পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ >o ७ ১৮ মাথলার জন্তাও সাতটা । এইরূপে সে স্তম্ভ দুইটা নিৰ্ম্মাণ করিল ; আর স্তম্ভের উপরিস্থ মাথল। আচ্ছাদন জন্তু জলকায্যের উপরে বেষ্টন করিতে দুই শ্রেণী নিৰ্ম্ম।ণ করিল ; এবং অন্ত মাথলার জন্যও ১৯ তদ্রুপ করিল। আর বারাণ্ডাতে দুই স্তম্ভের উপরিস্থ মাথলা চার হস্ত পর্য্যন্ত শোশন পুষ্পের আকৃতি২০ বিশিষ্ট ছিল । আর দুই স্তস্তর উপরে, জালকার্য্যের নিকটস্থ মোট ভাগের কাছে মাথল ছিল ; এবং অন্ত মাথলার উপরে চারিদিকে শ্রেণীবদ্ধ দুই ২১ শত দাড়ম্ব ছিল । পরে সে ঐ দুই স্তম্ভ মন্দিরের বারাণ্ডাতে স্থাপন করিল, এবং দক্ষিণ স্তম্ভ স্থাপন করিয়৷ তাহার নাম যার্থীন [তিনি মুস্থির করিবেন] রাখিল, এবং বাম স্তস্ত স্থাপন করিয়। তাহার নাম ২২ বোয়স ইহাতেই বলা রাখল। ঐ দুই স্তস্তের উপরে শোশন পুষ্পের আকৃতি ছিল ; এইরূপে দুই স্তস্তের কাৰ্য্য সমাপ্ত হইল । পরে সে ছাচে ঢালা এক গোলাকার সমুদ্র-পাত্র নিৰ্ম্মাণ করিল, তাহ। এক কাণ অবধি অন্ত কাণ৷ পৰ্য্যন্ত দশ হস্ত, ও তাহার উচ্চত। পাচ হস্ত, এবং ২৪ তাহার পরিধি ত্রিশ হস্ত ছিল। আর চারিদিকে কণর নীচে সমুদ্র-পাত্র বেষ্টনকারী বাৰ্ত্তাকার শ্রেণী ছিল, প্রত্যেক হস্ত পরিমাণের মধ্যে দশ দশ বাৰ্ত্তাকী ছিল ; বৰ্ত্তকার দুই শ্রেণী ছিল, ঐ পাত্র ঢালিবার ২৫ সময়ে সেই সকল ছাঁচে ঢাল। গিয়াছিল। ঐ পাত্র বারটা গোরুর উপরে স্থাপিত ছিল : তাহাদের তিনটী উত্তরমুখ, তিনটী পশ্চিমমুখ, তিনটী দক্ষিণমুখ, ও তিনটী পুৰ্ব্বমুখ ছিল ; এবং সমুদ্র-পত্রি তাহদের উপরে রহিল ; তাহদের সকলের পশ্চাদৃভাগ ভিতরে ২৬ থাকিল । ঐ পাত্র চারি অঙ্গুলি পুরু, ও তাহার কাণ৷ পানপত্রের কণার সদৃশ, শোশন পুষ্পাকার ছিল ; তাহাতে দুই সহস্র বাৎ ধরিত। ২৭ পরে সে পিত্তলময় দশ পীঠ নিৰ্ম্মাণ করিল। এক এক পীঠ চারি হস্ত দীর্ঘ, চারি হস্ত প্রস্থ ও তিন হস্ত উচ্চ ছিল। সেই সকল পীঠের গঠন এইরূপ : তাহদের পাট। ছিল, সেই সকল পাট। বিটের মধ্যে ছিল। আর বিটের পাটায় সিংহ, গোরু ও করব ছিল, এবং উপরি ভাগে বিট সকলের উপরে বৈঠক ছিল, এবং সিংহ ও গোরু সকলের নীচে ঝুলান মালার মত কাজ ছিল। প্রত্যেক পীঠের পিত্তলময় চারি চক্র ও পিত্তলময় আল ছিল, এবং চারি পায়াতে স্থাপিত অবলম্বন ছিল, সেই সকল অবলম্বন প্রক্ষালনপাত্রের নীচে ঢাল ছিল, ও প্রত্যেকের পার্থে মাল ছিল । আীর মাখলার মধ্যে ও তাহার উপরে তাহার মুখ এক হস্ত, কিন্তু তাহার মুখ বৈঠকের আকৃতির ন্তায় গোল ও দেড় হস্ত পরিমিত ; এবং তাহার মুখের উপরেও শিল্পকাৰ্য্য ছিল ; এবং তাহার পাট সকল ৩২ গোল নয়, চতুষ্কোণ ছিল । আর পীটার নীচে চারি চক্র ; ঐ চক্রের আল পীঠের সহিত সংযুক্ত ছিল ; Rరి ーケ રજ ১ রাজাবলি । [ ৭ ; ১৮-৫০ ৷ ৩৩ তাহার প্রত্যেক চক্র দেড় হস্ত উচ্চ। আর চক্র সকলের গঠন রথচক্রের গঠনের দ্যায়, এবং আল, নেমি, ৩৪ আড় ও নাভি সকল ছাচে ঢাল ছিল। আর প্রত্যেক পীঠের চারি কোণে স্থাপিত চারি অবলম্বন ছিল ; ৩৫ সেই অবলম্বন স্বয়ং পীঠের সহিত নিৰ্ম্মিত ছিল। ঐ পীঠের উপরিস্থ অৰ্দ্ধ হস্ত উচ্চ বৰ্ত্তলাকার হাতল এবং পীঠের উপরিস্থ অবলম্বন ও পাট। তাহার সহিত ৩৬ নিৰ্ম্মিত ছিল । আর সে তাহার অবলম্বনের প্রদেশে ও তাহার ধারে প্রত্যেকের স্থান-পরিমাণানুসারে কক্সব, সিংহ ও খর্জুর বৃক্ষ ক্ষুদিল ও চারিদিকে মাল৷ দিল । ৩৭ এইরূপে সে সেই দশটা পীঠ নিৰ্ম্মাণ করিল ; সকলগুলিই এক ছাচে, এক পরিমাণে ও এক আকারে নিৰ্ম্মিত । পরে সে পিত্তলময় দশটা প্রক্ষালন-পাত্ৰ নিৰ্ম্মাণ করিল, তাহার প্রত্যেক পাত্রে চল্লিশ বাৎ ধরিত, এবং প্রত্যেক পাত্র চারি হস্ত পরিমিত ছিল ; আর ঐ দশটী পীঠের মধ্যে এক এক পীঠের উপরে এক এক ৩৯ প্রক্ষালন-পাত্র থাকিত । আর সে গৃহের দক্ষিণ পার্শ্বে পাঁচ পীঠ ও বাম পার্থে পাঁচ পীঠ রাগিল; আর গৃহের দক্ষিণ পার্শ্বে পুৰ্ব্বদিকে দক্ষিণদিকের সন্মুখ সমুদ্র৪০ পাত্র স্থাপন করিল । হীরম ঐ সকল প্রক্ষালন-পাত্র, হাত ও বাটি নিৰ্ম্মাণ করিল। এইরূপে হীরম শলোমন রাজার জন্ত সদাপ্রভুর গৃহের যে সকল কৰ্ম্মে প্রবৃত্ত হইয়াছিল, সে সমস্ত ৪১ সমাপ্ত করিল ; অর্থাৎ দুই স্তম্ভ, ও সেই স্তস্তের উপরিস্থ মথিলার দুই গোলাকার, ও সেই স্তস্তের উপরিস্থ মাথলার দুই গোলাকার আচ্ছাদনার্থক দুই ৪২ জলকীয্য ; আর দুই জলকাৰ্য্যের জন্ত চারি শত দাড়িম্বাকার, অর্থাৎ স্তম্ভের উপরিস্থ মাথলার দুই গোলাকার আচ্ছাদনার্থক এক এক জলিকাৰ্য্যের জন্ত দুই ৪৩ শ্রেণী দড়িম্বীকার ; আর দশটা পীঠ ও পীঠের উপরে ৪৪ দশটা প্রক্ষালন-পাত্র ; এবং একটা সমুদ্র-পাত্র ও সমুদ্র৪৫ পাত্রের নীচে দ্বাদশ গোরু ; এবং স্থালী, হাতা ও বাটি ; এই যে সকল পাত্র হীরম শলোমন রাজার নিমিত্ত সদাপ্রভুর গৃহের জন্ত প্রস্তুত করিল, সকলই ৪৬ তেজোময় পিত্তল দ্বারা নিৰ্ম্মাণ করিল। রাজা যদিনের অঞ্চলে সুকোৎ ও সর্তনের মধ্যস্থিত কর্দম ভূমিতে ৪৭ তাহ ঢালাইলেন। আর শলোমন অতি বাহুল্যপ্রযুক্ত ঐ সকল পাত্র তেল করিলেন না ; পিত্তলের পরিমাণ ৪৮ নির্ণয় করা গেল না। শলোমন সদাপ্রভুর গৃহস্থিত সমস্ত পাত্ৰ নিৰ্ম্মাণ করাইলেন : স্বর্ণবেদি ও দর্শন৪৯ রট রাখিবার স্বর্ণমেজ ; এবং অন্তগূহের সম্মুখে দক্ষিণে পাচটা ও বামে পচটী নিৰ্ম্মল স্বর্ণময় দীপ৫• বৃক্ষ, এবং স্বর্ণময় পুষ্প, প্রদীপ ও চিমটা ; আর নিৰ্ম্মল স্বর্ণময় ডাবর, কৰ্ত্তরী, বাটি, চমস ও অঙ্গার-পাত্ৰ ; এবং ভিতরের গৃহের অর্থাৎ মহাপবিত্র স্থানের কবাটের জন্ত এবং গৃহের অর্থাৎ মন্দিরের কবটের জন্ত স্বর্ণময় কবজ করাইলেন । - 9ty 296