পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

О 3. o যিহোশাফট এবং ইদোমের রাজ তাহার কাছে নামিয়া ১৩ গেলেন । তখন ইলীশায় ইস্রায়েলের রাজাকে কহিলেন, আপনার সহিত আমার বিষয় কি ? আপনি আপন পিতার ভাববাদীদের ও আপন মাতার ভাববাদীদের নিকট ষাউন। ইস্রায়েলের রাজা কহিলেন, তাহা নয়, কেননা মোয়াবের হস্তে সমর্পণ করিবার জন্ত সদাপ্রভু এই তিন রাজাকে এক সঙ্গে আহ্বান ১৪ করিয়াছেন। ইলীশায় কহিলেন আমি যাহার সাক্ষাতে দণ্ডায়মান, সেই বাহিনীগণের জীবন্ত সদাপ্রভুর দিব্য, যদি যিহুদা-রাজ যিহেশাফটের মুখের দিকে না চাহিতাম, তবে আপনার প্রতি দৃষ্টিপাত করিতাম না, ১৫ আপনাকে দেখিতাম না । যাহা হউক, এখন আমার নিকটে এক জন বীণাবাদককে আনা হউক । পরে বাদক বীণা বাজাইলে সদাপ্রভুর হস্ত ইলীশায়ের ১৬ উপরে উপস্থিত হইল। আর তিনি কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই উপত্যক থাত১৭ ময় কর । কেননা সদাপ্রভু এই কথা কহেন, তোমরা বায়ু দেখিবে না, ও বৃষ্টি দেখিবে না, তথাপি এই উপত্যক জলে পরিপূর্ণ হইবে ; তাহাতে তোমরা, ১৮ তোমাদের পশুগণ ও বাহন সকল পান করিবে । আর সদাপ্রভুর দৃষ্টিতে এটা অতি ক্ষুদ্র বিষয়, তিনি মোয়াব১৯ কেও তোমাদের হস্তে সমর্পণ করিবেন। তখন তোমরা প্রত্যেক প্রাচীরবেষ্টিত নগরে ও প্রত্যেক উত্তম নগরে আঘাত করিবে, আর প্রত্যেক উত্তম বৃক্ষ কাটিয়া ফেলিবে, ও জলের উনুই সকল বুজাইয়া দিবে, এবং ২০ উর্বর্বর ক্ষেত্র সকল প্রস্তর দ্বার। নষ্ট করিবে। পরে প্রাতঃকালে নৈবেদ্য উৎসর্গ করিবার সময়ে দেখ, ইদোমের পথ দিয়া জল আসিয়া দেশ পরিপূর্ণ করিল। সমস্ত মোয়াব-বাসী যখন শুনিতে পাইল যে, রাজগণ তাহীদের বিরুদ্ধে যুদ্ধ করিতে আসিয়াছেন, তখন যাহারা সজ্জা পরিধান করিতে পারিত, তাহার। সকলে এবং ততোধিক বয়সের লোক সমাহত হইয় সীমাতে দাড়াইয়। রহিল। পরে তাহার প্রত্যুষে উঠিল, তখন সূৰ্য্য জলের উপরে চক্‌মক্‌ করিতেছিল, তাহাতে মোয়া২৩ বীয়ের সম্মুখে রক্তের ন্তায় রাঙ্গ। জল দেখিল । তখন তাহার কহিল, এ যে রক্ত ; সেই রাজগণ অবশু বিনষ্ট হইয়ছে, আর লোকেরা পরস্পর মারামারি করিয়া মরিয়াছে ; অতএব হে মোয়াব, এক্ষণে লুট করিতে = ৪ চল । পরে তাহারা ইস্রায়েলের শিবিরে উপস্থিত হইলে ইস্রায়েলীয়েরা উঠিয়া মোয়াবীয়দিগকে আঘাত করিল, তাহাতে উহার তাহদের সম্মুখ হইতে পলায়ন করিল, এবং তাহার মোয়াবীয়দিগকে আঘাত করিতে করিতে অগ্রসর হইয়া উহাদের দেশে প্রবেশ করিল। তাহার নগর সকল ভাঙ্গিয় ফেলিল, ও প্রত্যেক জন প্রত্যেক উৰ্ব্বর ক্ষেত্রে প্রস্তর ফেলিয় তাহী পরিপূর্ণ করিল, এবং জলের উনুই সকল বুজাইয়৷ দিল, ও উত্তম উত্তম বৃক্ষ সকল কাটিয়া ফেলিল ; কেবল কীৰ্ব-হরাসতে ー 。 ২ রাজাবলি । [ లి ; పిరి – 8 ; | তথাকার প্রস্তর সকল অবশিষ্ট রাখিল, কিন্তু ফিঙ্গাধারীর নগরের চারিদিকে গিয়া নিবাসীদিগকে আঘাত করিল। মোয়াবের রাজ যখন দেখিলেন যে, যুদ্ধ তাহার অসহ্য হইতেছে, তখন তিনি ইদোমের রাজার নিকটে ভেদ করিয়া যাইবার জন্ত সাত শত খড়গধারীকে আপনার সঙ্গে লইলেন ; কিন্তু তাহারা পারিল না । ২৭ পরে যে তাহার পদে রাজা হইত, আপনার সেই জ্যেষ্ঠ পুত্রকে লইয়া তিনি প্রাচীরের উপরে হোমবলিরূপে উৎসর্গ করিলেন । আর ইস্রায়েলের বিরুদ্ধে অতিশয় ক্ৰোধ উৎপন্ন হইল ; পরে তাহারা তাহার নিকট হইতে প্রস্থান করিয়া স্বদেশে ফিরিয়া গেল । ইলীশায়ের কৃত নানা অলৌকিক কাৰ্য্য । 3 একদা শিষ্য ভাববাদিগণের মধ্যে এক জনের স্ত্রী ইলীশায়ের কাছে কাদিয়া কহিল, আপনার দাস আমার স্বামী মরিয়াছেন ; আপনি জানেন, আপনার দাস সদাপ্রভুকে ভয় করিতেন ; এখন মহাজন আমার দুইটী সন্তানকে দাস করিবার জন্ত লইয়। যাইতে ২ আসিয়াছে। ইলশায় তাহাকে বলিলেন,আমি তোমার নিমিত্ত কি করিতে পারি ? বল দেখি, ঘরে তোমার কি আছে ? সে কহিল, এক বাটী তৈল ব্যতিরেকে ৩ আপনার দাসীর আর কিছু নাই। তখন তিনি কহিলেন, যাও, বাহির হইতে তোমার সমস্ত প্রতিবাসীর ৪ কাছে শূন্ত পাত্র চাহিয়৷ আন, অল্প আনিও না। পরে ভিতরে গিয়া তুমি ও তোমার পুত্রেরা ঘরে থাকিয়া দ্বার রুদ্ধ কর, এবং সেই সকল পাত্রে তৈল ঢাল ; এক এক পাত্র পূর্ণ হইলে তাহ এক দিকে রাখ। ৫ পরে সে স্ত্রীলোক তাহার নিকট হইতে প্রস্থান করিল, আর সে ও তাহার পুত্রের ঘরে থাকিয়া দ্বার রুদ্ধ করিল ; তাহারী পুনঃ পুনঃ তাহাকে পাত্ৰ আনিয়া ৬ দিল, এবং সে তৈল ঢালিল । সমস্ত পাত্র পূর্ণ হইলে পর সে আপন পুত্রকে কহিল, আর পাত্র আন । পুত্র কহিল, আর পাত্র নাই । তখন তৈলের স্রোত বদ্ধ ৭ হইল। পরে সে গিয়া ঈশ্বরের লোককে সংবাদ দিল । তিনি কহিলেন, যাও, সেই তৈল বিক্রয় করিয়া তোমার ঋণ পরিশোধ কর, এবং যাহা অবশিষ্ট থাকিবে, তদ্বারা তুমি ও তোমার পুত্রের দিনপাত কর। ৮ এক দিন ইলীশায় শুনেমে যান। তথায় এক ধনবতী মহিলা ছিলেন ; তিনি আগ্রহ সহকারে তাহাকে ভোজনের নিমন্ত্রণ করিলেন। পরে যত বীর তিনি ঐ পথ দিয়া যাইতেন, তত বার আহার করণার্থে সেই ৯ স্থানে যাইতেন। আর সেই মহিল৷ আপন স্বামীকে কহিলেন, দেখ, আমি বুঝিতে পারিয়াছি, এই যে ব্যক্তি আমাদের নিকট দিয়া যখন তখন যাতায়াত ১০ করেন, ইনি ঈশ্বরের এক জন পবিত্র লোক। বিনয় করি, আইস, আমরা প্রাচীরের উপরে একটী ক্ষুদ্র ২৬ 320