পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

·ථ9-දී. ১২ আর তাহার এই নিয়মে আবদ্ধ হইল যে, আপন আপন সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণের সহিত আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিবে ; ১৩ ছোট কি বড়, পুরুষ কি স্ত্রী, যে কেহ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ না করিবে, তাহার প্রাণদণ্ড ১৪ হইবে । তাহার। উচ্চৈঃস্বরে জয়ধ্বনিপূর্বক তুরী ও ১৫ শৃঙ্গ বাজাইয়৷ সদাপ্রভুর সাক্ষাতে শপথ করিল। এই শপথে সমস্ত যিহুদী আনন্দ করিল, কেনন। তাহার আপনাদের সমস্ত অন্তঃকরণের সহিত শপথ করিয়াছিল ; এবং সম্পূর্ণ বাসনার সহিত সদাপ্রভুর অন্বেষণ করাতে তিনি তাহাদিগকে তাহার উদেশ পাইতে দিলেন ; আর তিনি চারিদিকে তাহাদিগকে বিশ্রাম দিলেন । আর আসা রাজার মাতা মাখা আশেরীর এক ভীষণ প্রতিমা নিৰ্ম্মাণ করিয়াছিলেন বলিয়। আসা তাহাকে মাতারাণীর পদ হইতে চু্যত করিলেন, এবং অস। তাহার সেই ভীষণ প্রতিম ছেদন করিয়া চূর্ণ করিলেন ও কিন্দ্রোণ স্রোতের ধীরে তাহ পোড়াইয়। ১৭ দিলেন। কিন্তু ইস্রায়েলের মধ্য হইতে উচ্চস্থলী সকল দূরীকৃত হইল না ; তথাপি আসার অন্তঃকরণ যাব১৮ জ্জীবন একাগ্র ছিল । আর তিনি আপন পিতার পবিত্রীকৃত ও আপনার পবিত্রীকৃত রৌপ্য, স্বর্ণ ও পাত্র ১৯ সকল ঈশ্বরের গৃহে আনিলেন। আসার রাজত্বের পয়ত্রিশ বৎসর পর্য্যন্ত আর যুদ্ধ হইল না । S\() আসার রাজত্বের ছত্রিশ বৎসরে ইস্রায়েল-রাজ বাঁশী যিহুদার বিরুদ্ধে যাত্রা করিলেন, এবং তিনি যিহুদা-রাজ আসার কাছে কোন কাহাকে যাতায়াত ২ করিতে না দিবীর অtশয়ে রাম গাঁথিলেন । তখন আস সদাপ্রভুর গৃহের ও রাজবাটীর ভাণ্ডার হইতে রৌপ্য ও স্বর্ণ বাহির করিয়া দন্মেশক-নিবাসী আরামরাজ বিন্‌ছদদের নিকটে এই বলিয়া পঠাইয়া দিলেন, ৩ তামাতে ও আপনাতে নিয়ম আছে, যেমন আমার পিতাতে ও আপনার পিতাতে ছিল ; দেখুন, আমি আপনার নিকটে রৌপ্য ও স্বর্ণ পাঠাইলাম। আপনি গিয়া, ইস্রায়েল-রাজ বাশার সহিত আপনার যে নিয়ম আছে, তাই। ভঙ্গ করুন ; তাহ হইলে সে আমার ৪ নিকট হইতে প্রস্তান করিবে । তখন বিনুহদদ আসা রাজার কথায় কর্ণপাত করিলেন ; তিনি ইস্রায়েলের নগরসমূহের বিরুদ্ধে আপন সেনাপতিগণকে প্রেরণ করিলেন, এবং তাহার। ইয়েন, দান, আবেল-ময়িম ও নপ্তালির সমস্ত ভাণ্ডার-নগরকে আঘাত করিল। ৫ তখন বশি। এই সংবাদ পাইয়। রাম নিৰ্ম্মাণ হইতে নিবৃত্ত হইলেন, আপন কাৰ্য্য হইতে ক্ষান্ত হইলেন। ও পরে আসে। রাজ। সমস্ত যিহুদাকে সঙ্গে লইলেন, রামায় বাশা যে প্রস্তর ও কাষ্ঠ দ্বারা গাঁথিয়ছিলেন, তাহার সে সকল লইয়। গেল। পরে অস৷ তদ্বারা গেব ও মিস্প নগর গাঁথিলেন । ৭ সেই সময়ে হননি দর্শক যিহুদা-রাজ আসার নিকটে 38 382 ২ বংশাবলি । [ > & ; २२- ४ १ ; ७ ।। আসিয়া কহিলেন, আপনি আপন ঈশ্বর সদাপ্রভুর উপরে নির্ভর না করিয়া আরাম-রাজের উপরে নির্ভর করিলেন, এই জন্ত আরাম-রাজের সৈন্ত্য আপনকার ৮ হস্ত এড়াইল। কুশীয় ও লুবীয়দের কি মহাসৈন্ত এবং রথ ও অশ্বারোহীর বাহুল্য ছিল না ? তথাপি আপনি সদাপ্রভুর উপরে নির্ভর করাতে তিনি তাহাদিগকে ৯ তাপনকার হস্তে সমর্পণ করিয়াছিলেন। কেননা সদাপ্রভুর প্রতি যাহাঁদের অন্তঃকরণ একাগ্র, তাহদের পক্ষে আপনাকে বলবানৃ দেখাইবার জন্য তাহার চক্ষু পৃথিবীর সৰ্ব্বত্র ভ্রমণ করে । এ বিষয়ে আপনি অজ্ঞানের কার্য্য করিয়াছেন, কেননা ইহার পরে পুনঃ পুনঃ আপনকার ১০ বিপক্ষে যুদ্ধ উপস্থিত হইবে। তখন আসা ঐ দশকের প্রতি অসন্তুষ্ট হইয় তাহাকে কারাগুহে রাখিলেন ; কেনন। ঐ কথা প্রযুক্ত তিনি তাহার উপরে কোপান্বিত হইয়াছিলেন। আর ঐ সময়ে আসা প্রজাদের মধ্যেও কতকগুলি লোকের প্রতি দৌরাত্ম্য করিলেন । ১১ আর দেখ, আসার আদ্যোপান্ত কৰ্ম্মের বৃত্তান্ত যিহুদীর ও ইস্রায়েলের রাজাদের ইতিহাস-পুস্তকে লিখিত ১২ অাছে। আসার রাজত্বের উনচল্লিশ বৎসরে তাহারপায়ে রোগ হইল ; তাহার রোগ অতি বিষম হইল ; তথাপি রোগের সময়েও তিনি সদাপ্রভুর অন্বেষণ না করিয়৷ ১৩ বৈদ্যগণেরই আন্বেষণ করিলেন । পরে আসা আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, আপন রাজ১৪ ত্বের একচল্লিশ বৎসরে প্রাণত্যাগ করিলেন। আর তিনি দাযুদ্র-নগরে আপনার জন্ত যে কবর খনন করিয়াছিলেন, তাহার মধ্যে লোকের। তাইকে কবর দিল, এবং গন্ধবণিকের প্রক্রিয়াতে প্রস্তুত নানা প্রকার সুগন্ধি দ্রব্যে পরিপূর্ণ শয্যায় তাহাকে শয়ন করাইল, আর তাহার জন্ত অতি বড় দাহ করিল। যিহেtশাফট রাজার বিবরণ। Sግ পরে তাহার পুত্ৰ যিহেীশাফট তাহার পদে রাজা হইলেন, এবং ইস্রায়েলের বিরুদ্ধে আপ২ নাকে বলবান করিলেন। তিনি যিহুদার সকল প্রাচীরবেষ্টিত নগরে সৈন্ত রাখিলেন, এবং যিহুদা দেশে ও তাহার পিতা আসা ইক্রয়িমের যে সকল নগর হস্তগত করিয়াছিলেন, সেই সকল নগরেও সৈন্যদল ৩ স্থাপন করিলেন। আর সদাপ্রভু যিহেশাফটের সহবৰ্ত্তী ছিলেন, কারণ তিনি আপন পূৰ্ব্বপুরুষ দায়ুদের প্রথম আচরণ-পথে চলিতেন, বাল দেবগণের অন্বেষণ ৪ করিতেন না ; কিন্তু আপন পৈতৃক ঈশ্বরের অন্বেষণ করিতেন ও তাহার সকল আজ্ঞা-পথে চলিতেন, ৫ ইস্রায়েলের কৰ্ম্মানু্যায়ী কৰ্ম্ম করিতেন না। অতএব সদাপ্রভু তাহার হস্তে রাজ্য দৃঢ় করিলেন ; তার সমস্ত যিহ্ৰদ। যিহেশাফটের কাছে উপঢৌকন আনিল, এবং ৬ তাহার ধন ও প্রতীপ অতিশয় বৃদ্ধি পাইল । আর সদাপ্রভুর পথে তাহার অন্তঃকরণ উন্নত হইল; আবার