পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S) У о পুত্ৰটী আমাকে দেও। পরে তিনি তাহার ক্রেীড় হইতে ছেলেটকে লইয়া উপরে আপনার থাকিবার কুঠরীতে গিয়া আপন শয্যায় শোয়াইয়া দিলেন । ২• আর তিনি সদাপ্রভুকে ডাকিয় কহিলেন, হে সদাপ্রভূ, আমার ঈ স্বর, আমি যে বিধবার বাটীতে প্রবাস কfরতেছি, তুমি কি তাহার পুত্রকে মারিয়া ফেলিয়৷ ২১ তাহারও উপরে অমঙ্গল উপস্থিত করিলে পরে তিনি বালকটীর উপরে তিন বার আপন শরীর লম্বমান করিয়া সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে সদাপ্রভু, আমার ঈশ্বর, বিনয় করি, এই বালকের মধ্যে ২২ প্রাণ ফিরিয়া আহক। তখন সদাপ্রভু এলিয়ের রবে কর্ণপাত করিলেন, তাহাতে বালকটীর প্রাণ তাহার ২৩ মধ্যে ফিরিয়া আসিল, সে পুনজীবিত হইল। পরে এলিয় বালকটাকে লইয়া উপরিস্থ কুঠরী হইতে গৃহমধ্যে নামিয়। গিয়া তাহার মাতার কাছে সমর্পণ করিলেন ; আর এলিয় কহিলেন, দেখ, তোমার পুত্র ২৪ জীবিত। তাহাতে সে স্ত্রী এলিয়কে কহিল, এখন আমি জানিতে পারিলাম, আপনি ঈশ্বরের লোক, এবং সদাপ্রভুর যে বাক্য আপনার মুখে আছে, তাহ সত্য । বালদেবের যাজকদের লজ্জিত ও নিহত হইবার বৃত্তান্ত । Sb 」。" দিনের পর এইরূপ ঘটিল। তৃতীয় বৎসরে এলিয়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি গিয়া আহাবকে দেখা দেও ; ২ পরে আমি ভূতলে বৃষ্টি প্রেরণ করব । তাহতে এলিয় আহাবকে দেখা দিতে গেলেন । তৎকালে শমরিয়ায় ৩ ভারী দুৰ্ভিক্ষ হইয়াছিল । আর আহাব রাজবাটীর অধ্যক্ষ ওবদিয়কে ডাকিলেন। ওবাদয় সদাপ্রভুকে ৪ অতিশয় ভয় করিতেন ; আর যে সময়ে ঈষেবল সদাপ্রভুর ভাববাদিগণকে উচ্ছেদ করিতেছিল, সেই সময়ে ওবাদয় এক শত ভাববাদীকে লইয়৷ পঞ্চাশ পঞ্চাশ জন করিয়া গহবরের মধ্যে লুকাইয়। রাখিয়াছিলেন, আর তিনি অন্ন জল দিয়। তাহাদিগকে প্রতিপালন ৫ করিতেন । আহাব ওবদিয়কে কহলেন, দেশের মধ্যে যত জলের উনুই ও স্রোতোমাগ আছে, তুমি সেইগুলির কাছে যাও ; হয় ত আমরা কিছু তৃণ পাইতে পারিব, এবং অশ্ব ও অশ্বতর সকলের প্রাণ রক্ষা ৬ করিব, নতুবা সমস্ত পশু হারাইতে হইবে। আর তাহার দেশে পরিভ্রমণ করণ।থে আপনাদের মধ্যে দেশ দুই ভাগ করিয়া লইলেন ; আহবে স্বতন্ত্র এক পথে গেলেন, এবং ওবদিয় স্বতন্ত্র অন্ত পথে গেলেন । ৭ ওবদিয় পথ দিয়া যাইতেছিলেন, এমন সময়ে, দেখ, এলিয় তাহার সম্মুখে উপস্থিত ; তখন ওবাদয় তাহাকে চিনিয়া উবুড় হইয় পড়িয়া কহিলেন, আপনি ৮ কি আমার প্রভু এলিয় । তিনি উত্তর করিলেন, আমি সেই ; যাও, তোমার প্রভুকে বল, দেখুন, এালয় ১ রাজাবলি । [ ১ ৭ ; ২০ – ১৮ ; ২২ } ৯ উপস্থিত । তিনি কহিলেন, আমি কি পাপ করিলাম যে, আপনি আপন দাস আমাকে বধ করণ।থে তাহা১ e বের হস্তে সমপণ করিতে চাহেন ? আপনার ঈশ্বর জীবন্ত সদাপ্রভুর দিব্য, এমন কোন জাতি কি রাজ্য নাই, যাহার নিকটে আমার প্রভু আপনার অন্বেষণে দূত পাঠান নাই ; আর যখন তাহার। বলিল, সে ব্যক্তি নাই ; তখন তাহার। আপনাকে পাইতে পারে নাই বলিয়। তিনি সেই সকল রাজ্যের ও জাতির ১১ লোকদিগকে শপথও করাইয়াছেন । এখন আপনি বলিতেছেন, যাও, তোমার প্রভুকে বল, দেখুন, এলিয় ১২ উপস্থিত । আর আমি আপনার নিকট হইতে গেলেই সদাপ্রভুর আত্ম। আমার অজ্ঞাত কোন স্থানে আপনাকে লইয়। যাইবেন, তাহাতে আমি গিয়া আহাবকে ংবাদ দিলে যদি তিনি আপনার উ.দশ না পান, তবে আমাকে বধ করিবেন ; কিন্তু আপনার দাস আমি বাল্যাবধি সদাপ্রভুকে ভয় করিয়া আসিতেছি । ১৩ ঈষেবল যখন সদাপ্রভুর ভাববাদিগণকে বধ করিতেছিলেন, তখন আমি যাহা করিয়াছিলাম, তাই কি আমার প্রভু শুনেন নাই ? আমি পঞ্চাশ পঞ্চাশ জন করিয়া সদাপ্রভুর এক শত ভাববাদীকে গহবরে লুকাইয়া রাখিয়া অন্ন জল দিয়া প্রতিপালন করিয়াছি। ১৪ আর এখন আপনি বলিতেছেন, যাও, তোমার প্রভুকে বল, দেখুন, এলিয় উপস্থিত ; তিনি ত আমাকে বধ ১৫ কfরবেন। এলিয় কহিলেন, আমি যাহার সাক্ষাতে দণ্ডায়মান, সেই বাহিনীগণের জীবন্ত সদাপ্রভুর দিব্য, ১৬ আমি অদ্য অবশ্ব তাহাকে দেখা দিব । তখন ওবদিয় আহাবের সহিত সাক্ষাৎ করিতে গেলেন ও তাহাকে ংবাদ দিলেন : তাহাতে আহাব এলিয়ের সহিত ১৭ সাক্ষাৎ করিতে গেলেন। এলিয়ের দেখা পাইবামাত্র অtহবে তাহাকে কহিলেন, হে হস্রায়েলের কণ্টক, ১৮ এ কি তুমি ? এলিয় কহিলেন, আমি ইস্রায়েলের কণ্টক হই নাই, কিন্তু আপনি ও আপনার পিতৃকুল; কেননা আপনার সদাপ্রভুর আজ্ঞ সকল ত্যাগ করিয়াছেন, এবং আপনি বালদেবগণের অনুগামী হইয়া১৯ ছেন। এখন লোক পঠাইয়া সমস্ত হস্রায়েলকে কৰ্ম্মিল পববতে আমার নিকটে একত্র করুন, এবং বালের ভাববাদী সেই চারি শত পঞ্চাশ জনকে ও আশেরার ভাববাদী সেই চারি শত জনকেও উপস্থিত করুন, যাহার ঈষেবলের মেজে ভোজন করিয়া থাকে। ২• তাহাতে আহাব সমস্ত ইস্রায়েল-সন্তানের কাছে লোক পাঠাইলেন, এবং সেই ভাববাদিগণকে কম্মিল পৰ্ব্বতে একত্র করিলেন । - পরে এলিয় সমস্ত লোকের নিকটে উপস্থিত হইয়া কহিলেন, তোমরা কত কাল দুই নৌকায় পা দিয়া থাকিবে ? সদাপ্রভু যদি ঈশ্বর হন, তবে তাহার অনুগামী হও ; আর বাল যদি ঈশ্বর হয়, তবে তাহার অনুগামী হও । কিন্তু লোকেরা তাহাকে কোন উত্তর ২২ দিল না। তখন এলিয় লোকদিগকে কহিলেন, আমি, SRN 310