পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইয়া রাখিল ; পরে পুনরায় আসিয়া আর এক তাম্বুর ' মধ্যে গেল, এবং তথ। হইতেও দ্রব্যাদি লইয়া গিয়া | ৯ লুকাইয়। রাখিল। পরে তাহারা পরস্পর কহিল, আমাদের এ কাজ ভাল নয় ; আদ্য সুসংবাদের দিন, কিন্তু আমরা চুপ করিয়া আছি , যদি প্রভাত পৰ্য্যন্ত বিলম্ব করি, তবে আমাদের অপরাধ আমাদিগকে ধরিবে । এখন আইস, আমরা গিয়া রাজবাটীতে সংবাদ দিই। ১০ পরে তাহারা গিয়া নগরের দ্বার-রক্ষক দিগকে ডাকিয়া তাহাদিগকে সংবাদ দিল যে, আমরা আরামীয়দের শিবিরে গিয়াছিলাম : আর দেখ, সেখানে কেহ নাই, মানুষের শব্দও নাই, কেবল ঘোড়াগুলি বাধা ও গাধাগুলি বাধা, আর তাম্বু সকল যেমন ছিল, তেমনি ১১ আছে । তাইতে দ্বারপালদিগকে ডাকা হইলে তাহারা ভিতরে রাজবটী.ত সংবাদ দিল । পরে রাজ রাত্রিতে উঠিয়া আপন দাসগণকে কহিলেন, আরামীয়ের আমাদের প্রতি যাহা করিয়াছে, তাহা আমি তোমাদিগকে বলি , তাহার। জানে, আমরা ক্ষুধাৰ্ত্ত, তাই তাহার মাঠে লুকাইয়। থাকিবার জন্ত শিবির হইতে বাহিরে গিয়াছে, আর বলিয়াছে, উহার যখন নগর হইতে বাহিরে আসিবে, তখন আমরা উহাদিগকে জীবন্ত ধরিব ও নগরের মধ্যে ১৩ প্রবেশ করিব। তখন তাহার দাসগণের মধ্যে এক জন উত্তর করিল, তবে বিনয় করি, নগরে যাহা অবশিষ্ট আছে, কয়েক জন সেই অবশিষ্ট অশ্বদের মধ্যে পাঁচটা অশ্ব গ্রহণ করুক—দেখুন, তাহার এবং নগরের অবশিষ্ট ইস্রায়েলের সমস্ত লোক, এই দুই সমান ; দেখুন, তাহার এবং নষ্টকল্প ইস্রায়েলের সমস্ত লোক, এই দুই সমান—আমরা এক বার পাঠাইয়। দেখি । ১৪ পরে তাহার। অশ্বযুক্ত দুই রথ লইল ; রাজ। তাঁহাদিগকে আরামীয়দের সৈন্তের পশ্চাতে পাঠাইলেন, ১৫ বলিলেন, যাও, দেখ গিয়া । তাহীতে তাহার। যদিন পর্য্যন্ত উহাদের পশ্চাৎ পশ্চাৎ গেল, আর দেখ, অরামায়ের তাড়াতাড়িতে যাহ। যাহা ফেলিয়। গিয়াছিল, সেই সকল বস্ত্রে ও পাত্রে সমস্ত পথ পরিপূর্ণ। তখন ১৬ দূতের ফিরিয়া আসিয়া রাজাকে সংবাদ দিল। আর লোকের বাহিরে গিয়া আরামীয়দের শিবির লুট করিল ; তাহাতে সদাপ্রভুর বাক্যানুসারে শেকলে এক পঙ্করী স্থজী, এবং শেকলে দুই পঙ্করী যব বিক্রয় হইল । আর রাজ যে সেনানীর হস্তে নির্ভর দিয়াছিলেন, তাহাকে তিনি নগর-দ্বারের অধ্যক্ষ করিয়া নিযুক্ত করিলেন ; কিন্তু লোকের দ্বারে তাহকে পদতলে দলিত করিল, তাহতে তিনি মরিয়া গেলেন ; ঈশ্বরের লোকের কাছে যখন রাজা নামিয়া গিয়াছিলেন, তখন ঈশ্বরের লোক যাহা বলিয়াছিলেন, তাহ সফল হইল । ১৮ ঈশ্বরের লোক রাজীকে বলিয়াছিলেন, কল্য এই বেলায় শমরিয়ার দ্বারে শেকলে দুই পঙ্করী যব এবং শেকলে ○ R ו"כ ২ রাজাবলি । ১৯ এক পহরী স্থজী বিক্রয় হইবে ; আর ঐ সেনানী ; ○ *、@ ঈশ্বরের লোককে উত্তর করিয়াছিলেন, দেখ, যদি সদাপ্রভু আকাশে গবাক্ষ করেন, তথাপি কি এমন হইতে পরিবে ? তিনি বলিয়াছিলেন, দেখ, তুমি স্বচক্ষে তাহ দেখিবে, কিন্তু তাহার কিছুই থাইতে ২• পাইবে না ; উহার সেই দশ ঘটিল, কারণ লোকের দ্বারে তাহাকে পদতলে দলিত করাতে তিনি মার৷ পড়িলেন। আরও দুই ঘটনা। ゲ ইলীশায় যে স্ত্রীলোকটর পুত্রকে পুনর্জীবিত করিয়াছিলেন, তাহাকে বলিয়ছিলেন, তুমি উঠিয়া পরিবারের সহিত যে স্থানে প্রবাস করিতে পার, সেই স্থানে গিয়া প্রবাস কর ; কেননা সদাপ্রভু দুর্ভিক্ষ ডাকিয়ছেন, আর তাহ আসিয়৷ সাত বৎসর ২ পর্য্যন্ত এই দেশে থাকিবে । তাহাতে সেই স্ত্রীলোকটা উঠিয়৷ ঈশ্বরের লোকের বাক্যানুসারে কার্য্য করিলেন ; তিনি ও তাঁহার পরিবার গিয়া সাত বৎসর ৩ পলেঠীয়দের দেশে প্রবাস করিলেন । সাত বৎসরের শেষে সেই স্ত্রীলোক পলেষ্টীয়দের দেশ হইতে ফিরিয়৷ আসিলেন, আর আপন বাট ও ভুমির জন্ত রাজার ৪ কাছে কাদিতে গেলেন। ঐ সময়ে রাজা ঈশ্বরের লোকের চাকর গেহসির সহিত কথা কহিতেছিলেন ; তিনি বলিলেন, ইলশায় যে সকল মহৎ কৰ্ম্ম করিয়াছেন, ৫ সেই সমস্তের বৃত্তান্ত আমাকে বল। তাহাতে ইলশায় কিরূপে মৃতকে পুনর্জীবিত করিয়ছিলেন, তাহার বিবরণ সে রাজাকে কহিতেছে, আর দেখ, যাহার পুত্রকে তিনি পুনর্জীবিত করিয়ছিলেন, সেই স্ত্রীলোকটা আপন বাট ও ভূমির জন্য রাজার কাছে আসিয়৷ কাদিতে লাগিলেন । তখন গোহসি কহিল, হে আমার প্রভু মহারাজ, এই সে স্ত্রীলোক, এবং এই তাহার পুত্র, যাহাকে ইলশায় পুনজীবিত করিয়াছিলেন। ৬ আর রাজা স্ত্রীলোকটীকে জিজ্ঞাসিলে তিনি তাহীকে বৃত্তান্ত কহিলেন । আর রাজা তাহার পক্ষে এক জন কৰ্ম্মচারীকে নিযুক্ত করিয়া কহিলেন, ইহার সৰ্ব্বস্ব, এবং এ যে দিন দেশ ত্যাগ করিয়াছে, সেই দিনবিধি অদ্য পৰ্য্যন্ত উৎপন্ন ইহার ক্ষেত্রের সমস্ত উপস্বত্ব ইহাকে ফিরাইয় দেও। ৭ একদা ইলশায় দম্মেশকে উপস্থিত হন। তখন অরাম রাজ বিন্‌হদদ পীড়িত ছিলেন ; তিনি সংবাদ পাইলেন যে, ঈশ্বরের লোক এই স্থান পৰ্য্যন্ত আসিয়া৮ ছেন । তথন রাজী হসায়েলকে কহিলেন, তুমি উপহার সঙ্গে লইয়া ঈশ্বরের লোকের সহিত সাক্ষাৎ করিতে যাও, এবং তাহার দ্বারা সদাপ্রভুকে জিজ্ঞাসা কর, ৯ এই পীড়াতে আমি কি বাচিব ? পরে হসায়েল তাহার সহিত সাক্ষাৎ করিতে গেলেন। তিনি উপহার সঙ্গে লইয়া, এমন কি, দন্মেশকের সববপ্রকার উত্তম বস্তু চল্লিশট উষ্ট্রের পৃষ্ঠে দিয়া আসিয় তাহার সম্মুখে দাড়াইয়া কহিলেন, আপনার পুত্র আরাম-রাজ বিন্‌ 325 í