পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ඵ් ෆ (~ বৎসরে বাশা নদবকে বধ করিয়া তাহীর পদে রাজ ২৯ হন। রাজ হইয়াই বাশী যারবিয়ামের সমস্ত কুলকে আঘাত করেন। সদাপ্রভু আপন দাস শীলোনীয় আহিয়ের দ্বারা যে বাক্য বলিয়াছিলেন, তদনুসারে বাশ। যারবিয়ামের সম্পৰ্কীয় শ্বাসবিশিষ্ট কাহাকেও অবশিষ্ট রাখিলেন না, সকলকেই সংহার করিলেন । ৩০ ইহার কারণ এই, যারবিয়াম অনেক পাপ করিয়াছিলেন, এবং তদ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন: ফলে এই অসন্তোষজনক কৰ্ম্ম দ্বারা তিনি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে অসন্তুষ্ট করিয়াছিলেন। নাদবের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত কৰ্ম্ম-বিবরণ কি ইস্রায়েল-রাজগণের ইতিহাসপুস্তকে লিখিত নাই ? ৩২ আর আসার ও ইস্রায়েল-রাজ বাশার মধ্যে যাবজ্জীবন যুদ্ধ হইত। যিহুদা-রাজ আসার তৃতীয় বৎসরে অহিয়ের পুত্ৰ বশি তিসাতে সমস্ত ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে ৩৪ আরিস্ত করিয়া চব্বিশ বৎসর রাজত্ব করেন। সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তিনি তাহাই করিতেন, এবং যারবিয়ামের পথে, যদ্বারা তিনি ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তাহার সেই পাপ-পথে চলিতেন । S\b পরে হননির পুত্র যেহুর নিকটে বাশার বিরুদ্ধে সদীপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, আমি তোমাকে ধূলির মধ্য হইতে উঠাইলাম, ও আপন প্রজ ইস্রায়েলের অধ্যক্ষ করিলাম, কিন্তু তুমি যারবিয়ামের পথে চলিয়াছ, আমার প্রজ ইস্রায়েলকে পাপ করাইয় তাহদের পাপ দ্বারা আমাকে অসন্তুষ্ট ৩ করিয়াছ। দেখ, আমি বাশাকে ও তাহার কুলকে বাটি দিব ; এবং তোমার কুলকে নবাটের পুত্র যার৪ বিয়ামের কুলের সমান করিব । বাশার যে কেহ নগরে মরিবে, কুকুরের তাহাকে খাইবে ; এবং যে কেহ মাঠে মরিবে, আকাশের পক্ষীরা তাহাকে খাইবে । ৫ বাশার অবশিষ্ট বৃত্তান্ত, তাহার কৰ্ম্ম-বিবরণ ও বিক্রমের কার্য্য কি ইস্রায়েল-রাজগণের ইতিহাসপুস্তকে ৬ লিখিত নাই ? পরে বাশা আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, ও তির্মাতে কবরপ্রাপ্ত হইলেন: এবং ৭ তাহার পুত্র এলা তাহার পদে রাজা হইলেন। আবার হনানির পুত্র যেহু ভাববাদী দ্বারা বাশার ও তাহার কুলের বিরুদ্ধে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইয়াছিল, তাহার কারণ, একে ত বাশা সদাপ্রভুর সাক্ষাতে যে সকল দুস্কিয়া করিয়া আপন হস্তকৃত কায্য দ্বারা তাহাকে অসন্তুষ্ট করিয়াছিলেন, সেই সকলের দ্বারা যারবিয়ামের কুলের সমান হইয়াছিলেন, আবার সেই কুলকে আঘাত করিয়াছিলেন । ৮ যিহুদী-রাজ আসার ষড়বিংশ বৎসরে বাশার পুত্র এল তিসাতে ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ ৯ করিয়া দুই বৎসর রাজত্ব করেন। পরে তাহার অৰ্দ্ধসংখ্যক রথের অধ্যক্ষ সিম্রি নামে তাহার দাস তাহার বিরুদ্ধে চক্রান্ত করিলেন। এল তিসাতে রাজ ○ ) ○○ ১ রাজাবলি । [ ১ ৫ ; ২৯ – ১ ৬ ; ২৪ । বাটীর অধ্যক্ষ অর্সার গৃহে পান করিয়৷ মত্ত হইলেন, ১০ আর সিম্রি ভিতর গিয়া যিহুদা-রাজ আসার সপ্তবিংশ বৎসরে তাহাকে আঘাত করিয়া মারিয়া ফেলিলেন, ও তাহার পদে রাজা হইলেন। ১১ রাজত্বের আরম্ভকালে তিনি সিংহাসনে উপবিষ্ট হইবামাত্র বাশার সমস্ত কুলকে আঘাত করিলেন ; তাহার কুলে কোন পুরুষকে, তাহার জ্ঞাতি কিম্ব। ১২ মিত্র কাহাকেও অবশিষ্ট রাখিলেন না । ফলতঃ সদাপ্রভু যেহু ভাববাদী দ্বার। বাশার বিরুদ্ধে যে কথা বলিয়াছিলেন, তদনুসারে সিম্রি বাশার সমস্ত কুল ১৩ সংহার করিলেন । ইহার কারণ বাশার সমস্ত পাপ ও তাহার পুত্র এলার পাপাচার ; তাহারা আপনার পাপ করিয়াছিলেন, এবং ইস্রায়েলকেও পাপ করাইয় ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে আপনাদের আসার প্রতিম ১৪ দ্বারা অসন্তুষ্ট করিয়াছিলেন। এলার অবশিষ্ট বৃত্তান্ত ও তাহার সমস্ত কৰ্ম্মের বিবরণ ইস্রায়েল-রাজগণের ইতিহাসপুস্তকে কি লিখিত নাই ? ১৫ যিহুদা-রাজ আসার সপ্তবিংশ বৎসরে সিম্রি সাত দিন তিসাতে রাজত্ব করেন ; সেই সময়ে লোকেরা পলেষ্টীয়দের অধিকৃত গিববথোনের বিরুদ্ধে শিবির ১৬ স্থাপন করিয়াছিল। পরে সেই শিবিরস্থ লোকেরা শুনিল যে, সিম্রি চক্রান্ত করিয়াছে ও রাজাকে আঘাত করিয়াছে ; তখন সমস্ত ইস্রায়েল সেই দিন শিবিরের মধ্যে অস্ত্রি নামক সেনাপতিকে ইস্রায়েলের উপরে ১৭ রাজা করিল । পরে অস্ত্রি ও তাহার সহিত সমস্ত ইস্রায়েল গিববথোন হইতে যাত্রা করিয়া তিস অব১৮ রোধ করিলেন । আর নগর হস্তগত হইল দেখিয়া সিম্রি রাজবাটীর দুর্গে গিয়া আপনার উপরে রাজবাটীতে আগুন দিয়া পোড়াইয় দিলেন ও পুড়িয় ১৯ মরিলেন । ইহার কারণ তাহার পাপাচার, ফলতঃ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন, যারবিয়ামের পথে চলিতেন, তিনি নিজে পাপ করিয়া ২০ ইস্রায়েলকেও পাপ করাইয়ছিলেন । সিম্রির অবশিষ্ট বৃত্তান্ত ও তাহার কৃত চক্রান্তের বিষয় ইস্রায়েল-রাজগণের ইতিহাসপুস্তকে কি লিখিত নাই ? তৎকালে ইস্রায়েলের লোকেরা দুই দল হইল : অৰ্দ্ধেক লোক গীনতের পুত্র তিনিকে রাজা করিতে তাহার অনুগামী হইল, আর অৰ্দ্ধেক লোক আম্রির ২২ অনুগামী হইল। কিন্তু আম্রির অনুগামী লোকেরা গীনতের পুত্র তিবৃনির অনুগামীদিগকে পরাজয় করিল; আর তিবৃনি মরিলেন, এবং আম্রি রাজী হইলেন। অম্রি ও অাহাব রাজার বিবরণ। যিহুদা-রাজ আসার একত্রিংশ বৎসরে অস্ত্রি ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করিয়া বার বৎসর রাজত্ব করেন ; তিনি ছয় বৎসর তিসাতে ২৪ রাজত্ব করেন। পরে তিনি দুই তালন্ত রৌপ্য মূল্য দিয়া শেমরের কাছে শমরিয়া পাহাড় ক্রয় করিলেন, ース〉 ২৩ 308