পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SD98 করাষ্টয়াছিলেন, তাহার সেই সকল পাপ হইতে তিনি ১৯ যাবজ্জীবন ফিরিলেন না। অশুর-রাজ পুল দেশের বিরুদ্ধে আসিলেন ; তাহতে পুলের সাহায্যে রাজ্য যেন আপনার হস্তে স্থির থাকে, এই জন্ত মনহেম ২• তাহকে এক সহস্র তালন্ত রৌপ্য দিলেন। আর অশূর রাজক দিবার জন্য মনহেম ইস্রায়েল হইতে, সমস্ত ধনশালী ব্যক্তির নিকট হইতে, ঐ রৌপ্য আদায় করলেন, প্রত্যেকের নিকট হইতে পঞ্চাশ পঞ্চাশ শেকল রৌপ্য লইলেন। তখন অশূর-রাজ ফিরিয়া গেলেন. দেশে রহিলেন না । মনহেমের অবশিষ্ট কৰ্ম্মের বৃত্তান্ত ও সমস্ত কার্য্যের বিবরণ কি হস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে ২২ লিপিত নাই ? পরে মনহেম আপন পিতৃ লাকদের সহিত নিদ্র গত হইলেন, এবং তাহার পুত্ৰ পকহিয় তাহার পদে রাজ৷ হইলেন । ২৩ যিহুদা-রাজ অসরিয়ের পঞ্চাশ বৎসরে মনহেমের পুত্ৰ পকহিয় শমরিয়াতে ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে তারস্ত করেন, এবং দুই বৎসর কাল রাজত্ব ২৪ করেন। সদাপ্রভুর দৃষ্টিতে যাই। মন্দ, তাহাই তিনি করিতেন, নবাটের পুত্র যারবিয়াম যে সকল পাপ দ্বারা ঈশ্রয়েলকে পাপ করাইয়াছিলেন, তিনি তাহার ২৫ সেই সকল পাপ হইতে ফিরিলেন না। পরে রমলিয়ের পুত্র পেকহ নামক তাহার সেনানী তাহার বিরুদ্ধে চক্রান্ত করিলেন, এবং শমরিয়ায় রাজবাটীর দুর্গে তাহাকে, তার্গেবকে ও অরিয়কে আঘাত করিলেন, অীর গিলিয়দীয়দের পঞ্চাশ জন লোক তাহার সঙ্গে ছিল ; তিনি তাহকে বধ করিয়া তাহার পদে রাজ। ২৬ হইলন। পকাইয়ের অবশিষ্ট কৰ্ম্মের বৃত্তান্ত ও সমস্ত কায্যের বিবরণ, দেখ, হস্রায়েল-রাজগণের ইতিহাসপুস্তকে লিখিত আছে । যিহ্ৰদ।-রাজ অসরিয়ের বাওয়ান্ন বৎসরে রমলিয়ের পুত্র পেকহ শমরিয়াতে ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং কুড়ি বৎসর রাজত্ব করেন। ২৮ সদা ভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন, নবাটের পুত্র যারবিয়াম ষে সকল পাপ দ্বার। ইস্রায়েলকে পাপ করাই য়াছিলেন, তিনি তাহার সেই সকল পাপ হইতে ফিরিলেন না । ইস্রায়েল-রাজ পেকহের সময়ে অশুর-রাজ তিগ্লণ্ডপিলেষর ত্যাসিয়। ইয়োন, আবেল-বৈৎ মাথা, যানোহ, কেদশ, হাৎসোর, গিলিয়দ ও গাল’ল, নগুলির সমস্ত দেশ ইস্তগত করিলেন, আর লোকদিগকে অশূরে বন্দি করিয়া লই য়। গেলেন । পরে উষয়ের পুত্ৰ যোথমের বিংশতি বৎসরে এলার পুত্ৰ হোশেয় রমলিয়ের পুত্র পেকহের বিরুদ্ধে চক্রান্ত করিলেন, এবং তাহাকে আঘাত করিয়া বধ করিলেন, ৩১ ও তাহার পদে রাজী হইলন । পেকহের অবশিষ্ট কৰ্ম্মের বৃত্তান্ত ও সমস্ত কায্যের বিবরণ, দেখ, হস্রায়েলরাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে । 之> 길 Rసి

  • Фо

২ রাজাবলি। [ > @ ; >おー > や ; プI যিহুদীয় যোথম ও আহস রাজার বিবরণ । ৩২ রমলিয়ের পুত্র ইস্রায়েল রাজ পেকহের দ্বিতীয় বৎসরে উষয়ের পুত্ৰ যোগম রাজত্ব করিতে আরম্ভ ৩৩ করেন । তিনি পাঁচশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরস্ত করিয়া যিরশালেমে ষোল বৎসর কাল রাজত্ব করেন ; তাহার মতার নাম যিরশী, তিনি সাদো৩৪ কের কস্তা। যোথম সদাপ্রভুর দৃষ্টিতে যাই। হায্য, তাহাই করতেন; অপেন পিতা উধিয়ের সমস্ত কাৰ্য্যামু৩৫ সারে কর্ষ্য করতেন। তথাপি উচ্চস্থলী সকল উচ্ছিন্ন হয় নাই ; লোকের তখনও উচ্চস্থলীতে বলিদান করিত ও ধূপ জ্বালাইত। তিনি সদাও ভুর গৃহের উচ্চতর দ্বার ৩৬ নিন্মাণ করিলেন । যোথমের অবশিষ্ট কৰ্ম্মের বৃত্তান্ত ও সমস্ত কায্যের বিবরণ যিহুদা-রাজগণের ইতিহাস৩৭ পুস্তক কি লিখিত নাই ? ঐ সময়ে সদাপ্রভু আরামরাজ রৎসীনকে ও রমলিয়ের পুত্র পেকহকে যিহদার ৩৮ বিরুদ্ধে পাঠাইতে আরম্ভ করিলেন । পরে যোথম আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, আর আপন পিতৃপুরুষ দায়ুদের নগরে আপন পিতৃলোকদের সহিত কবরপ্রাপ্ত হইলেন, এবং তাহার পুত্র আহস তাহার পদে রাজ হইলেন । S\, রমলিয়ের পুত্র পেকহের সপ্তদশ বৎসরে যিহুদীরাজ যোথcমর পুত্র আহস রাজত্ব করিতে আরস্ত ২ করেন । আহস বিংশতি বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করিয়া যিরশালেমে ষোল বৎসর কাল রাজত্ব করেন ; তিনি তাপন পিতৃপুরুষ দায়ুদের ন্যায় আপন ঈশ্বর সদাও ভুর দৃষ্টিতে যাই। হায্য, তাই করতেন ৩ ন । কিন্তু ইস্রায়েলের রাজাদের পথে চলিতেন, এমন কি সদাও ভু ইস্রায়েল-সন্তানগণের সম্মুখ হইতে যে জাতিগণকে অধিকারচু্যত করিয়াছিলেন, তাহদের ঘুণিত ক্রিয়ী তনুসারে আপন পুত্ৰ-কও অগ্নির মধ্য ৪ দিয়া গমন করাহলেন । আর তিন নান। উচ্চস্থলীতে, নানা পাহাড়ের উপরে ও প্রত্যেক হরিৎপর্ণ বৃক্ষের তলে বলিদান করিতেন ও ধূপ জ্বলাইতেন । ং তৎকালে অরম রাজ রৎসন এবং রমলিয়ের পুত্র ইস্রায়েল-রাজ পেকহ যুদ্ধাথে iযরশালেমে যাত্রা করিয়া আহসকে অবরোধ করিলেন, কিন্তু তাহাকে যুদ্ধে জয় ৬ করিতে পারলেন না । সেই সময়ে আরাম-রাজ রৎসীন এলৎ নগর পুনকবার অরামের বশীভূত করিয়া যিহুদীদিগকে এলৎ হইতে দূর করয় দিলেন ; আর অরমীয়ের এলতে আসিয়া সেখানে বাস করিতে ৭ লাগিল, অদ্যপি করিতেছে । তথন আহস অশুর-রাজ তিস্থাৎ পেলেষরের নিকটে দূত পাঠায় এহ কথা বলিলেন, আমি আপনকার দাস ও আপনকার পুত্র, আপনি আসয় অরামের রাজার হস্ত হইতে ও ইস্রায়েলের রাজার হস্ত হইতে আমাকে নিস্তার করুন, ৮ তাহার। আমার বিরুদ্ধে উঠিয়াছে। আর আহস সদা 334