পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 1 bه - وه او و< আমার কিছু বক্তব্য আছে। বেহু বলিলেন, আমাদের সকলের মধ্যে কাহার কাছে ? সে কহিল, হে সেনাও পতে, আপনার কাছে । তথন যেহু উঠিয়া গৃহমধ্যে গেলেন । তাহাতে সে তাহার মস্তকে ভৈল ঢালিয়া তাহাকে বলিল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কছেন, আমি সদাপ্রভুর প্রজাবৃন্দের উপরে, ইস্রায়েলের উপরে, তোমাকে রাজপদে অভিষেক করিলাম। ৭ তুমি আপন প্রভু আহাবের কুলকে আঘাত করিবে ; এবং আমি আপন দাস ভাববাদিগণের রক্তের প্রতিশোধ ও সদাপ্রভুর সকল দাসের রক্তের প্রতিশোধ ৮ ঈষেবলের হস্ত হইতে লইব । বস্তুতঃ আহাবের সমুদয় কুল বিনষ্ট হইবে ; আমি আহাব-বংশের প্রত্যেক পুরুষকে, ইস্রায়েলের মধ্যে বদ্ধ ও মুক্ত লোককে, ৯ উচ্ছন্ন করিব। আর আহাবের কুলকে নবাটের পুত্র যারবিয়ামের কুলের ও আহিয়ের পুত্র বাশার কুলের ১• সমান করিব। আর ঈষেবলকে কুকুরের যিন্ত্রিয়েলের ভূমিতে খাইবে, কেহ তাহাকে কবর দিবে না। পরে ১১ সেই যুব দ্বার খুলিয়। পলায়ন করিল। তথন যেহু আপন প্রভুর দাসদের নিকটে বাহিরে আসিলেন , এক জন তঁহাকে জিজ্ঞাসা করিল, সকলই মঙ্গল ত ? ঐ পাগলটা তোমার কাছে কেন আসিয়াছিল ? তিনি কহিলেন, তোমরা ত উহাকে চিন, ও কি বলিয়াছে, ১২ তাহাও জান । তাহার কহিল, এ মিথ্যা কথা ; আমাদিগকে (সত্য । বল। তখন তিনি কহিলেন, সে আমাকে এই এই কথা কহিল, বলিল, সদাপ্রভু এই কথা কহন, আমি তোমাকে ইস্রায়েলের উপরে রাজ১৩ পদে অভিষেক করিলাম । তথন তাহার। ত্বরান্বিত হইয় প্রতোকে আপন আপন বস্ত্র খুলিয়া সোপানের উপরে তাহার পদতলে পাতিল, এবং তুরী বাজাইয়। ১৪ কহিল, যেই রাজা হইলেন । এইরূপে নিম্শির পৌত্র যিহেশাফটের পুত্র যেহু ঘোরামের বিরুদ্ধে চক্রান্ত করিলেন – তৎকালে ফোরাম ও সমস্ত ইস্রায়েল আরাম-রাজ হসায়েল হইতে রামোৎ-গিলিয়দ রক্ষা ১৫ করিতেছিলেন ; কিন্তু আরাম-রাজ হসায়েলের সহিত যোরাম রাজার যুদ্ধকালে আরামীয়ের। তাহাকে যে সকল আঘাত করিয়াছিল, তাহ হইতে আরোগ্য পাইবার জন্ত তিনি যিধিয়েলে ফিরিয়া গিয়াছিলেন – পরে যেহু বলিলেন, যদি তোমাদের এই অভিমত হয়, তবে যিধিয়েলে সংবাদ দিবার জন্ত কাহাকেও পলাইয়৷ এই নগর হইতে বাহির হইতে দিও না । ১৬ পরে যেহু রথে চড়িয়া যিষিয়েলে গমন করিলেন, কেনন। সেই স্থানে যোরাম শয্যাগত ছিলেন । আর যিছুদ রাজ অহসিয় যোরামকে দেখিতে নামিয়া গিয়া১৭ ছিলেন। তখন যিষুিয়েলের দুর্গের উপরে প্রহরী দাড়াইয়াছিল ; যেভুর আসিবার সময়ে সে তাহার দল দেখিয়া কহিল, আমি একটী দল দেখিতেছি । যোরাম কহিলেন, তাহদের সহিত সাক্ষাৎ করিবার জন্য এক জন অশ্বারোহকে পাঠ{হয়। দেও, সে গিয়া ২ রাজাবলি । O& ১৮ বলুক, মঙ্গল ত ? পরে এক জন অশ্বারোহী তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়া কহিল, রাজ। জিজ্ঞাসা করিতেছেন, মঙ্গল ত ? যেই কহিলেন, মঙ্গলে তোমার কি কাজ ? তুমি আমার পশ্চাৎ আইস । পরে প্রহরী এই সংবাদ দিল, সেই দূত তাহদের নিকটে গেল ১৯ বটে, কিন্তু ফিরিয়৷ আসিল না। পরে রাজা আর এক জনকে অশ্বারোহণে পাঠাইলেন ; সে তাহদের নিকটে উপস্থিত হইয়। কহিল, রাজা জিজ্ঞাসা করিতেছেন, মঙ্গল ত ? যেহু কহিলেন, মঙ্গলে তোমার স্তি কাজ ? ২• তুমি আমার পশ্চাৎ আইস । পরে প্রহরী সংবাদ দিল, এ ব্যক্তি তাহদের নিকটে গেল, কিন্তু ফিরিয়৷ আসিল না ; আর রথচালন নিম্শির সন্তান যেস্থর চালনের স্যায় দেখাইতেছে, কেনন। সে উন্মত্তের দ্যায় ২১ চালায়। তখন যোরাম কহিলেন, রথ সাজাও । তখন তাহার। র্তাহার রথ সাজাইল । অপর ইস্রায়েল-রাজ যোরাম ও যিহ্ৰদ।-রাজ অহসিয় আপন আপন রথে চড়িয়া বাহির হইয়। যেহর কাছে গেলেন, এবং যিবিয়েলীয় নাবোতের ভূমিতে তাহার দেখা পাই২২ লেন । যেস্থকে দেখিবামাত্র যোরাম কহিলেন, যেহু, মঙ্গল ত ? তিনি উত্তর করিলেন, যে পৰ্য্যন্ত তোমার মাত ঈষেবলের এত ব্যভিচার ও মায়াবিত্ব থাকে, ২৩ সে পর্য্যন্ত মঙ্গল কোথায় ? তগন যোরাম আপন হস্ত ফিরাইয়া পলায়ন করিলেন, এবং অহসিয়কে ২৪ কহিলেন, হে অহসিয়, বিশ্বাসঘাতকত। পরে যেছু আপনার সমস্ত বলে ধনুক আকর্ষণ করিয়া যোরামের উভয় বাহুমূলের মধ্যে বাণাঘাত করিলেন, আর বাণ তাহার হৃদয় দিয়া বাহির হইল, তাহাতে তিনি আপন ২৫ রথে নত হইয় পড়িলেন । তখন যেই তাপন সেনানী বিদকরকে কহিলেন, তুমি উহাকে তুলিয়া লইয়৷ যিামুয়েলীয় নীবোতের ক্ষেত্রের ভূমিতে ফেলিয়া দেও ! কেননা মনে করিয়া দেখ, তুমি ও আমি উভয়ে অশ্বে চড়িয়। পাশাপাশি উহার পিতা আহাবের পশ্চাৎ চলিতেছিলাম, এমন সময়ে সদা প্ৰভু তাহার বিরুদ্ধে ২৬ এই ভাববাণী বলিয়াছিলেন, সত্যই গত কল্য আমি নাবোতের রক্ত ও তাহার পুত্রদের রক্ত দেখিয়াছি, ইহ সদাপ্রভু কহেন ; আর সদাপ্রভু কহেন, এই ভূমিতে আমি তোমাকে প্রতিফল দিব । অতএব এখন তুমি উহাকে তুলিয়া লইয়। সদাপ্রভুর বাক্যামুসারে ঐ ভূমিতে ফোলয় দেও। তখন যিছুদা-রাজ অহসিয় তাহ দেখিয়া উদ্যানবাটীর পথ ধরিয়া পলায়ন করিলেন ; আর যেহু তাহার পশ্চাৎ পশ্চাৎ গিয়া কহিলেন, উহাকেও রথের মধ্যে আঘাত কর । তখন তাহারা যিবলিয়মের নিকটস্থ গুরের আরোহণ পথে তাহাকে আঘাত করিল] , পরে তিনি মগিদোতে পলাইয়। গিয়া সে স্থানে ২৮ মারলেন । তার তাহার দাসগণ র্তাহাকে রথে করিয়৷ ষিরশালেমে লইয়া গিয়া দাযুদ-নগরে তাহার পিতৃলোকদের সহিত তাহার কবরে তাহাকে কবর দিল । 327