পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ ; ৩৪ – ৫ ; ২৪ । ] তাহাদের ছিল। এই সকল তাহীদের নিবাসস্থান, আর তাহাদের নিজ বংশাবলি আছে । ৩৪ আর মশোবব, যশ্লেক, অমৎসিয়ের পুত্র যেীশঃ, ৩৫ অীর যোয়েল, এবং আদায়েলের সন্তান সরায়ের সন্তান ৩৬ যোশিবিয়ের সন্তান যেহু ; আর ইলিয়ৈনয়, যাকোবা, যিশোহয়, অসায়, অদীয়েল, যিশীম য়েল ও বনায় ; ৩৭ এবং শময়িয়ের সন্তান শিস্ত্রির সন্তান যিদয়িয়ের সন্তান ৩৮ অলোনের সন্তান শিফির সন্তান সীষঃ ; স্ব স্ব নামে উল্লিখিত এই লোকের অপেন আপন গোষ্ঠীর মধ্যে অধ্যক্ষ ছিল, এবং ইহাদের সকল পিতৃকুল অতিশয় বুদ্ধি পাইল । তাহার। আপনাদের পশুপালের জন্ত চরণির অন্বেষণে গদোরের প্রবেশস্থানে উপত্যকার পূর্বপার্শ্ব পর্য্যন্ত ৪• গেল। তাহারা বহুতৃণযুক্ত উত্তম চরাণি পাইল, আর সে দেশ প্রশস্ত, প্রশান্ত ও নিবিবরোধ ছিল ; কারণ ৪১ হাম বংশীয়ের পূর্বে সেই স্থানে বাস করিত। যিহুদার হিন্ধিয় রাজার সময়ে স্ব স্ব নামে লিখিত ঐ লোকের। গিয়া সেই লোকদের তাম্বু ও তথায় প্রাপ্ত মিথুনীয়দিগকে আঘাত করিয়। নিঃশেষে বিনষ্ট করিল ; অদ্যাপি সেইরূপ আছে ; পরে আপনার উহাদের পরিবর্তে বসতি করিল, কেননা সে স্থানে তাহদের ৪২ পালের জন্ত চরণি ছিল । আর তাহীদের কতকগুলি লোক, অর্থাৎ শিমিয়োন-সন্তানদের মধ্যে পাঁচ শত লোক যিশীর সন্তান পলটিয়, নিয়রিয়, রফায়িয় ও উৰীয়েলকে সেনাপতি করিয়া সেয়ীর পর্বতে গেল । ৪৩ তার অমলেকীয়দের যে লোকের পলায়ন দ্বার। রক্ষা পাইয়াছিল, তাহাদিগকে আঘাত করিয়৷ সেই স্থানে বসতি করিল ; অদ্যপি করিতেছে । 93 রূবেণ, গাদ ও মনঃশির বংশাবলি । (C. ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান–রূবেণ জ্যেষ্ঠ ছিলেন বটে, কিন্তু তিনি আপন পিতার শয্যা অশুচি করিয়াছিলেন, এই জন্য তাহার জ্যেষ্ঠাধিকার ইস্রায়েলের পুত্র যোষেফের সন্তানদিগকে দেওয়৷ গেল, আর বংশাবলি জ্যেষ্ঠাধিকার অনুসারে উল্লেখ ২ করা হয় না। কারণ যিহ্ৰদ আপন ভ্রাতৃগণের মধ্যে পরাক্রমী হইল, এবং তাহা হইতে নায়ক উৎপন্ন ৩ হইলেন, কিন্তু জ্যেষ্ঠাধিকার যোষেফের হইল। ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র রাবণের সস্তান—হনেক ও পলু, ৪ হিঘোণ ও কর্মী । যোয়েলের সন্তান—তাহার পুত্ৰ শিময়িয়, তাহার পুত্ৰ গোগ, তাহার পুত্র শিমিয় : ৫ তাহার পুত্র মাথা, তাহার পুত্র রায়, তাহার পুত্র ৬ বুলি , তাহার পুত্র বের। ইহাকে অশূত্র-রাজ তিলগৎ পলনেষর বান্দ করিয়া লহয় গেলেন ; সে রাবণীয়৭ দের অধ্যক্ষ ছিল। যখন তাহদের বংশাবলি লেখ৷ গেল, তখন আপন আপন গোষ্ঠী অনুসারে তাহার এই ৮ ভ্রাতৃগণ { উল্লিখিত হইল ]; প্রধান যিয়ীয়েল ও ১ বংশাবলি । "ని 8 ఎ সথরিয়, আর যোয়েলের সন্তান শেমার সন্তান আসসের সন্তান বেলা ; সে আরায়ের নবে ও বলি-মিয়ান ৯ পর্যন্ত বাস করিত। আর পূৰ্ব্বদিকে সে ফরৎ নদী হইতে [ বিস্তৃত ] প্রান্তরের প্রবেশস্থান পৰ্য্যন্ত বাস করত ; কেনন। গিলিয়দ দেশে তাহদের পশুগণ ১০ বুদ্ধি পাইয়াছিল । আর শৌলের সময়ে তাহার হাগরীয়দের সহিত যুদ্ধ করিল, এবং ইহার তাহদের হস্তে নিপাতিত হইল ; আর তাহার। ইহাদের তাম্বুতে গিলিয়দের পূর্বদিকে সৰ্ব্বত্র বসতি করিল। ১১ আর গাদ-সন্তানগণ তাহীদের সম্মুথে সলখ পৰ্য্যন্ত ১২ বাশন দেশে বাস করিত । প্রধান যোয়েল, শাফম দ্বিতীয়, আর যানয় ও শাফট, ইহার। বাশনে থাকিত । ১৩ আর তাহাদের পিতৃকুলজাত জ্ঞাতি মীথায়েল, মশুল্লম, ১৪ শেবা, যোরায়, যাকন, লীয় ও এবর, সাত জন । বুষের সন্তান যহদোর সন্তান যিশীশয়ের সম্ভান মীথায়েলের সন্তান গিলিয়দের সন্তান যারোহের সন্তান ইরির সন্তান যে অবৗহয়িল, তাহার। সেই অব হয়িলের সন্তান । ১৫ গুনির সন্তান আদিয়েলের সন্তান আহি তাহদের পিতৃ১৬ কুলের প্রধান ছিল । তাহারা গিলিয়দে বাশনে ও তথাকার উপনগর সকলে এবং তাহদের সীমা পর্য্যন্ত ১৭ শারোণের সমস্ত পরিসরে বাস করত । যিহুদা-রাজ যোথমের ও ইস্রায়েল-রাজ যারবিয়ামের সময়ে তাহাদের সকলের বংশাবলি লিখিত হইয়াছিল । রূবেণ-সন্তানগণের, গাদীয়দের ও মনঃশির অৰ্দ্ধংশের মধ্যে ঢাল ও খড়গ ধারণে এবং ধনুক ব্যবহারে সমর্থ, যুদ্ধে নিপুণ চোয়াল্লিশ সহস্ৰ সাত শত যাইট জন বিক্রমী পুরুষ যুদ্ধযাত্রা করিতে সমর্থ ছিল । ১৯ তাহার হাগরীয়দের সহিত এবং যিটুরের, নাফীশের ২০ ও নেদিবের সহিত যুদ্ধ করিল । তাহারা তাহদের বিপরীতে সাহায্য পাইল ; তাহাতে হাগরায়ের ও তাহীদের সঙ্গী সমস্ত লোক তাহাদের হস্তে সমাপত হইল, কেনন। তাহারী সংগ্রামে ঈশ্বরের কাছে ক্ৰন্দন করিল, আর তিনি তাহাদের প্রার্থনা শুনিলেন, যে২১ হেতুক তাহার। তাহাতে বিশ্বাস করিল। আর তাহার উহাদের পশুধন, অর্থাৎ পঞ্চাশ সহস্ৰ উগ্র, আড়াই লক্ষ মেষ, দুই সহস্র গর্দভ এবং এক লক্ষ মানব২২ প্রাণী লইয়া গেল । বাস্তবিক অনেকে হত হইল, কারণ ঐ যুদ্ধ ঈশ্বর হইতে হইয়াছিল । আর তাহার। বন্দিত্বের সময় পৰ্য্যন্ত উহাদের স্থানে বাস করিল। আর মনঃশির অৰ্দ্ধবংশের সন্তানগণ সেই দেশে বসতি করিত : তাহার। বৃদ্ধি পাইয়। বাশন অবধি বাল্‌-হুৰ্ম্মোণ, সনীর ও হৰ্ম্মোণ পৰ্ব্বত পয্যন্ত ব্যাপিয়া ২৪ গিয়াছিল। এই সকল লোক তাহদের পিতৃকুলপতি ছিলেন : এফর, যিশী, ইলীয়েল, অস্ত্ৰীয়েল, যিরIময়, হোদবিয় ও যহদায়েল, এই সকল বলবান বীর ও বিখ্যাত লোক আপন আপন পিতৃকুলের পতি ছিলেন । 3切" ২৩ 349