পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S) & 2 ংবাদ পাইয়৷ দায়ুদ যোয়াবকে ও বিক্রমশালী সমস্ত ৯ সৈন্ত্যকে প্রেরণ করিলেন । অন্মোন-সন্তানগণ বাহিরে আসিয়া নগরের প্রবেশ-স্থানে যুদ্ধার্থে সৈন্ত রচনা করিল, এবং সমাগত রাজার মাঠে স্বতন্ত্র থাকিলেন । ১• এইরূপে সন্মুখে ও পশ্চাতে দুই দিকেই তাহার বিরুদ্ধে যুদ্ধ হইবে দেখিয়া যোয়াব ইস্রায়েলের সমস্ত মনোনীত লোকের মধ্য হইতে লোক বাছিয়া লইয়। ১১ অরামীয়দের সম্মুখে সৈন্তা রচনা করিলেন । তার অবশিষ্ট লোকদিগকে তিনি আপন ভ্রাতা অবীশয়ের হস্তে সমৰ্পণ করিলেন : তাহাতে তাহার। অন্মোন-সন্তানদের ১২ সম্মুখে সৈন্ত্য রচনা করিল। আর তিনি কহিলেন, যদি আরামীয়ের আম। অপেক্ষ বলবান হয়, তবে তুমি আমার সাহায্য করিবে ; তার যদি অন্মোন-সন্তানগণ তোমা অপেক্ষা বলবান হয়, তবে আমি তোমার সাহায্য ১৩ করিব । সাহস কর, আইস, আমাদের জাতির জন্য ও আমাদের ঈশ্বরের নগর সকলের জন্ত আমর আপনাদিগকে বলবান করি ; আর সদাপ্রভুর দৃষ্টিতে ১৪ যাহা ভাল, তিনি তাহাই করুন। পরে যোয়াব ও তাহার সঙ্গী লোকের যুদ্ধার্থে আরামীয়দের সম্মুখীন হইলে তাহার। তাহার সম্মুখ হইতে পলায়ন করিল। ১৫ আর আরামীয়ের পলায়ন করিয়াছে দেখিয়া অন্মোনসন্তানগণও তাহার ভ্রাতা অবীশয়ের সম্মুখ হইতে পলাইয়। নগরে প্রবেশ করিল। পরে যোয়াব ফিরাশালেমে আসিলেন । আরামীয়ের যখন দেখিতে পাইল যে, তাহার। ইস্রায়েলের সম্মুখে পরাজিত হইয়াছে, তখন দূত পঠাইয়৷ [ফরাৎ] নদীর ওপারস্থ আরামীয়দিগকে বাহির করিয়৷ আনিল ; হুদরেষরের দলের সেনাপতি শোফক তাহা১৭ দের অগ্রণী ছিলেন। পরে দাযুদকে এই সংবাদ দেওয়া হইলে তিনি সমস্ত ইস্রায়েলকে একত্র করিলেন, এবং যর্দন পার হইয়। তাহদের নিকটে উপস্থিত হইলেন, ও তাহদের বিরুদ্ধে সৈন্তা রচনা করিলেন ; আর দায়ুদ আরামীয়দের বিরুদ্ধে সৈন্ত রচনা করিলে তাহার ১৮ তাহার সহিত যুদ্ধ করিল। আর আরামীয়ের ইস্রায়েলের সম্মুখ হইতে পলায়ন করিল ; আর দায়ুদ আরামীয়দের সাত সহস্র রথীরোহী ও চল্লিশ সহস্ৰ পদাতিক সৈন্ত বধ করিলেন, এবং দলের সেনাপতি ১৯ শোফককে বধ করিলেন । পরে ইদরেষরের দাসগণ যখন দেখিল, তাহার। ইস্রায়েলের সম্মুখে পরাজিত হইয়াছে, তখন দায়ুদের সহিত সন্ধি করিয়া তাহার দাস হইল ; এবং আরামীয়ের আর অন্মোন-সন্তানগণের সাহায্য করিতে সন্মত হইল না । ミの পরে যখন বৎসর ফিরিয়া আসিল, সেই সময়ে অর্থাৎ রাজবগের যুদ্ধে গমন সময়ে যোয়াব সৈন্তবল লইয়। গিয়া অন্মোন-সন্তানদের দেশ উৎসন্ন করিলেন, আর রবরাতে গিয় তাহ অবরোধ করিলেন ; কিন্তু দায়ুদ যিরশালেমে থাকিলেন। পরে যোয়াব ২ রব্বাকে আঘাত করিয়া ভূমিসাৎ করিলেন। আর > ○ ১ বংশাবলি । [ > > ; おー* > ; b l দায়ুদ তাহদের রাজার মস্তক হইতে মুকুট লইলেন। আর জানা গেল, তাহ এক তালন্ত স্বর্ণ পরিমিত, এবং মণিতে ভূষিত ; আর তাহ দায়ুদের মস্তকে অপিত হইল : এবং তিনি ঐ নগর হইতে অতি ৩ প্রচুর লুটদ্রব্য বাহির করিয়া আনিলেন। তার তিনি তথাকার লোকদিগকে বাহির করিয়া আনিয়া করাতের দ্বার, লৌহের ময়ির দ্বারা ও কুড়ালির দ্বারা ছেদন করিলেন ; দায়ুদ অন্মোন-সন্তানদের সমস্ত নগরের প্রতি এইরূপ করিলেন। পরে দায়ুদ ও সমস্ত লোক যিরশালেমে ফিরিয়া গেলেন। ৪ তৎপরে গেষরে পলেষ্টীয়দের সহিত যুদ্ধ হইল ; তখন হ্রশাতীয় সিববখয় রফার সন্তান সিপৃপয়কে বধ ৫ করিল, আর তাহারা নত হইল। আবার পলেষ্টীয়দের সহিত যুদ্ধ হইল, আর যায়ীরের পুত্র ইলুহানন গাতীয় গলিয়াতের ভ্রাত লহমিকে বধ করিল, ইহার বড়শ। ৬ তাতের নরাজের স্যায় ছিল । আর একবার গাতে যুদ্ধ হইল ; আর তথায় অতি দীর্ঘকায় এক জন ছিল, প্রতিহস্তপদে তাহার ছয় ছয় অঙ্গুলি, সৰ্ব্বশুদ্ধ চব্বিশ ৭ তাঙ্গুলি ছিল, সেও রফার সন্তান । সে ইস্রায়েলকে টিটুকারি দিলে দায়ুদের ভ্রাত শিমিয়ের পুত্র যোন৮ খন তাহাকে বধ করিল। ইহার রফার বংশে গাতে জন্মিয়াছিল ; ইহার দাযুদের হাতে ও তাহার দাসগণের হাতে নিপতিত হইল । লোকগণনা হেতু ঈশ্বরের কোপ। RS = আর শয়তান ইস্রায়েলের প্রতিকূলে দাড়াইয় ইস্রায়েলকে গণনা করিতে দায়ুদকে প্রবৃত্তি দিল। ২ তখন দাযুদ্ধ যোয়াবকে ও জনাধ্যক্ষদিগকে কহিলেন, যাও, তোমরা বের-শেব হইতে দান পয্যন্ত ইস্রায়েলকে গণনা কর, পরে আমার নিকটে সংবাদ অান, আমি ৩ তাহদের সংখ্য জানিব । তখন যোয়াব কহিলেন, এখন যত লোক আছে, সদাপ্রভু তাহার শত গুণ অধিক আপন প্রজার বৃদ্ধি করুন ; কিন্তু হে আমার প্রভু মহারাজ, তাহারা সকলে কি আমার প্রভুর দাস নহে? আমার প্রভু এ চেষ্টা কেন করিতেছেন ? আপনি ইস্রায়েলের দোষের কারণ কেন গু হইবেন ? তথাপি যোয়াবের উপরে রাজার কথাই প্রবল হইল । তাহতে যোয়াব প্রস্থান করিয়া সমস্ত ইস্রায়েলের মধ্যে পৰ্য্যটন করিলেন, পরে যিরশালেমে ৫ আসিলেন । আর ফোয়াব গণিত লোকদের সংখ্যা দায়ুদের কাছে দিলেন । সমস্ত ইস্রায়েলের এগার লক্ষ খড়গধারী লোক, ও যিহদার চারি লক্ষ সত্তর সহস্র ৬ খড়গধারী লোক ছিল। কিন্তু তাহদের মধ্যে তিনি লেবি ও বিদ্যমীন { বংশকে ] গণনা করেন নাই, কারণ রাজার কথায় যোয়াবের ঘৃণা হইয়াছিল। ৭ আর ঈশ্বর এই কাৰ্য্যে অসন্তুষ্ট হইলেন : তাই তিনি ৮ ইস্রায়েলকে আঘাত করিলেন। পরে দায়ুদ ঈশ্বরকে 362