পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○? * মন্দির নিৰ্ম্মাণ । NG) পরে শলোমন যিরশীলেমে মোরিয়া পৰ্ব্বতে প্রভুর গৃহ নিৰ্ম্মাণ করিতে আরম্ভ করিলেন ; [সদাপ্রভু! সেই স্থানে তাহার পিতা দায়ুদকে দর্শন দিয়াছিলেন, এবং দায়ুদ সেই স্থান নিরূপণ করিয়া২ ছিলেন ; তাই যিবুধীয় অর্ণনের খামার। তিনি আপন রাজত্বের চতুর্থ বৎসরের দ্বিতীয় মাসের দ্বিতীয় দিনে নিৰ্ম্মাণ কাৰ্য্য আরম্ভ করিলেন । ৩ শলোমন ঈশ্বরের গৃহ নিৰ্ম্মাণ করিতে যে মূল উপদেশ পাইয়াছিলেন, তদনুসারে হস্তের প্রাচীন পরিমাণে গৃহের দীর্ঘত যাইট হস্ত ও প্রস্থত। বিংশতি হস্ত করা ৪ হইল। আর গৃহের সম্মুখস্থ বারাও গৃহের প্রস্থতামুসারে বিংশতি হস্ত দীর্ঘ ও এক শত বিংশতি হস্ত উচ্চ হইল ; আর তিনি ভিতরে তাহ নিৰ্ম্মল স্বর্ণে মুড়াই • লেন। তিনি বৃহৎ গৃহের গাত্র উত্তম স্বর্ণমণ্ডিত দেবদারু কষ্ঠে আবৃত করিলেন ও তাহার উপরে খর্জুরবৃক্ষ ৬ ও শৃঙ্খলাকৃতি করিলেন। আর শোভার নিমিত্তে গৃহটা মূল্যবান্‌ প্রস্তরে অলঙ্কত করিলেন ; ঐ স্বর্ণ পর্বয়ম ৭ দেশের স্বর্ণ। আর তিনি গৃহ, গৃহের কড়িকাঠ, গোবরাট, ভিত্তি ও কবাট স্বর্ণে মুড়াইলেন, এবং ৮ ভিত্তির উপরে করূবাকৃতি ক্ষুদিলেন। আর তিনি অতি পবিত্র গৃহ নিৰ্ম্মাণ করিলেন, তাহার দীর্ঘত গৃহের প্রস্থতার ন্যায় বিংশতি হন্ত ও প্রস্থত। বিংশতি হস্ত ; এবং তিনি ছয় শত তালন্ত উত্তম স্বর্ণ দ্বারা ৯ তাহ মুড়াইলেন। প্রেকের পরিমাণ পঞ্চাশ শেকল স্বর্ণ। তিনি উপরিস্থ কুঠরী সকলও স্বর্ণ দ্বারা মুড়াইলেন । ১• অতি পবিত্র গৃহের মধ্যে তিনি নিকালকাৰ্য্য দ্বারা দুই করূব নিৰ্ম্মাণ করিলেন ; আর তাহ স্বর্ণে মুড়ান হইল । ১১ এই করূব দুইটার পক্ষ বিংশতি হস্ত দীর্ঘ , একটার পাচ হস্ত দীর্ঘ এক পক্ষ গৃহের ভিত্তি স্পর্শ করিল, এবং পাচ হস্ত দীর্ঘ অন্ত পক্ষ দ্বিতীয় করবের পক্ষ ১২ পর্শ করিল। সেই করবের পাচ হস্ত দীর্ঘ প্রথম পক্ষ গৃহের ভিত্তি স্পর্শ করিল, এবং পাঁচ হস্ত দীর্ঘ দ্বিতীয় ১৩ পক্ষ ঐ করূবের পক্ষ স্পর্শ করিল। সেই করব দুইটীর পক্ষ চতুষ্টয় বিংশতি হস্ত বিস্তারিত, তাহারা চরণে দণ্ডায়মান, এবং তাহদের মুখ গৃহের দিকে ছিল । আর তিনি নীল, বেগুনে ও রক্তবর্ণ এবং মসীনা-সূত্র নিৰ্ম্মিত তিরস্করিণী প্রস্তুত করিলেন ও তাহাতে করূবা১৫ কৃতি করিলেন। আর তিনি গৃহের সম্মুখে পয়ত্রিশ হস্ত উচ্চ দুই স্তম্ভ করিলেন, এক এক স্তম্ভের উপরে ১৬ যে মাথল। তাহ পাচ হস্ত উচ্চ হইল। আর তিনি অন্তগুহে শৃঙ্খল করিয়া সেই স্তন্তের মস্তকে দিলেন, এবং এক শত দাড়িম্বীকৃতি করিয়া ঐ শৃঙ্খলের উপরে ১৭ রাখিলেন। সেই দুইটী স্তস্ত তিনি মন্দিরের সম্মুখে স্থাপন করিলেন, একট। দক্ষিণে ও অন্তটা বামে রাখিলেন, এবং যেটী দক্ষিণে, সেটার নাম যার্থীন । তিনি > 8 372 ২ বংশাবলি । [ 5; ১ – ৪ ; ১৬ । স্থির করিবেন] ও যেটী বামে, সেটার নাম বোয়স [ইহাতেই বল ] রাখিলেন। 8 আর তিনি পিত্তলময় এক যজ্ঞলেদি নিৰ্ম্মাণ করিলেন, তাহার দীর্ঘত বিংশতি হস্ত, প্রস্থত। বিংশতি হস্ত ও উচ্চতা দশ হস্ত । ২ আর তিনি ছাঁচে ঢাল গোলাকার সমুদ্রপাত্র নিৰ্ম্মাণ করিলেন ; তাহ এক কাণ অবধি অন্ত কাণ৷ পর্য্যন্ত দশ হস্ত ও তাহার উচ্চতা পাচ হস্ত, এবং তাঁহার ৩ পরিধি ত্রিশ হস্ত করিলেন। তাহার চারিদিকে তাহার নীচে সমুদ্রপত্র বেষ্টনকারী বলদের আকৃতি ছিল, প্রত্যেক হস্ত পরিমাণের মধ্যে দশ দশ আকৃতি ছিল ; পাত্র ঢালিবার সময়ে সেই গবাকৃতির দুই শ্রেণী ছাঁচে ৪ ঢাল গিয়ছিল। ঐ পাত্র বারটা গোরুর উপরে স্থাপিত ছিল, তাহদের তিনট উত্তরমুখ, তিনটা পশ্চিমমুখ, তিনটী দক্ষিণমুখ ও তিনটা পূৰ্ব্বমুখ ছিল, এবং সমুদ্রপাত্র তাহদের উপরে রহিল ; তাহদের সকলের ৫ পশ্চাদ্ভাগ ভিতরে থাকিল। ঐ পাত্র চারি অঙ্গুলি পুরু ও তাঁহার কণী পানপাত্রের কণার সদৃশ, শোষণ পুষ্পাকার ছিল, তাহাতে তিন সহস্র বাৎ ধরিত। ৬ আর তিনি দশটা প্রক্ষালনপাত্ৰ নিৰ্ম্মাণ করিলেন, এবং প্রক্ষালনার্থে তাহার পাচটা দক্ষিণে ও পাঁচটা বামে স্থাপন করিলেন ; তাহার মধ্যে তাহারা হোমবলিদানের সামগ্ৰী প্রক্ষালন করিত, কিন্তু সমুদ্রপত্র ৭ যাজকদের প্রক্ষালনার্থে ছিল। আর তিনি বিধিমতে স্বর্ণময় দশটা দীপাধার নিৰ্ম্মাণ করিয়া মন্দিরে স্থাপন করিলেন, তাহার পাচটা দক্ষিণে ও পাঁচটা বামে রাখি৮ লেন । আর তিনি দশখানি মেজও নিৰ্ম্মাণ করিলেন, তাহার পচখানি দক্ষিণে ও পাঁচখানি বামে মন্দিরের মধ্যে রাখিলেন। আর তিনি এক শত স্বর্ণময় বাটিও ৯ নিৰ্ম্মাণ করিলেন। আর তিনি যাজকদের প্রাঙ্গণ, বৃহৎ প্রাঙ্গণ ও প্রাঙ্গণের দ্বার সকল নিৰ্ম্মাণ করিলেন, ও ১• তাহার কবাটগুলি পিত্তলে মুড়িলেন। আর সমুদ্রপাত্র দক্ষিণ পার্থে পুৰ্ব্বদিকে দক্ষিণদিকের সম্মুখে স্থাপন করিলেন । ১১ আর হুরম স্থালী, হাত ও বাটি সকল নিৰ্ম্মাণ করিল। এইরূপে হুরম শলোমন রাজার জন্ত ঈশ্বরের গৃহের যে কৰ্ম্মে প্রবৃত্ত হইয়াছিল, তাহ সমাপ্ত করল : ১২ অর্থাৎ দুই স্তস্ত ও সেই দুই স্তস্তের উপরিস্থ গোলাকার ও মাথলী, এবং সেই স্তস্তের উপরিস্থ মথলার ১৩ দুই গোলাকার আচ্ছাদনৰ্থক দুই জলকাৰ্য্য, এবং দুই জালকায্যের জন্ত চারি শত দাড়িম্বাকার, অর্থাৎ স্তস্তের উপরিস্থ মাখলার দুই গোলাকার আচ্ছাদনার্থক এক এক জালকায্যের জন্য দুই শ্রেণী দাড়িম্বীকার ১৪ করিল। আর সে পীঠ সকল নিৰ্ম্মাণ করিল, এবং সেই পীঠের উপরে প্রক্ষালনপাত্র সকল নিৰ্ম্মাণ করিল : ১৫,১৬ এক সমুদ্রপাত্র ও তাহার নীচে বারটা গোরু, এবং স্থালী, হাতা ও ত্ৰিকণ্টক শূল এবং অন্ত সমস্ত পাত্র হরম-আবি শলোমন রাজার নিমিত্তে সদাপ্রভুর গৃহের