পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ ७ ; २० - ९ १ ; २8 I ] ংশজাত লোকদের মধ্যে দ্বারপালদের এই সকল পাল ছিল । লেবায়দের কথা। অহিয় সদাপ্রভুর গৃহের কোষীধ্যক্ষ ও পবিত্রীকৃত বস্তু সকলের কোষাধ্যক্ষ ছিলেন । ২১ লাদনের সন্তান—লাদন সম্বন্ধীয় গেশোনীয়দের সন্তান । গেশোনীয় লাদনের সন্তান পিতৃকুলপতি ছিলেন, ২২ যিহয়েলি। যিহয়েলির পুত্র সেথম ও তাহার ভ্রাতা যোয়েল, ইহার! সদাপ্রভুর গৃহের কোষাধ্যক্ষ ছিলেন। ২৩ অম্রামীয়দের, যিষহরীয়দের, হিত্ৰোণীয়দের ও উষীয়ে২৪ লীয়দের মধ্যে মোশির পুত্র গেশোনের সন্তান শবৃয়েল ২৫ কোষাধ্যক্ষ ছিলেন। আর তাহার ভ্রাতৃগণ : ইলীয়েষরের পুত্র রহবিয়, তাহার পুত্র যিশায়াহ, তাহার পুত্র যোরাম, তাহার পুত্র সিখি, তাহার পুত্র শলোমোৎ । ২৬ দায়ুদ রাজ এবং পিতৃকুলপতির অর্থাৎ সহস্রপতিগণ, শতপতিগণ ও সেনাপতিগণ যে সকল বস্তু পবিত্র করিয়াছিলেন, শলোমোৎ ও তাহার ভ্রাতৃগণ সেই ২৭ সকল পবিত্রীকৃত বস্তুর কোষাধ্যক্ষ ছিলেন। সদাপ্রভুর গৃহ মেরামৎ করণার্থে উহার যুদ্ধে লব্ধ অনেক বস্তু ২৮ পবিত্র করিয়াছিলেন। আর শমুয়েল দর্শক, কীশের পুত্র শেল, নেরের পুত্র অবনের ও সরূয়ার পুত্ৰ যোয়াব যে সকল বস্তু পবিত্র করিয়াছিলেন, যিনি যাহা পবিত্র করিয়াছিলেন, সে সকল বস্তু শলোমোতের ও তাহার ২৯ ভ্রাতৃগণের হস্তে রহিল। যিস্তৃহরীয়দের মধ্যে কননিয় ও তাহার পুত্ৰগণ শাসক ও বিচারকত্ত্বগণের জন্য ইস্রায়েলের উপরে বাহিরের কৰ্ম্মে নিযুক্ত হইলেন । ৩০ হিত্ৰোণীয়দের মধ্যে হশfবয় ও তাহার ভ্রাতৃগণ এক সহস্র সাত শত বীরপুরুষ সদাপ্রভুর সকল কার্য্যে ও রাজার সেবকৰ্ম্মে যদনের এপারে পশ্চিমদিকে ইস্ত্ৰীয়েলের ৩১ উপরে নিযুক্ত হইল। ইিব্রোণীয়দের পিতৃকুলানুযায়ী বংশাবলিতে ফিরিয় হিত্ৰোণীয়দের মধ্যে প্রধান ছিল ; দায়ুদের রাজত্বের চল্লিশ বৎসরে অনুসন্ধান করা গেলে তাহদের মধ্যে গিলিয়দস্থ যাসেরে অনেক বলবান বীর ৩২ পাওয়া গেল । তার তাহার ভ্রাতৃগণ দুই সহস্ৰ সাত শত বীরপুরুষ পিতৃকুলপতি ছিল ; তাহাদিগকে দায়ুদ্ধ রাজা ঈশ্বরীয় ও রাজকীয় সমস্ত কাৰ্য্য করিতে রূবেগীয়দের, গাদীয়দের ও মনঃশির অৰ্দ্ধবংশের উপরে নিযুক্ত করিলেন । 출e সেনাপতি প্রভৃতি অধ্যক্ষদের নাম। 는 ইস্রায়েল-সন্তানগণের সংখ্যানুসারে পিতৃকুলপতিগণ, সহস্রপতিগণ, শতপতিগণ ও কৰ্ম্মচারিগণ রাজার পরিচর্য্য৷ করিতেন ; তাহার। নানা দলে বিভক্ত হইয়া বৎসরের সমস্ত মাসের এক এক মাসে কৰ্ম্মে প্রবৃত্ত ও নিবৃত্ত হইতেন ; প্রত্যেক দলে চব্বিশ ২ সহস্ৰ লোক ছিল। প্রথম দলের উপরে প্রথম মাসের জন্ত সবীয়েলের পুত্র যাশবিয়াম ; তাহার দলে চব্বিশ ৩ সহস্ৰ লোক ছিল ; তিনি পেরসের সন্তানদের মধ্য ১ বংশাবলি । ළු V බූ বৰ্ত্তী ; তিনি প্রথম মাসের জন্ত নিযুক্ত সেনাদলের ৪ সমস্ত সেনাপতির মধ্যে প্রধান ছিলেন । দ্বিতীয় মাসের দলে অহোহীয় দোদয়, ও তাহার দল : অধ্যক্ষ ছিলেন মিক্লোৎ ; এবং তাহার দলে চব্বিশ সহস্ৰ লোক ছিল । ৫ তৃতীয় মাসের জন্ত নিযুক্ত সেনাদলের তৃতীয় সেনাপতি যিহোয়াদ। যাজকের পুত্র বনায়, তিনি প্রধান, তাহার ৬ দলে চব্বিশ সহস্ৰ লোক ছিল। এই বনায় সেই ত্রিশ জনের মধ্যে বলবান ও সেই ত্রিশ জনের উপরে ছিলেন, এবং তাহার দলে তাহার পুত্র অন্মণীষাবাদ ৭ ছিল । চতুর্থ মাসের জন্য চতুর্থ সেনাপতি যোয়াবের ভ্ৰাত অসাহেল, ও তাহার পরে তাহার পুত্ৰ সবাদয় ; ৮ তাহার দলে চব্বিশ সহস্ৰ লোক ছিল। পঞ্চম মাসের জন্য পঞ্চম সেনাপতি যিমুহীয় শমহৎ । তাহার দলে ৯ চব্বিশ সহস্ৰ লোক ছিল। ষষ্ঠ মাসের জন্ত ষষ্ঠ সেনাপতি তকোয়ীয় ইক্কেশের পুত্র ঈর ; তাহার দলে চব্বিশ ১০ সহস্ৰ লোক ছিল । সপ্তম মাসের জন্ত সপ্তম সেনাপতি ইফ্রয়িম-সন্তানদের কুলজাত পলোনীয় হেলস ; তাহার ১১ দলে চব্বিশ সহস্ৰ লোক ছিল । অষ্টম মাসের জন্ত অষ্টম সেনাপতি সেরহীয় কুলজাত হ্রশাতীয় সিববখয় ; ১২ তাহার দলে চবিবশ সহস্ৰ লোক ছিল ! নবম মাসের জন্ত নবম সেনাপতি বিদ্যমীন-বংশজাত অনাথোতীয় অবীয়েষর ; তাহার দলে চবিবশ সহস্ৰ লোক ছিল । ১৩ দশম মাসের জন্ত দশম সেনাপতি সেরহীয় কুলজত নটোফাতীয় মহরয় , তাহার দলে চব্বিশ সহস্ৰ লোক ১৪ ছিল । একাদশ মাসের জন্ত একাদশ সেনাপতি ইক্ৰয়িম-সন্তানদের কুলজাত পিরিয়াথোনীয় বনয় ; তাহার ১৫ দলে চব্বিশ সহস্ৰ লোক ছিল । দ্বাদশ মাসের জন্ত দ্বাদশ সেনাপতি অSনীয়েল-কুলজাত নটোফাতীয় হিলদয় ; তাহার দলে চব্বিশ সহস্ৰ লোক ছিল। ইস্রায়েলের বংশীধ্যক্ষগণ। রূবেণীয়দের কুলে অধ্যক্ষ সিখির পুত্র ইলীয়েষর ; শিমিয়োনীয়দের কুলে মাখার ১৭ পুত্র শফটয় ; লেবির কুলে কমূয়েলের পুত্র হশবিয় ; ১৮ হারোণের কুলে সাদোক ; যিহুদার কুলে দায়ুদের ভ্রাতৃগণের মধ্যে ইলীছ ; ইষাথরের কুলে মীখীয়েলের ১৯ পুত্র অস্ত্রি ; সবুলুনের কুলে ওবদিয়ের পুত্র যিশ্বায়য় ; ২০ নপ্তালির কুলে অস্ত্ৰীয়েলের পুত্ৰ যিরেমোৎ ; ইফ্রয়িমসন্তানদের কুলে অসসিয়ের পুত্র হোশেয় ; মনঃশির ২১ অৰ্দ্ধবংশের কুলে পদায়ের পুত্র যোয়েল ; গিলিয়দস্থ মনঃশির অৰ্দ্ধবংশের কুলে সখরিয়ের পুত্ৰ যিদে ; ২২ বিদ্যমীনের কুলে আবৃনেরের পুত্র যাসীয়েল ; দীনের কুলে বিরোহমের পুত্র অসরেল । ইহার ইস্রায়েলের বংশীধ্যক্ষ ছিলেন । কিন্তু দায়ুদ বিংশতি বৎসর ও তদপেক্ষ অল্পবয়স্ক লোকদের সংখ্যা গ্রহণ করিলেন না, কেননা সদাপ্ৰভু বলিয়াছিলেন, তিনি আকাশের তারার স্তায় ইস্রা২৪ য়েলকে বহুসংখ্যক করিবেন। সরয়ার পুত্র যোয়াব গণনা করিতে আরম্ভ করিয়াছিলেন, কিন্তু সমাপ্ত করেন নাই ; আর গণনা প্রযুক্ত ইস্রায়েলের উপরে >W。 ミ○ 367