পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や : R>ー" 3 > I ] নিৰ্ম্মল স্বর্ণে মুড়াইলেন, এবং বেদি এরসকাষ্ঠে মুড়াই২১ লেন। শলোমন নিৰ্ম্মল স্বর্ণ দ্বারা গৃহের ভিতরের ভাগ মুড়াইলেন, এবং অন্তৰ্গহের সম্মুখে স্বর্ণগৃঙ্খল রাখি২২ লেন, আর অন্তগূহ স্বর্ণ দ্বারা মুড়াইলেন। তিনি সমস্ত গৃহ স্বর্ণে মুড়াইলেন, যে পর্যন্ত সমুদয় গৃহ সঙ্গ ন হইল; এবং অন্তগুহের নিকটস্থ সমস্ত বেদিটী স্বর্ণে মুড়াইলেন । ২৩ আর তিনি অন্তগুহের মধ্যে দশ দশ হস্ত উচ্চ ২৪ জিতকাঠের দুই করূব নিৰ্ম্মাণ করিলেন। এক করাবের এক পক্ষ পাচ হস্ত, ও অন্ত পক্ষ পাঁচ হস্ত ছিল ; এক পক্ষের প্রান্তভাগ হইতে অস্ত পক্ষের প্রান্তভাগ ২৫ পৰ্য্যন্ত দশ হস্ত হইল। আর দ্বিতীয় করােবও দশ হস্ত ছিল ; দুই করবের সম পরিমাণ ও সম আকার ২৬ ছিল। প্রথম এবং দ্বিতীয় দুই করবই দশ দশ হস্ত ২৭ উচ্চ ছিল। পরে তিনি সেই দুই করুবকে ভিতরের গৃহে স্থাপন করিলেন, এবং কন্ধবদের পক্ষ এমন প্রসারিত হইল যে, একটীর পক্ষ এক ভিত্তি, অন্যটার পক্ষ অন্ত ভিত্তি স্পর্শ করিল, এবং তাঁহাদের পক্ষ ২৮ গৃহমধ্যে পরস্পর স্পর্শ করিল। পরে তিনি করুল ২৯ দুইটাকে স্বর্ণে মুড়াইলেন। তার করবের, খর্জুর বৃক্ষের ও বিকসিত পুষ্পর মূৰ্ত্তিত গৃহের সমস্ত ভিত্তির গাত্র ভিতরে বাহিরে চারিদিকে ক্ষোদিত ৩• করিলেন ; এবং গৃহের মেঝিয় ভিতরে বাহিরে স্বর্ণে ৩১ মুড়াইলেন। আর তিনি অন্তগুহের প্রবেশ-দ্বারে জিতকাঠের কবাট নিৰ্ম্মাণ করিলেন, এবং কপলি ও ৩২ বাজু [ভিত্তির] পঞ্চমাংশ হইল। ঐ জিতকাষ্ঠময় দুই কবাটে করূবের, খর্জুর বৃক্ষের ও বিকসিত পুষ্পের আকৃতি ক্ষোদিত করিয়া স্বণ দ্বার। তাহ মুড়াইলেন ; আর করুব ও খর্জুর বৃক্ষের উপরে স্বর্ণের পাত করিয়া ৩৩ দিলেন । তদ্রুপ তিনি মন্দিরের দ্বারের নিমিত্তে [ভিত্তির চতুথাংশে জিতকাঠের চৌকাঠ করিলেন। ৩৪ আর দেবদারুকাষ্ট্রের দুই কবাট নিৰ্ম্মাণ করিলেন, এক কবাটের দুই বাইল যেমন কবৃজতে খেলিত, অন্ত কবাটের দুই বাইলও তদ্রুপ কবজাতে খেলিত । ৩৫ আর তিনি তাহার উপরে করব, খর্জর বৃক্ষ ও বিকসিত পুষ্প ক্ষুদিয়া সেই ক্ষোদিত কৰ্ম্ম শুদ্ধ তাহী স্বর্ণ ৩৬ দ্বারা মুড়াইলেন। আর তিনি তিন পংক্তি তক্ষিত প্রস্তর ও এক পংক্তি এরসকাঠের কড়ি দ্বারা ভিতর ৩৭ প্রাঙ্গণ নিৰ্ম্মাণ করিলেন। চতুর্থ বৎসরের সিব মাসে ৩৮ সদাপ্রভুর গুহর ভিত্তিমূল স্থাপিত হয়। আর একাদশ বৎসরের বুল মাসে, অর্থাৎ অষ্টম মাসে নিরূপিত সমস্ত আকারানুসারে সর্বাংশে গৃহের নিৰ্ম্মাণ সমাপ্ত হয় ; তিনি ঐ গৃহের নিৰ্ম্মাণে সাত বৎসর ব্যাপৃত ছিলেন। শলোমনের অট্টালিকা নিৰ্ম্মণ । o আর শলোমন তের বৎসর আপনি বাটী নিৰ্ম্মাণে ব্যাপৃত থাকিলেন ; পরে আপনার সমুদয় বাটীর ২ নিৰ্ম্মাণ সমাপন করিলেন। আর তিনি লিবানোন ১ রাজাবলি ।

  • SG

অরণ্যের বাটী নিৰ্ম্মাণ করিলেন ; তাহীর দীর্ঘত এক শত হস্ত, প্রস্থত৷ পঞ্চাশ হস্ত ও উচ্চতা ত্রিশ হস্ত ছিল, তাহা চারি শ্রেণী এরসকাঠের স্তম্ভের উপরে স্থাপিত, এবং স্তম্ভগুলির উপরে এরসকাম্ভের কড়ি বসান ছিল । ৩ স্তম্ভগুলির উপরে প্রত্যেক শ্রেণীতে পনের, সৰ্ব্ব শুদ্ধ পয়তাল্লিশটা কুঠরী স্থাপিত হইল, তাহার উপরে এরস৪ কাঠের ছাদ হইল। আর বাতাযুক্ত [চৌকাঠের] তিন শ্রেণী ছিল, এবং পরস্পর অনুরূপ বাতায়নের তিন ৫ পংক্তি ছিল। আর সমস্ত দ্বার ও চৌকাঠ চতুষ্কোণ ও বাতাযুক্ত, এবং পরস্পর অনুরূপ বাতায়নের তিন ৬ পংক্তি ছিল। আর তিনি স্তম্ভশ্রেণীর এক বারাণ্ড৷ প্রস্তুত করিলেন, তাহার দীর্ঘতা পঞ্চাশ হস্ত ও প্রস্থত। ত্রিশ হস্ত, এবং তাহদের সম্মুখে আর এক বারাণ্ড৷ করিলেন, তাহাতেও স্তম্ভশ্রেণী ও তাঁহার সম্মুখে গোব৭ রট ছিল। আর সিংহাসনের যে বারাণ্ডাতে তিনি বিচার করিবেন, সেই বিচারের বারাণ্ড প্রস্তুত করিলেন, ও মেঝিয়ার এক দিক্‌ অবধি অন্ত দিক পৰ্য্যন্ত ৮ এরসকষ্ট দ্বারা আচ্ছাদন করিলেন । আর তাহার বাসগুহ, বারাণ্ডার ভিতরে তাষ্ঠ প্রাঙ্গণ, সেইরূপ ছিল। আর শলোমন যাহাকে বিবাহ করিয়ছিলেন, সেই ফরেণের কন্যার নিমিত্তে ঐ বারাণ্ডার স্থায় এক গৃহ ৯ নিৰ্ম্মাণ করিলেন। এই সকল ভিত্তিমূল অবধি আলিশিয়া পৰ্য্যন্ত ভিতরে ও বাহিরে তক্ষিত প্রস্তরের পরিমাণ অনুসারে করাত দিয়া কাট৷ বহুমূল্য প্রস্তরে নিৰ্ম্মিত হইয়াছিল, এবং বাহিরে বড় প্রাঙ্গণ পৰ্য্যন্ত ১০ তদ্রুপ হইল। আর বহুমূল্য প্রস্তরে ভিত্তিমূল নিৰ্ম্মিত হইয়াছিল, সে সকল প্রস্তর বৃহৎ, দশ হাত প্রস্তর ১১ ও আট হাত প্রস্তর। তাহার উপরে বহুমূল্য প্রস্তর, পরিমাণ অনুসারে তক্ষিত প্রস্তর ও এরসকষ্ঠ ছিল। ১২ আর যেমন সদাপ্রভুর গৃহের মধ্য প্রাঙ্গণ ও গৃহের বারাণ্ডাতে, তদ্রুপ বড় প্রাঙ্গণের চারিদিকে তিন শ্রেণী তক্ষিত প্রস্তর ও এক শ্রেণী এরসকাষ্ঠ ছিল। মন্দিরের পাত্রাদির বর্ণন । ১৩ আর শলোমন রাজ লোক প্রেরণ করিয়া সোর ১৪ হইতে হীরমকে আনাইলেন। সে নপ্তালি বংশীয় এক বিধবার পুত্র, এবং তাহার পিত। সোর নগরস্থ এক জন কাংস্তকার, পিত্তলের সমস্ত কৰ্ম্ম করিতে সে জ্ঞান, বুদ্ধি ও বিদ্যায় পরিপূর্ণ ছিল ; সে শলেমন রাজার কাছে আসিয় তাহার সমস্ত কাৰ্য্য করিল। সে পিত্তলের দুই স্তম্ভ নিৰ্ম্মাণ করিল ; তাহার এক এক স্তন্ত আঠার হস্ত উচ্চ, এবং বার হস্ত পার১৬ মিত স্বত্র দুই স্তম্ভ বেষ্টন করিল। আর দুই স্তস্তের মস্তকে স্থাপনার্থে সে ছাচে ঢাল। পিত্তলময় দুই মথল নিৰ্ম্মাণ করিল, এক মথিলার উচ্চতা পাচ হস্ত, দ্বিতীয় ১৭ মাখলার উচ্চতা ও পাচ হস্ত । স্তত্তের উপরিস্থ সেই মাথলার জষ্ঠ জলকাৰ্য্যের জাল ও শৃঙ্খলের কাৰ্য্যের পাকান রজ্জ ছিল ; এক মথিলার জন্ত সাতটা, অন্ত 3 & 295