পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3. o করিয়া কহিলেন, তুমি আমাদের ভগিনী, সহস্র সহস্ৰ অযুতের জননী হও ; তোমার বংশ আপন ৬১ শক্রগণের পুরদ্বার অধিকার করুক। পরে রিবিক ও তাহার দাসীগণ উঠিলেন, এবং উষ্ট্রে চড়িয়া সেই মনুষ্যের পশ্চাৎ গমন করিলেন ; এইরূপে সেই দাস রিবিকাকে লইয়। প্রস্থান করিলেন ; আর ইসহাক বের লহয়,-রোয়ী নামক স্থানে গিয়া ফিরিয়া আসিয়াছিলেন, কেনন। তিনি দক্ষিণ দেশে বাস ৬৩ করিতেছিলেন । ইসহাক সন্ধ্যাকালে ধ্যান করিতে ক্ষেত্রে গিয়াছিলেন, পরে চক্ষু তুলিয়া-চাহিলেন, আর ৬৪ দেখ, উস্ত্র আসিতেছে । আর রিবিক চক্ষু তুলিয়া যখন ৬৫ ইসহাককে দেখিলেন, তখন উষ্ট্র হইতে নামিয়া সেই দাসকে জিজ্ঞাসা করিলেন, আমাদের সঙ্গে সাক্ষাৎ করিতে ক্ষেত্রের মধ্য দিয়া আসিতেছেন, ঐ পুরুষ কে ? দাস কহিলেন, উনি আমার কৰ্ত্ত । তখন রিবিক। আবরক লইয়া আপনাকে আচ্ছাদন করিলেন । পরে সেই দাস ইসহাককে আপনার কৃত সমস্ত কৰ্ম্মের বিবরণ কহিলেন। তখন ইসহাক রিবিকাকে গ্রহণ করিয়া সারা মাতার তাম্বুতে লইয়া গিয়া তাহাকে বিবাহ করিলেন, এবং তাঁহাকে প্রেম করিলেন । তাহাতে ইসহাক মাতৃবিয়োগের শোক হইতে সান্তন পাইলেন। অব্রাহামের আরও বিবাহ ও মৃত্যু। ર.(c . । ..." কুটুর নামী আর এক স্ত্রীকে বিবাহ করেন । তিনি তাহার জন্য সিস্ত্রণ, যকৃষণ, মদীন, মিদিয়ন, যিশধক ও শূহ, এই সকলকে প্রসব ৩ করিলেন যকৰ্ষণ হইতে শিব ও দদান জন্মে। অশুরীয়, লটুশীয় ও লিয়ুৰ্ম্মীয় লোকের দদানের সন্তান । ৪ এবং মিদিয়নের সন্তান ঐফ, এফর, হনোক, অবাদ ও ইলদায় ; এই সকল কটুরার সন্তান। ৫ আর অব্রাহাম ইসহাককে আপনার সর্বস্ব দিলেন । ৬ কিন্তু আপন উপপত্নীদের সন্তানদিগকে অব্রাহাম ভিন্ন ভিন্ন দান দিয়া আপনার জীবদ্দশাতেই আপন পুত্ৰ পূৰ্ব্বদেশে প্রেরণ করিলেন। ৭ অব্রাহীমের জীবনকাল এক শত পচাত্তর বৎসর ; ৮ তিনি এত বৎসর জীবিত ছিলেন। পরে অব্রাহাম বৃদ্ধ ও পূর্ণায়ু হইয়া শুভ বৃদ্ধাবস্থায় প্রাণত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সংগৃহীত হইলেন। = আর তাহার পুত্র ইসহাক ও ইশ্বায়েল মম্রির সম্মুখে হেতীয় সোহরের পুত্র ইফ্রোণের ক্ষেত্রস্থিত মক্‌পেলা ১০ গুহাতে তাহার কবর দিলেন। অব্রাহাম হেতের । সন্তানদের কাছে সেই ক্ষেত্র ক্রয় করিয়াছিলেন । সেই | স্থানে অব্রাহীমের ও তাহার স্ত্রী সারার কবর দেওয়া | ১১ হয় । অব্রাহামের মৃত্যু হইলে পর ঈশ্বর তাহার পুত্ৰ | ইসহাককে আশীৰ্ব্বাদ করিলেন ; এবং ইসহাক বের ; লহয়,-রোয়ার নিকটে বসতি করিলেন। ৬২ ولا ما گونه আদিপুস্তক । هری از G به س- لایز 8 ه ] ১২ অব্রাহীমের পুত্র ইশ্মায়েলের বংশ-বৃত্তান্ত এই ৷ সারার দ্বাসী মিস্ত্ৰীয়া হাগার অব্রাহীমের জন্ত তাহাকে ১৩ প্রসব করিয়াছিল। আপন আপন নাম ও গোষ্ঠী অনুসারে ইশ্মায়েলের সন্তানদের নাম এই । ইশ্মায়েলের ১৪ জ্যেষ্ঠ পুত্র নবায়োৎ, পরে কেদর, অদবেল, মিক্সম, ১৫ মিশম, দুম, মস, হুদদ, তেম, যিটুর, নাফীশ ও ১৬ কেদম । এই সকল ইশ্মায়েলের সন্তান ; এবং তঁহাদের গ্রাম ও তাম্বুপল্লী অনুসারে তাহদের এই এই নাম; তাহারা আপন আপন জাতি অনুসারে দ্বাদশ ১৭ জন অধ্যক্ষ ছিলেন । ইশ্মায়েলের জীবনকাল এক শত সাঁইত্রিশ বৎসর ছিল ; পরে তিনি প্রাণত্যাগ করিয়া ১৮ আপন লোকদের নিকটে সংগৃহীত হইলেন। আর তাহার সন্তানগণ হীল অবধি অশুরিয়ার দিকে মিসরের সম্মুখস্থ শুর পর্যন্ত বসতি করিল ; তিনি তাহার সকল ভ্রাতার সম্মুখে বসতিস্থান পাইলেন । ইসহাকের বৃত্তান্ত। ১৯ অব্রাহীমের পুত্র ইস্হাকের বংশ বৃত্তান্ত এই । অব্রা২০ হাম ইস্হাকের জন্ম দিয়াছিলেন। চল্লিশ বৎসর বয়সে ইসহাক আরামীয় বথুয়েলের কন্যা আরামীয় লাবনের ভগিনী রিবিক্যকে পদন অরাম হইতে আনা২১ ইয়া বিবাহ করেন। ইস্হাকের স্ত্রী বন্ধ্য হওয়াতে তিনি তাহার নিমিত্তে সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন। তাহাতে সদাপ্রভু তাহার প্রার্থনা শুনিলেন, ২২ তাহার স্ত্রী রিবিক গৰ্ত্তবতী হইলেন। পরে তাঁহার গৰ্ত্তমধ্যে শিশুরা জড় জড়ি করিল, তাহাতে তিনি কহিলেন, যদি এরূপ হয়, তবে আমি কেন বাচিয় আছি । আর তিনি সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিতে ২৩ গেলেন। তখন সদাপ্রভু তাহাকে কহিলেন, তোমার জঠরে দুই জাতি আছে, ও তোমার উদর হইতে দুই বংশ বিভিন্ন হইবে ; এক বংশ অন্ত বংশ অপেক্ষ বলবান হইবে, ও জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে। ২৪ পরে প্রসবকাল সম্পূর্ণ হইল, আর দেখ, ২৫ গৰ্ত্তে যমজ পুত্র। যে প্রথমে ভূমিষ্ঠ হইল, সে রক্তবণ এবং তাহার সর্ববঙ্গ লোমশ বস্ত্রের সদৃশ ছিল। তাহার ২৬ নাম এষে [লোমশ ] রাখা গেল। পরে তাহার ভ্রাতা ভূমিষ্ঠ হইল। তাহার হস্ত এধেীর পাদমূল ধরিয়াছিল, আর তাহার নাম যাকোব [পাদগ্ৰাহী হইল ; ইস্হাকের ষষ্টি বৎসর বয়সে এই যমজ পুত্র হইল । পরে সেই বালকের বড় হইলে এষে নিপূণ শিকারী ও প্রান্তরবিহারী হইলেন ; কিন্তু যাকোব শান্ত ছিলেন, ২৮ তিনি তাম্বুতে বাস করিতেন। ইসহাক এষোঁকে ভাল বাসিতেন, কেননা তাহার মুখে মৃগমাংস ভাল লাগিত ; ২৯ কিন্তু রিকি যাকোবকে ভাল বাসিতেন। একদ। যাকোব দাইল পাক করিয়াছেন, এমন সময়ে এীে ক্লান্ত হইয়া প্রান্তর হইতে আসিয়া যাকোবকে কহিলেন, তাহার ৩০ আমি ক্লান্ত হইয়াছি, বিনয় করি, ঐ রাঙ্গা, ঐ রাঙ্গ৷ 20