পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ © ; २२ - ७७ । ] দিয়া সদাপ্রভুর গৃহের প্রবেশস্থানের কাছে, উপপুরীতে অবস্থিত, নথন-মেলক নামক নপুংসকের কুঠরীর কাছে রাখিতেন, তাহাদিগকে তিনি দূর করিলেন, এবং স্থয্যের ১২ রথ সকল আগুনে পোড়াইয়া দিলেন। আর যিহুদার রাজগণ আহসের উপারস্থ কুঠরীর ছাদে যে সকল যজ্ঞবেদি নিৰ্ম্মাণ করিয়াছিলেন, এবং মনঃশি সদাপ্রভুর গৃহের দুই প্রাঙ্গণে যে যে যজ্ঞবেদি করিয়াছিলেন, রাজ। সেই সকল বেদি ভাঙ্গিয়া ফেলিলেন, তথা হইতে শীঘ্ৰ চলিয়া গেলেন, এবং তাহীদের ধূলি কিন্দ্রোণ ১৩ স্রোতে নিক্ষেপ করিলেন । আর বিনাশ-পৰ্ব্বতের দক্ষিণে যিরশালেমের সম্মুখে ইস্রায়েল-রাজ শলোমন সীদোনীয়দের ঘৃণাৰ্হ বস্তু অষ্টোরতের জন্ত, এবং মোয়াবের ঘৃণাৰ্হ বস্তু কমোশের জন্ত ও তাম্মোন-সন্তানদের ঘূণার্হ বস্তু মিল্কমের জন্ত যে সকল উচ্চস্থলী করিয়াছিলেন, সে সমস্ত রাজ। অশুচি করিলেন। আর তিনি স্তম্ভ সকল ভাঙ্গিয় ফেলিলেন, ও অশের-মূৰ্ত্তি সকল ছেদন করিয়া তাহদের স্থান মনুষ্যের অস্থিতে পরিপূর্ণ করিলেন । অধিকন্তু বৈথেলে যে যজ্ঞবেদি ছিল, এবং নবাটের পুত্র যারবিয়াম, যিনি ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তিনি যে উচ্চস্থলী নিৰ্ম্মাণ করেন, যোশিয় সেই যজ্ঞবেদি ও সেই উচ্চস্থলীও ভাঙ্গিয় ফেলিলেন, তার সেই উচ্চস্থলী আগুনে পোড়াইয়া দিলেন, ও পিষিয়া গুড়া করিলেন, এবং আশের পোড়াইয়া দিলেন। আর ঘোশিয় মুখ ফিরাইয়া তথাকার পর্বতস্থ কবর সকল দেখিলেন, এবং লোক পঠাইয়। সেই সকল কবর হইতে অস্থি অনাইলেন, এবং ঈশ্বরের যে লোক পূৰ্ব্বে এই সকল ঘটনা প্রচার করিয়াছিলেন, তাহার প্রচারিত সদাপ্রভুর বাক্যানুসারে সেই যজ্ঞবেদির উপরে সেই সকল অস্থি পোড়াইয়। বেদি অশুচি করিলেন। পরে তিনি বলিলেন, আমি ঐ কোন স্তম্ভ দেখিতেছি ? নগরের লোকের তাহাকে কহিল, ঈশ্বরের যে লোক যিহুদী হইতে আসিয়া বৈথেলস্থ যজ্ঞবেদির বিরুদ্ধে আপনকার কৃত এই সকল ক্রিয়ার কথা প্রচার করিয়াছিলেন, ঐ তাহারই কবর। রাজা কহিলেন, তাহাকে থাকিতে দেও : তাহার অস্থি কেহ স্থানান্তর ন করুক। অতএব তাহারা তাহার অস্থি এবং শমরিয়া হইতে আগত ভাববাদীর অস্থি রক্ষা করিল। আর হস্রায়েল-রাজগণ শমরিয়ার নানা নগরে যে সকল উচ্চস্থলীর গৃহ নিৰ্ম্মাণ করিয়৷ [সদাপ্রভুকে ] অসন্তুষ্ট করিয়াছিলেন, সে সকল যোশিয় দূর করেলেন, এবং বৈথেলে যে সমস্ত কৰ্ম্ম করিয়াছিলেন, তদনুসারে সেই সকলের প্রতিও করিলেন । আর তথাকার উচ্চস্থলী সকলের সমস্ত যাজককে যজ্ঞবেদিতে বলিদান করিলেন, এবং তাহার উপরে মনুষ্যের অস্থি পোড়াইয়া দিলেন ; পরে যিরশালেমে ফিরিয়া গেলেন । পরে রাজা সমস্ত লোককে এই আজ্ঞা করিলেন, yo సి 을 ২ রাজাবলি । ○8 ○ এই নিয়মপুস্তকে যেমন লিখিত আছে, তদনুসারে তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নিস্তার২২ পৰ্ব্ব পালন কর । বাস্তবিক ইস্রায়েলের বিচারকারী বিচারকর্তাদের সময় অবধি ইস্রায়েল-রাজগণের ও যিহুদা-রাজগণের সমস্ত সময় মধ্যে এরূপ নিস্তারপৰ্ব্ব ২৩ পালন করা হয় নাই; কিন্তু যোশিয় রাজার অষ্টাদশ বৎসরে বিরূশালেমে সদাপ্রভুর উদ্দেশে এই নিস্তার পৰ্ব্ব পালন করা হইল । আর যোশয় যেন সদাপ্রভুর গৃহে হিন্ধিয় যাজকের প্রাপ্ত পুস্তকে লিখিত ব্যবস্থার সমস্ত বাক্য অটল রাখিতে পারেন, তজ্জন্ত তিনি যিহুদ দেশে ও বিরূশালেমে যে সকল ভূতড়িয়া, গুণী, ঠাকুর, পুত্তলি ও ঘূণার্হ বস্তু দেখিতে পাইলেন, সে সকল দূর করিলেন । ২৫ তাহার হ্যায় সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ ও সমস্ত শক্তি দ্বারা মোশির সমস্ত ব্যবস্থানুসারে সদাপ্রভুর প্রতি ফিরিলেন, এমন কোন রাজা তাহীর পূবেব ছিলেন না, এবং তাহার পরেও তাহার তুল্য কেহ ২৬ উঠেন নাই । তথাপি মনঃশি যে সকল অসন্তোষজনক ক্রিয়া দ্বারা সদাপ্রভুকে অসন্তুষ্ট করিয়াছিলেন, তৎপ্রযুক্ত যিহদার বিরুদ্ধে সদাপ্রভুর যে প্রচণ্ড ক্রোধ প্রজ্বলিত হইয়াছিল, সেই ক্রোধ হইতে তিনি ফিরি২৭ লেন না। আর সদাপ্রভু কহিলেন, আমি যেমন ইস্রায়েলকে দূর করিয়াছি, তেমনি আপনার দৃষ্টি হইতে যিহুদাকেও দূর করিব, এবং এই যে যিরাশালেম নগর মনোনীত করিয়াছি, এবং এই স্থানে আমার নাম থাকিবে, এ কথা যে গৃহের বিষয়ে ২৮ বলিয়াছি, তাহীও অগ্রাহ করিব । যোশিয়ের অবশিষ্ট কৰ্ম্মের বৃত্তান্ত ও সমস্ত কার্য্যের বিবরণ যিহুদা-রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই ? তাহার সময়ে মিসর-রাজ ফরেীণ-নখে অশুর-রাজের বিরুদ্ধে ফরাৎ নদীর দিকে যাত্রা করিলেন, আর যোশিয় রাজা তাহীর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিলেন ; তাহাতে ফরেীণ-নখে। তাহার দেখা পাইবামাত্র মগি৩• দোতে তাহকে বধ করিলেন । পরে যোশিয়ের দাসগণ র্তাহার মৃত দেহ রখে করিয়৷ মগিদে হইতে যিরশালেমে তানিয়া তাহার নিজ কবরে কবর দিল ; পরে দেশের লোকেরা যোশিয়ের পুত্ৰ যিহোয়াহসকে লইয়া অভিষেক করিয়া পিতার পদে রাজা করিল। ૨ 8 ఇసి যিহোয়াহস প্রভৃতি চারি রাজার বিবরণ। যিরূশালেম ও যিহুদা-রাজ্যের বিনাশ । ৩১ যিহোয়াহস তেইশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরশালেমে তিন মাস রাজত্ব করেন ; তাহার মাতার নাম হমূটল, তিনি লিবৃন৩২ নিবাসী fযরমিয়ের কথা । এই রাজ। আপন পিতৃ পুরুষদের সমস্ত কৰ্ম্মানুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ৩৩ মন্দ, তাহাই করিতেন। আর ফরেী৭-নখে ফিরা 343