পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* このデ স্বর্গ ও স্বর্গের স্বর্গ তোমাকে ধারণ করিতে পারে না, ২৮ তবে আমার নিৰ্ম্মিত এই গৃহ কি পরিবে ? তথাপি হে সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমি আপন দাসের প্রাধনায় ও বিনতিতে মনোযোগ কর, তোমার দাস অদ্য তোমার নিকটে যে কাকুক্তি ও প্রার্থনা করিতেছে, ২৯ তাহ শুন । যে স্থানের বিষয়ে তুমি বলিয়াছ, আমার নাম সেই স্থানে থাকিবে, সে স্থানের অর্থাৎ এই গৃহের প্রতি তোমার চক্ষু দিবারাত্র উন্মলিত থাকুক, এবং এই স্থানের অভিমুখে তোমার দাস যে প্রার্থনা ৩০ করে, তাহ শুনিও । আর তোমার দাস ও তোমার লোক ইস্রায়েল যখন এই স্থানের অভিমুখে প্রার্থন করিবে, তখন তাহদের বিনতিতে কর্ণপাত করিও ; তোমার নিবাস-স্থান স্বর্গে তাহ শুনিও, এবং শুনিয়া ক্ষমা করিও । কেহ আপন প্রতিবাসীর বিরুদ্ধে পাপ করিলে যদি তাহীকে দিব্য করাইবার জন্ত কোন দিব্য নিশ্চিত হয়, আর সে আসিয়া এই গৃহে তোমার যজ্ঞবেদির ৩২ সম্মুখে সেই দিব্য করে ; তবে তুমি স্বর্গে তাহ শুনিও, এবং নিম্পত্তি করিয়া আপন দাসদের বিচার করিও : দোষীকে দোষী করিয়া তাহার কৰ্ম্মের ফল তাহার মস্তকে বৰ্ত্তাইও, এবং ধাৰ্ম্মিককে ধাৰ্ম্মিক করিয়৷ তাহার ধাৰ্ম্মিকতানুযায়ী ফল দিও। তোমার প্রজ। ইস্রায়েল তোমার বিরুদ্ধে পাপ করণ প্রযুক্ত শক্রর সম্মুখে আহত হইলে পর যদি পুনৰবার তোমার দিকে ফিরে, এবং এই গৃহে তোমার নামের স্তব করিয়া তোমার নিকট প্রার্থনা ও বিনতি করে : ৩৪ তবে তুমি স্বর্গে তাহ শুনিও, এবং আপন প্রজ ইস্রায়েলের পাপ ক্ষমা করিও, আর তাহদের পিতৃপুরুষদিগকে এই যে দেশ দিয়াছ, এখানে পুনৰ্ব্বার তাহাদিগকে আনিও । তোমার বিরুদ্ধে তাহীদের পাপ প্রযুক্ত যদি আকাশ রুদ্ধ হয়, বৃষ্টি ন হয়, আর লোকেরা যদি এই স্থানের অভিমুখে প্রার্থন করে, তোমার নামের স্তব করে, এবং তোম। হইতে দুঃখ পাওয়াতে আপন আপন পাপ ৩৬ হইতে ফিরে ; তবে তুমি স্বর্গে তাই শুনিও, এবং আপন দাসদের ও অপেন প্রজ ইস্রায়েলের পাপ ক্ষম। করিও, ও তাহদের গন্তব্য সৎপথ তাহাদিগকে দেখাইও ; এবং তুমি আপন প্রজাদিগকে যে দেশ অধিকারার্থে দিয়াছ, তোমার সেই দেশে বৃষ্টি পাঠাইও । দেশের মধ্যে যদি দুভিক্ষ হয়, যদি মহামারী হয়, যদি শস্যের শেষ কি মানি, পঙ্গপাল কি কীট হয়, যদি তাহদের শক্রগণ তাহদের দেশে নগরে নগরে তাহাদিগকে অবরোধ করে, যদি কোন মারীর ব৷ ৩৮ রোগের প্রাচুর্ভাব হয় ; তাহ হইলে কোন ব্যক্ত ব৷ তোমার সমস্ত প্রজ ইস্রায়েল, যাহার প্রত্যেকে আপন আপন মনের মারা জানে, এবং এই গৃহের দিকে অঞ্জলি বিস্তার করিয়৷ কোন প্রাথন কি বিনতি করে ; ৩৯ তবে তুমি তোমার নিবাস-স্থান স্বর্গে তাহ শুনিও, 3 ס\ ෆථා ○3 © ዓ ১ রাজাবলি । ه 6 – مراج و سي ] এবং ক্ষম করিও, কাৰ্য্য করিও, এবং প্রত্যেক জনকে স্ব স্ব পথ অনুযায়ী প্রতিফল দিও—তুমি ত তাহদের অন্তঃকরণ জান, কেননা একমাত্ৰ তুমিই যাবতীয় ৪ - মনুষ্য-সন্তানের অন্তঃকরণ জ্ঞাত আছে –যেন অমাদের পিতৃপুরুষদিগকে তুমি যে দেশ দিয়াছ, এই দেশে তাহার। যত দিন জীবৎ থাকিবে, তাবৎ তোমাকে ভয় করে । অধিকন্তু তোমার প্রজ ইস্রায়েল গোষ্ঠীয় নয়, এমন কোন বিদেশী যখন তোমার নামের অনুরোধে দূর ৪২ দেশ হইতে আসিবে,—কারণ তাহার তোমার মহানাম, তোমার বলবান হস্ত ও তোমার বিস্তারিত বাহুর কথা শ্রবণ করিবে ;–যখন সে আসিয়া এই গৃহের ৪৩ অভিমুখে প্রার্থনা করিবে, তখন তুমি তোমার নিবাসস্থান স্বর্গে তাহ শুনিও ; এবং সেই বিদেশী তোমার নিকটে যে কিছু প্রাথন করিবে, তদনুসারে করিও ; যেন তোমার প্রজ। হস্রায়েলের দ্যায় তোমাকে ভয় করগার্থে পৃথিবীস্থ সমস্ত জাতি তোমার নাম জ্ঞাত হয়, এবং তাহার। জানিতে পায় যে, আমার নিৰ্ম্মিত এই গৃহের উপরে তোমারই নাম কীৰ্ত্তিত । তুমি আপন প্রজাদিগকে কোন পথে প্রেরণ করিলে যদি তাহারা আপন শক্রগণের সহিত যুদ্ধ করিতে বাহির হয়, এবং তোমার মনোনীত নগরের অভিমুখে ও তোমার নামের জন্ত আমার নিৰ্ম্মিত গৃহের অভি৪৫ মুখে সদাপ্রভুর কাছে প্রার্থনা করে ; তবে তুমি স্বর্গে তাহদের প্রার্থন ও বিনতি শুনিও, এবং তাহীদের ৪৬ বিচার নিপত্তি করিও । তাহার। যদি তোমার বিরুদ্ধে পাপ করে—কেনন। পাপ না করে এমন কোন মনুষ্য নাই – এবং তুমি যদি তাহীদের প্রতি ক্রুদ্ধ হইয়৷ শক্রর হস্তে তাহাদিগকে সমর্পণ কর, ও শক্রগণ তাঁহাদিগকে বন্দি করিয়া দুরন্থ কিম্ব নিকটস্থ শক্র-দেশে ৪৭ লইয়া যায় ; তথাপি যে দেশে তাহারা বন্দিরূপে নীত হইয়াছে, সেই দেশে যদি মনে মনে বিবেচন৷ করে, ও ফিরে, এবং যাহার। তাহাদিগকে বন্দি। করিয়া লইয়। গিয়াছে, তাহদের দেশে যদি তোমার কাছে বিনতি করিয়৷ বলে, আমরা পাপ করিয়াছি, ৪৮ অপরাধী হইয়াছি, দুষ্টlfম করিয়াছি ; যে শক্রগণ তাহাদিগকে লইয়া গিয়াছে, তাহদের দেশে যদি সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণের সহিত তোমার কাছে ফিরিয়া আইসে এবং তুম তাহদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছ, আপনাদের সেই দেশের অভিমুখে, তোমার মনোনীত নগরের অভিমুখে ও তোমার নামের জন্ত আমার নিৰ্ম্মিত পূহের অভিমুখে যদি তোমার ৪৯ কাছে প্রাথন করে ; তবে তুমি তোমার নিবাস-স্থান স্বর্গে তাহদের প্রার্থন ও বিনতি শুনিও, এবং তাই৫০ দের বিচার নিম্পত্তি করিও ; আর তোমার যে প্রজার তোমার বিরুদ্ধে পাপ করিয়াছে, তাহাদিগকে ক্ষম। করিও, এবং তোমার বিরুদ্ধে কৃত তাহদের সমস্ত অধৰ্ম্ম মজ্জন করিও ; আর যাহারা তাহাদিগকে S X 88 298