পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& D o পথে গমন করিতেছি ; তুমি বলবান হও ও পুরুষত্ব ৩ প্রকাশ কর । আর আপন ঈশ্বর সদাপ্রভুর রক্ষণীয় রক্ষা করতঃ তাহার পথে চল, মোশির ব্যবস্থায় লিখিত তাহার বিধি, তাহার তাজ্ঞ, তাহার শাসন ও তাহার সাক্ষ্য সকল পালন কর ; যেন তুমি যে কোন কাৰ্য্য কর, ও যে কোন দিকে ফির, বুদ্ধিপূর্বক ৪ চলিতে পার ; আর যেন, সদাপ্রভু আমার সম্বন্ধে যে বাক্য বলিয়াছেন, তাহ সংস্থাপন করেন ; তিনি বলিয়াছেন, তোমার সন্তানের যদি সমস্ত অন্তঃকরণের ও সমস্ত প্রাণের সহিত আমার সম্মুখে সত্য আচরণ করিতে আপনাদের পথে সাবধানে চলে, তবে—তিনি বলেন, – ইস্রায়েলের সিংহাসনে তোমার [ বংশে ] লোকের অভাব হইবে না । ৫ আর সরূয়ার পুত্র যেtয়াব আমার প্রতি যাহ। করিয়াছে, ফলতঃ ইস্রায়েলের দুই সেনাপতির প্রতি, মেরের পুত্র অবনেরের ও যেখরের পুত্র আমাসার প্রতি যাহা করিয়াছে, তাহাও তুমি জ্ঞাত আছ ; সে তাহাদিগকে মারিয়া ফেলিয়৷ শান্তির সময়ে যুদ্ধের রক্তপাত করিয়াছে, এবং যুদ্ধের রক্ত তাহার কটিদেশস্থ পটুকাতে ও পাদস্থিত পাদুকাতে লাগিয়াছে। ৬ অতএব তুমি বুদ্ধিসহকারে তাহার প্রতি ব্যবহার করিবে ; তাহকে পক্ক কেশে শান্তিতে পাতালে নমিতে দিও না । কিন্তু গিলিয়দীয় বসিল্লয়ের পুত্রগণের প্রতি সদয় ব্যবহার করিও, এবং তোমার মেজে ভোজনকারী লোকদের মধ্যে তাহাদিগকে স্থান দিও : কেনন তোমার ভ্রাতা অবশীলোমের সম্মুখ হইতে আমার পলায়নকালে তাহারা তদ্রুপে আমার কাছে ৮ আসিয়াছিল। আর দেখ, তোমার কাছে বিদ্যমানীয় গেরীর পুত্র বহুরীম-নিবাসী শিমিয়ি আছে ; আমার মহনয়িমে যাইবার দিন সেই ব্যক্তি আমাকে নিদারুণ শাপ দিয়াছিল ; কিন্তু সে আমার সহিত সাক্ষাৎ করিতে যদিনে আসিয়াছিল, আর আমি সদাপ্রভুর দিব্য করিয়া তাহীকে বলিয়াছিলাম, আমি তোমাকে ৯ খড়গ দ্বারা বধ করিব না। কিন্তু তুমি এখন তাহাকে নিরপরাধ জ্ঞান করিবে না ; কেননা তুমি বুদ্ধিমান ; তাহার প্রতি তোমার যাহা কৰ্ত্তব্য, তাই বুঝবে ; তাহাকে পক্ক কেশে রক্তের সহিত পাতালে নামাইবে । পরে দায়ুদ আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত এবং দায়ুদ নগরে কবরপ্রাপ্ত হইলেন। দায়ুদ ইস্রায়েলের উপরে চল্লিশ বৎসর রাজত্ব করেন ; তিনি হিব্ৰোণে সাত বৎসর রাজত্ব করেন ও যিরশালেমে ১২ তেত্রিশ বৎসর রাজত্ব করেন। পরে শলোমন আপন পিত দায়ুদের সিংহাসনে বদিলেন, এবং তাহার রাজ্য অতিশয় দৃঢ় হইল । শলোমনের রাজত্ব দৃঢ়ীকরণ । পরে হগীতের পুত্র আদেনিয় শলোমনের মাত৷ 월 > > 33 ১ রাজাবলি । [ ९ ; ७ - २१ ॥ শান্তিভাবে আসিয়াছ ত ? সে উত্তর করিল, শান্তি১৪ ভাবে । সে আরও কহিল, আপনার কাছে আমার ১৫ কিছু বলিবার আছে । বৎশেবা কহিলেন, বল। সে কহিল, আপনি জানেন, রাজ্য আমারই ছিল, এবং তামি রাজা হইব বলিয়া সমস্ত হস্রায়েল আমার প্রতি উন্মুখ হইয়াছিল ; কিন্তু রাজত্ব ঘূরিয়া গেল, আমার ভ্রাতার হইল ; কেনন তাহ সদাপ্রভু হইতেই ১৬ তাহার হইল। এখন আমি আপনার কাছে একটী বিষয় যাঙ্ক করি আপনি আমাকে অস্বীকার করি১৭ বেন না । তিনি কহিলেন, বল। তখন আদোনিয় কহিল, অনুগ্রহ করিয়া শলোমন রাজাকে বলুন— তিনি ত আপনার কথা অস্বীকার কারবেন না,— তিনি যেন আমার সহিত শূনেমীয়া অবশগের বিবাহ ১৮ দেন । বৎশেবা কহিলেন, ভাল, আমি তোমার ১৯ নিমিত্তে রাজাকে বলিব । পরে বৎশেবা আদোনিয়ের জন্ত বলতে শলোমন রাজার নিকটে গেলেন ; আর রাজা তাহার সম্মুখে উঠিয় তাহার কাছে প্ৰণিপাত করিলেন । পরে তিনি আপন সিংহাসনে বসিলেন, এবং রাজমাতার কারণ আসন স্থাপন করাইলে তিনিও ২• তাহার দক্ষিণদিকে বসিলেন । তার তিনি কহিলেন, আমি তোমার কাছে একটী ক্ষুদ্র বিষয় যাদ্ধা করি, আমার কথা অস্বীকার করিও না। রাজা কহিলেন, মাতঃ, যাঙ্ক কর, আমি তোমার কথা ২১ অস্বীকার কারব না। তখন তিনি কহিলেন, তোমার ভ্রাতা আদোনিয়ের সহিত শূনেমীয় অবশগের বিবাহ ২২ দিতে হইবে । শলোমন রাজ। উত্তর করিয়া মাতাকে কহিলেন, তুমি আদোনিয়ের নিমিত্তে শূনেমীয়া অবীশগকে কেন যজ্ঞ কর ? তাহার নিমিত্তে রাজ্যও যজ্ঞা কর, কেননা সে আমার জ্যেষ্ঠ ভ্রাত ; তাহার ও অবিয়াথর যাজকের ও সরয়ার পুত্র যোয়াবের ২৩ নিমিত্তে | রাজ্য যাঞ্জ কর]। পরে শলোমন রাজা সদাপ্রভুর দিব্য করিয়া কহিলেন, আদোনিয় যদি নিজ প্রাণের বিরুদ্ধে এই কথা বলিয়া না থাকে, তবে ঈশ্বর আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন। ২৪ আর এখন যিনি আপন প্রতিজ্ঞ নুসারে আমাকে স্বস্থির করিয়া আমার পিতা দায়ুদের সিংহাসনে বসাইয়াছেন ও আমার জন্ত কুল নিৰ্ম্মাণ করিয়াছেন, সেই জীবন্ত সদা প্রভুর দিব্য, অদ্যই আদোনিয়ের ২৫ প্রাণদণ্ড হইবে। তখন শলেমন রাজা যিহোয়দার পুত্র বনায়কে প্রেরণ করিলে তিনি তাহাকে আক্রমণ করিয়া বধ করিলেন । পরে রাজা অবিয়াথর যাজককে কহিলেন, তুমি অনাথোতে আপন ক্ষেত্রে যাও, কেননা তুমিও মুত্যুর পাত্র : তথাপি আমি অদ্য তোমার প্রাণদণ্ড করব ন, কারণ তুমি আমার পিতা দায়ুদের সম্মুখে প্ৰভু সদাপ্রভুর সিন্দুক বহন করিয়াছিলে, এবং আমার পিতার সমস্ত দুঃখভোগে দুঃখভোগ করিয়াছিলে । ミや বংশেবার নিকটে গেল। তিনি জিজ্ঞাসিলেন, তুমি । ২৭ এইরূপে শলোমন অবিয়াথরকে সদাপ্রভুর যাজকত্ব 290