পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vОФ) о প্রত্যেক জন স্ব স্ব হস্তে অস্ত্র লইয়। রাজীকে বেষ্টন করিবে ; আর যে কেহ শ্রেণীর ভিতরে আইসে, সে হত হইবে ; এবং রাজা যখন বাহিরে যান, কিম্বা ভিতরে আইসেন, তখন তোমরা তাহার সঙ্গে থাকিবে। ৯ পরে যিহোয়দা যাজক যাহ। যাহ আজ্ঞা করিলেন, শতপতির তদনুসারে সকলই করিল ; ফলতঃ তাহার। প্রত্যেক জন আপন আপন লোকদিগকে, যাহার বিশ্রামবারে ভিতরে যায়, বা বিশ্রামবারে বাহিরে আইসে, তাহাদিগকে লইয়া যিহেtয়াদ যাজকের ১• নিকটে আসিল। পরে দাযুদ্র রাজার যে লড়শা ও ঢাল সদাপ্রভুর গৃহে ছিল, তাহ যাজক শতপতিদিগকে ১১ দিলেন। আর গৃহের দক্ষিণ পার্শ্ব অবধি গৃহের বাম পাশ্ব পর্য্যন্ত যজ্ঞবেদির ও গৃহের নিকটে ধাবক সৈন্ত প্রতোক জন স্ব স্ব হন্তে অস্ত্র লইয়। রাজার চারিদিকে ১২ দাড়াইল । পরে তিনি রাজপুত্রকে বাহিরে অনিয়া তাহার মস্তকে মুকুট দিলেন, ও তাহাকে সাক্ষ্যপুস্তক দিলেন, এবং তাহারা তাহাকে রাজা করিলেন, ও অভিষেক করিলেন ; আর করতালি দিয়া কহিলেন, রাজা চিরজীবী হউন। ১৩ তখন অথলিয়৷ ধাবক সৈন্তের ও লোকদের কোলাহল শুনয় সদাপ্রভুর গৃহে লোকদের নিকটে আসিল ; ১৪ আর দৃষ্টিপাত করিল, আর দেখ, রাজ যথারীতি মঞ্চের উপরে দাড়াইয়া আছেন, এবং সেনাপতিগণ ও তুরীবাদকগণ রাজার নিকটে আছে, এবং দেশের সমস্ত লোক আনন্দ করিতেছে ও তুরী বজাইতেছে। তথন অথলিয়। আপনার বস্ত্র চিরিয়৷ ‘ রাজদ্রোহ, ১৫ রাজদ্রোহ বলিয়। চেচাইয়া উঠিল। কিন্তু যিহোয়াদ। যাজক সৈন্যদলের উপরে নিযুক্ত শতপতিদিগকে তাজ্ঞ। করিয়া কহিলেন, উহাকে বাহির করিয়া দুই শ্রেণীর মধ্য দিয়া লই য় যাও ; আর যে উহার পশ্চাৎ যাইবে, তাহাকে খড়গ দ্বার। বধ কর ; কারণ যাজক বলিয়াছিলেন, সে যেন সদাপ্রভুর গৃহমধ্যে হত না হয়। ১৬ পরে লোকের তাহর জন্ত দুই পংক্তি হইয়া পথ ছাড়িলে সে অশ্বদ্বারের পথ দিয়া রাজবাটী.ত প্রবেশ করিল ; এবং সেই স্থানে হত হইল । ১৭ আর যিহেয়াদ সদাপ্রভুর এবং রাজার ও লোকদের মধ্যে এক নিয়ম করিলেন, যেন তাহারা সদপ্রভুর প্রজা হয় ; রাজার ও লোকদের মধ্যেও নিয়ম ১৮ করলেন। পরে দেশের সমস্ত লোক বালের গৃহে গিয়৷ তাহ। ভাঙ্গিয় ফেলিল, এবং তাহার যজ্ঞবেদি ও প্রতিম। সকল একেবারে চুর্ণ করিয়া ফেলিল, ও বেদি সকলের সম্মুখে বলের যাজক মত্তনকে বধ করিল। পরে যাজক সদাগভুর গৃহের উপরে কৰ্ম্মচারীদিগকে নিযুক্ত করি ১৯ লেন । আর তিনি শতপাতদিগকে এবং রক্ষক ও ধাবক সেনাগণকে ও দেশের সমস্ত লোককে সঙ্গে লইলেন ; তাহার। সদাপ্রভুর গৃহ হইতে রাজাকে লইয়। ধারক সৈন্তের দ্বারের পথ দিয়া রাজবাটীতে ২০ আসিল ; আর তিনি রাজসিংহাসনে বসিলন। তখন 330 ২ রাজাবলি । [ ১ ১ ; ৯ – ১ ২ ; ১৩ । দেশের সমস্ত লোক আনন্দ করিল, এবং নগর স্বস্থির হইল ; আর অথলিয়াকে তাহার রাজবাটীতে খড়গ ২১ দ্বারা বধ করিয়াছিল । যিহোয়াশ সাত বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন । S૨ যেহুর সপ্তম বৎসরে যিহোয়াশ রাজত্ব করিতে আরম্ভ করিয়া যিরশালেমে চল্লিশ বৎসর কাল রাজত্ব করেন ; তাহার মাতার নাম সিবিয়া, তিনি ২ বের-শেবা-নিবাসিনী । তার যত দিন যিহোয়াদ যাজক যিহোয়াশকে উপদেশ দিতেন, তত দিন তিনি সদা৩ প্রভুর দৃষ্টিতে যাহা হায্য তাহাই করিতেন। তথাপি উচ্চস্থলী সকল উচ্ছিন্ন হইল না, লোকের। তখনও উচ্চস্থলীতে বলিদান করিত ও ধূপ জ্বালাইত। ৪ পরে যিহায়াশ যাজকদিগকে কহিলেন, পবিত্র বস্তু সম্বন্ধীয় যে সকল রৌপ্য সদাপ্রভুর গৃহে আনীত হয়, প্রচলিত রৌপ্য, প্রত্যেক গণিত লোকের হিসাবে প্রাণীর মূল্যরূপে নিরূপিত রৌপ্য, ও মনুষের মনের ৫ প্রবৃত্তি অনুসারে সদাপ্রভুর গৃহে আনীত রৌপ্য, এই সমস্ত রৌপ্য যাজকের আপন আপন পরিচিত লোকদের হস্ত হইতে গ্রহণ করুক, এবং গৃহের যে কোন স্থান ভগ্ন হইয়াছে, দেখা যাইবে, তাহার। সেই সকল ৬ স্থান সারুক। কিন্তু যিহোয়াশ রাজার তেইশ বৎসর পৰ্য্যন্ত যাজকের সেই গৃহের ভগ্ন স্থান সারেন নাই । ৭ তাহতে যিহেtয়াশ রাজ। যিহোয়াদ। যাজককে ও অন্ত যাজকদিগকে ডাকাইয়া কহিলেন, তোমরা গৃহের ভগ্ন স্থানগুলি কেন সারিতেছ না ? অতএব এখন তোমরা পরিচিত লোকদের নিকট হইতে আর টাকা লইও ৮ না, কিন্তু তাহ গৃহের ভগ্ন স্থানের জন্ত দিও। তখন যাজকের স্বীকার করিলেন যে, তাহার লোকদের নিকট হইতে আর টাকা লইবেন না, এবং গৃহের ৯ ভগ্ন স্থান সারিবেন না । কিন্তু যিহেয়াদ যাজক একটা সিন্দুক লইলেন, ও তাহার ডালাতে এক ছিদ্র করিয়৷ যজ্ঞবেদির নিকটে সদাপ্রভুর গৃহের প্রবেশস্থানের দক্ষিণ পার্শ্বে রাখি-লন ; আর দ্বার-রক্ষক যাজকের সদাপ্রভুর গৃহে আনীত সমস্ত টাকা তাহার ১• মধ্যে রাখিত । পরে যখন তাহারা দেখিতে পাইল, সিন্দুকে অনেক টাক। জমিয়াছে, তখন রাজার লেখক ও মহাযাজক আসিয়া সদাপ্রভুর গৃহে প্রাপ্ত ঐ সকল ১১ টাকা থলীতে করিয়া গণনা করতেন। পরে তাহার সেই পরিমিত টাকা কৰ্ম্মকারীদের হস্তে, সদাপ্রভুর গৃহের অধ্যক্ষদের হস্তে দিতেন, তার ইহঁর। সদাপ্রভুর ১২ গৃহের কৰ্ম্মকারী স্বত্রধর ও গাথক দগকে, এবং রাজ ও ভাস্করদিগকে তাহ দিতেন, এবং সদাপ্রভুর গৃহের ভগ্ন স্থান সারিবার জন্ত কাঠ ও ক্ষোদিত প্রস্তর ক্রয় করিবার জন্ত, ও গৃহ সারিবার নিম ও যাহা যাহা লগিত, সেই সকলের জন্ত তাই। ব্যয় করিতেন । ১৩ কিন্তু সদাপ্রভুর গৃহের জন্ত রৌপ্যডাবর, কৰ্ত্তরী, বাটি, তুরা, কোন স্বর্ণময় পাত্র বা রৌপ্যময় পাত্র সদাপ্রভুর গৃহে আনীত সেই রৌপ্য দ্বারা নিৰ্ম্মিত