পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ : ১৬ – ৩৩ ; ১৫ । ] ১৬ পরে তিনি আপনার এক এক দাসের হস্তে এক এক পাল সমৰ্পণ করিয়া দাসদিগকে এই আজ্ঞ দিলেন, তোমরা আমার অগ্রে পার হইয়া যাও, এবং ১৭ মধ্যে মধ্যে স্থান রাখিয়া প্রত্যেক পাল পৃথক কর। পরে তিনি অগ্রবত্তী দাসকে এই আজ্ঞা দিলেন, আমার ভ্রাত এর্ষেীর সহিত তোমার সাক্ষাৎ হইলে তিনি যখন জিজ্ঞাসা করিবেন, তুমি কাহার দাস ? কোথায় যাইতেছ ? আর তোমার অগ্রস্থিত এই সমস্ত কাহার ? ১৮ তখন তুমি উত্তর করিবে, এই সকল আপনার দাস যাকোবের ; তিনি উপঢৌকনরূপে এই সকল আমার প্রভু এঘোঁর জন্য প্রেরণ করিলেন ; আর দেখুন, তিনিও ১৯ আমাদের পশ্চাৎ আসিতেছেন। পরে তিনি দ্বিতীয় ও তৃতীয় প্রভৃতি পালের পশ্চাদগামী দাস সকলকেও আজ্ঞা দিয়া কহিলেন, এষেীর সহিত দেখা হইলে ২০ তোমরা এই এই প্রকার কথা বলিও । আরও বলিও, দেখুন, আপনার দাস যাকোবও আমাদের পশ্চাৎ আসিতেছেন । কেনন। তিনি বলিলেন, আমি অগ্ৰে উপঢৌকন পাঠাইয় তাহাকে শান্ত করিব, পশ্চাৎ তাহার সহিত সাক্ষাৎ করিব, তাহাতে তিনি আমার ২১ প্রতি অনুগ্রহ করিলেও করিতে পারেন। অতএব তাহার অগ্ৰে উপঢৌকন দ্রব্য পার হইয় গেল, কিন্তু আপনি সেই রাত্রিতে দলের মধ্যে থাকিলেন । পরে তিনি রাত্রিতে উঠিয় আপনার দুই স্ত্রী, দুই দাসী ও একাদশ পুত্রকে লইয়। তরণস্থানে যবেবাক নদী ২৩ পার হইলেন। তিনি তাহাদিগকে নদী পার করাইয়া আপনার সমস্ত দ্রব্য পারে পাঠাইয়া দিলেন। ২৪ আর যাকোব তথায় একাকী রহিলেন, এবং এক পুরুষ প্রভাত পৰ্য্যন্ত তাহার সহিত মল্লযুদ্ধ করিলেন ; ২৫ কিন্তু তাহাকে জয় করিতে পারিলেন না দেখিয়া, তিনি যাকোবের শ্রোণিফলকে আঘাত করিলেন । তাহার সহিত এইরূপ মল্লযুদ্ধ করাতে যাকোবের উরুফলক ২৬ স্থানচ্যুত হইল। পরে সেই পুরুষ কহিলেন, আমাকে ছাড়, কেননা প্রভাত হইল। যাকোব কহিলেন, আপনি আমাকে আশীৰ্ব্বাদ না করিলে আপনাকে ২৭ ছাড়িব না । পুনশ্চ তিনি কহিলেন, তোমার নাম কি ? ২৮ তিনি উত্তর করিলেন, যাকোব । তিনি কহিলেন, তুমি যাকোব নামে আর আখ্যাত হইবে না, কিন্তু হস্ৰয়েল ঈশ্বরের সহিত যুদ্ধকারী ] নামে আখ্যাত হইবে ; কেনন। তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ ২৯ করিয়া জয়ী হইয়াছ । তখন যাকোব জিজ্ঞাসা করিয়৷ কহিলন, বিনয় করি, আপনকার নাম কি ? বলুন। তিনি বললেন, কি জন্ত আমার নাম জিজ্ঞাস কর ? ৩০ পরে তথায় যাকোবকে আশীৰ্ব্ববাদ করিলেন । তখন যাকোব সেই স্থানের নাম পনুয়েল (ঈশ্বরের মুখ] রাখিলেন ; কেনন। তিনি কহিলেন, আমি ঈশ্বরকে সম্মুখাসম্মুখি হইয়। দেখিলাম, তথাপি আমার প্রাণ বাচিল । পরে তিনি পনুয়েল পার হইলে স্বৰ্য্যোদয় হইল। ૨૨ ఇలి) আদিপুস্তক । ९ =o ৩২ আর তিনি উরুতে খোড়াইতে লাগিলেন। এই কারণ ইস্রায়েল-সন্তানের অদ্যাপি শ্রোণিফলকের উপরিস্থ উরুসন্ধির শিরা ভোজন করে না, কেনন। তিনি যাকোবের শ্রোণিফলক অর্থাৎ উরুসন্ধির শিরা স্পর্শ করিয়াছিলেন । ৩৩ পরে স্থাকো চক্ষু তুলিয়া চছিলেন, আর দেখ, এষে আসিতেছেন, ও তাহার সহিত চারি শত লোক। তখন তিনি বালকদিগকে বিভাগ করিয়৷ লেয়াকে, রাহেলকে ও দুই দাসীকে সমর্পণ করিলেন ; ২ সকলের অগ্ৰে দুই দাসী ও তাহদের সন্তানদিগকে, তৎপশ্চাৎ লেয়া ও তাহার সন্তানদিগকে, সকলের ৩ পশ্চাৎ রাহেল ও যোযেফকে রাখিলেন। পরে আপনি সকলের অগ্ৰে গিয়া সাত বার ভূমিতে প্ৰণিপাত করিতে করিতে আপন ভ্রাতার নিকটে উপস্থিত ৪ হইলেন। তখন এষে তাহার সঙ্গে দেখা করিতে দৌড়িয়া আসিয়া তাহার গলা ধরিয়া আলিঙ্গন ও ৫ চুম্বন করিলেন, এবং উভয়েই রোদন করিলেন। পরে এষে চক্ষু তুলিয়া নারীগণকে ও বালকগণকে দেখিয়৷ জিজ্ঞাসিলেন, ইহার তোমার কে ? তিনি কহিলেন, ঈশ্বর অনুগ্রহ করিয়া আপনার দাসকে এই সকল ৬ সন্তান দিয়াছেন। তখন দাসীরা ও তাহদের সন্তানগণ ৭ নিকটে আসিয়৷ প্ৰণিপাত করিল ; পরে লেয়া ও তাহার সন্তানগণ নিকটে আসিয়া প্ৰণিপাত করিলেন ; শেষে যোষেফ ও রাহেল নিকটে আসিয়৷ প্ৰণিপাত ৮ করিলেন। পরে এষে জিজ্ঞাসিলেন, আমি যে সকল সমারোহের সহিত মিলিলাম, সে সমস্ত কিসের নিমিত্ত ? তিনি কহিলেন, প্রভুর দৃষ্টিতে অনুগ্রহ পাইবার জন্ত । ৯ তখন এষেী কহিলেন, আমার যথেষ্ট আছে, ভাই, ১০ তোমার যাহা তাহ তোমার থাকুক। যাকোব কহিলেন, তাহ নয়, বিনয় করি, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে আমার হস্ত হইতে উপঢৌকন গ্রহণ করুন ; কেননা আমি ঈশ্বরের মুখ দর্শনের ন্যায় আপনার মুখ দর্শন করিলাম, আপনিও ১১ আমার প্রতি প্রসন্ন হইলেন। বিনয় করি, আপনার কাছে যে উপঢৌকন আনা হইয়াছে, তাহ গ্রহণ করুন ; কেননা ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন, এবং আমার সকলই আছে। এইরূপ সাধ্যসাধন ১২ করিলে এষে তাহ গ্রহণ করিলেন। পরে এষে৷ কহিলেন, আইস, আমরা যাই ; আমি তোমার অগ্ৰে ১৩ অগ্ৰে যাইব । তিনি তাহাকে কহিলেন, আমার প্রভু জানেন, এই বালকগণ কোমল, এবং দুগ্ধবতী মেষী ও গাভী সকল আমার সঙ্গে আছে ; এক দিন ১৪ মাত্র বেগে চালাইলে সকল পালই মরিবে। নিবেদন করি, হে আমার প্রভু, আপনি আপন দাসের অগ্ৰে গমন করুন ; আর আমি যাবৎ সেয়ারে আমার প্রভু নিকটে উপস্থিত না হই, তাবৎ আমার অগ্রবত্তী পশুগণের চলিবার শক্তি অনুসারে এবং এই বালকগণের ১৫ চলিবার শক্তি অনুসারে ধীরে ধীরে চালাই। এষেী কহি 29