পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ ७ ঈশ্বর আমাকে উত্তম যৌতুক দিলেন, এখন আমার স্বামী আমার সহিত বাস করিবেন, কেননা আমি তাহার জন্য ছয় পুত্র প্রসব করিয়াছি ; আর তিনি ২১ তাহার নাম সবুলন বাস] রাখিলেন। তৎপরে তাহার এক কন্যা জন্মিল, আর তিনি তাহার নাম দীণ৷ রাখিলেন । ২২ আর ঈশ্বর রাহেলকে স্মরণ করিলেন, ঈশ্বর তাহার ২৩ প্রার্থনা শুনিলেন, তাহার গৰ্ত্ত মুক্ত করিলেন। তখন তাহার গৰ্ত্ত হইলে তিনি পুত্র প্রসব করিয়া কহিলেন, ২৪ ঈশ্বর আমার অপযশ হরণ করিয়াছেন। আর তিনি তাহার নাম যোষেফ [বৃদ্ধি] রাখিলেন, কহিলেন, সদাপ্রভু আমাকে আরও এক পুত্র দিউন। আর রাহেলের গৰ্ত্তে যোষেফ জন্মিলে পর যাকোব লাবনকে কহিলেন, আমাকে বিদায় করুন, আমি ২৬ স্বস্থানে, নিজ দেশে, প্রস্থান করি ; আমি যাহাদের জন্ত আপনার দস্তিকৰ্ম্ম করিয়াছি, আমার সেই স্ত্রীদিগকে ও সন্তানগণকে আমার হস্তে সমর্পণ করিয়া আমাকে যাইতে দিউন ; কেননা আমি যেরূপ পরিশ্রমে আপনার দাস্ত্যকৰ্ম্ম করিয়াছি, তাহ। আপনি জ্ঞাত আছেন। ২৭ তখন লাবন তাহাকে কহিলেন, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি (তবে থাক ] ; কেননা আমি অনুভবে জানিলাম, তোমার অনুরোধে সদাপ্ৰভু ২৮ আমাকে আশীৰ্ব্বাদ করিলেন। তিনি আরও কহিলেন, তোমার বেতন স্থির করিয়া আমাকে বল, আমি দিব । ২৯ তখন যাকোব তাহাকে কহিলেন, আমি যেরূপ আপনার দাস্ত্যকৰ্ম্ম করিয়াছি, এবং আমার নিকটে আপনার যেরূপ পশুধন হইয়াছে, তাহ। আপনি জানেন । ৩• কেননা আমার আসিবার পূৰ্ব্বে আপনার অল্প সম্পত্তি ছিল, এখন বৃদ্ধি পাইয় প্রচুর হইয়াছে ; আমার যত্নে সদাপ্রভু আপনাকে আশীৰ্ব্বাদ করিয়াছেন ; কিন্তু ৩১ আমি নিজ পরিবারের জন্য কবে সঞ্চয় করিব ? তাহতে লাবন কহিলেন, আমি তোমাকে কি দিব ? যাকোব কহিলেন, আপনি আমাকে আর কিছুই না দিয়া যদি আমার জন্য এক কৰ্ম্ম করেন, তবে আমি আপনার ৩২ পশুদিগকে পুনৰ্ব্বার চরাইব ও পালন করিব। অদ্য আমি আপনার সমস্ত পশুপালের মধ্য দিয়া গমন করিব ; আমি মেষদের মধ্যে বিন্দুচিহ্নিত ও চিত্রাঙ্গ ও কৃষ্ণবর্ণ সকল, এবং ছাগদের মধ্যে চিত্রাঙ্গ ও বিন্দুচিহ্নিত সকলকে পৃথক করি ; সেইগুলি আমার ৩৩ বেতন হইবে। ইহার পরে যখন আপনার সম্মুখে উপস্থিত বেতনের নিমিত্ত আপনি আসিবেন, তখন আমার ধাৰ্ম্মিকতা আমার পক্ষে উত্তর দিবে ; ফলতঃ ছাগদের বিন্দুচিহ্নিত কি চিত্রাঙ্গ ভিন্ন ও মেষদের মধ্যে কৃষ্ণবর্ণ ভিন্ন যাহ থাকিবে, তাহ আমার চৌর্য্যরূপে গণ্য ৩৪ হইবে। তখন লাবন কহিলেন, দেখ, তোমার বাক্যা৩৫ নুসারেই হউক। পরে তিনি সেই দিন রেখাঙ্কিত ও চিত্রাঙ্গ ছাগ সকল এবং বিন্দুচিহ্নিত ও চিত্রাঙ্গ, যাহাতে যাহাতে কিঞ্চিৎ শুক্লবৰ্ণ ছিল, এমন ছাগী こ● আদিপুস্তক । [○o ; Q>ー○○ 5 s 1 সকল এবং কৃষ্ণবর্ণ মেষ সকল পৃথক্ করিয়া আপন ৩৬ পুত্রদের হস্তে সমর্পণ করিলেন, এবং আপনার ও যাকোবের মধ্যে তিন দিনের পথ ব্যবধান রাখিলেন । আর যাকোব লাবনের অবশিষ্ট পশুপাল চরাইতে লাগিলেন । আর যাকোব লিবৃনী, লুস ও আর্মোণ বৃক্ষের সরস শাখা কাটিয় তাহার ছাল খুলিয়। কাঠের শুক্ল রেখা ৩৮ বাহির করিলেন। পরে যে স্থানে পশুপাল জল পানার্থে আইসে, সেই স্থানে পালের সম্মুখে নিপানের মধ্যে ঐ ত্বক্ৰশ্বন্ত রেখাবিশিষ্ট শাখা সকল রাখিতে লাগিলেন ; তাহাতে জল পান করিবার সময়ে তাহারা গৰ্ত্ত ধারণ ৩৯ করিত। আর সেই শাখার নিকটে তাহদের গৰ্ত্তধারণ প্রযুক্ত রেখাঙ্কিত ও বিন্দুচিহ্নিত ও চিত্রাঙ্গ বৎস ৪০ জন্মিত। পরে যাকোব সেই সকল বৎস পৃথক্ করিতেন, এবং লাবনের রেখাঙ্কিত ও কৃষ্ণবর্ণ মেষের প্রতি মেঘীদের দৃষ্টি রাখিতেন ; এইরূপে তিনি লাবনের পালের সহিত না রাখিয় আপন পালকে পৃথক ৪১ করিতেন। আর বলবান পশুগণ যেন শাখার নিকটে গৰ্ত্তধারণ করে, এই জন্য নিপানের মধ্যে পশুদের ৪২ সম্মুখে ঐ শাখ রাখিতেন ; কিন্তু দুৰ্ব্বল পশুদের সম্মুখে রাখিতেন না। তাহাতে দুৰ্ব্বল পশুগণ লাবনের ও ৪৩ বলবানৃ পশুগণ যাকোবের হইত। আর যাকোব অতি বৰ্দ্ধিষ্ণু হইলেন, এবং তাহার পশু ও দাস দাসী এবং উষ্ট ও গর্দভ যথেষ্ট হইল । হারণ হইতে যাকোবের পলায়ন। ○S পরে তিনি লাবনের পুত্রদের এই কথা শুনিতে পাইলেন, যাকোব আমাদের পিতার সর্বস্ব হরণ করিয়াছে, আমাদের পিতার ধন হইতে তাহার এই ২ সমস্ত ঐশ্বৰ্য্য হইয়াছে। আর যাকোব লাবনের মুখ দেখিলেন, আর দেখ, উহা আর তাহার প্রতি পূৰ্ব্বকার ৩ মত নয়। আর সদাপ্রভু যাকোবকে কহিলেন, তুমি আপন পৈতৃক দেশে জ্ঞাতিদের নিকটে ফিরিয়া যাও, ৪ আমি তোমার সহবত্তী হইব । অতএব যাকোব লোক পাঠাইয়৷ মাঠে পশুদের নিকটে রাহেল ও লেয়াকে ৫ ডাকাইয় কহিলেন, আমি তোমাদের পিতার মুখ দেখিয়া বুঝিতে পারিতেছি, উহা আর আমার প্রতি পূৰ্ব্বকার মত নয়, কিন্তু আমার পিতার ঈশ্বর আমার ৬ সহবত্তী রহিয়াছেন। আর তোমরা আপনার জান, আমি যথাশক্তি তোমাদের পিতার দাস্ত্যকৰ্ম্ম করিয়াছি । ৭ তথাপি তোমাদের পিতা আমাকে প্রবঞ্চনা করিয়া দশ বার আমার বেতন অন্যথা করিয়াছেন ; কিন্তু ঈশ্বর তাহাকে আমার ক্ষতি করিতে দেন নাই । ৮ কেননা যখন তিনি কহিতেন, বিন্দুচিহ্নিত পশুগণ তোমার বেতনস্বরূপ হইবে, তখন সমস্ত পাল বিন্দু চিহ্নিত শাবক প্রসব করিত ; এবং যখন কহিতেন, রেখাঙ্কিত পশু সকল তোমার বেতনস্বরূপ হইবে, তখন ৯ মেষাদি সকলে রেখাঙ্কিত শাবক প্রসব করিত। এইরূপে ❖ዓ 26