াছেন? দায়ুদ কহিলেন, লোকদের উপর হইতে মহামারী যেন নিবৃত্ত হয়, এই জন্ত সদাপ্রভুর উদেশে এক যজ্ঞবেদি নিৰ্মাণ করিব বলিয়া আমি তোমার কাছে এই খামার কিনিতে ২২ আসিয়াছি। তখন অরেীণ দায়ুদকে কহিল, আমার প্রভু মহারাজের দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই লইয়। উৎসর্গ করুন ; দেখুন, হোমবলির নিমিত্তে এই বৃযগুলি এবং কাঠের নিমিত্তে এই মর্দনযন্ত্র ও ২৩ বৃষদের সজ্জা আছে ; হে রাজন, অরেীণ রাজাকে এই সমস্ত দিতেছে। অরেীণ রাজাকে আরও কহিল, সদাপ্রভু আপনকার ঈশ্বর আপনাকে গ্রাহ করুন। ২৪ কিন্তু রাজা অরেীণাকে কহিলেন, তাহ নয়, আমি অবষ্ঠ মূল্য দিয়া তোমার কাছে এই সমস্ত ক্রয় করিব : আমি আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিনামূল্যে হোমবলি উৎসর্গ করিব না। পরে দাযুদ্র পঞ্চাশ শেকল রৌপ্যে সেই খামার ও বৃষগুলি ক্রয় করিয়া ১৫ লইলেন। আর দাযুদ্র সেই স্থানে সদাপ্রভুর উদেশে এক যজ্ঞবেদি নিৰ্ম্মাণ করিয়া হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসগ করিলেন । এইরূপে দেশের জন্ত সদাপ্রভুর কাছে নিবেদন করিলে তিনি প্রসন্ন হইলেন, এবং ইস্রায়েলের উপর হইতে মহামারী নিবৃত্ত হইল । Y We 3b" 287